স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়?||মাধ্যমিক অষ্টম অধ্যায়||উত্তর ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব
স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? |
প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়?||মাধ্যমিক অষ্টম অধ্যায়||উত্তর ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব||৪ নম্বরের প্রশ্ন ও উত্তর||ইতিহাস প্রশ্নত্তোর|itihass class 10| Madhyamik History Question and Answer|History chapter 8 question answer 10th History Examination|ইতিহাস মক টেস্ট|দশম শ্রেনীর ইতিহাস প্রশ্ন উত্তর|দশম শ্রেণী অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর|এই ওয়েবসাইটে মাধ্যমিক অষ্টম অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|Ten History Examination|মাধ্যমিক অষ্টম অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। এছাড়াও তোমরা মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|
স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়?||মাধ্যমিক অষ্টম অধ্যায়||উত্তর ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব
স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়?
ভূমিকা:- 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এবং পৃথক পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। স্বাধীনতা লাভের সাথে সাথে ভারত কিছু সমস্যারও সম্মুখীন হয়। এই সমস্যা হল দেশীয় রাজ্যগুলির ভবিষ্যৎ সংক্রান্ত সমস্যা।
দেশীয় রাজ্য সংক্রান্ত সমস্যা:- ভারতবর্ষ সম্পূর্ণভাবে ইংরজেদের দ্বারা শাসিত ছিল না। বিভিন্ন দেশীয় রাজ্য চুক্তি- সাপেক্ষে দেশীয় শাসকদের দ্বারা শাসিত ছিল। বিক্ষিপ্তভাবে অবস্থিত এই রাজ্যগুলির আয়তন ছিল ভারতের 48 শতাংশ এবং জনসংখ্যা প্রায় 9 কোটি। মন্ত্রীমিশনের প্রস্তাবে 1946 খ্রি. দেশীয় রাজ্যের সমবায় ইউনিয়ন গঠন এবং সেই ইউনিয়নে যোগদান স্বেচ্ছাধীন করা হয়। এর ফলে দেশীয় রাজ্যগুলি স্বাধীন থাকতে মনস্থ করে।
দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি:- এই অবস্থায় বড়োলাট লর্ড মাউন্টব্যাটেনের সহযোগিতায় স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল ও স্বরাষ্ট্র সচিব ভি পি মেনন সংযুক্তি দলিল বা Instrument of Accession এর মাধ্যমে দেশীয় রাজ্যগুলিকে ভারতের সঙ্গে যুক্ত করেন। এক্ষেত্রে হুমকি লোভ ও পুরস্কার এবং যুদ্ধ এই তিন পদ্ধতি অবলম্বন করা হয়। হুমকি পুরস্কার ও খেতাবের ঘোষণার মাধ্যমে অধিকাংশ রাজ্য ভারতে যোগ দেয়। বাকি থেকে যায় জুনাগড় হায়দরাবাদ কাশ্মীর ও কিছু উপনিবেশ সমূহ।
নীতি:- ভারতের ঐক্য ও সংহতির জন্য এরপর যুদ্ধনীতি অবলম্বন করা হয়।
1. জুনাগড়ের ভারতভুক্তি:- 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট জুনাগড়ের নবাব পাকিস্তানে যোগদানের সিদ্ধান্ত নেন। নেহরু- প্যাটেলের নির্দেশে ভারতীয় সেনাবাহিনী জুনাগড় দখল করে। ফলে 1948 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি এক গণভোটের মাধ্যমে জুনাগড় ভারতের সঙ্গে যুক্ত হয়।
2. হায়দরাবাদের ভারতভুক্তি:- নিজাম-শাসিত বিশাল দেশীয় রাজ্য হায়দ্রাবাদ নিজের স্বাধীন অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করে। ফলে স্বাধীনতার প্রশ্নে হায়দরাবাদ আক্রমণাত্মক হয়ে ওঠে। অবস্থানগত বিচারে ভারতের পক্ষে কিন্তু তা মেনে নেওয়া সম্ভব ছিল না। ফলে এ হায়দরাবাদ জাতিপুঞ্জে অভিযোগ জানালে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। নিজাম ভারত সরকারের চরমপত্র উপেক্ষা করলে প্যাটেলের নির্দেশে ভারতীয় সেনাবাহিনী জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে হায়দরাবাদে প্রবেশ করে। তিনদিন যুদ্ধের পর নিজামবাহিনী 1948 খ্রি. 18 সেপ্টেম্বর পরাজিত হয়। পরে এক গণভোট দ্বারা হায়দরাবাদ ভারতের সঙ্গে যুক্ত হয়।
3. কাশ্মীরের ভারতভুক্তিঃ- ভারতের উত্তরে ভারত ও পাকিস্তানের সীমান্তে অবস্থিত আর একটি দেশীয় রাজ্য হল কাশ্মীর। কাশ্মীররাজ হরি সিং স্বাধীন থাকতে চেয়েছিলেন কিন্তু পাক হানাদাররা কাশ্মীরে প্রবেশ করলে রাজা হরি সিং ভারতের সাহায্য প্রার্থনা করেন। ভারত সেই সময়ে সাহায্য করে এবং তার বিনিময়ে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়। পাক হানাদারদের অধিকৃত অঞল কাশ্মীরের প্রায় 1/3 অংশ নিয়ে পাকিস্তান আজাদ কাশ্মীর গঠন করে। শেষপর্যন্ত জাতিপুঞ্জের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষিত হয়। কাশ্মীর অঞ্চলে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা বা LOC চিহ্নিত করা হয়।
4. উপনিবেশসমূহের অন্তর্ভুক্তি:- স্বাধীন ভারতের বেশ কিছু ফরাসি ও পোর্তুগিজ উপনিবেশ অনেক পরে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল। 1954 খ্রিস্টাব্দে ফরাসি সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে চন্দননগর পণ্ডিচেরি মাহে কারিকল প্রভৃতি উপনিবেশ ভারতের সঙ্গে যুক্ত হয়। 1961 খ্রিস্টাব্দে সামরিক অভিযানের দ্বারা গোয়া দমন দিউ প্রভৃতি পোর্তুগিজ উপনিবেশকে ভারত পুনরায় দখল করে।
5. বল্লভভাই প্যাটেলের ভূমিকা:- স্বাধীনতার পর থেকে পরের 2-3 বছরের মধ্যেই অধিকাংশ দেশীয় রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে লৌহমানবের ভূমিকা নিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। তার অক্লান্ত পরিশ্রম অনমনীয় মনোভাব দৃঢ় মানসিকতা এবং তার দপ্তরের সচিব ভি পি মেননের কূটনৈতিক দক্ষতা ভারতের ঐক্য ও সংহতিকে সুনিশ্চিত করেছিল। ড. সুমিত সরকারের মতে ভারতের দ্রুত সমন্বয়সাধন নিশ্চিতভাবে সর্দার প্যাটেলের সবচেয়ে বড়ো কৃতিত্ব।
মূল্যায়ন:- এইভাবে প্রায় সকল দেশীয় রাজ্যকে একসূত্রে গেঁথে ভারতকে যুক্তরাষ্ট্ররূপে গড়ে তোলা সম্ভব হয়।
আরও পড়ুন......
- বন্ধুরা ২০২২ সালের অধ্যায় ভিত্তিক ইতিহাস সাজেশন এর জন্য Click Here
- নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো Click Here
আরও পড়ুন......
- নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো Click Here
File Details |
|
File Name/Book Name | স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 82 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |