Class 10 Math Model Activity Task 2022 February Part-2
দশম শ্রেণি
গণিত
পূর্ণমান :20
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : 1x3=3
(ক) সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের সুদ
(a) তৃতীয় বছরের সুদের অসমান।
(b) চতুর্থ বছরের সুদের অসমান
(c) যেকোনাে বছরের সুদের অসমান।
(d) প্রথম বছরের সুদের সমান।
উঃ- (d) প্রথম বছরের সুদের সমান।
(খ) কোনাে মূলধন বার্ষিক একই সরল সুদের হারে 1 বছরে 120 টাকা এবং 2 বছরে 140 টাকা হলে, মূলধনের পরিমাণ হবে?
(a) 260 টাকা
(b) 220 টাকা
(c) 240 টাকা
(d) 100 টাকা
উঃ- (d) 100 টাকা
(গ) বার্ষিক P% সরল সুদের হারে p টাকার 1 বছরের সুদ হবে ।
(a)
(b)
(c)
(d)
উঃ- (c)
2. সত্য/মিথ্যা লেখাে 1x3=3
ক) বার্ষিক % সরল সুদের হারে 2x টাকার t বছরের সুদ-আসল টাকা।
উঃ- সত্য
(খ) কোনাে মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, বার্ষিক সরল সুদের হার হবে 10%।
উঃ- সত্য
(গ) বার্ষিক R% হার সরল সুদে x টাকার T বছরের সুদ I টাকা হলে, xRT = 100 I
উঃ- সত্য
3. (ক) শতকরা বার্ষিক সরল সুদের হার ৪% হলে, কোনাে টাকার কত বছরের সুদ আসলের অংশ হবে তা নির্ণয় করাে।
উঃ-
ধরি,
আসল () =
সরল সুদ (I) =
সুদের হার (r) =
সময় (t) = ?
আমরা জানি,
বা,
বা, t =
বা, t = 4
সময় 4 বছর
(খ) বার্ষিক 3% সরল সুদের হারে কোনাে মূলধন 5 বছরে সুদে-আসলে 966 টাকা হলে, মূলধনের পরিমাণ নির্ণয় করাে।
উঃ-
ধরি মূলধন (P) = x টাকা
সুদ (I) = (966 - x) টাকা
সুদের হার (r) = 3 %
সময় (t) = 5 বছর
আমরা জানি,
বা, (966 - x) =
বা, (966 - x) =
বা,
বা, 3x + 20x = 19320
বা, 23x = 19320
বা, x =
বা, x = 840
নির্ণেয় মূলধনের পরিমাণ 840 টাকা
2x2=4
4. (ক) একই সময়ে A ব্যাংকে 4000 টাকা এবং B পােস্ট অফিসে 4000 টাকা রাখে। 4 বছর পর তারা সুদসহ যথাক্রমে 4640 টাকা ও 4800 টাকা ফেরত পান। ব্যাংক ও পােস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত নির্ণয় করাে
উঃ-
ব্যাংকের ক্ষেত্রে
A- এর মূলধন = 4000 টাকা
সুদ () = (4640-4000) টাকা
= 640 টাকা
সময় () = 4 বছর
সুদের হার () = ?
আমরা জানি,
বা, 440 =
বা,
বা,
পোস্ট অফিস এর ক্ষেত্রে
B এর মূলধন () = 4000 টাকা
সুদ () = (4800-4000) টাকা = 800 টাকা
সময় ()= 4 বছর
সুদের হার () = ?
আমরা জানি,
বা , 800=
বা, 160
বা ,
বা ,
ব্যাঙ্ক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত = 4:5
(খ) মি. A চাকুরি থেকে অবসর নেওয়ার সময় গ্র্যাচুইটিবাবদ এককালীন 12,000,00 টাকা পেলেন। ওই টাকা তিনি এমনভাবে ভাগ করে এল.আই.সি ও ব্যাংকে আমানত করতে চান, যেন প্রতিবছর সুদ বাবদ তিনি 90,000 টাকা পান। যদি এল.আই.সি ও ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে ৪% ও 7% হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছেন?
উঃ- এল. আইসির ক্ষেত্রে
ধরি, আসল () = x টাকা
সময় () = 1 বছর
সুদের হার () = 8%
সুদ ( )= ?
আমরা জানি,
বা, =
ব্যাংকের ক্ষেত্রে
আসল () = (1200000-x) টাকা
সময় () = 1বছর
সুদের হার ()
সুদ ( ) = ?
আমরা জানি , =
বা,
বা,
প্রশ্নানুসারে,
বা,
বা,
বা,
বা,
বা,
তিনি এল .আই.সিতে রেখেছেন = টাকা = 600000
তিনি ব্যাংকে রেখেছেন = টাকা
টাকা
টাকা