[New 2022 January] Class 9 Model Activity Task Geography II নতুন ২০২২ সালের নবম শ্রেনীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক

dream
0

[New 2022 January] Class 9 Model Activity Task Geography II নতুন ২০২২ সালের নবম শ্রেনীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Class 9 Model Activity Task Geography


১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :

১.১ উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ হলাে—

(ক) ৬০°

(খ) ০°

(গ) ৯০°

(ঘ) ৪৫°

১.২ যে অক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ বলের মান সর্বনিম্ন তা হলাে—

(ক) নিরক্ষরেখা

(খ) সূমেরুবৃত্ত রেখা

(গ) কর্কটক্রান্তি রেখা

(ঘ) মকরক্রান্তি রেখা

১.৩ ঠিক জোড়টি নির্বাচন করাে —

(ক) পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু সংযােগকারী কাল্পনিক রেখা—নিরক্ষরেখা

(খ) সাবমেরিন চালনা - GPS

(গ) পৃথিবীর উপর চঁাদের ছায়া—চন্দ্রগ্রহণ

(ঘ) সৌরজগতের উষ্ণতম গ্যাসীয় গ্রহ—বুধ

২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে :

২.১.১ সৌরজগতের আটটি গ্রহের মধ্যে    পৃথিবী    গ্রহের ঘনত্ব সর্বাধিক।

২.১.২ পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন গ্রিক পণ্ডিত    এরাটোস্থেনিস  

২.২ একটি বা দুটি শব্দে উত্তর দাও :

২.২.১ GPS-এর পুরাে কথাটি কী?--- Global Positioning System

২.২.২ পৃথিবীর মেরু ব্যাস কত কিলােমিটার?---12714 কিমি।

২.২.৩ কোন বহিঃস্থ গ্রহের ব্যাস সর্বাধিক?--- বৃহস্পতি।

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ সৌরজগতের অন্তঃস্থ ও বহিঃস্থ গ্রহগুলির মধ্যে দুটি পার্থক্য লেখাে।

উঃ- 1. আকারও ক্ষেত্রমানঃ-  অন্তঃস্থ গ্রহ গুলির আকার ও ক্ষেত্রমান ছোট কিন্তু বহিঃস্থ গ্রহগুলির আকারও ক্ষেত্রমান বড়ো।

2. উষ্ণতা:- অন্তঃস্থ গ্রহগুলির সূর্যের কাছাকাছি থাকায় উষ্ণতা বেশি কিন্তু বহিঃস্থ গ্রহের সূর্য থেকে দূরে থাকায় উষ্ণতা কম।

3. উদাহরণঃ- অন্তঃস্থ গ্রহগুলি হল- বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল

কিন্তু বহিঃস্থ গ্রহ গুলি হল- বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন     

৩.২ ‘বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়।’-এর ভৌগােলিক কারণ ব্যাখ্যা করাে।

 উঃ- পৃথিবীর সূর্যোদয় এবং সূর্যাস্ত হওয়ার পিছনে রয়েছে পৃথিবীর আবর্তন গতি। এই আবর্তন গতি অনুযায়ী পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। তৎসঙ্গে উত্তর থেকে দক্ষিনে বিস্তৃত কাল্পনিক রেখা গুলি আবর্তন করছে। প্রতিটি দাগিমা রেখা প্রতিদিন একবার করে সূর্যের সামনে আসে। পৃথিবীর বিভিন্ন দ্রাঘিমা রেখার স্থানীয় সময় বিভিন্ন হয়। পৃথিবীর বিভিন্ন দেশ এবং বিভিন্ন স্থানের উপর দিয়ে যেহেতু বিভিন্ন দ্রাঘিমারেখা প্রসারিত হয়েছে সেহেতু সীমারেখার স্থানীয় সময়ও ভিন্ন। তাই বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়। 

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

জিয়ড –এর ধারণাটি সংক্ষেপে আলােচনা করাে।

উঃ- পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মত হলেও পৃথিবীকে যে একটি আদর্শ অভিগত গোলক বলা যায় না তার কারণ- সমুদ্রতল, পাহাড়, পর্বত এবং মালভূমি ভূপৃষ্ঠকে উঁচু-নিচু ঢেউ খেলানো এবং বন্ধুর রূপ দান করেছে। হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট (উচ্চতা 8848 মিটার) হলো পৃথিবীর উচ্চতম অংশ, আর প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রতলে অবস্থিত মারিয়ানা খাত (গভীরতা 11000 মিটারের বেশি) হল পৃথিবীর নিম্নতম অংশ অর্থাৎ পৃথিবীর বন্ধুরতার প্রসার হলো প্রায় 20 কিলোমিটার। পৃথিবীপৃষ্ঠের উঁচু নিচু জায়গা গুলোর অবস্থান সত্বেও পৃথিবীর আকৃতিটা  এবড়োখেবড়ো গোলকের  মতো নয়। আসলে পৃথিবীর একটা বিশাল গোলক হওয়ায় তার গায়ে পাহাড়-পর্বত, নদী,সাগর প্রভৃতি থাকা সত্ত্বেও পৃথিবীপৃষ্ঠ বেশ মসৃন।

1. পৃথিবীর পুরোপুরি গোল নয় পৃথিবীর ওপর-নীচ কিছুটা অংশ আর মাঝ বরাবর কিছুটা ফোলা।  

2. পৃথিবী শুধুমাত্র দক্ষিণ মেরুর দিকে চাপা উত্তর মেরু চাপা নয়।  

3. উত্তর মেরু দক্ষিণ মেরু 20 মিটার অতি নীচু এবং উত্তর মেরু 20 মিটার অতি উঁচু।

4. দক্ষিণ গোলার্ধের মধ্যে অক্ষাংশ 8 মিটার ফুলে উঠেছে আর উত্তর গোলার্ধের মধ্যে অক্ষাংশ 8 মিটার বসে গেছে। 5. 5. পৃথিবীর মধ্যভাগ খানিকটা স্ফীত- প্রায় 43 কিলোমিটার।  

কমলালেবু বা ন্যাসপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতি কে অন্য কোন আকৃতির সঙ্গে মেলানো যায় না। তাই বলা হয় যে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো যাকে ইংরেজিতে বলা হয় জিয়ড( Geoid= Earth shaped) গ্রিক শব্দ Geoeides থেকে আসা জিওড( Geoid) শব্দের অর্থ হলোপৃথিবীর মতো’।

৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :

সৌর জগতের বিভিন্ন গ্রহগুলির মধ্যে পৃথিবীই একমাত্র জীবজগতের আবাসস্থল।'—বক্তব্যটির যথার্থতা বিচার করাে।

উঃ- সৌরজগতের বিভিন্ন গ্রহ গুলির মধ্যে পৃথিবীর একমাত্র জীব জগতের আবাসস্থল। আমরা বিবর্তনের মাধ্যমে পৃথিবীতেই বেড়ে উঠেছি। বাকি গ্রহগুলোতে প্রাণ আছে কিনা তা জানা এখনো সম্ভব না হলেও ধারণা করা হয় ওই গ্রহ  গুলিতে প্রাণ নেই জীব জগতের আবাসস্থল রূপে পৃথিবীর যথেষ্ট গুরুত্ব রয়েছে। 

সূর্য থেকে দূরত্ব ও কাম্য উষ্ণতাঃ- সূর্য থেকে পৃথিবী এমন দূরত্বে যে ঠিক ঠিক তাপ পায়। পৃথিবীর গড় তাপমাত্রা 17 ডিগ্রী সেলসিয়াস যা জীবকুল বেঁচে থাকার সহায়ক। সূর্যের কাছের গ্রহ গুলির উষ্ণতা 500 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে, আবার দূরের গ্রহ গুলোর উষ্ণতা থাকে হিমাঙ্কের 200 ডিগ্রি সেলসিয়াসের নিচে।

আপেক্ষিক গুরুত্বঃ- পৃথিবীর গড় আপেক্ষিক গুরুত্ব 5.5 গ্রাম, যেখানে সবচেয়ে হালকা গ্রহ সনির মাত্র  .75 গ্রাম। অন্যান্য গ্রহের থেকে পৃথিবীর ঘনত্ব বেশি বলেই পৃথিবীতে ভূত্বক গঠিত হয়েছে।

বায়ুমণ্ডলঃ- পৃথিবীতে একমাত্র বায়ুমণ্ডল রয়েছে। পৃথিবীর উপরে 10000 কিলোমিটার পর্যন্ত অংশ বায়ুমণ্ডলের অন্তর্গত। বায়ুমন্ডলে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এবং জলীয়বাষ্প, ধূলিকণা আছে বলেই আবহাওয়া জলবায়ুর ঘটনাসমূহ (বৃষ্টি,শিলাবৃষ্টি,তুষারপাত, বায়ুপ্রবাহ ইত্যাদি) বায়ুমণ্ডলেই ঘটে। ওজোনস্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করছে এই সকল কারণে আমরা পৃথিবীতে বেঁচে আছি।

জলঃ- পৃথিবীতে একমাত্র মানুষের বেঁচে থাকার প্রধান রসদ জল রয়েছে।  তাই এটি জলগ্রহ বা নীল গ্রহ। পৃথিবীর 70 %  অংশ জলে ঢাকা। তাই জল যেমন চক্রে অংশগ্রহণ করে তেমনি মহাসমুদ্র গুলো উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে।

ভূতক বা শিলামন্ডলঃ- পৃথিবীর উপরে রয়েছে কঠিন আবরণ ভূত্বক যাতে রয়েছে শিলা, মাটি ও বিভিন্ন  ভাবে ব্যাবহার করি।

বিভিন্ন মন্ডলের আন্তঃসম্পর্কঃ- শিলামন্ডল, বায়ুমন্ডলের ও বারিমন্ডলের মধ্যে গভীর সম্পর্ক আছে বলে পৃথিবীতে সৃষ্টি হয়েছে উদ্ভিদ প্রাণী জগৎ নিয়ে জীবমন্ডল। মন্ডলগুলিরপ্রভাবেই পৃথিবীতে বিবর্তনের মাধ্যমেই সৃষ্টি হয়েছে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। জীবজগতে বেঁচে থাকার সমস্ত রসদ  একমাত্র পৃথিবীতেই রয়েছে।


In Below You Can see Another Post......

Class 9 2022 January all subject model activity Task Download Link is below.......(Answers PDF)

CLASS IX

Physical Sc

Physical Sc

Click Here

CLASS IX

Life Sc

Life Science

Click Here

CLASS IX

Math

Math

Click Here

CLASS IX

English (Group-A)

English

Click Here

CLASS IX

Bengali(Group-A)

Bengali

Click Here

CLASS IX

Geography

Geography

Click Here

CLASS IX

History

History

Click Here



Class 9 2022 January all subject model activity Task Download Link is below.......

CLASS IX

Physical Sc

Physical Sc

Download

CLASS IX

Life Sc

Life Science

Download

CLASS IX

Math

Math

Download

CLASS IX

English (Group-A)

English

Download

CLASS IX

Bengali(Group-A)

Bengali

Download

CLASS IX

Geography

Geography

Download

CLASS IX

History

History

Download



In Below You Can see Another Post......

Class 6 2022 January all subject model activity Task Download Link is below......(Answers PDF)


CLASS VI

Health and Physical Education

Health and Physical Education

Click Here

CLASS VI

Science

Science

Click Here

CLASS VI

Math

Math

Click Here

CLASS VI

English (Group-A)

English

Click Here

CLASS VI

Bengali(Group-A)

Bengali

Click Here

CLASS VI

Geography

Geography

Click Here

CLASS VI

History

History

Click Here


 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top