[New 2022 January] Class 6 Model Activity Task Heath And Physical Education II নতুন ২০২২ সালের ষষ্ঠ শ্রেনীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক

dream
0

[New 2022 January] Class 6 Model Activity Task Heath And Physical Education II নতুন ২০২২ সালের ষষ্ঠ শ্রেনীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক

[New 2022 January] Class 6 Model Activity Task Heath And Physical Education

[ দেশাত্মবােধ ]

১. বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে।

(ক) ১৯৪৭ সালের কত তারিখে গণ-পরিষদে ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা গৃহীত হয়? 

(i) ১৪ আগস্ট 

(ii) ২২ জুলাই 

(iii) ১৫ আগস্ট

(iv) ৩ জুন

(খ) টেবিলে ব্যবহৃত ভারতবর্ষের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের মাপ কতটা পরিমাণে হয়ে থাকে?

(i) ৫" x ৪ 

(ii) ৩'' x ৩’ 

(iii) ৬ x ৪'

(iv) ৩ x ২' 

(গ) অশােক চক্রের নীল রং কীসের রং-এর সঙ্গে মিলে যায়?

(i) ময়ূরের পালকের রং 

(ii) আকাশের রং

(iii) সমুদ্রের জলের রং

(iv) আকাশ ও সমুদ্রের রং

২. বাম-স্তম্ভের সঙ্গে ডান-স্তম্ভের সমতাবিধান করাে।

বাম স্তম্ভ

ডান স্তম্ভ

(ক) অশােক চক্রের ২৪টি কাটা

(vi) সর্বক্ষণের গতিশীলতার প্রতীক 

(খ) জাতীয় পালনীয় দিবসে

(iii) জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারেন 

(গ) অশােক চক্র

(i) ফোটোরশ্মি

(ঘ) বিবর্ণ জাতীয় পতাকা

(iv) ব্যবহার করা যায় না

(ঙ) কবরে বা চিতায়।

(v) জাতীয় পতাকা দেওয়া যায় না


(ii) ২৪ ঘণ্টার প্রতীক


৩. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে।

যেসব সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই সকল ভবনে রবিবার ও   ছুটির         দিন সমেত সপ্তাহের সকল দিন জাতীয় পতাকা উত্তোলিত থাকা বাধ্যতামূলক। 

(খ) ঝড়-বৃষ্টি যাই হােক, জাতীয় পতাকা উড়বে সূর্যোদয় সূর্যাস্ত        থেকে          পর্যন্ত। 

(গ) জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনাে       পতাকা                   একই        দন্ডে                তােলা বা ব্যবহার করা যায় না।


৪. রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও :

(ক) ভারতবর্ষের জাতীয় পতাকার বর্ণনা দাও।


উঃ- আমাদের জাতীয় পতাকায় তিনটে উজ্জ্বল বর্ণের সমান আকারের তিনটি বন্ধনী। তাই এর নাম ত্রিরঙা। পতাকাটি আয়তক্ষেত্রবিশিষ্ট এবং আয়তাকার পতাকার দৈর্ঘ্য তার প্রস্থের দেড়গুণ। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ x২। পতাকাটি সমমাপের তিনটি আয়তক্ষেত্রবিশিষ্ট পৃথক তিনটি বর্ণের অংশ নিয়ে গঠিত, অর্থাৎ তিনটি রঙেরই জমিন সমান। একদম উপরে গেরুয়া, মধ্যে সাদা ও নীচে সবুজ রং। পতাকার সাদা রঙের অংশটির মাঝখানে একটি নীল রঙের ২৪ টি কাঁটাবিশিষ্ট চক্র বসানাে থাকে। এই চক্রটি মহান সম্রাট অশােকের ধর্মচক্র'- এর অনুকরণ, একে তাই অশােকচক্র বলে। চক্রটি পতাকার উভয়পার্শ্বে ফোটোরশ্মির সাহায্যে অঙ্কিত করা বা উভয়দিকে ছাপানাে থাকে।


(খ) কী কী ভাবে ক্ষেত্রে ভারতবর্ষের জাতীয় পতাকার ব্যবহার উত্তোলন বেআইনি তা তালিকাভুক্ত করাে। 


উঃ- 1. হেঁড়া, ফাটা কিংবা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন বেআইনি।

2. জাতীয় পতাকা কুঞ্চিত অবস্থায় ব্যবহার করা যাবে না । 

3, জাতীয় পতাকার ডান দিকে কিংবা উপরে অন্য কোনাে পতাকার প্রতীক থাকতে পারবে না। 

4. কফিন ঢেকে দেওয়া জাতীয় পতাকা মৃতদেহের সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যাবে না।

5. কোনােরকম ব্যাবসাবাণিজ্যে, কাজে বা পেশায়, নামে, পেটেন্ট বা ট্রেডমার্ক হিসাবে বা নকশা জন্যে কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া জাতীয় পতাকার ব্যবহার 1950 ও 2002 সালের প্রতীক অপব্যবহার রােধ) আইন অনুযায়ী অন্যায় বলে মনে করা হয়। 

6, জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনাে পতাকা একই দণ্ডে তােলা বা ব্যবহার করা যাবে না।

7. জাতীয় পতাকা থেকে বেশি উচ্চতায় অন্য কোনাে পতাকা একসঙ্গে ব্যবহার করা যাবে না।

8. কোনাে ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নােয়ানাে চলবে না। 


(গ) ভারতবর্ষের জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ বাক্যটি লেখাে।

উঃ- “আমরা, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র - এর প্রতীক, জাতীয় পতাকার প্রতি অনুগত্যের শপথ নিলাম।



In Below You Can see Another Post......

Class 6 2022 January all subject model activity Task Download Link is below......(Answers PDF)


CLASS VI

Health and Physical Education

Health and Physical Education

Click Here

CLASS VI

Science

Science

Click Here

CLASS VI

Math

Math

Click Here

CLASS VI

English (Group-A)

English

Click Here

CLASS VI

Bengali(Group-A)

Bengali

Click Here

CLASS VI

Geography

Geography

Click Here

CLASS VI

History

History

Click Here



Class 6 2022 January all subject model activity Task Download Link is below......(Question PDF)


CLASS VI

Health and Physical Education

Health and Physical Education

Download

CLASS VI

Science

Science

Download

CLASS VI

Math

Math

Download

CLASS VI

English (Group-A)

English

Download

CLASS VI

Bengali(Group-A)

Bengali

Download

CLASS VI

Geography

Geography

Download

CLASS VI

History

History

Download


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top