মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা থেকে ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
ইতিহাসের ধারনা থেকে ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর |
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা থেকে ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর |Madhyamik 1 and 2 Marks History Question and answers With PDF Download from "The Concept Of History"(ইতিহাসের ধারনা)| তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে দশম শ্রেনী প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা থেকে ইতিহাস ১ নম্বরের প্রশ্ন ও উত্তর (Class 10 History 1st Chapter 1 Mark Question Answers) মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা থেকে 1 নম্বরের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে।|তোমরা এই অধ্যায়ের অর্থাৎ 'প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা থেকে ১ নম্বরের প্রশ্ন ও উত্তর' |(Madhyamik History 1st Chapter Suggestion,' প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা থেকে ২ নম্বরের প্রশ্ন ও উত্তর'|'প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা থেকে ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর' পেয়ে যাবে।|এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে।| তো বন্ধুরা তোমাদের এই পোস্টের মাধ্যমে দশম শ্রেনীর প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা থেকে 1 নম্বরের প্রশ্ন ও উত্তর আলোচনা রয়েছে।|তো তো বন্ধুরা আমাদের আসা এই প্রশ্নের উত্তরটি তোমাদের ফাইনাল পরিক্ষায় খুবই কাজে আসবে।
মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা থেকে ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
1.অ্যানাল পত্রিকা গোষ্ঠী কোথায় গড়ে ওঠে ? - ফ্রান্সে
2.অ্যানাল পত্রিকা গোষ্ঠী গড়ে ওঠে কবে?- ১৯২৯ খ্রিস্টাব্দে
3.ইংল্যান্ডে সামাজিক ইতিহাসচর্চার জনক কাকে বলে ?- ট্রেভেলিয়ান
4.নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে ? - সাধারণ মানুষদের
5.‘বাংলার সামাজিক ইতিহাস’-এর লেখক কে? - দূর্গাদাস সান্যাল
6.নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় কবে? - বিশ শতকের ১৯৬০ এর দশকে
7.কোন সময় থেকে ভারতে নিম্নবর্গীয় ইতিহাসচর্চা শুরু? -বিশ শতকের ১৯৮০ এর দশকে
8.কোচবিহার কাপ ফুটবলের সূচনা করেন - কোচবিহারের মহারাজা
9.গোবর গুহ কোন্ খেলায় পারদর্শী ছিলেন ?- কুস্তি
10.মোহানবাগান কত সালে আই.এফ.এ শিল্ড জেতে?- ১৯১১ খ্রিস্টাব্দে
11.বোরিয়া মজুমদার কোন খেলার ইতিহাসচর্চা করেন? - ক্রিকেট
12.কত খ্রিস্টাব্দে মোহানবাগান ক্লাব স্থাপিত হয় ?-১৮৮৯ খ্রিস্টাব্দে
13.ICC কবে প্রতিষ্ঠিত হয়?- ১৯৮৯ খ্রিস্টাব্দে
14.রসগোল্লার আবিষ্কারক কে ?- হারাধন ময়রা
15.বাংলার প্রথম খাদ্যপ্রণালী সম্পর্কিত বই হল- প্রাক রাজেশ্বর
16.পাকপ্রণালী গ্রন্থের লেখক কে?- বিপ্রদাস মুখোপাধ্যায়
17.বাংলায় থিয়েটার হল(Hall) কবে প্রতিষ্ঠিত হয় ?- ১৯৯৫ খ্রিস্টাব্দে
18.‘ন্যাশনাল থিয়েটার’ কবে স্থাপিত হয় ?- ১৮৭২ খ্রিস্টাব্দে
19.বিশ্বে সিনেমা বা চলচ্চিত্রের পথ চলা শুরু হয় কত সালে?-১৮৯৫, ২৮ ডিসেম্বর
20.ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় ? - দাদাসাহেব ফালকেকে
21.চলচ্চিত্রের পরিকল্পনাকে প্রথম বাস্তবায়িত করেন?- টমাস আলভা এডিসন
22.ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ?- মেলোডি অব লাভ
23.বাংলা ভাষায় প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র কী ?- জামাইশষ্ঠী
24.দ্বিভাষিক ‘দেবদাস’ চলচ্চিত্রটির পরিচালক কে ?- প্রমোথেশ বড়ুয়া
25.হিন্দিভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ?- আলম আরা
26.‘পথের পাঁচালী’চলচ্চিত্রটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রদর্শিত হয় ?- ১৯৫৫ খ্রিস্টাব্দে
27.‘পথের পাঁচালী’ চলচ্চিত্রটির পরিচালক কে?- সত্যজিৎ রায়
28.ভরতনাট্যম ভারতের কোন অঞ্চলের নৃত্য রীতি ?- দক্ষিণ ভারত (তামিলনাড়ু)
29.‘রাজা হরিশচন্দ্র’ সিনেমাটির পরিচালক কে?- দাদাসাহেব ফালকে
30.আকালের সন্ধানে চলচ্চিত্রটি পরিচালনা করেন- মৃনাল সেন
আরও পড়ুন......
- মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর
31.‘রাজতরঙ্গিণী’ কী ধরনের গ্রন্থ?- স্থানীয় ইতিহাস বিষয়ক
32.‘রাজতরঙ্গিণী’ গ্রন্থ থেকে কোথাকার ইতিহাস জানা?- কাশ্মীরের
33.‘কোচবিহারের ইতিহাস' কে রচনা করেন? - ভবানীচরণ বন্দপাধ্যায়
34.প্রথম স্বীকৃত ভারতীয় ফোটোগ্রাফারের নাম কী- লীলা দিনদয়াল
35.ভারতে প্রথম সামরিক বাহিনী গঠিত হয়েছিল কত সালে?- ১৮২৯ খ্রিস্টাব্দে
36.‘ইকোফেমিনিজম’ শব্দটি প্রথম ব্যবহার করেন কে?- ফাঁসোয়া দোবান/দোবাস
37.গ্রিন ইম্পিরিয়ালিজম’ গ্রন্থের লেখক কে?- রিচার্ড গ্রোভ
38.‘দ্য সাইলেন্ট স্প্রিং’ গ্রন্থটি লিখেছেন কে?- রিচেল কারসন
39.প্রথম কবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ?- ১৯৭৮, ৫ ই জুন
40.‘এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি’ গ্রন্থের লেখক কে?- আচার্য প্রফুল্লচন্দ্র রায়
41.‘সত্তর বছর’ গ্রন্থের লেখক কে?- বিপিনচন্দ্র পাল
42.ভারতের বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন ?- বিপিনচন্দ্র পাল
43.‘জীবনস্মৃতি’কার লেখা? - রবীন্দ্রনাথ ঠাকুর
44.জীবনের ঝরাপাতা রচনা করেন?- সরোলাদেবী চৌধুরানী
45.জীবনের ঝরাপাতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?-দেশ পত্রিকায়
46.ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দিতে অনুবাদ করেছিলেন?- মুন্সি প্রেমচন্দ্র
47.মেয়েকে লেখা পিতার পত্রতে কতগুলি পত্র আছে?- ৩০ টি
48.মেয়েকে লেখা পিতার পত্র গ্রন্থটি কার লেখা?- জওহরলাল নেহেরু
49.ভারতীয়দের উপর নীলকর সাহেব এর অত্যাচারের কাহিনী পাওয়া যায় কোন পত্রিকায়?-হিন্দু পেট্রিয়ট
50.বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রটির নাম কি?- দিগদর্শন
51.বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক সংবাদপত্র কোনটি?- সোমপ্রকাশ
52.সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের আত্নজীবনীর নাম কি?- এ নেশন ইন মেকিং
53.‘স্ত্রীশিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না -কার উক্তি?- স্বামী বিবেকানন্দ
54.বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা?- স্বামী বিবেকানন্দ
55.‘র’-কোন দেশের ইন্টেলিজেন্ট বিভাগ?- ভারতের
56.ভারতের অগ্নিযুগের অগ্নিকন্যা কাকে বলা হয়?- সরলাদেবী চৌধুরানী
57.ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়?- কলকাতাকে
58.ইতিহাসের জনক বলা হয় কাকে? - হেরোডোটাস
59.‘দ্য অ্যানাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ? - মার্ক ব্লগ ও লুসিয়েন ফেভর
60.কে ইতিহাসকে বিজ্ঞানের একটি শাখা বলে মনে করেন ? - এল. ভি. রাঙ্কে
61.হিস্ট্রি ফ্রম বিলো’ গ্রন্থের লেখক কে? - ই. পি থমসন
62.‘হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া’ গ্রন্থের লেখক কে? - জেমস মিল
63.খেলাধুলার ইতিহাসচর্চা কোন্ সময় থেকে শুরু হয়?- ১৯৭০ খ্রিস্টাব্দ
64.১৯১১ সালের ঐতিহাসিক তাৎপর্য কি?- ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়।
65.১৯১১ খ্রিস্টাব্দে IFA শিন্ডে মোহনবাগান ক্লাব কোন্ দলকে পরাজিত করে ? -ইস্ট ইয়র্ক শায়ার রেজিমেন্ট
66.গোবর গুহের প্রকৃত নাম কী? - যতীন্দ্রপ্রসাদ গুহ
67.কত খ্রিস্টাব্দে ইষ্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়? - ১৯২০ খ্রিস্টাব্দে
68.ক্যালকাটা ক্রিকেট ক্লাব’ কবে স্থাপিত হয়? - ১৭৯২ খ্রিস্টাব্দে
69.ICC-র পুরো কথা কী? - ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
70.‘টয়েন্টি-টু ইয়ার্ডস টু ফ্রিডম’ গ্রন্থের লেখক কে? - বোরিয়া মজুমদার
71.‘হিন্দু থিয়েটার--এর প্রতিষ্ঠাতা কে? - প্রসন্নকুমার ঠাকুর
72.ভারতে নির্বাক চলচ্চিত্রের প্রদর্শন হয় কবে?- ১৯১৩ খ্রিস্টাব্দে
73.বিশ্ব সিনেমার জনক কাকে বলা হয়? - লুমিয়ের ব্রাদার্স
74.ফ্রেসকো কি?-এক ধরণের দেওয়াল চিত্র
75.বাঙালি মহিলার শাড়ি পরিধানের ব্রাহ্মিকা রীতির প্রচলন প্রথম কোথায় শুরু হয় ? - জোড়াসাঁকোর ঠাকুর পরিবার
76.পথের পাঁচালী’ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? - সত্যজিৎ রায়
77.মেঘে ঢাকা তারা’র পরিচালক কে ?- ঋত্বিক ঘটক
78.সত্যজিৎ রায় কবে অস্কার প্রাপ্ত হন ? - ১৯৯২ খ্রিস্টাব্দে
79 ‘প্রবন্ধ চিন্তামনী’ থেকে ভারতের কোথাকার ইতিহাস জানা যায়? - গুজরাট
80.পাবনা জেলার ইতিহাস' কে রচনা করেন ?- রাধারমণ সাহা
81.ইনটারনেট ব্যবস্থা কবে চালু হয়?- ১৯৯৮ খ্রিস্টাব্দে
82.ইনটারনেটের জনক কে?- টিম বার্নাস লি
83.ভারতের কোন্ বিদ্রোহকে টেলিগ্রাফ ওয়ার’ বলা হয়? - সিপাহী বিদ্রোহকে
84.ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম’ গ্রন্থটি কে রচনা করেন?- আলড্রেফ এসবি
85.‘ডিড উইমেন হ্যাভ এ রেনেসাঁ?’ গ্রন্থের লেখক কে? - জন কেলি
86.উইমেন ইন মডার্ন ইন্ডিয়া' গ্রন্থের লেখক কে?- নিরা দেশাই
87.হোয়াট ইজ প্যাট্রিয়ার্কি -গ্রন্থের লেখক কে? - কমলা ভাসিন
88.‘হিস্ট্রি ফ্রম বিলো-গ্রন্থের লেখক কে?- ই.পি থমসন
89.‘ইকোফেমিনিজম’শব্দের অর্থ কী?- নারীবাদ
90.ভারতের আধুনিক নৃত্যশৈলীর জনক কাকে বলা হয় ? - উদয়শঙ্করকে
91.ভারতের নৃত্যশিল্পকে কে পাশ্চাত্যে বিশেষ জনপ্রিয় করে তোলেন? - উদয়শঙ্কর
92.বিহু কোন্ রাজ্যের নৃত্য শিল্প?- অসম
93.ভাংড়া কোথাকার নৃত্য শিল্প?- পাঞ্জাব
94.গড়বা কোন রাজ্যের নৃত্য শিল্প?- গুজরাট
95.পুরুলিয়ার একটি জনপ্রিয় নৃত্যের নাম কর?- ছো নাচ
96.ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?- দিল্লিতে
97.জীবনের জলসাঘর’ গ্রন্থটির লেখক কে? - মান্না দে
98.সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়?- জাতীয় মহাফেজখানায়
99.‘অ্যান অটোবায়োগ্রাফি’কার লেখা? -জওহরলাল নেহেরু
100.ভারতের কোন্ শহরকে ‘সংস্কৃতির শহর’বলা হয়?- কলকাতা
101.India wins freedom' গ্রন্থের লেখক কে? -মৌলানা আবুল কালাম আজাদ
আরও পড়ুন......
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর
মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা থেকে ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
1.নতুন সামাজিক ইতিহাস কী?
যে ইতিহাসচর্চায় রাজা-মহারাজা বা অভিজাত প্রভৃতি উচ্চবর্গীয় ও সমাজের মানুষ ছাড়াও সমাজের নিম্নবর্গের সাধারণ মানুষ যেমন কৃষক, শ্রমিক, নারী, এমনকি সমাজের অবহেলিত প্রান্তিক, অন্ত্যজদের কথা গুরুত্ব সহকারে আলোচিত হয়, তাকে নতুন সামাজিক ইতিহাস’ বলা হয়। সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে চলে এই ইতিহাসচর্চা। 1960 ও 1970-এর দশকে ইউরোপ ও আমেরিকাতে নতুন সামাজিক ইতিহাসচর্চার সূচনা হয়।
2.স্থানীয় ইতিহাসচর্চা বলতে কী বোঝায়?
কোনো একটি ভৌগলিক স্থানের জনজাতি বা সম্প্রদায়ের খ্যাতি, শিল্প-স্থাপত্যের বিকাশ, লোক-পরম্পরা ইত্যাদির ওপর ভিত্তি করে যে ইতিহাস গড়ে ওঠে তাকে স্থানীয় ইতিহাস’ বলা হয়। এর মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবনের কথা জানা যায়। আধুনিক ইতিহাসচর্চায় এটি গুরুত্বপূর্ণ উপাদানরূপে স্বীকৃতি লাভ করেছে।
3.স্থানীয় ইতিহাসচর্চার গুরুত্ব লেখ
বিভিন্ন কারণে আধুনিক ইতিহাসচর্চায় স্থানীয় ইতিহাস বিশেষ গুরুত্বলাভ করেছে। (i) স্থানীয় ইতিহাসচর্চায় স্থানীয় জনগণের সুখ-দুঃখ, তাদের ঐতিহ্য-সংস্কৃতি, তাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবনের নানা দিক আলোচিত হয়, (ii) স্থানীয় ইতিহাসের ওপর ভিত্তি করেই জাতীয় ইতিহাস পূর্ণাঙ্গ রূপ লাভ করে।
4. নিম্নবর্গের ইতিহাস বলতে কি বোঝো?
1980র দশক থেকে ভারতসহ দক্ষিণ এশিয়ায় বিভিন্ন গবেষকের উদ্যোগে জাতি, শ্রেণি, লিঙ্গ, ধর্ম প্রভৃতি নির্বিশেষে নিম্নবর্গের সাধারণ মানুষকে নিয়ে ইতিহাসচর্চা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এই ধারা নিম্নবর্গের ইতিহাসচর্চা বা সাবলটার্ন স্টাডিজ নামে পরিচিত। নিম্নবর্গের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত কয়েকজন ঐতিহাসিক হলেন— রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্র পাণ্ডে, শাহিদ আমিন, সুমিত সরকার, দীপেশ চক্রবর্তী, গৌতম ভদ্র প্রমুখ।
5.নারী ইতিহাস চর্চার গুরুত্ব নির্ণয় করা?
সামাজিক ইতিহাসের বিভিন্ন শাখার মতো নারী ইতিহাসচর্চা বর্তমানে প্রাধান্য লাভ করেছে।
গুরুত্ব :
(a) অধিকার প্রতিষ্ঠা : বিভিন্ন আন্দোলনের মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠা, সামাজিক অবস্থান জানতে সাহায্য করে।
(b) উপেক্ষার প্রতিবাদ : পুরুষের প্রাধান্যের বিরুদ্ধে প্রতিবাদের। ইতিহাস তুলে ধরে।
(c) পারিবারিক সম্পর্ক: পরিবারে নারীর আচরণ, লিঙ্গবৈষম্য, নারী নির্যাতন সম্পর্কে সচেতন করে।
6.ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে?
আধুনিক ইতিহাসচর্চার বিভিন্ন উপাদানের মধ্যে ফটোগ্রাফ একটি গুরুত্বপূর্ণ উপাদান। ফোটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের ছবিকে কামেরাবন্দি করা যায়। এগুলি কোন গুরুত্বপূর্ন ঘটনা, কোন মহান ব্যক্তি, কোন হত্যাকাণ্ড বা অন্য কিছু হতে পারে। যা ফটোগ্রাফিতে হয়ে ওঠে প্রামান্য বিষয়।
গুরুত্বঃ-
1. ফটোগ্রাফি ইতিহাসচর্চার নতুন উপাদান সরবরাহ করতে পারে।
2. প্রচলিত তথ্য বা ঘটনার সত্যতা ফোটোগ্রাফির দ্বারা যাচাই করা যেতে পারে।
তবে ফটোগ্রাফকে পুরোপুরি নির্ভরযোগ্য উপাদান বলে ঐতিহাসিকরা মনে করেন না।
7. খেলার ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা কর ?
আধুনিক ইতিহাসচর্চার এক অন্যতম দিক হলো খেলাধুলার ইতিহাসচর্চা। সুপ্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত খেলাধুলার ক্ষেত্রে অভূতপূর্ব বিবর্তন ঘটেছে। একই সঙ্গে খেলাধুলার প্রকৃতি ও পরিধিও ব্যাপক হয়েছে। বিবর্তনের সেই অজানা তথ্যই এই আধুনিক ইতিহাস চর্চার স্থান পেয়েছে। খেলার ইতিহাস চর্চার গুরুত্ব হল, খেলার ইতিহাসচর্চার মাধ্যমে
i. কোন দেশ বা জাতির অতীত বিনোদন সম্পর্কে জানা যায়।
ii.অতীতে কীভাবে খেলাধুলা সেই জাতির জাতীয়তাবাদ ও জাতীয় সংহতিকে শক্তিশালী করেছে তা উপলব্ধি করা যায়।
iii.কোন দেশ বা জাতির জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা বা বিভিন্ন সামাজিক দিকও খেলাধুলাের মাধ্যমে প্রকাশ পায়।
8.অ্যানাল স্কুল’ কী?
1929 খ্রিস্টাব্দে ফ্রান্সের একদল ইতিহাসবিদ এবং অ্যানাল পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে সাধারণ মানুষের জীবন-জীবিকা ও তাদের জীবন সংগ্রামের কথা নিয়ে নতুনভাবে ইতিহাস চর্চা শুরু হয়। মার্ক ব্লখ ও লুসিয়েন ফেবর-এর উদ্যোগে ‘অ্যানালস অব ইকনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি’ নামে পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে এই গোষ্ঠী গড়ে ওঠে। এই গোষ্ঠীর ইতিহাসচর্চায় সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, সাধারণ মানুষ, পরিবার, মনস্তত্ত্ব প্রভৃতি বিভিন্ন বিষয় স্থান লাভ করে।
9.মানুষের পোশাক পরিচ্ছদের ইতিহাস কেন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে?
আধুনিক ইতিহাস চর্চায় পোশাক পরিচ্ছদের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। মানুষের পোশাক পরিচ্ছদ থেকে ইতিহাসচর্চার যে ধরনের উপাদান বা তথ্য পাওয়া যেতে পারে সেগুলো হল-
1.মানুষের আর্থসামাজিক অবস্থা
2.সামাজিক রুচিবোধ
3.সামাজিক উদারতার মাত্র।
4.লিঙ্গবৈষম্য প্রভূতি সম্পর্কে জানা যায়।
পোশাক পরিচ্ছদের ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থ হল মলয় রায়ের ‘বাঙালির বেশবাস’ ‘বিবর্তনের রূপরেখা’ কার্ল কোহলারের “পোশাকের ইতিহাস” ইত্যাদি।
10.যানবাহনের ইতিহাস আলোচনার বিষয় হয়েছে কেন?
আধুনিক ইতিহাস চর্চায় যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম।
1.যানবাহন ও যোগাযোগ এর ইতিহাস থেকে একটি দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য সম্পর্কে জানা যায়,
2.যানবাহন ও যোগাযোগের ইতিহাস থেকে যানবহন ও যোগাযোগের উন্নয়নের ধারাবাহিকতা ও প্রযুক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়।
3.এছাড়াও এই বিবর্তন বিজ্ঞান-সমাজ ও সভ্যতাকে কতটা প্রভাবিত করেছে সে বিষয়ে জ্ঞান লাভ করা যায়।
11. শহরের ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো?
আধুনিক ইতিহাসচর্চায় শহরের ইতিহাস গুরুত্বপূর্ণ।
1.শহরের ইতিহাসচর্চার ফলে শহরের পতনের কারণ, শহরের অদিবাসীদের জীবনযাত্রা, ব্যাবসাবাণিজ্য প্রভৃতি বিষয়ে জানা যায়।
2.শহরের ইতিহাসচর্চার ফলে পৌরশাসন, রাজনৈতিক অবস্থা, স্থাপত্য, শিল্প-সংস্কৃতি, উন্নয়নের ধারা, বিবর্তন প্রভৃতি বিষয়ে ধারণা পাওয়া যায়।
3.শহরের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষক হলেন পূর্ণেন্দু পত্রী, নিখিল সরকার, রাধারমণ মিত্র প্রমুখ উল্লেখযোগ্য।
12. বটতলা সাহিত্য বলতে কি বোঝ?
কলকাতা তথা বাংলার মুদ্রণ ও প্রকাশনা শিল্পের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত বটতলার নাম। শোভাবাজার চিতপুর এলাকার একটি বিশাল বট গাছকে কেন্দ্র করে এই নামের উৎপত্তি। উনবিংশ শতাব্দির দ্বিতীয় দশক থেকে এই অঞ্চলে কম দামের বাংলা বিয়ের ছাপা ও প্রকাশের কাজ শুরু হয়। অল্পশিক্ষিত নিম্নবিত্ত পাঠকের মনোরঞ্জন ও প্রয়োজনের কথা মাথায় রেখে এই বইগুলি প্রকাশিত হত। উনবিংশ শতাব্দির কলকাতা বা তার সংলগ্ন অঞ্চলের সাধারণ বাঙালি পাঠক কি ধরণের বই পড়তে পছন্দ করতেন তার একটা আভাস পাওয়া যায় বটতলা থেকে প্রকাশিত বইগুলির মধ্যে তাই ঊনবিংশ শতাব্দির বাংলার সামাজিক ইতিহাস রচনায় বটতলা সাহিত্য এক গুরুত্বপূর্ণ উপাদান।
13. সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি?
আধুনিক ইতিহাসচর্চায় সামরিক ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
(a) সৈনিকদের অবস্থা সম্পর্কে ধারণা : সামরিক ইতিহাসচর্চায় যোদ্ধা বা সৈনিকদের অবস্থা সম্পর্কে জানা যায়। (b) সামরিক ইতিহাসচর্চায় সৈন্যদের পোশাক, অস্ত্রশস্ত্র, খাবার, বেতন, রণকৌশল প্রভৃতি সম্পর্কে জানা যায়। (c) যুদ্ধের খুঁটিনাটি ও আদর্শ সম্পর্কে ধারনা সামরিক ইতিহাসচর্চার ফলে যুদ্ধের নীতি, কৌশল, খুঁটিনাটি বিষয়, প্রকৃত কারণ, আদর্শ প্রভৃতি বিষয়ে বিস্তৃত জানা যায়।
14. পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কি?
পরিবেশের অর্থাৎ প্রকৃতি জগতের সঙ্গে মানবসমাজের ক্রিয়া-প্রতিক্রিয়ার ইতিহাসই হল পরিবেশের ইতিহাস। 1960 ও 1970-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবেশ সংক্রান্ত আলোচনা থেকেই পরিবেশের ইতিহাসচর্চা শুরু হয়েছে।
গুরুত্বঃ I.পরিবেশের উপর বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জানা যায়
II.পরিবেশ রক্ষার বিভিন্ন বিষয়ে সচেতন হওয়া যায়। পরিবেশ বিষয়ক বহু গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো রিচেল কার্সনের লেখা সাইলেন্ট স্প্রিং এবং আলফ্রেড ক্রসবির লেখা ইকোলজিকাল ইম্পেরিয়ালিজম
15. শিল্প চর্চার ইতিহাসে নৃত্যের ভূমিকা লেখ?
শিল্পচর্চার বিভিন্ন ধারার মধ্যে অন্যতম হল নাচ বা নৃত্য।
(a) নৃত্য :- নাচ বা নৃত্য হল মানুষের আদিমতম আনন্দের বহিঃপ্রকাশ।
(b) সংস্কৃতি:- নৃত্যকলা একটি জনগোঁষ্ঠীর পরিচয় তুলে ধরে—একট সময়ের সংস্কৃতির পরিচয় দেয়।
(c)প্রকারভেদ:-বিভিন্ন প্রকারের নৃত্য, যেমন- ভরতনাট্যম, কথাকলি, কুচিপুড়ি, মণিপুরি, ওড়িশি, ভাংরা প্রভৃতি আলিক সংস্কৃতির পরিচয়বাহী। এভাবে নৃত্য শিল্পচর্চার ইতিহাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
16. শিল্প চর্চার ইতিহাসে নাটকের ভূমিকা লেখ?
নাটক:-কোনো ঘটনাকে বর্ণনা না করে মঞ্চে অভিনয়ের মাধ্যমে দর্শনীয় করে তোলাই হল নাটক। সমাজে ঘটে যাওয়া কোনো ঘটনা বা কাহিনি অবলম্বনে নাটক রচিত হয়। নাটকের চরিত্রগুলি মানুষের খুব পরিচিত হয় এবং অভিনয় যারা করেন, তারাও পরিচিত। নাচ, গান, অভিনয়ের মাধ্যমে নাটক দেখে মানুষ মুগ্ধ হয়। নাটকের মাধ্যমে লোকশিক্ষা হয়। মানুষের মনে নাটকের কাহিনি অনেক দিন স্মৃতি হয়ে থেকে যায়।
17. শিল্প চর্চার ইতিহাসে চলচ্চিত্রের ভূমিকা লেখ?
শিল্পচর্চার বিভিন্ন ধারার মধ্যে অন্যতম হল চলচ্চিত্র।
চলচ্চিত্র :- চলচ্চিত্র যদিও প্রথম যুগে নির্বাক ছিল, কিন্তু পরে তা সবাক হয়। কোনো ঘটনাকে বর্ণনা না করে পর্দায় দর্শনীয় করে তোলাই হল চলচ্চিত্র। এর মধ্যে গান, নাচ, কথাবার্তা সব কিছুর সমন্বয় ঘটে। সমাজে ঘটে যাওয়া ঘটনা বা কাহিনি চলচ্চিত্রে দেখানো হয়। চলচ্চিত্রের মাধ্যমে লোকশিক্ষা হয়।
18. স্থাপত্যের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
মানবসভ্যতার অগ্রগতির প্রতীক হল স্থাপত্য নিদর্শন।
গুরুত্ব:
1.স্থাপত্য নিদর্শন থেকে পৃষ্ঠপোষকতা, সমকালীন আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার কথা জানা যায়।
2.স্থাপত্যরীতির মধ্যে সাংস্কৃতিক সমন্বয় ফুটে ওঠে।
3.স্থাপত্যের প্রয়োজন ও উপযোগিতার পরিচয় পাওয়া যায়।
19. জহরলাল নেহেরু তার কন্যা ইন্দ্রাকে যে চিঠিগুলো লিখেছিলেন তার বিষয়বস্তু কি ছিল?
1928 সালে মুসৌরিতে থাকাকালিন দশবছরের কন্যা ইন্দিরাকে বেশ কয়েকটি(প্রায় 30 টি) চিঠি লিখেছিলেন। এটি 1929 সালে “লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার’’ নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই চিঠী গুলিতে তিনি পৃথিবীর উৎপত্তি, মানুষের আগমন্, বেচে থাকার জন্য সংগ্রাম,খাদ্য সংগ্রহ,আগুনের আবিস্কার, ভাষা, লিপি,শিল্প, বিশ্বে বিভিন্ন অঞ্চলে সভ্যতার বিস্তার, ব্যবসা-বানিজ্য,সমুদ্র যাত্রা প্রভুতি নিয়ে সুন্দর ও সাবলিল আলো্চনা করেছেন। এই চিঠিগুলি ইতিহাসের উপাদান হিসাবে খুবই গুরুত্বপূর্ণ।
20.আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে?
ইতিহাসের উপাদানরুপে আত্নজীবনী : আত্মজীবনী হল এক ধরনের অ-উপন্যাসধর্মী সাহিত্য, যেখানে রচয়িতা নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলির বিবরণী পেশ করেন। যে-কোনো আত্মজীবনীতেই ব্যক্তিজীবনের আখ্যানের সঙ্গে জড়িয়ে থাকে বিশেষ এক সামাজিক-সাংস্কৃতিক ঘটনা ও রাষ্ট্রের আখ্যান। এই কারণেই আত্মজীবনী হয়ে ওঠে ইতিহাসের উপাদান। ইতিহাস সহায়ক বিভিন্ন আত্মজীবনীর মধ্যে বিপ্লবী বিপিনচন্দ্র পালের ‘সত্তর বৎসর’,রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি’, সরলাদেবী চৌধুরাণীর জীবনের ঝরাপাতা, বীণা দাসের ‘শৃঙ্খল ঝংকার’, বুদ্ধদেব বসুর ‘আমার জীবন’ ইত্যাদি উল্লেখযোগ্য।
21. সংবাদপত্র হিসাবের সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা কর?
আধুনিক ভারতের ইতিহাসচর্চায় সোমপ্রকাশ’ পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ।
(a)সমকালীন ঘটনা: ‘সোমপ্রকাশ’ পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে সমকালীন বাংলার জনগণের প্রতি ব্রিটিশ সরকার, জমিদার ও নীলকরদের অত্যাচার ও শোষণ, সাধারণ মানুষের অবস্থা, বিক্ষোভ, আন্দোলন প্রভৃতি বিষয়ে তথ্য পাওয়া যায়।
(b)স্বদেশপ্রেমের প্রসার: ‘সোমপ্রকাশ’ পত্রিকা বাংলার একটি জনপ্রিয় পত্রিকা। এই পত্রিকার মাধ্যমে বাঙালি জাতির মধ্যে স্বদেশপ্রেমের প্রসার ঘটে। কারণ সোমপ্রকাশে নির্ভীকভাবে ব্রিটিশবিরোধী লেখা প্রকাশিত হত।
22. ইতিহাসচর্চা বা হিস্টোরিওগ্রাফি বলতে কী বোঝো?
কোনো বিষয় নিয়ে ইতিহাস রচনার সময় ইতিহাসবিদগণ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন। একে মেথডোলজিও বলা হয়। কোন ইতিহাসবিদ কী ধরণের পদ্ধতি ব্যবহার করবেন, তা নির্ভর করে আলোচ্য বিষয়টির ওপর এবং সেই ইতিহাসবিদের নিজস্ব দৃষ্টিভঙ্গির ওপর। ইতিহাসের যে ধারা ইতিহাস রচনার বিভিন্ন পদ্ধতি, ইতিহাসবিদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রভৃতি বিষয় পর্যালোচনা করে, তাকে Historiography বা ইতিহাসতত্ত্ব বলা হয়।
আরও পড়ুন......
- মাধ্যমিক চতুর্থ অধ্যায় সংবদ্ধতার গোড়ার কথা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক চতুর্থ অধ্যায় সংবদ্ধতার গোড়ার কথা ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক চতুর্থ অধ্যায় সংবদ্ধতার গোড়ার কথা ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক চতুর্থ অধ্যায় সংবদ্ধতার গোড়ার কথা ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর
- বন্ধুরা ২০২২ সালের অধ্যায় ভিত্তিক ইতিহাস সাজেশন এর জন্য Click Here
File Details |
|
File Name/Book Name | মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা থেকে ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 174 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |