ষষ্ঠ শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় | ১ নম্বরের প্রশ্ন ও উত্তর | ইতিহাসের ধারনা | History 1st Chapter 1 Mark Question and Answers

ষষ্ঠ শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় | ১ নম্বরের প্রশ্ন ও উত্তর | ইতিহাসের ধারনা | ষষ্ঠ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় | ষষ্ঠ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা |History 1st Chapter 1 Mark Question and Answers | Itihaser dharona Question- Answers

ষষ্ঠ শ্রেণী ইতিহাসের ধারনা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর



প্রিয় ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ষষ্ঠ শ্রেণী  ইতিহাস প্রথম অধ্যায় | ইতিহাসের ধারনা | ১ নম্বরের প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় | ষষ্ঠ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা |History 1st Chapter 1 Mark Question and Answers | Itihaser dharona Question- Answers|Class 6 short Question|ইতিহাস প্রশ্নত্তোর|History Question and Answer|ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাস|ইতিহাস ক্লাস সিক্স|Class VI History chapter 2 question answer|History Mock Test|ষষ্ঠ শ্রেনীর ইতিহাস প্রশ্ন উত্তর|6th History Examination|ইতিহাস মক টেস্ট|


এই ওয়েব সাইটে ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|Class 6 Itihas proshno uttor|ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। Six History Examination- Class Six এছাড়াও তোমরা ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে



তো বন্ধুরা ষষ্ঠ  শ্রেণী প্রথম অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer | তোমাদের এই পোস্টের মাধ্যমে ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায় ইতিহাসের অধ্যায় থেকে এক নম্বরের প্রশ্ন উত্তর সে সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।


ষষ্ঠ শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় | ইতিহাসের ধারনা | ১ নম্বরের প্রশ্ন ও উত্তর

দু-এককথায় উত্তর দাও :-

১. প্রাচীন ভারতের সাহিত্য উপাদানকে কয়ভাগে ভাগ করা যায় ?

উত্তর :- দু-ভাগে ।


২. ভারতবর্যের দক্ষিণ অঞ্চলকে কী বলা হত ?

উত্তর :- দাক্ষিণাত্য ।


 ৩. নদীমাতৃক সভ্যতাগুলি কোথায় গড়ে উঠেছিল ?

উত্তর :- নদীর ধারে ।


৪. ‘মাতৃক’ শব্দটির অর্থ কী ?

উত্তর :- মায়ের মতো ।


৫. প্রথমদিকে আদিম মানুষের অস্ত্রগুলি কেমন ছিল ?

উত্তর :-পাথরের তৈরি ভোঁতা ও ভারী ।

 

৬. ইতিহাস বুঝতে আর কী জানতে হয় ?

উত্তর :- ভূগোল ।

 

৭. কোন পশুকে মরুভূমিতে যাতায়াতের জন্য ব্যবহার করা হয় ?

উত্তর :- উটকে ।


. তোমরা পক্ষীরাজ ঘোড়ার কথা কোথায় পড়েছ ?

উত্তর :- রূপকথার গল্পে ।


৯. ভারতবর্ষের উত্তর অঞ্চলকে কী বলা হত ?

উত্তর :- আর্যাবর্ত ।


১০. ইতিহাস বর্ণনা করার সময় কোন্ বিষয়গুলির ওপর আপাতভাবে জোর দেওয়া হয় ?

উত্তর :- স্থান-কাল-পাত্র ।


১১. একটি নদীমাতৃক সভ্যতার নাম করো ।

উত্তর :- সিন্ধু সভ্যতা ।


১২. দাক্ষিণাত্যে কোন্ জাতির বাস ছিল ?

উত্তর :- দ্রাবিড় ।

 

১৩. কাবেরী নদীর দক্ষিণ অংশকে কী বলা হত ? 

উত্তর :- দ্রাবিড় দেশ ।


১৪. দাক্ষিণাত্য অঞ্চলের সীমানা বিন্ধ্য পর্বত থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত ?

উত্তর :- কন্যাকুমারিকা ।


 ১৬. কোন্ পর্বত ভারতবর্ষকে দুটি ভাগে বিভক্ত করেছে ?

উত্তর :- বিন্ধ্য পর্বত ।

 

১৭. কবে ভারতে প্রথম যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছিল ?

উত্তর :- ১৮৫৩ খ্রিস্টাব্দে ।

 

১৮. হাজার হাজার বছর বোঝাতে কোন্দ ব্যবহারকরা হয় ?

উত্তর :- যুগ ।


১৯. কনিষ্ক কবে সিংহাসনে বসেন ?

উত্তর :- ৭৮ খ্রিস্টাব্দে ।


২০. অনেকদিন ধরে পৃথিবীতে যখন বরফ জমেছিল, তখন তাকে কী বলা হত ?

উত্তর :- তুষার যুগ ।


 ২১. জিশুর জন্মের আগের সময়কে কী বলে ?

উত্তর :- খ্রিস্টপূর্বাব্দ ।


২২. কোন্ ধাতু সবচেয়ে বেশি কাজে লাগে ?

উত্তর :- লোহা ।


২৩. দাক্ষিণাত্যের ভাষাগুলিকে কী বলা হত ?

উত্তর :- দ্রাবিড় ভাষা ।


২৪. কোন্ কোন শব্দ দিয়ে প্রশ্ন করলে তুমি ইতিহাসের অনেক তথ্য জানতে পারবে ?

উত্তর :- কবে, কোথায়, কীভাবে, কেন প্রভৃতি শব্দ দিয়ে ।


২৫. পাথরের পরে মানুষ কোন্ ধাতুর ব্যবহার শেখে ?

উত্তর :- তামার ।


২৬. ইংরেজিতে জাদুঘরকে কী বলে ?

উত্তর :- মিউজিয়াম বলে ।


২৭. সমতল অঞ্চলের মানুষের ভাত প্রধান খাদ্য কেন ?

উত্তর :- ধান বেশি উৎপাদিত হয় বলে ।


২৮. প্রাক ইতিহাস কাকে বলে ?

উত্তর :- যখন মানুষেরা লিখতে পড়তে জানত না সেই সময়কে ।


২৯. কনিষ্কের চালু করা অব্দ কী নামে পরিচিত ?

উত্তর :- কনিষ্কাব্দ বা শকাব্দ ।


৩০. কার সময় থেকে গুপ্তা চালু হয় ?

উত্তর :- প্রথম চন্দ্রগুপ্ত-এর সময় থেকে ।


৩১. মানুষ প্রথম কোন্ ধাতুর ব্যবহার শিখেছিল ?

উত্তর :- তামার ।


৩২. আনুমানিক শব্দের অর্থ কী ?

উত্তর :- আন্দাজ করা । 


৩৩. কোথায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন যত্ন করে রাখা থাকে ?

উত্তর :- জাদুঘরে । 


৩৮. কবে থেকে শকাব্দ গণনা করা হয় ?

উত্তর :- ৭৮ খ্রিস্টাব্দ থেকে ।


৩৫. ধর্মভিত্তিক সাহিত্যের মধ্যে প্রধান সাহিত্যের নাম কী ?

উত্তর :- বৈদিক সাহিত্য ।


৩৬. এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা যায় ?

উত্তর :- সমুদ্রগুপ্তের ।

 

৩৭. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?

উত্তর :- হরিষেণ ।


৩৮. কার জন্মসাল থেকে খ্রিস্টাব্দ গণনা চালু হয় ?

উত্তর :- জিশু খ্রিস্টের ।


৩৯. একটি ধর্মভিত্তিক সাহিত্যের নাম লেখো ।

উত্তর :- বেদ ।


৪০. কবে থেকে হর্ষাব্দ গণনা চালু হয় ?

উত্তর :- ৬০৬ খ্রিস্টাব্দ থেকে ।


৪১. একটি ধর্মনিরপেক্ষ সাহিত্যের নাম লেখো ।

উত্তর :- অষ্টাধ্যায়ী ।


৪২. হর্ষচরিত কে রচনা করেন ?

উত্তর :- বাণভট্ট ।


৪৩. কুষাণ সম্রাটদের মধ্যে কে সেরা ছিলেন ?

উত্তর :- কনিষ্ক ।




আরও পড়ুন......



File Details

 

File Name/Book Name

ষষ্ঠ শ্রেণী  ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর

File Format

PDF

File Language

Bengali

File Size

78 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


Join Telegram... Members




Next Post Previous Post
2 Comments
  • নামহীন
    নামহীন ১ অক্টোবর, ২০২৩ এ ১:১৮ PM

    সুন্দর

  • নামহীন
    নামহীন ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ এ ৮:২০ PM

    হাদার কোথায় অবস্থিত

Add Comment
comment url