CLASS 10 HISTORY MODEL ACTIVITY TASK PART-5 HISTORY |
2ND SERIES CLASS 10 HISTORY
MODEL ACTIVITY TASK 2021 Part 5
QUESTION WITH ANSWER (AUGUST)
মাধ্যমিক দশম শ্রেণি ইতিহাস
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ)
প্রশ্ন ও উত্তরসহ (আগস্ট)
1. “ক” স্তম্ভের সাথে
“খ” স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ |
. খ’ স্তম্ভ |
১১.১
ভাইসরয় |
(গ)
লর্ড ক্যানিং |
১.২
চৈত্র মেলা |
(ঘ)
নবগোপাল মিত্র |
১.৩
জমিদার সভা |
(ক)
রাধাকান্ত দেব |
১.৪
বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট |
(খ)
তারকনাথ পালিত |
2. সত্য বা মিথ্যা নির্ণয় করো :
2.1
১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল। (মিথ্যা)
2.2
ভারতসভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য। (সত্য)
2.3
ভারতে ছাপা প্রথম বাংলা বই ‘এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। (সত্য)
2.4
1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ ও শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়।
(সত্য)
3. দুটি বা তিনটি বাক্যে
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
3.1 মহেন্দ্রলাল সরকার
কেন স্মরনীয় ?
উনিশ শতকের বিশিষ্ট
বাঙালিদের অন্যতম ছিলেন ডঃ মহেন্দ্রলাল সরকার। তিনি কলকাতা মেডিক্যাল কলেজ
থেকে পাস করা এক বিশিষ্ট চিকিৎসক (MD) ছিলেন। তিনি
1876 খ্রিস্টাব্দে IACS বা ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স’ প্রতিষ্ঠা করেন। তিনি বিজ্ঞানকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলতে,
বৈজ্ঞানিক গবেষণার মান উন্নত করতে এবং পাশ্চাত্য দেশের বিজ্ঞানের সঙ্গে তাল
মিলিয়ে চলার জন্য IACS প্রতিষ্ঠা
করেছিলেন। এই বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘ভারতীয় বিজ্ঞানচর্চার
‘জনক’ বলা হয়।
3.2 শিক্ষা বিস্তারে
শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকার উল্লেখ কর।
উনিশ
শতকের সূচনাকাল থেকে বাংলায় দ্রুত ছাপাখানা শিল্পের শ্রীবৃদ্ধি ঘটে। এই সময়ে বাংলার
একটি উল্লেখযোগ্য ছাপাখানা ছিল শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রেস। শ্রীরামপুর ত্রয়ী'
নামে খ্যাত তিন খ্রিস্টান মিশনারি (কেরি, মার্শম্যান, ওয়ার্ড) ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুরে
এটি প্রতিষ্ঠা করেন। এটিই শ্রীরামপুর প্রেস নামে খ্যাত। এই প্রেস থেকে নানা বিষয়ে
নানা ধরনের বই ও পত্রপত্রিকা ছাপানো হত, যেমন—নিউ টেস্টামেন্ট (বাইবেল) বাংলায় অনুবাদ
করে এখান থেকে ছাপা হয়। এছাড়াও স্কুল ও কলেজের জন্য পাঠ্যপুস্তক প্রণয়ন ও প্রকাশনার
বিশেষ ব্যবস্থা করা হয়। 1832 খ্রিস্টাব্দের মধ্যে এই প্রেস থেকে 40টি ভাষায় 2 লক্ষেরও
বেশি বই ছাপানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত্র,
মৃত্যুঞ্জয় বিদ্যালংকারের বত্রিশ সিংহাসন। কাশীরাম দাসের মহাভারত, কৃত্তিবাসের রামায়ণ
ইত্যাদি। ব্যাপটিস্ট মিশনের প্রচেষ্টায়
বাংলায় ছাপাখানার যেমন শ্রীবৃদ্ধি ঘটে, তেমনি শিক্ষাদীক্ষা ও জ্ঞান-বিজ্ঞান চর্চার
নবদিগন্তের সূচনা হয়। তাই বলা যায় বাংলার শিক্ষার ইতিহাসে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন
প্রেস এক গৌরবময় অধ্যায়ের সূচনা করেন।
রবীন্দ্রনাথ
ঠাকুরের শিক্ষাচিন্তায় কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল?
বিশ্বকবি
রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে নিজের শিক্ষাচিন্তার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান
গড়ে তোলেন।
রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে 20 বিঘা
জমি নিয়ে 1863 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন।
i)রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজস্ব শিক্ষাচিন্তার ভিত্তিতে শান্তিনিকেতনে
শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন।
তিনি চেয়েছিলেন প্রকৃতির
কাছাকাছি আদর্শ পরিবেশের মধ্যে শিশুদের বড়ো করে তুলতে হবে।
ii)রবীন্দ্রনাথ
ঠাকুর প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন। তাই তিনি
শিক্ষার্থীদের শান্তিনিকেতনে রেখে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেছিলেন।
রবীন্দ্রনাথের প্রকৃতি
মানুষ ও শিক্ষা বিষয়ে হাতে কলমে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। রবীন্দ্রনাথ
মনে করতেন যে শিক্ষা হবে মুক্ত প্রকৃতির কোলে মুক্ত আকাশের নিচে। চার
দেওয়ালের মধ্যে আবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানকে তিনিও খোপওয়ালা বড় বাক্স বলে
অভিহিত করেছেন। তার উদ্দেশ্য ছিল প্রকৃতির কাছে থেকে আদর্শ প্রাকৃতিক পরিবেশে
শিশু ও কিশোরদের বড় হতে সাহায্য করা। রবীন্দ্রনাথ মনে করতেন যে প্রকৃতির
সংস্পর্শে শিশুর দেহ মন সুগঠিত হয়। শিশুদের পরম সত্তাকে নিবিড় ভাবে অনুধাবন করতে পারে।
CLASS 10 ALL SUBJECT MODEL ACTIVITY TASK BELOW HERE
- PART-5,
- 2ND SERIES ALL PART MODEL ACTIVITY TASK
- CLASS 10 BENGALI PART 5 MODEL ACTIVITY TASK//2ND SERIES
- CLASS 10 MATH PART 5 MODEL ACTIVITY TASK//2ND SERIES
- CLASS 10 ENGLISH PART 5 MODEL ACTIVITY TASK//2ND SERIES
- CLASS 10 HISTORY PART 5 MODEL ACTIVITY TASK//2ND SERIES
- CLASS 10 GEOGRAPHY PART 5 MODEL ACTIVITY TASK//2ND SERIES
- CLASS 10 LIFE SCIENCE PART 5 MODEL ACTIVITY TASK//2ND SERIES
- CLASS 10 PHYSICAL SCIENCE PART 5 MODEL ACTIVITY TASK//2ND SERIES
CLASS
10 MODEL ACTVITY TASK |
|||||
Class
10(X) |
|||||
বাংলা |
PART-5 |
||||
অংক |
PART-5 |
||||
ইংরেজী |
PART-5 |
||||
ইতিহাস |
|||||
ভূগোল |
PART-5 |
||||
জীবনবিজ্ঞান |
PART-5 |
||||
ভৌতবিজ্ঞান |
PART-5 |