CLASS 10 MODEL ACTIVITY TASK LIFE SCIENCE NEW PART 4 JULY -2021(NEW) মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেনী LIFE SCIENCE // জীবন বিজ্ঞান নতুন জুলাই মাসের পার্ট -৪

 

CLASS 10 MODEL ACTIVITY TASK LIFE SCIENCE NEW PART 4 JULY  -2021(NEW)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক   
দশম শ্রেনী  

LIFE SCIENCE // জীবন বিজ্ঞান

নতুন জুলাই মাসের পার্ট -

 

CLASS 10 MODEL ACTIVITY TASK LIFE SCIENCE NEW PART 4 JULY  -2021(NEW)


প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :

1.1 উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো -

() অক্সিন

() জিব্বেরেলিন

() সাইটোকাইনিন 

() NAA

উঃ- () জিব্বেরেলিন

1.2  নীচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো -

(চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া -

() বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া 

() চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া 

() বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হওয়া 

উঃ- () বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া 

1.3 নীচের যে জোড়টি সঠিক তা স্থির করো -

() STH - থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা 

() ACTH - স্ত্রীদেহে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে সাহায্য করা 

() FSH - রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা 

() ADH - বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো 

উঃ- () ADH - বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো

2  নীচের বাক্যগুলির শুন্যস্থান গুলিতে উপযুক্ত শব্দ বসাও :

2.1 ডাবের জলে _______ হরমোন থাকে |

উঃ- সাইটোকাইনিন

 

2.2 পায়রার একটি ডানায় _____ টি রেমিজেস নামক পালক থাকে |

উঃ- 23 টি
2.3 RNA তে থাইমিনের পরিবর্তে _______ থাকে |

উঃ-ইউরাসিল

3. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

3.1 নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো - 

·         নালির উপস্থিতি অনুপস্থিতি 

·         ক্ষরিত পদার্থ

·          

অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য

বৈশিষ্ট্য

অন্তঃক্ষরা গ্রন্থি

বহিঃক্ষরা গ্রন্থি

নালির উপস্থিতি অনুপস্থিতি

নালিবিহীন অর্থাৎ অনাল প্রকৃতির গ্রন্থি |

নালিযুক্ত অর্থাৎ সনাল প্রকৃতির গ্রন্থি |

ক্ষরিত পদার্থ

অন্তঃক্ষরা গ্রন্থি থেকে প্রধানত হরমোন ক্ষরিত হয় |

বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক, লালারস, ঘাম প্রভৃতি ক্ষরিত হয় |

 

3.2 মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা বর্ণনা করো |

উত্তর:  মাইটোসিসের দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের পরিবর্তন:

মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হলো প্রোফেজ দশা | এই প্রোফেজ দশায় নিউক্লিয়াসের যে পরিবর্তন ঘটে তা নীচে বর্ণনা করা হলো :

1.      নিউক্লিয়াস থেকে জলের বিয়োজন ঘটে | ফলে ক্রোমাটিন জালিকার ক্রোমাটিন তন্তুগুলি ক্রমশ সুস্পষ্ট হয় |

2.      ক্রোমাটিন জালিকা ঘনীভূত কুন্ডলীকৃত হয়ে সুত্রাকার ক্রোমোজোম গঠনকরে |

3.      প্রত্যেকটি ক্রোমোজোম লম্বালম্বি ভাগ হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে |

4.      নিউক্লীয় পর্দা নিউক্লিওলাস প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র খন্ডে ভেঙে যায় প্রোফেজ দশার শেষে অবলুপ্ত হয় |

 

4. নীচের প্রশ্নটির উত্তর দাও :

4.2 প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো :

() ক্রোমাটিড  () মেরু অঞ্চল () সেন্ট্রোমিয়ার  () বেমতন্তু 

 

মেটাফেজ দশা



 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url