Class 8 Model Activity Task All Subjects & All Parts 2021// মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণি-- ২০২১

6




Class VIII Bangla Model Activity Task Part 1  2021

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক-১,২০২১

বাংলা 

অষ্টম শ্রেণি

নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :

১. ‘সেইটে সবার চেয়ে শ্রেয়’ -- করি মতে ‘সবার চেয়ে শ্রেয়’কী?  

রবীন্দ্রনাথ ঠাকুর "বোঝাপড়া" কবিতায় এই উক্তিটি করেছেন। জীবনের চলার পথে নানান বাধা, ঝড়-ঝঞ্জা অর্থাৎ দুঃখ-কষ্ট আসবে। এই সমস্ত বাধা অতিক্রম করে আমাদের জীবনে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমাদের এগিয়েই চলতে হবে।

২. "তদ বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব" - বক্তা কোন বিষয়ে আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন?

বিদ্যাসাগর রচিত "অদ্ভুত আতিথেয়তা" গল্পে আরব সেনাপতি বক্তা হিসেবে এ কথা বলেছেন। মুর সেনাপতি দিকভ্রষ্ট হয়ে বিপক্ষ শিবিরে গিয়ে পৌঁছায়, মুর সেনাপতি কে আরব সেনাপতি অতিথি আপ্যায়ন করেন। তারপর তিনি মুর সেনাপতি সুরক্ষার জন্য ঘোড়া দেওয়ার প্রতিশ্রুতি দেন।

৩. "এই রইল তোদের পিকনিক- আমি চললুম"- বক্তা কে?কেনো তিনি পিকনিকে থাকতে চাননি?

বক্তা হল টেনিদা। বনভোজনের খাদ্য সামগ্রী উন্নত মানের করার চেষ্টা করেও বনভোজনের খাদ্য সামগ্রী নিম্ন মানের হওয়ায় টেনিদা ক্রুদ্ধ হয়ে যান, এইজন্য টেনিদা পিকনিকে থাকতে চাননি।

৪."পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে?" কবির মনে এমন প্রশ্ন জেগেছে কেন?

পরবাসীর কবিতাটির প্রথমেই কবি বিষ্ণু দে প্রকৃতির বৈচিত্রের কথা বলেছেন। কবি বলেছেন প্রকৃতি ছাড়া মানুষ অসহায়, মানুষ ছাড়া প্রকৃতি প্রাণহীন। উভয়ে উভয়ের পরিপূরক। প্রকৃতি মানুষকে লালন করে সেই প্রকৃতিকে শহর বানানোর মানেই হল গ্রামের মৃত্যু। এইভাবে আমরা প্রতিনিয়ত অরন্য প্রকৃতি ধ্বংস করছি। শুধু অরন্য নই বনের জীবজন্তুরাও আমাদের হাতে শিকার হচ্ছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এগুলিকে লক্ষ করে কবি নিজেকে পরবাসী বলেছেন।

৫. "এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই থার্ড ক্লাস গাড়ি খানাতে যেন এক পশতু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম"- লেখকের বক্তব্য অনুসরণে সেই পরিস্থিতির বিবরণ দাও।

সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের "পথচলতি" গদ্যাংশে কথক একথা বলেছেন। দেরাদুন এক্সপ্রেসে গয়া থেকে কলকাতা ফেরার কাহিনী বর্ণিত হয়েছে। অনেক সময় পথচলতি বিভিন্ন মানুষের সঙ্গে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে অকৃত্রিম আন্তরিকতা ফুটে ওঠে, সাহিত্যের সাধ ও মেলে তেমনই এই গল্পে লেখক দেখিয়েছেন কথক নিজের বুদ্ধিরদারা থার্ড ক্লাসে নিজের স্থান করে নেন এবং তাদের সাথে সম্পর্ক স্থাপনের জন্য ফার্সি ভাষায় কথা বলেন এবং তখন এ পশতু সাহিত্য গোষ্ঠ বা সম্মেলন শুরু হয় খুশ হাল খা খট্টরের গজল বিষয়ে প্রশ্নের মাধ্যমে। ঔরঙ্গজেবের সমকালীন এই কবি পশতু ভাষার সর্বশ্রেষ্ট কবি। লেখোকের আগ্রহে যাত্রী গজল শোনালেন এরপর হলো আদম খান আর দুরি খনির মহব্বতের কিসপার কথা শুধু লেখকই নন গাড়ির সমস্ত যাত্রীরা অবধারিতভাবে মন দিয়ে সে কাহিনী শুনল। পাঠানের গলা যদিও কর্কশ তবে সে গুরু গম্ভীরভাবে কাহিনীটি কিছুটা গান করে আবার কিছুটা পাঠ করে সবাইকে মোহিত করে রাখলো। এভাবে সেই তৃতীয় শ্রেণীর গাড়িতে গানে আবৃতিতে ও পাঠে যেন পশতু এর সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন হল।

৬."এসব আমারই হবে; আমাকেই দেবেন বিধাতা" ভাবনাটি কার? বিধাতা তাকে কি কি দেবেন বলে সে মনে করে?

তারাপদ রায়ের লেখা "একটি চড়ুই পাখি" কবিতায় ভাবনাটি এক চড়ুই পাখির। চড়ুই পাখিটি ভাবে ঘরে থাকা মানুষটি অর্থাৎ কথক চলে গেলে এই ঘর তার হয়ে যাবে। ঘরের জানালা, দরজা, টেবিল, ফুলদানি, বই- খাতা সবই তাকে অর্থাৎ চড়ুই পাখিটিকে দিয়ে দেবেন।

৭. দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো।  সম্ভাষণ

 সম্ভাষণ= সম(রুদ্ধ দল) + ভা(মুক্ত দল) + ষন(রুদ্ধ দল)। 

৮. উঠন্তি মুলো পত্তনেই চেনা যায়- প্রবাদটি ব্যবহার করে একটি বাক্য রচনা করে বুঝিয়ে দাও।

উঠন্তি মুলো পত্তনেই চেনা যায় এর অর্থ শুরু দেখে ভবিষ্যৎ অনুমান করা যায়। যেমন - ছেলেটি সোহম বাবুর পকেট কেটেছে। এ বড় হলে নিশ্চয়ই পকেটমার হবে। এ যেনো উঠন্তি মুলো পত্তনেই চেনা যায়।



Class VIII Bangla Model Activity Task Part 2  2021

মডেল অ্যাক্টিভিটি টাস্ক -২ ২০২১

অষ্টম শ্রেণি 

বাংলা 



সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ

১. সেলুকাস ছিলেন - (গ্রীক সেনাপতি/ গ্রীক সম্রাট/ মুর সেনাপতি/আরব সেনাপতি)

২. তোতাই এর চাই -(একটি সবুজ টিয়া/ সবুজ চারাগাছ/ সবুজ জামা/ চশমা)

৩. বাঘের বিক্রম সম মাঘের হিমানী পংক্তিটির রচয়িতা -( মাইকেল মধুসূদন দত্ত/ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর/ ভারতচন্দ্র রায়/গৌরদাস বসাক)

৪. মুর সেনাপতি শব্দের দল সংখ্যা - (২/ ৩/ ৫/ ৬)

৫. আলেম শব্দের অর্থ- (প্রবর্তক/ সর্বজ্ঞ /অভিযাত্রী /সহযাত্রী)


2 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ 

২.১ "সুখ পাওয়া যায় অনেকখানি"- কবির মতে সুখ লাভের উপাইটি কি?

২.২"বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল"-এই কথোপকথন গল্পের ঘটনাকে কিভাবে নিয়ন্ত্রণ করেছে?

২.৩ মহাভারতের কোন চরিত্র কেন অপুর সবচেয়ে বেশি ভালো লাগে?

২.৪ টিনের বাক্সে অপু কি কি রেখেছিল? এর মধ্য দিয়ে তার চরিত্রের কোন দিক ফুটে ওঠে?



 উত্তরসমূহ



সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ

১. সেলুকাস ছিলেন - (গ্রীক সেনাপতি/ গ্রীক সম্রাট/ মুর সেনাপতি/আরব সেনাপতি)

উঃ- গ্রীক সেনাপতি

২. তোতাই এর চাই -(একটি সবুজ টিয়া/ সবুজ চারাগাছ/ সবুজ জামা/ চশমা)

উঃ -সবুজ জামা

৩. বাঘের বিক্রম সম মাঘের হিমানী পংক্তিটির রচয়িতা -( মাইকেল মধুসূদন দত্ত/ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর/ ভারতচন্দ্র রায়/গৌরদাস বসাক)

উঃ-ভারতচন্দ্র রায়

৪. মুর সেনাপতি শব্দের দল সংখ্যা - (২/ ৩/ ৫/ ৬)

উঃ-

৫. আলেম শব্দের অর্থ- (প্রবর্তক/ সর্বজ্ঞ /অভিযাত্রী /সহযাত্রী)

উঃ--সর্বজ্ঞ

 

2 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ 

২.১ "সুখ পাওয়া যায় অনেকখানি"- কবির মতে সুখ লাভের উপাইটি কি?


উঃ-উদ্ধৃতিতে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের "বোঝাপড়া" কবিতা থেকেমানুষ অনেক সময় নিজ নিজ অহংবোধে মগ্ন থাকে, ফলে অপরের সাথে মন খুলে মিশতে পারে না তখন তারা নিজের চারিদিকে অন্ধকার এর আড়াল তৈরি করে ফলে তারা জগতের প্রকৃত সুখ থেকে বঞ্চিত হয় কিন্তু মানুষ যদি এই অহংকার ও নিজের চারিদিকে আড়াল সরিয়ে ফেলতে পারে তবে সে বিশ্বচরাচরের অনেকখানি সুখ উপলব্ধি করতে পারবে

 

২.২"বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল"-এই কথোপকথন গল্পের ঘটনাকে কিভাবে নিয়ন্ত্রণ করেছে?


উঃ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত "অদ্ভুত আতিথেয়তা" গল্পে কথোপকথনে রত মূর সেনাপতি ও আরব সেনাপতির কথা বলা হয়েছেআরব সেনাপতি ও মুর সেনাপতি উভয়ের কথোপকথনের মাধ্যমে নিজেদের পূর্বপুরুষের পরাক্রম যুদ্ধ কৌশলের নানা কথা উঠে আসে এই কথোপকথনের মাধ্যমে আরব সেনাপতি বুঝতে পারেন যে মূর সেনাপতি তার পিতৃ হন্তা কিন্তু এখন মুর সেনাপতি তার অতিথি, তাই তিনি অতিথির কোন ক্ষতি করবেন নাযার দ্বারা প্রমাণিত হয় আরব সেনাপতি আতিথিয়তা বোধে পৃথিবীর অন্যান্য জাতি অপেক্ষা শ্রেষ্ঠ তারা মনের রুদ্ধ ভাব কখনো অতিথির কাছে প্রকাশ করেন না তাদের শত্রুতার মধ্যেও পরম মিত্রতার ভাব ফুটে ওঠে, আর লেখক আমাদেরও এই ভাবনায় উদ্দীপ্ত হতে বলেছেন

 

২.৩ মহাভারতের কোন চরিত্র কেন অপুর সবচেয়ে বেশি ভালো লাগে?


উঃ-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত "পথের পাঁচালী" উপন্যাসে মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্রটি অপুর সবচেয়ে ভালো লাগতোঅপুর মনে হতো কর্ন মহাবীর হয়েও চিরকাল কৃপার পাত্র যুদ্ধক্ষেত্রে যখন কর্ণের রথের চাকা মাটিতে বসে যায় সেই অবস্থায় নিরস্ত্র অসহায় কর্ণকে অর্জুন বান নিক্ষেপ করে হত্যা করে কর্ণের অসহায় ভাবে মৃত্যুবরণের ঘটনা শিশু মনকে বেদনায় ভারাক্রান্ত করে তুলতোতার মনে হয় অসহায় কর্ণ এখনো রথের চাকা তোলার আপ্রাণ চেষ্টা করছে  অর্জুন বীর, সে রাজ্য পেল, মান পেল কিন্তু কর্ণ এত বড় বীর হয়েও অসহায় সে মান পাইনি নিজের অজান্তেই অপু কর্ণকে হৃদয় বীরের সিংহাসনে বসিয়েছে অপুর মতে কর্ণ পরাজিত নায়ক হলেও আদর্শবান তাই মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণকে অপুর সবচেয়ে বেশি ভালো লাগতো

 

২.৪ টিনের বাক্সে অপু কি কি রেখেছিল? এর মধ্য দিয়ে তার চরিত্রের কোন দিক ফুটে ওঠে?


উঃ-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত "পথের পাঁচালী" গল্পে অপু টিনের বাক্সে একটি রং চটা কাঠের ঘোড়া, একটি টোল খাওয়া টিনের ভেঁপু বাঁশি, গোটা কতক কড়ি, দুপয়সা দামের পিস্তল, কতগুলো শুকনো নাটা ফল, খান কতক খাপড়ার কুচি প্রভৃতি সম্পত্তি রেখেছিলটিনের বাক্সে সংগৃহীত করে রাখা সম্পত্তি গুলি থেকে তার চরিত্র সম্পর্কে এই ধারণাই উপনীত হওয়া যায় যে, অপু ছিল খুবই কল্পনাপ্রবণ, স্বপ্নবিলাসী তার স্বপ্নগুলো তাকে জীবনের প্রতিমুহূর্তে বেঁচে থাকার জন্য ওর জীবনকে উপভোগ করার জন্য রসদ যোগাতো



Class VIII English Model Activity Task Part 1  2021



Class VIII English Model Activity Task Part -2  2021




Class VIII model activity task Geography part 1,2021// 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১

অষ্টম শ্রেণীর 

ভূগোল 

 

১. বিভিন্ন স্তর ও বিযুক্তিরেখাসহ পৃথিবীর অভ্যন্তরের চিহ্নিত চিত্র অঙ্কন করাে।

২. কোনাে জায়গায় ভূমিকম্প শুরু হলে কী কী ব্যবস্থা নেওয়া দরকার তা নিজের ভাষায় গুছিয়ে লেখাে

৩. যেকোনাে পাঁচটি ক্ষেত্রে তিন ধরনের শিলার ব্যবহার উদাহরণসহ লিপিবদ্ধ করাে।

৪. প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের সম্পর্ক কেন ভালাে রাখা প্রয়ােজন বলে তুমি মনে করাে ?

 

 

উত্তরসমূহ



 ১. বিভিন্ন স্তর ও বিযুক্তিরেখাসহ পৃথিবীর অভ্যন্তরের চিহ্নিত চিত্র অঙ্কন করাে।








২. কোনাে জায়গায় ভূমিকম্প শুরু হলে কী কী ব্যবস্থা নেওয়া দরকার তা নিজের ভাষায় গুছিয়ে লেখাে

 

উ:- কোন স্থানের ভূত্বক হঠাৎ করে কিছুক্ষণের জন্য কম্পিত হলে তাকে ভূমিকম্প বলে। ভূ-অভ্যন্তরের স্থিতিস্থাপক বিচ্ছেদ হলে ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মত ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। ফলে অধিক মাত্রার ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়। মানুষের জীবনহানি যেমন হয় তেমনি প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি হয়ে থাকে।পূর্বাভাস দেওয়া সম্ভব হয়না বলে মানুষ বুঝতে পাবেনা কখন ভূমিকম্প হবে ? একারনে ভূমিকম্পের সময় কিছু সিদ্ধান্ত গ্রহণ করলে ক্ষয়ক্ষতির জীবনহানি কিছুটা কমানো সম্ভব ।

 


ভূমিকম্পের সময় যে সকল ব্যবস্থা নেওয়া যেতে পারে সেগুলি হলো :-

 

• ভূমিকম্প শুরু হলে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে কোনো খোলা জায়গায় যেতে হবে ।

• যদি খোলা জায়গায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়ির মধ্যে দ্রুত কোন টেবিল অথবা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়তে হবে ।

• ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুলন্ত বারান্দা, সিঁড়ি, লিফট ব্যবহার এড়িয়ে চলতে হবে।

• ভূমিকম্পের সময় বাড়ি থেকে বেরোবার আগে যদি সম্ভব হয় অতি প্রয়ােজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নিতে হবে।

• ফাঁকা স্থানে দাঁড়ানাের সময় লক্ষ্য রাখতে হবে আশেপাশে কোন বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার যাতে না থাকে।

• পুকুর বা জলাশয় ভূমিকম্পের সময় থাকলে যত দ্রুত সম্ভব উঠে আসতে হবে।

 

৩. যেকোনাে পাঁচটি ক্ষেত্রে তিন ধরনের শিলার ব্যবহার উদাহরণসহ লিপিবদ্ধ করাে।

 

উ:- শিলা তিন প্রকার। যথা- আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকার শিলা আমরা ব্যবহার করে থাকি। নিম্নে পাঁচটি ক্ষেত্রে এই তিন ধরনের শিলার ব্যবহার আলােচনা করা হলাে ।

 

• ব্যাসল্ট শিলা (আগ্নেয় শিলা) :- রেললাইনে পাথর দেওয়া হয় সেগুলি ব্যাসল্ট শিলা এছাড়া বাড়ি ঘর নির্মাণ করতে ব্যাসল্ট শিলা ব্যাবহার করা হয় ।

• চুনাপাথর (পাললিক শিলা) :- সিমেন্ট তৈরিতে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হিসেবে চুনাপাথর ব্যবহৃত হয় ।

• বেলেপাথর ( পাললিক শিলা) :- ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি এবং বিভিন্ন রঙের হওয়ায় স্থাপত্য স্মৃতিসৌধ এই পাথরে নির্মাণ করা হয় । লালকেল্লা উদয়গিরি খাজুবাহ মন্দির জয়সলোমির সোনার কেল্লা বেলে পাথরে নির্মিত ।

• মার্বেল ( রূপান্তরিত শিলা) :- চুনাপাথরের রূপান্তরিত রূপ। এই পাথর দেখতে খুব সুন্দর, মসৃণ ও চকচকে। বিভিন্ন রঙের হওয়ায় এবং নির্দিষ্ট করে খুব সুন্দর ভাবে কেটে নেওয়া যায় বলে স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে এই শিলার প্রচুর ব্যবহার দেখা যায়। আগ্রার তাজমহল মার্বেল পাথর নির্মিত।

• স্লেট (রূপান্তরিত শিলা) :- কাদা পাথর রূপান্তরিত হয়ে স্লেট সৃষ্টি হয় । পাতলা পাতের আকার হওয়ায় স্লেট দিয়ে গরের টালি তৈরি করা হয় । এছাড়া ব্ল্যাকবোর্ড তৈরিতে এবং লেখার কাজে স্লেট ব্যবহার করা হয় ।

 

৪. প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের সম্পর্ক কেন ভালাে রাখা প্রয়ােজন বলে তুমি মনে করাে ?

 

উ:- প্রতিবেশীরা যেমন বন্ধুর মতাে আমাদের পাশে থাকেন ঠিক তেমনি প্রতিবেশী দেশগুলাে আমাদের পাশে থাকেন। দেশের কোনাে বিপদে আপদে,আমাদের দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ান। তাছাড়া একই এলাকায় পাশাপাশি ভারতে বসবাস করতে গেলে মিলেমিশে বসবাস করাই শ্রেয়। তাই প্রতিবেশীদের সাথে যেমন সুসম্পর্ক বজায় রাখা দরকার ঠিক তেমনই প্রতিবেশী দেশগুলির সাথে সুসম্পর্ক রাখা দরকার।




Class VIII model activity task Geography part 2,2021// 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক এপার্ট-২ 

অষ্টম শ্রেণীর 

ভূগোল 

 

 

 

১. পৃথিবীর অভ্যন্তরে বিযুক্তিরেখা থাকার কারণ কী ?

২. অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন ?

৩. মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করাে।

৪. ভারতকে কেন উপমহাদেশ বলা হয় ?

 

উত্তরসমূহ



১. পৃথিবীর অভ্যন্তরে বিযুক্তিরেখা থাকার কারণ কী ?


উ:- ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত একেক জায়গায় একেক রকম ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ হয়। এই ভূমিকম্পের তরঙ্গ বেগের পার্থক্যের ভিত্তি করে যে রেখার দ্বারা দুটো আলাদা তরঙ্গ বেগ যুক্ত অঞ্চল কে আলাদা করা হয়েছে। যেহেতু ভূ-অভ্যন্তরের একেক জায়গায় উপাদান ও ঘনত্ব আলাদা সেই আলাদা আলাদা উপদান ও ঘনত্বের কথা মাথাই রেখে ভূ - অভ্যন্তরে বিভিন্ন ধরনের বিযুক্ত রেখা কল্পনা করা হয়েছে ।


২. অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন ?


উ:- অপসারি পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে গেলে মাঝের ফাটল বরাবর অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত পদার্থ উঠে এসে শীতল ও কঠিন হয়ে নতুন মহাসাগরীয় ত্বক আর মধ্য সামুদ্রিক | শৈলশিরা (Mid Oceanic Ridge) তৈরি হয়। এ কারণে এই ধরনের অপসারী পাত সীমানা কে গঠনকারী পাত সীমানা বলে।


৩. মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করাে।


উ:- মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের খনিজ পদার্থ ধীরে ধীরে মাটি বা মিতৃকা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিলার মধ্যে অবস্থিত কেলাসিত নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি বিশিষ্ট নির্দিষ্ট পারমাণবিক গঠন যুক্ত মৌলিক বা যৌগিক পদার্থ হল খনিজ। কিছু গুরুত্বপূর্ণ খনিজ হলো - কোয়ারটস , ফেল্ডসপার , অভ্র জিপসাম প্রভৃতি। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন খনিজের প্রভাব এর দরুন মাটির রং ও প্রকার বিভিন্ন হয়। যেমন কালো মাটি, লাল মাটি বেলে মাটি ও পলিমাটির নাম দেওয়া যেতে পারে।


৪. ভারতকে কেন উপমহাদেশ বলা হয় ?


উ:- ভারত ও তার প্রতিবেশী দেশ অর্থাৎ চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান আফগানিস্তান ও শ্রীলংকার মধ্যে সামাজিক মিল খুব বেশি। আয়তন ও জনসংখ্যার বিচারে প্রথম স্থানাধিকারী ভারত এই অঞ্চলের কেন্দ্রবিন্দু। এই অঞ্চলের জলবায়ু এক অন্য ধরনের বৈচিত্রের অধিকার লাভ করেছে । এখানকার বৈষম্যমূলক আবহাওয়া, প্রচুর পরিমাণে জনসংখ্যা ও জন ঘনত্ব, সাংস্কৃতিক বৈচিত্র, এবং অন্যান্য যেসকল বৈচিত্র একটা বিশাল আকার মহাদেশের মধ্যে থাকে, তার বেশিরভাগ বৈচিত্র এই ভারত ও তার আশেপাশের অঞ্চলের মধ্যে রয়েছে। তাই ভারতকে উপমহাদেশ বলা হয় ।




Class VIII model activity task poribesh & biggan part 1,2021// 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১

অষ্টম শ্রেণী

পরিবেশ ও বিজ্ঞান

 

 

 

১. পারদ এর ঘনত্ব 13.6 গ্রাম/ ঘন সেমি হলে 5 লিটার পারদের ভর কত কিলোগ্রাম হবে তা নির্ণয় করো?

২. প্রাণী কোষের একটি পরিচ্ছন্ন চিত্র অংকন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো।

৩. বিশেষ পরীক্ষা থেকে রাদারফোর্ড পরমাণু গঠন সম্বন্ধে কি কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন?

৪. উদ্ভিদ দেহের বিভিন্ন ধরনের প্লাস্টিডের ভূমিকা উল্লেখ করো।

 

 

উত্তরসমূহ

 

নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ :

১. পারদ এর ঘনত্ব 13.6 গ্রাম/ ঘন সেমি হলে 5 লিটার পারদের ভর কত কিলোগ্রাম হবে তা নির্ণয় করো?

উ: আমরা জানি,

ঘনত্ব = ভর / আয়তন

এখানে, ঘনত্ব = 13.6 গ্রাম/ ঘন সেমি

আর আয়তন = 5 লিটার = 5000 ঘন সেমি

অতএব, ভর = ঘনত্ব × আয়তন

        = 13.6 × 5000

        = 68000 গ্রাম

        = 68 কিলোগ্রাম

 

২. প্রাণী কোষের একটি পরিচ্ছন্ন চিত্র অংকন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো।

 



৩. বিশেষ পরীক্ষা থেকে রাদারফোর্ড পরমাণু গঠন সম্বন্ধে কি কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন?

উ: প্রথমত, পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গায় ফাঁকা স্থান।

দ্বিতীয়ত, পরমাণুর প্রায় সমস্ত ভরই তার কেন্দ্রে অতি অল্প জায়গায় জড়ো হয়ে আছে। ভারী অংশের নাম পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস।

তৃতীয়ত, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যেই তার সমস্ত ধনাত্মক আধান সীমাবদ্ধ থাকে।

চতুর্থত, নিউক্লিয়াস কে কেন্দ্র করে ইলেকট্রনগুলি নানান বৃত্তাকার কক্ষপথে প্রতিনিয়ত আবর্তন করে চলেছে।

 

৪. উদ্ভিদ দেহের বিভিন্ন ধরনের প্লাস্টিডের ভূমিকা উল্লেখ করো

উ: রঞ্জকের উপস্থিতি অনুসারে প্লাস্টিডকে তিন ভাগে ভাগ করা যায়। নিচে এদের ভূমিকা নিয়ে আলোচনা করা হলো -

(১) ক্লোরোপ্লাস্ট : এই প্রকার প্লাস্টিক সাধারণত সবুজ বর্ণের হয়ে থাকে। উদ্ভিদের সালোকসংশ্লেষণ অংশগ্রহণ করা হল ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ।

(২) ক্রোমোপ্লাস্ট : উদ্ভিদের দেহে সবুজ বর্ণ ছাড়া অন্য যে কোন বর্ণের রঞ্জক যুক্ত প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলে। ক্রোমোপ্লাস্ট ফুল ও ফলের বর্ণ গঠন, কাণ্ড পাতা এবং ফুলের বর্ণ গঠনও করে।

(৩) লিউকোপ্লাস্ট : সাধারণত উদ্ভিদ দেহের বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্ট বলে। উদ্ভিদ দেহে লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে। 



Class VIII model activity task poribesh & biggan part 2,2021// 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২

অষ্টম শ্রেণী

পরিবেশ ও বিজ্ঞান

 

 

 

১. মাটির 6 ফুট ওপর থেকে একটা খাতার পাতা ও একটি কয়েন একই সঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে? কেন এমন হয় ব্যাখ্যা করো। 

২. প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালের শুকনো চুল আঁচড়ানোর পর তা নিস্তড়িত কাগজের টুকরো কে আকর্ষণ করে কেন তার ব্যাখ্যা দাও।

৩. গ্যাসীয় অবস্থায় অনুদের গতিও অবস্থা সম্বন্ধে তুমি কি কি বলতে পারো?

৪. প্রাইমরডিয়াল ইউট্রিকল কি?

৫. মানুষের লোহিত রক্ত কণিকার আকার কি রকম এবং এই আকারের জন্য তার কি সুবিধা হয়?

৬. গলজি বস্তুর গঠন ও কাজ উল্লেখ করো।

 

 

 

উত্তরসমূহ

 

১. মাটির 6 ফুট ওপর থেকে একটা খাতার পাতা ও একটি কয়েন একই সঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে? কেন এমন হয় ব্যাখ্যা করো। 

 

উত্তর: মাটির ছয় ফুট ওপর থেকে একটি খাতা ও একটি কয়েন একই সঙ্গে ছেড়ে দিলে দেখা যাবে কয়েন টি মাটিতে আগে এসে পড়ছে।

      খাতার পাতা ও কয়েন দুটোকে উপর থেকে ফেলার সময় বায়ুর বাধা অতিক্রম করে নিচের দিকে আসতে হয়। আমরা জানি ঘর্ষণ বল বস্তুদ্বয়ের স্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তাই যেহেতু খাতার ক্ষেত্রফল বেশি তাই খাতা ও বায়ুর মধ্যে ঘর্ষণ বল বেশি আর তুলনামূলকভাবে কয়েন ছোট হওয়ায় ঘর্ষণ বল খুব কম। তাই খাতা কয়েন এর তুলনায় পরে মাটিতে পড়ে।

 

২. প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালের শুকনো চুল আঁচড়ানোর পর তা নিস্তড়িত কাগজের টুকরো কে আকর্ষণ করে কেন তার ব্যাখ্যা দাও।

 

উ: রাসিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো চুল আঁচড়ালে চিরুনি তড়িতাহিত হয়।কিন্তু যখনই সেই তড়িতাহিত চিরুনি কোন নিস্তড়িত কাগজের টুকরোর কাছে আনা হয় তখন কাগজের টুকরো তে বিপরীতধর্মী তড়িৎ আবেশ ঘটে। তারপর বিপরীতধর্মী প্লাস্টিকের চিরুনি ও কাগজের টুকরো পরস্পরকে আকর্ষণ করে।

 

৩. গ্যাসীয় অবস্থায় অনুদের গতিও অবস্থা সম্বন্ধে তুমি কি কি বলতে পারো?

 

উ: গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীলa আর এই ছুটে চলা অণুগুলির মধ্যে সংঘর্ষই চাপের কারণ।গ্যাসের কণাগুলির আয়তন খালি চোখে দেখা না গেলেও অণুবীক্ষণযন্ত্রে দেখা যায়। গ্যাসের অনুগুলির সর্বদা একটি অপরটিকে ধাক্কা দেয়। এই ধরনের গতিকে গ্যাসের ব্রাউনীয় গতি বলে। এটিকেই পরমাণু ও অণুর অস্তিত্বের স্বপক্ষের প্রমাণ হিসেবেও গণ্য করা হয়।

 

৪. প্রাইমরডিয়াল ইউট্রিকল কি?

উ: উদ্ভিদ কোষের ভ্যাকুওল বা কোষগহ্বর আকারে বড় হওয়ার জন্য সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াস পরিধির থেকে সরে যায়।প্রোটোপ্লাজম এইরকম বিন্যাস্ত অবস্থাকেই প্রাইমরডিয়াল ইউট্রিকল বলে।

 

৫. মানুষের লোহিত রক্ত কণিকার আকার কি রকম এবং এই আকারের জন্য তার কি সুবিধা হয়?

 

উ: লোহিত রক্ত কণিকার আকৃতি গোলাকার এবং দুপাশ চ্যাপ্টা ঠিক চাকতির মত। এইরূপ আকৃতি হওয়ার জন্য লোহিত রক্তকণিকা বিভিন্ন ব্যাচের রক্তনালীর মধ্য দিয়ে যাতায়াতের সময় বেশি পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে।

 

৬. গলজি বস্তুর গঠন ও কাজ উল্লেখ করো।

 

উ: গলগি বস্তু সৃষ্টি হয় এন্ডোপ্লাজমিক জালিকা থেকে।নিউক্লিয়াস এর কাছে থাকা চ্যাপ্টা তুলি লম্বা বছরের মতো গঠন যুক্ত অঙ্গাণু হলো গলজী বস্তু।

 

গলজি বস্তুর কাজ:

      i.গলগি বস্তু ক্ষরণ নিয়ন্ত্রণ করে।

      ii.গলগি বস্তু থেকে লাইসোজোম তৈরি হয়।

      iii.হরমোন ও উৎসেচক পরিবহনে সাহায্য করা।


Class VIII model activity task History part 1,2021// 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১

অষ্টম শ্রেণী

পরিবেশ ও ইতিহাস

উ:- দেওয়ানী কথার অর্থ হল কোন অঞ্চলের আইনগতভাবে রাজস্ব আদায়ের অধিকার লাভ। ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পরাজয়ের সূত্র ধরে ১৭৬৫ খ্রিস্টাব্দেদিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলম ইংরেজইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানী অধিকার প্রদান করে।দেওয়ানি লাভের ফলে বাংলায় দ্বৈত শাসনের প্রবর্তক ঘটে। যখন কোন অঞ্চলে একই সময়ে দুজন শাসক শাসনকার্য পরিচালনা করেন তখন সেই শাসনব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলে। আর এই ব্যবস্থার ফলে বাংলার বুকে এক ভয়াবহ দুর্ভিক্ষ ঘনিয়ে আসে যা ছিয়াত্তরের মন্বন্তর' নামে পরিচিত। ১৭৭০ খ্রীষ্টাব্দে বা ১১৭৬ বঙ্গাব্দে বাংলার বুকে যে ভয়াবহ দুর্ভিক্ষের হয় তা ছিয়াত্তরের মন্বন্তর' নামে পরিচিত। এই মন্বন্তরের ফলে বাংলা প্রবল আর্থ-সামাজিক বিপর্যয় ঘটে এবং ছিয়াত্তরের মন্বন্তর এর ফলে বাংলার প্রায় এক তৃতীয়াংশ মানুষ খাদ্যভাবে প্রাণ হারায়।

. নির্ভুল তথ্য দিয়ে ফাঁকা ঘর গুলি পূরণ করো :




 ৩। নীচের শব্দছকটি পূরণ করো :- 


(১) বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতাঃ-  (১) জনাথন ডানকান


(২) যার প্রস্তাব অনুযায়ী তিনটি প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করাঃ - (২) চার্লস উড


(৩) সুপ্রিম কোর্টের বিচারপতি হিন্দু কলেজ তৈরি সাথে যুক্ত ছিলঃ- (৩) এডোয়ার্ড হাইডইস্ট


(৪) কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেনঃ- (৪) ওয়ারেন হেস্টিংস


(৫) ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত একটি সংস্থাঃ- (৫) ব্যাপ্টিস্ট মিশন

(৬) হিন্দু কলেজ প্রতিষ্ঠিত সঙ্গে যুক্ত ছিলেন অন্যতম শিক্ষা অনুরাগীঃ- (৬) ডেভিড হেয়ার





________________________________________________________________________________



Class VIII model activity task History part 2,2021// 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২

অষ্টম শ্রেণী

পরিবেশ ও ইতিহাস

 

১.অষ্টাদশ শতকে মুঘল শাসন কাঠামাে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। এই বিপর্যয়ের কারণগুলি তুমি কীভাবে ব্যাখ্যা করবে ?

২. জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদক্ষেপগুলির একটি তালিকা তৈরি করাে।

৩. উপযুক্ত তথ্য দিয়ে নীচের ছকটি পূরণ করো—

 

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :

১.অষ্টাদশ শতকে মুঘল শাসন কাঠামাে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। এই বিপর্যয়ের কারণগুলি তুমি কীভাবে ব্যাখ্যা করবে ?

উ:- মোঘল সাম্রাজ্যের বিপর্জয়ের কারণ গুলি নিম্নরুপ -১. ঔরঙ্গজেবের পরবর্তীকালে তেমন সুদক্ষ ও বিচক্ষণ মুঘল সম্রাট আবির্ভূত হতে পারেননি। ফলে এই দুর্বল উত্তরাধিকার সিংহাসনের স্থায়িত্বকাল ধীরে ধীরে কমিয়ে দিতে থাকে । ২. ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাটদের দুর্বল শাসন ব্যবস্থার জন্য বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে এবং তাদের বিদ্রোহ গুলি মুঘলদের কেন্দ্রীয় শাসন এর ভিত দুর্বল করে দেয় । ৩, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযান ছিল সে সময়ে সর্বাপেক্ষা ভ্রান্ত নীতি। কেননা ঔরঙ্গজেব সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল কে সুরক্ষার বন্ধনে আবদ্ধ না করে দাক্ষিণাত্য অভিযানে নির্গত হলে ওই পথ দিয়ে বিদেশি শক্তি দিল্লিতে আক্রমণের সুবিধা পেতে থাকে। ৪. অষ্টাদশ শতাব্দীর পরবর্তীকালে মুঘল সম্রাটরা আর কোনরূপ সামরিক সংস্কার ঘটাননি এবং এর পূর্ণ সুযােগ নিয়ে শিবাজি মতো শাসকেরা নিজ রাজ্য প্রতিষ্ঠা করেন অন্যদিকে শক্তি শালি পারসিক নেতা নার্দিশাহ, আফগান নেতা আহমদ শাহ আবদালী দিল্লি আক্রমণ করে মুল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে।

২. জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদক্ষেপগুলির একটি তালিকা তৈরি করাে।

উত্তর:- জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের পদক্ষেপগুলি নিম্নরূপ :-

১. জেমস রেনেল এর বাংলার নদীপথ জরিপ করা ,

২. আলাদা আলাদা 16 টি মানচিত্র তৈরি করে জরিপ করা,

৩. ইজারাদারি ব্যবস্থা,

৪. পাঁচশালা বন্দোবস্ত,

৫. মহলওয়ারি বন্দোবস্ত,

৬. রায়তওয়ারি বন্দোবস্ত,

৭. 10 সালা বন্দোবস্ত,

৮. চিরস্থায়ী বন্দোবস্ত। এছাড়া রাজস্ব দিতে না পারার জন্য আইন করেছিলেন সেটা হচ্ছে সূর্যস্ত আইন ।

৩. উপযুক্ত তথ্য দিয়ে নীচের ছকটি পূরণ করো—

 

অধীনতামূলক মিত্রতা নীতি

স্বত্ত্ববিলোপ নীতি

গর্ভনর জেনারেল     

লর্ডওয়েলেসলি

লর্ডডালহৌসি

সময়কাল    

১৭৯৯  

১৮৫৬

প্রভাবিত রাজ্য

১. হায়দ্রাবাদের নিজাম , ২ মারাঠা

সাঁতরা,ঝাঁসি,নাগপুর সম্বলপুর

মূলনীতি

১) এই নীতি যে রাজ্য গ্রহন করবে তাকে একজন ব্রিটিস প্রতিনিধি তার দরবারে রাখতে হবে.

২) সেই রাজ্য একদল ব্রিটিশ সৈন্যদল রাখতে রাখতে এবং তার ব্যয়ভার সেই রাজ্যকেই চালাতে হবে.

৩) এই নীতি যে গ্রহন করবে সে ব্রিটিশদের অনুমতি ছাড়া অন্য কোন শক্তির সঙ্গে যুদ্ধ কিংবা চুক্তি করতে পারবেনা

৪) এই নীতি যে রাজ্য গ্রহন করবে সে রাজ্য কোন ইউরোপীয় সেনাকে তার দলে রাখতে পারবেনা.

এই নীতি গ্রহন করলে তাকে অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্ত রকমের সমস্যা থেকে রক্ষার দায়িত্ব নেবে কোম্পানি তথা ব্রিটিশ কর্তৃপক্ষ।

স্বত্ববিলোপ নীতির মূল কথা হল ব্রিটিশ সরকারের আশ্রিত কোন দেশীয় রাজ্যের রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে উক্ত রাজ্য কোন দত্তক পুত্র গ্রহন করতে পারবেনা এবং সেই রাজ্যটি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হবে।

 Class VIII model activity task Math part 1,2021//

মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১

অষ্টম শ্রেণী

Math/অংক


 

উত্তরমালা

 

১. একটি সরলরেখার উপরে অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোন তৈরী করে, তাদের সমষ্টি দুই সমকোণ |

২. 1729 সংখ্যাটিকে  হার্ডি-রামানুজন  সংখ্যা বলা হয় |

Class VIII model activity task Math part 2,2021//

মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২

অষ্টম শ্রেণী

Math/অংক

 উত্তরমালা

1. নিচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দাও :

i) উ:- অসংখ্য মূলদ সংখ্যা আছে |

ii) উ:- আমরা জানি , দুটি কোণের সমষ্টি 180˙ হলে সেই কোণ দুটিকে পরস্পর সম্পুরক কোণ বলা হয় । এখানে, 135˙ ও 45˙ কোন দুটির সমষ্টি = 135˙ + 45˙= 180˙ সুতরাং, 135˙ ও 45˙ কোণ দুটি পরস্পর সম্পূরক |

2 .শূন্যস্থান পূরণ কর :

i) পাই চিত্রে এক-একটি বৃত্তকলা তথ্যের এক-একটি অংশকে বোঝায় এবং বৃত্তকলার মাপ ওই অংশের পরিমানের  সমানুপাতী  হয় ।

CLASS 8 MODEL ACTVITY TASK

Class 8 (VIII)

বাংলা

Part-1

Part-2

Part-3

Part-4

অংক

Part-1

Part-2

Part-3

Part-4

ইংরেজী

Part-1

Part-2

Part-3

Part-4

ইতিহাস

Part-1

Part-2

Part-3

Part-4

ভূগোল

Part-1

Part-2

Part-3

Part-4

পরিবেশ ও বিজ্ঞান

Part-1

Part-2

Part-3

Part-4

 

 

 

 

 

 

 

 

Keywords
  • Model Activitiy Task, 
  • Model Activitiy Task Class 8
  • Model Activitiy Task Class 8 Bengali, 
  • Model Activitiy Task Bengali Class-8,
  • Class-8 Model Activity Task Bengali, 
  • Class-8 Model Activity Task Bengali part 1, 
  • WBBSE Model Activitiy Task 2021,
  • WBBSE Model Activitiy Task Class 8 Bengali,
  • WBBSE Model question paper Class 8 2021,
  • Class 8 Bengali Model Activitiy Task part 1, 
  • educational activities,
  • educational activities Bengali

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ
  1. উত্তরগুলি
    1. Thank you........আমাদের পাশে থাকার জন্য আমাদের Youtube Channelটিকে Subscribe করে নাও

      মুছুন
  2. Sir.. Notun kora abar model questin diyasa, ee ans koba pawa jaba???

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ২/১ দিনের মধ্যেই পেয়ে যাবে আমাদের ইউটুব চ্যালেনটিকে সাবস্কাইব করে নাও...youtube channel এ আমরা আপডেট দিতে থাকি

      মুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
To Top