Class XI model activity task History part 1 -2021
মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১
একাদশ শ্রেণী
History/ইতিহাস
Class 11 model activity task History part 1 |
অধ্যায়
১. ইতিহাস চেতনা
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১. ইলিয়ড, ওডিসি মহাকাব্য হিসেবে কীভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে?
উঃ- রামায়ণ ও মহাভারতের থেকে যেমন ভারতের ইতিহাস জানতে পারি, ঠিক তেমনি ইলিয়ড ও ওডিসি থেকে আমরা ইউরোপের ইতিহাস সম্পর্কে জানতে পারি। এই মহাকাব্য দুটি থেকে ট্রয় নগরীর যুদ্ধের কাহিনী সম্পর্কে জানতে পারি। মহাকাব্য দুটি থেকে প্রাচীন গ্রিসের সমাজ ও রাষ্ট্র জীবন সম্পর্কে ধারণা পাওয়া যায়।
২. নিম্নবর্গের ইতিহাসচর্চা প্রথাগত থেকে কতটা আলাদা বলে তুমি মনে করো?
উঃ- নিম্নবর্গের ইতিহাস বলতে সামরিক বাহিনীর নিম্নপদস্থ অফিসারদের বোঝাত। কিন্তু বর্তমানে নিম্নবর্গের ইতিহাস বলতে বোঝায়, সমাজের নীচু তলার মানুষের ইতিহাস। যেমন - কৃষক, শ্রমিক, শহুরে জনতা এবং নিম্নবর্গের মহিলাদেরও। আর প্রথাগত ইতিহাস বলতে প্রাচীন যুগের সমাজ প্রচলিত রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও সাংবিধানিক বিষয়কে বোঝানো হয়। নিম্নবর্গের ইতিহাস হল প্রথাগত ইতিহাসের একটি অংশ।
৩. ইতিহাসের যুগ বিভাজনের ক্ষেত্রে ভারত ও পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রেখাচিত্রের মাধ্যমে দেখাও।
উঃ-
ভারত
প্রাচীন যুগ - স্মরণাতীত কাল থেকে শুরু করে ১২০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাসের প্রাচীন যুগের সময়। কিন্তু অনেকে মনে করেন ৬৫০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রাচীন যুগ।
মধ্যযুগ - ১২০৬ খ্রিস্টাব্দ থেকে শুরু করে ঔরঙ্গজেবের মৃত্যু অর্থাৎ ১৭০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাসের মধ্যযুগ।
অধুনিক যুগ - ঔরঙ্গজেবের মৃত্যু অর্থাৎ ১৭০৭ খ্রিস্টাব্দ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ভারতের ইতিহাসের আধুনিক যুগের সময় কাল।
পাশ্চাত্য
অতীতকাল - স্মরণাতীত অতীত থেকে শুরু করে খ্রিস্টপূর্ব ৪৭৬ সাল পর্যন্ত ইউরোপের ইতিহাসের প্রাচীন যুগ।
মধ্যযুগ - ৪৭৬ খ্রিস্টপূর্বাব্দ থেকে কনস্টান্টিনোপলের পতনের সময় অর্থাৎ ১৪৫৩ খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের ইতিহাসের মধ্যযুগ।
আধুনিক কাল - কনস্টান্টিনোপলের পতনের পর থেকে অর্থাৎ ১৪৫৩ খ্রিস্টাব্দের থেকে বর্তমান সময় পর্যন্ত আধুনিক যুগ।
৪. উপযুক্ত তথ্য সহযোগে নীচের ছকটি পূরণ করো :
সভ্যতার নাম | সময়কাল | যুগ / পর্ব | সামাজিক বৈশিষ্ট্য | অর্থনৈতিক বৈশিষ্ট্য | অবদান |
(ক) হরপ্পা সভ্যতা | 3200 - 2750 খ্রিস্টপূর্বাব্দ | প্রাগৈতি-হাসিক যুগ | মাতৃ তান্ত্রিক সমাজ | কৃষিকাজ ও পশুপালন | উন্নত নগর পরিকল্পনা |
(খ) মিশরীয় সভ্যতা | স্মরণাতীত থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ | প্রাগৈতি-হাসিক যুগ | মাতৃতান্ত্রিক সমাজ | কৃষিকাজ | মমি ও পিরামিডের ব্যবহার |
(গ) সুমেরিয় সভ্যতা | স্মরণাতীত থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত | প্রাগৈতি-হাসিক যুগ | পুরোহিত তান্ত্রিক সমাজ | কৃষিকাজ ও ব্যবসা - বাণিজ্য | চাকার ব্যবহারের প্রচলন এবং লিখনের প্রচলন করেন। |