Class 11 model activity task History part-2 -2021// model activity task History part 2 Class XI -2021

 

Class XI model activity task History part 2 -2021

মডেল অ্যাক্টিভিটি টাস্ক - 2

একাদশ শ্রেণী

History/ইতিহাস



নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :

. নীচের শব্দগুলির জন্য দুটি করে বাক্য লেখ

() প্লেসটোসিন - প্লেইস্টোসিন যুগ হল একটি ভূতাত্ত্বিক পর্ব। এই যুগে বারবার আবহাওয়া অন্যান্য ভূগাঠনিক পরিবর্তন মানুষকে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে শিখিয়ে দেয়। এর ফলে মানুষ পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে পরবর্তীকালে উন্নততর সভ্যতা গড়ে তোলে

() হায়ারোগ্লিফিক - প্রাচীন মিশরে তিন ধরনের চিত্রলিপি প্রচলিত ছিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত চিত্রলিপি হায়ারোগ্লিফিক লিপি

() সিটাডেল - হরপ্পার নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট আলাদা এলাকায় ভাগ করা ছিল। শহরের একটি উঁচু এলাকায় ভাগ করা ছিল। শহরের একটি উঁচু এলাকায় থাকতো প্রত্নতাত্ত্বিকরা, তাদের সেই উঁচু এলাকাকে সিটাডেল বলা হত

() হোমো স্যাপিয়েন্স - আধুনিক মানুষদের হোমো স্যাপিয়েন্স বলা হয়। এই সময় মানুষ পাথরের বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করতে শেখে। যুগের অগ্রগতির সঙ্গে সঙ্গে হাতিয়ারগুলো উন্নত হতে থাকে

. নদীকে কেন্দ্র করেই সমস্ত প্রাচীন সভ্যতার জন্ম হয়েছিল - উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো

উত্তরঃ প্রাচীন পৃথিবিতে গড়ে ওঠা সভ্যতা গুলি মূলত নদীর তীরে গড়ে উঠেছিল। যেমন সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা বা সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া ব্যাবিলনীয় সভ্যতা, ইয়াংসিকিয়াং নদীর তীরে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল। এর কারনগুলি আলোচনা করা হলো -

. বসবাসের সুবিধানদী তীরবর্তী সমভূমি অঞ্চল বসবাস গৃহনির্মাণের পক্ষে আদর্শ হওয়ায় ধীরে ধীরে গড়ে ওঠে জনবসতি। কৃষিজ ফসল রক্ষার জন্য মানব নদীতীরে প্রথম ঘর বেঁধে বসবাস শুরু করেছিল

. কৃষিকাজের সুবিধা - নদী তীরবর্তী অঞ্চলগুলি প্রতিবছর বন্যায় পলিমাটিতে সমৃদ্ধ হয়ে ওঠে, যা কৃষিকাজের পক্ষে খুবই উপযোগী। এছাড়া অঞ্চলগুলিতে খাল কেটে নদী থেকে জল এনে সারা বছর জল শেষ করা যেত। এভাবে চাষবাস উন্নত হওয়ায় এবং নানাবিধ ফসল উৎপাদনের সুবিধা থাকায় নদীর তীরে মানুষ সভ্যতা গড়ে তোলে। 

. পশু পালনের সুবিধা - নদী তীরবর্তী অঞ্চলগুলিতে প্রচুর ঘাস জন্মায় যা তৃণভোজী পশুদের প্রধান খাদ্য। সহজেই এই পশুখাদ্য পাওয়ার সুবিধা থাকায় নদী তীরবর্তী অঞ্চলে মানষ বসবাস শুরু করে

. ব্যবসা-বাণিজ্যের সুবিধা - নদী তীরবর্তী অঞ্চলের মানুষ নদীপথে ব্যবসা-বাণিজ্য চালাত। নৌকা ছিল সে সময়ের প্রধান পরিবহন মাধ্যম। তাই দেশের মধ্যে বা বাইরে জলপথ ধরে ব্যবসা - বাণিজ্যের সুবিধা থাকায় নদী তীরে বসতি গড়ে ওঠে

. যোগাযোগের সুবিধাপ্রাচীনকালে মানুষ নদী পথের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতো। নদীপথে যেহেতু সহজে খুব তাড়াতাড়ি যাতায়াত করা যায় তাই অনেকেই নদীর ধারে বসবাস শুরু করলো

. পানীয় জল খাদ্যের সুবিধা - প্রাচীনকালে মানুষ পানীয় জল রূপে নদীর জলকেই ব্যবহার করত। নদী ছিল পানীয় জলের অফুরন্ত ভান্ডার। এর জন্য প্রাচীন মানুষ নদীর তীরে জনবসতি গড়ে তুলেছিল। উপরের এই কারনগুলোর জন্য বড়ো বড়ো সভ্যতাগুলো নদীর তীরে গড়ে উঠেছিল

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url