CLASS-IX,HISTORY, MODEL ACTIVITY TASK-1,2021//
মডেল অ্যাক্টিভিটি টাস্ক-১,২০২১
নবম শ্রেণি
বিষয় –ইতিহাস
Class 9 History Model Activity Task Part- 1 |
১. ফরাসি বিপ্লক্সে কয়েকটি দিক
২. বিপ্লবী আদর্শ, নেপােলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ
ক) নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(৩ - ৪ টি বাকে)
১. চতুর্দশ লুইয়ের ‘আমিই রাষ্ট্র উক্তিটি বুরৰোঁ রাজবংশের কোন চরিত্রকে
প্রকাশ করে?
২, ইউরােপীয় রাষ্ট্রগুলির জোটবদ্ধ কীভাবে নেপােলিয়নের পতনকে তরান্বিত
করেছিল?
খ) ইউরােপের মানচিত্রে
নিম্নোক্ত স্থানগুলি চিহ্নিত করাে।
প্যারিস, স্পেন, পর্তুগাল, গ্রেট ব্রিটেন, ময়ে
গ) নীচের শব্দ গুলি কোনটি
পাশের কোন বক্সের মধ্যে বসবে? একটি শব্দ একাধিক বক্সের মধ্যে বসতে পারে।
১. সুবিধা ভােগী শ্রেণি
২, কৃষক, শ্রমিক, শিক্ষক,প্রথম সম্প্রদায়।
৩, যাজক
৪. সুবিধা বঞ্চিত শ্রেণি দ্বিতীয় সম্প্রদায়
৫. জন্মসূত্রে অভিজাত
৬. সাকুলে
৭. বুর্জোয়া তৃতীয় সম্প্রদায়
৮. সাবেকি / দরবারি অভিজাত
ঘ) উপযুক্ত তথ্য সহযােগে
নীচের ছকটির পূরণ করাে।
উত্তরসমূহ
ক) নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(৩-৪ টি বাকে)
১. চতুর্দশ লুইয়ের ‘আমিই রাষ্ট্র উক্তিটি বুরৰোঁ রাজবংশের কোন চরিত্রকে
প্রকাশ করে?
উঃ- ফ্রান্সে রাজারা নিজেদের ইচ্ছেমত শাসনকাজ চালাতেন। রাজা চতুর্দশ লুই
বলেন "আমিই রাষ্ট্র"। রাজার নিয়ন্ত্রণাধীন শাসন প্রজাদের প্রতি কোন রকম
কর্তব্য পালন করেনি। রাজকর্মচারীদের সীমাহীন অত্যাচার, দুর্নীতি ও স্বজনপ্রীতির ফলে
শাসনব্যবস্থা সম্পূর্ণরূপে পঙ্গু হয়ে যায়। ফরাসি শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা
নেয় ইনটেনডেন্ট নামে কর্মচারীগণ। তারা নিজেদের স্বার্থ পূরণের জন্য প্রজাদের উপর অত্যাচার
চালায়। তাদের অর্থ আদায় কারী ভূমিকায় ক্ষুব্ধ হয়ে প্রজারা তাদের অর্থলোলুপ নেকড়ে
উপাধি দেয়। রাজার এই উক্তি এবং তার সাম্রাজ্যের পরিস্থিতি তৎকালীন সময়ে স্বৈরাচারী
শাসনের প্রতীক।
২, ইউরােপীয় রাষ্ট্রগুলির জোটবদ্ধ কীভাবে নেপােলিয়নের পতনকে তরান্বিত
করেছিল?
উঃ- নেপােলিয়নের যুদ্ধজয় ও সাম্রাজ্য বিস্তার এক নতুন ইউরােপের জন্ম
দেয়। এরফলে ইউরােপের রাজনীতিতে পরিবর্তন আসে। নেপােলিয়নের বিরুদ্ধে বিভিন্ন সময়ে
বিভিন্ন শক্তিজোট গঠিত হয়।
দ্বিতীয় শক্তিজোট : প্রথম কনসালরূপে নেপােলিয়ন নানা শক্তিজোটের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত
হন। এ সময় ইংল্যান্ড, অস্ট্রিয়া ও রাশিয়া মিলে ফ্রান্সের বিরুদ্ধে দ্বিতীয় শক্তিজোট
গড়ে তােলে। অতি চতুরতার সঙ্গে নেপােলিয়ন রাশিয়াকে জোট থেকে সরিয়ে আনেন এবং অস্ট্রিয়াকে
একাধিক যুদ্ধে পরাস্ত করেন। ইংল্যান্ড এই পরিস্থিতিতে ফ্রান্সের সঙ্গে অ্যামিয়েন্সের
সন্ধি (1802 খ্রিস্টাব্দ) স্বাক্ষর করে।
তৃতীয় শক্তিজোট : 1804 খ্রিস্টাব্দে নেপােলিয়ন ফ্রান্সের সম্রাট হন। তাঁর সম্ভাব্য
আক্রমণে বাধা দেওয়ার জন্য ইংল্যান্ডের নেতৃত্বে রাশিয়া, অস্ট্রিয়া ও সুইডেন
1804–05 খ্রিস্টাব্দে তৃতীয় শক্তিজোট গঠন করে। কিন্তু এই শক্তিজোট বিশেষ কিছু করে
উঠতে পারেনি। কেন-না নেপােলিয়ন অস্ট্রিয়াকে পরাজিত করেন এবং অস্ট্রিয়া ও রাশিয়ার
যৌথ বাহিনীকে অস্টারলিজের যুদ্ধে পরাজিত করেন। এই সময় অস্ট্রিয়া প্রেসবার্গের সন্ধি
স্বাক্ষর করে তৃতীয় শক্তিজোট থেকে সরে দাঁড়ায়।
চতুর্থ শক্তিজোট : নেপােলিয়নকে পরাস্ত করার জন্য ইউরােপীয় দেশগুলি জোটবদ্ধ হয়। প্রাশিয়া,
রাশিয়া, ইংল্যান্ড, অস্ট্রিয়া, হল্যান্ড, ইটালি প্রভৃতি দেশকে নিয়ে গঠিত হয় চতুর্থ
শক্তিজোট (1813 খ্রিস্টাব্দ)। শেষপর্যন্ত এই জোটের বিরুদ্ধে 1813 খ্রিস্টাব্দের অক্টোবর
মাসে সংগঠিত লিপজিগের যুদ্ধে নেপােলিয়ন পরাজিত হন।
২ .ইউরোপের মানচিত্র নিম্নলিখিত স্থান গুলি চিহ্নিত করো :
প্যারিস, স্পেন, পর্তুগাল, গ্রেট ব্রিটেন, মস্কো।
নিচের শব্দগুলির কোনটি পাশের কোন বক্সের মধ্যে বসবে? একটি শব্দ একাধিক বক্সের মধ্যে।
(ক) সুবিধাভোগী শ্রেণী
(খ) কৃষক, শ্রমিক, শিক্ষক
(গ) যাজক
(ঘ) সুবিধাবঞ্চিত শ্রেনী
(ঙ) জন্মসূত্রে অভিজাত
(চ) সাঁকুলেৎ
(ছ) বুর্জোয়া
(জ) সাবেকি/ দরবারী অভিজাত
৪. উপযুক্ত তথ্য সহযোগে নিচের ছবিটির পূরণ করো :
দার্শনিক - |
গ্রন্থ/ রচনা |
বক্তব্য |
রুশো |
1. দ্য সোশ্যাল কন্ট্রাক্ট |
জনগণের ইচ্ছা অনুযায়ী এক চুক্তির মধ্য দিয়ে রাজা শাসন ক্ষমতা পেয়েছেন। রাজা স্বৈরাচারী হয়ে এই চুক্তি
অমান্য করলে ও প্রজারা তাকে সিংহাসনচ্যুত করতে পারে। |
2. ডিসকোর্সেস অন দ্য আর্টস অ্যান্ড দ্য সায়েন্স - |
"সভ্যতার অগ্রগতি মানুষের স্বাভাবিক ও ভাল দিক গুলোকে নষ্ট করে
দেয় যা আসলে রাষ্ট্রচিন্তার মৌলিক নীতি।" |
|
মন্তেস্কু |
1.পার্শিয়ান লেটার্স |
সমকালীন ফরাসি রাজনৈতিক ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে
তীব্র বিশ্লেষণ ও অভিযোগ করেছেন। |
2. দ্য স্পিরিট অফ দা লজ |
- "একই ব্যক্তির হাতে সরকারের আইন, বিচার ও শাসন বিভাগের দায়িত্ব
থাকলে ব্যাক্তিস্বাধীনতা লোপ পাবে।" |
|
ভলতেয়ার |
1. কাঁডিড |
এই দুটি গ্রন্থ ফরাসি রাজার স্বৈরাচারের নিন্দায় দার্শনিক কবি ভলতেয়ার
মুখর হয়ে ছিলেন। |
2.ফিলোজফিক্যাল লেটার্স |
Class-IX (Nine) All subject All part Model Activity task Answers List | |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | Model Activity Task Class 9 Geography Part-2 |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 |
Tag Words
- History Activity Task 2021,
- history activity task part 1 class 9,
- history model activity task part 1 answer class 9,
- history activity task part 1 answer class 9,
- class 9 history activity task part 1,
- class 9 history model activity task part 1 answer,
- 2021 history model activity task part 1,
- model activity task 2021, model activity task 2021 answer,
- class 10 model activity task part 1,
- class nine history model activity task part 1
- History Model Activity Task,