CLASS 8 MODEL ACTIVITY TASK GEOGRAPHY PART 3 -2021(NEW)

2

CLASS 8 MODEL ACTIVITY TASK GEOGRAPHY  PART 3 -2021(NEW)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক - 3

অষ্টম শ্রেনী

GEOGRAPHY // ভূগোল

CLASS 8 MODEL ACTIVITY TASK GEOGRAPHY  PART 3
 

 

1.ক) শূন্যস্থানে সঠিক শব্দটি বসিয়ে বাক্যটি সম্পন্ন করো।

 

i) সারাবছর প্রবল বর্ষতা জনিত কারণে যে চাপ বলয় টি গঠিত হয়েছে সেটি হল

 Ans. নিরক্ষীয়

 

 নিম্নচাপ বলয়।

ii) স্থানীয়ভাবে বায়ুর চাপগত পার্থক্যের জন্য যে প্রবল শক্তি জনিত বায়ু প্রবাহের সৃষ্টি হয় তা হল

Ans.স্থানীয় বায়ু।

 

খ.বামদিকের স্তম্ভের সাথে ডান দিকের স্তম্ভকে মেলাও।

বামদিক

ডানদিক

i) অশ্ব অক্ষাংশ

iv) কর্কটিয় শান্ত বলয়

ii) চিনুক

i)রকি পার্বত্য অঞ্চল

iii) উপত্যকা বায়ু

ii)বৈপরীত্য উত্তাপ

iv) পশ্চিমা বায়ু

iii)গর্জন শীল চল্লিশ

 

2. বায়ু চাপ বলয় বলতে কি বোঝায় ?   

Ans.পৃথিবী পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর অনুভূমিক ভাবে প্রায় হাজার কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েক টি বলয়ের আকারে বেষ্টন করে আছে।একে বলে বায়ুচাপ বলয়।

3. প্রতিপ ঘুর্নিবাত অঞ্চলে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন ?

Ans.কোন জায়গায় বায়ুর উষ্ণতা হঠাৎ করে কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায়। তখন কেন্দ্রে থাকে উচ্চচাপ ও বাইরের দিকে সৃষ্টি হয় নিম্নচাপ। এই অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায়। ফলে বায়ুর গতিবেগ অনেকটাই কম হয়। ফলে প্রতীপ ঘূর্ণবাত আবহাওয়া শান্ত থাকে আবহাওয়া থাকে মেঘ মুক্ত।

৪.পৃথিবীর দুই মেরু অঞ্চলে বৃত্তচপ বলয় সৃষ্টির কারণ কি ?

Ans.দুই মেরু অঞ্চল প্রায় সারা বছর বরফে ঢাকা থাকায় উষ্ণতা হিমাঙ্কের নীচে থাকে।তাই এখানকার বাতাস শীতল ও ভারী।এই অঞ্চলে সূর্য রশ্মি তির্যক ভাবে পড়ায় তাপের অভাবে বাষ্পীয় ভবনের পরিমাণ খুব কম।ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ও কম থাকে। এই সব কারণেই পৃথিবীর দুই মেরু অঞ্চলে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে।

5. সমুদ্র বায়ু ও স্থল বায়ুর দুটি ছবি অংকন করে বায়ু প্রবাহের গতিপথ চিহ্নিত

  করো।

                                                                 


 



একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top