নবম শ্রেনী পঞ্চম অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর Part-4

1

 নবম শ্রেনী পঞ্চম অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর Part-4 


নবম শ্রেনী পঞ্চম অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর Part-4 



প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা,

নবম শ্রেনী- পঞ্চম অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, Class 9 Chapter 5 1 Mark Questions & Answers With PDF Download II West Bengal History 5th Chapter II নবম শ্রেনী পঞ্চম অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর Part-4|নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর : WB Class 9 History Question and Answer with PDF   এছাড়াও তোমরা WBBSE Class 9 History Suggestion,Mock Test, MCQ, Very Short, Short,Descriptive Question and Answer পেয়ে যাবে। তোমাদের বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী ইতিহাস প্রশ্ন ও উত্তর দেওয়া হবে। তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে Class Nine 5th Chapter Short Questions & Answer পেয়ে যাবে। তোমরা আমাদের এই ওয়েবসাইটে ক্লাস নাইনের "বিশ শতকে ইউরোপ" অধ্যায় থেকে সমস্ত ছোট প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষা্র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। তোমাদের প্রশ্নগুলি আমরা আশা করছি পরিক্ষায় খুবই কাজে আসবে।


নবম শ্রেনী- পঞ্চম অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তরPart-4


1.কমিন্টার্ন কী? 

উঃ- ১৯১৯ খ্রিস্টাব্দের মার্চ মাসে মস্কোতে যে তৃতীয় আন্তর্জাতিক বা কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গঠিত হয়


2.‘কী করতে হবে’ (What is to be done) গ্রন্থটি (১৯০২ খ্রি.) কে লেখেন? 

উঃ- ভি. আই. লেনিন


3.গেস্টাপো কথার অর্থ কী? 

উঃ- জার্মান একনায়ক হিটলারের নেতৃত্বাধীন গোপন পুলিশ বাহিনী।


4.১৯১৭-র বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার জার কে ছিলেন? 

উঃ- দ্বিতীয় নিকোলাস।


5.আনুষ্ঠানিকভাবে কবে জাতিসংঘ বিলুপ্ত হয়? 

উঃ- ১৯৪৬ খ্রিস্টাব্দে


6.ইটালিতে ফ্যাসিস্ট দল কে গঠন করে?

উঃ- বেনিটো মুসোলিনি।


7.ইল-দু চে’ উপাধি কে গ্রহণ করেন? 

উঃ- মুসোলিনি।


8.এপ্রিল থিসিস’-এর প্রবক্তা কে? 

উঃ- বলশেভিক নেতা লেনিন।


9.কত খ্রিস্টাব্দে লেনিনের মৃত্যু হয়? 

উঃ- ১৯২৪ খ্রিস্টাব্দে


10.কবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল?

উঃ- ১৯১৭ খ্রিস্টাব্দে


11.কবে রাশিয়ায় সমাজবাদী দলের (Social Democratic Workers Party) প্রতিষ্ঠা হয়?

উঃ- ১৮৯৮ খ্রিস্টাব্দে


12.কমিউনিস্ট ইন্টারন্যাশনাল কবে গঠিত হয়?

উঃ- ১৯১৯ খ্রিস্টাব্দে


13.কার নেতৃত্বে ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সশস্ত্র শ্রমিক অভ্যুত্থান হয়েছিল? 

উঃ- লেনিনের যোগ্য শিষ্য ট্রটস্কির


14.কুলাক’ কাদের বলা হয়?

উঃ- রাশিয়ার এক নতুন ধরনের জোতদারদের


15.কেরেনস্কি কে ছিলেন? 

উঃ- সমাজবাদী দলের মেনশেভিক গোষ্ঠীর অন্যতম নেতা।


16.কোন্ মার্কিন রাষ্ট্রপতি “The Engineer in Politics' নামে পরিচিত ? 

উঃ- হার্বার্ট হুভার


17.কোন্ মূল শব্দ থেকে ‘ফ্যাসিস্ট’ কথাটি এসেছে? 

উঃ- ল্যাটিন ফ্যাসিস  


18.চোদ্দ দফা শর্ত কবে ঘোষিত হয়?

উঃ- ১৯১৮ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি


19.জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ- ১৯১৯ খ্রিস্টাব্দে।


20.জাতিসংঘ প্রতিষ্ঠার আদর্শ কে পেশ করেছিলেন?

উঃ- মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন।


21.জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? 

উঃ- স্যার এরিক ড্রামন্ড।


22.জাতিসংঘের প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় ছিল? 

উঃ- জেনেভা শহরে।


23.জার দ্বিতীয় নিকোলাস কবে সিংহাসন ত্যাগ। করতে বাধ্য হন?

উঃ- ১৪ মার্চ, ১৯১৭ খ্রিস্টাব্দে


24.জার্মানি কবে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে?

উঃ- ২ আগস্ট, ১৯১৪ খ্রিস্টাব্দে


25.জার্মানি কবে যুদ্ধবিরতি স্বাক্ষর করে? 

উঃ- ১৯১৮ খ্রিস্টাব্দের ১১ নভেম্বর


26.জার্মানি কবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে?

উঃ- ১ সেপ্টেম্বর, ১৯১৪ খ্রিস্টাব্দে


27.জার্মানির পার্লামেন্ট (আইনসভা) কী নামে পরিচিত ছিল? 

উঃ- রাইখস্ট্যাগ


28.ঝটিকা বাহিনী কাকে বলে? 

উঃ- নাতসি দলের প্রধানরূপে হিটলার নিজস্ব যে অনুগত স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন


29.নতুন অর্থনৈতিক নীতি’ (N.E.P.) কে প্রবর্তন করেন? 

উঃ- লেনিন।


30.নাতসি দলের পতাকার বিন্যাস কেমন ছিল?

উঃ- লাল রঙের পতাকার মধ্যে সাদা রঙের অংশে কালো রঙের স্বস্তিকা চিহ্ন আঁকা থাকত।


31.নাতসি দলের প্রতীক চিহ্ন কী ছিল? 

উঃ- স্বস্তিকা।


32.নাতসি দলের মুখপত্রের নাম কী?

উঃ- পিপলস্ অবজারভার।


33.নিউ ডিল’ কর্মসূচি কে গ্রহণ করেন? 

উঃ- এফ. ডি. রুজভেল্ট।


34.পেট্রোগ্রাড শহরে শ্রমিকরা কবে ধর্মঘট শুরু করে?

উঃ- ১৯১৭ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে


35.প্যারিসের শান্তি সম্মেলনে (১৯১৯ খ্রি.) মিত্রপক্ষ কেন্দ্রীয় শক্তিজোট-এর সঙ্গে ক-টি সন্ধি স্বাক্ষর করেছিল? 

উঃ- পাঁচটি


36.প্রথম বিশ্বযুদ্ধকালে চোদ্দো দফা শর্ত কে ঘোষণা করেন? 

উঃ- মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন।


37.প্রথম বিশ্বযুদ্ধকালে জার্মানির সম্রাট কে ছিলেন? 

উঃ- কাইজার দ্বিতীয় উইলিয়াম।


38.প্রথম বিশ্বযুদ্ধকালে জার্মানির সেনাধ্যক্ষ কে ছিলেন? 

উঃ- শ্লাইফেন।


39.প্রথম বিশ্বযুদ্ধের সময় কেন্দ্রীয় শক্তিজোট বলতে কী বোঝায়? 

উঃ- জার্মানি, অস্ট্রিয়া ও তুরস্কের মধ্যে


40.প্রথম বিশ্বযুদ্ধের সূচনাকালে জার্মান চ্যান্সেলর কে ছিলেন? 

উঃ- বেথম্যান হলওয়েগ।


41.ফুয়েরার নামে কে পরিচিত হন?

উঃ- হিটলার


42.বলশেভিক দলের মুখপত্র (দলীয় পত্রিকার)-এর নাম কী? 

উঃ- প্রাভদা।


43.ভাইমার প্রজাতন্ত্র কোথায় গঠিত হয়? 

উঃ- জার্মানির রাজধানী বার্লিন শহরের নিকটবর্তী ভাইমার শহরে।


44.ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উঃ- ফ্রেডারিক ইবার্ট।


45.ভার্সাই সন্ধির শর্তানুযায়ী মেমেল বন্দর কোন্ দেশকে দেওয়া হয়? 

উঃ- লিথুয়ানিয়াকে।


46.ভার্সাই সম্মেলনের সভাপতি কে ছিলেন? 

উঃ- ফরাসি প্রধানমন্ত্রী জর্জ ক্লিমেশে।


47.মার্কিন যুক্তরাষ্ট্রে মহামন্দা কোন্ বছর হয়েছিল?
উঃ- ১৯২৯ খ্রিস্টাব্দে


48.মিত্রপক্ষের সঙ্গে জার্মানির সম্পাদিত চুক্তির নাম কী? 

উঃ- ভার্সাই সন্ধি।


49.মিত্রশক্তি জোট’-এর অন্তর্গত দেশগুলির নাম 

উঃ- সার্বিয়া, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, জাপান ও আমেরিকা যুক্তরাষ্ট্র।


50.মুসোলিনি ইটালিতে কী ধরনের রাষ্ট্রব্যবস্থার প্রতিষ্ঠা করেন? 

উঃ- ফ্যাসিবাদী


51.মুসোলিনি কবে ইটালির প্রধানমন্ত্রী হন? 

উঃ- ১৯২২ খ্রিস্টাব্দে


52.যুদ্ধ সাম্যবাদ’ বলতে কী বোঝায়?

উঃ- বলশেভিক বিপ্লবের পর রাশিয়ায় জটিল অর্থনৈতিক পরিস্থিতি আয়ত্তে আনার জন্য কঠোর ব্যবস্থা


53.রাশিয়ায় ডিসেম্বিস্ট বিদ্রোহ কবে হয়েছিল?

উঃ- ১৮২৫ খ্রিস্টাব্দে ডিসেম্বরে


54.রাশিয়ায় বলশেভিক বিপ্লব কবে হয়েছিল? 

উঃ- ১৯১৭ খ্রিস্টাব্দে।


55.লালফৌজ কে, কবে গঠন করেন? 

উঃ- ১৯১৭ খ্রিস্টাব্দে।


56.সংযুক্ত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র’ বুপে রাশিয়া কবে সংগঠিত হয়?

উঃ- ১৯২৪ খ্রিস্টাব্দে।


57.সুইজারল্যান্ডে অবস্থানকালে লেনিন যে পত্রিকা প্রকাশ করেন তার নাম কী? 

উঃ- ইসক্রা।


58.সেন্ট জার্মায়েন-এর সন্ধি কার সঙ্গে সম্পাদিত হয়? 

উঃ- অস্ট্রিয়া-হাঙ্গেরির


59.স্পেনের গৃহযুদ্ধ কবে শুরু হয়েছিল? 

উঃ- ১৯৩৬ খ্রিস্টাব্দে


60.স্পেনের নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কে বিদ্রোহ ঘোষণা করেন? 

উঃ- জেনারেল ফ্রাঙ্কো


61.হিটলার কবে জার্মানির প্রধানমন্ত্রী হন?

উঃ- ১৯৩৩ খ্রিস্টাব্দে


62. হিটলার প্রথমে কোন্ দলে যোগদান করেন? 

উঃ- জার্মান ওয়ারকার্স


63.হিটলারের নাতসি দলের নাম কী ছিল?

উঃ- ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ারকার্স পার্টি (NSDAP)।


64. হিটলারের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী? 

উঃ- ‘মাইন ক্যাম্ফ।


আরও পড়ুন......


File Details

 

File Name/Book Name

নবম শ্রেনী পঞ্চম অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর Part-4 

File Format

PDF

File Language

Bengali

File Size

189 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


 

Join Telegram... Members

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top