নবম শ্রেনী- পঞ্চম অধ্যায় Part-1 ১ মার্কের প্রশ্ন ও উত্তর

2

নবম শ্রেনী- পঞ্চম অধ্যায় Part-1



১ মার্কের প্রশ্ন ও উত্তর




1.       ১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লব ১৯১৭ খ্রিস্টাব্দের বিপ্লবের ড্রেস রিহার্সাল’– কার উক্তি? - ট্রটস্কির
2.       ‘কুলাককাদের বলা হয়? - রাশিয়ার নতুন জমিদার বা জোতদার শ্রেণিকে
3.       গেস্টাপোকী ? – হিটলারের নেতৃত্বাধীন জার্মানির গুপ্ত পুলিশ বাহিনী।
4.       চেকাকী ? - স্ট্যালিনের নেতৃত্বে গঠিত গুপ্ত পুলিশবাহিনী
5.       নিউ ডিলকে প্রবর্তন করেন? - আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
6.       নিউ ডিলকথার অর্থ কী? - নব বিন্যাস।
7.       নিহিলিস্টকারা ? - রাশিয়ার এক চরমপন্থী গোষ্ঠী।
8.       নিহিলিস্টশব্দটি কে, কোথায় প্রথম ব্যবহার করেন ? - তুর্গেনেভ তাঁর ফাদারস্ অ্যান্ড সনস্ উপন্যাসে
9.       প্রাভদাপত্রিকাটি কবে প্রকাশিত হয়? - ১৯১২ খ্রিস্টাব্দে
10.   ‘ফ্যাসিবাদকথাটির উদ্ভব কোন শব্দ থেকে হয়েছে? – ‘ফ্যাসেসশব্দ থেকে হয়েছে।
11.   ‘ফ্যাসেসকীসের প্রতীক? - সর্বময় ক্ষমতার
12.   মিরকাদের বলা হত? - রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে
13.   মেইন ক্যাম্প কথার অর্থ কী? - আমার সংগ্রাম।
14.   মেইন ক্যাম্পকত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?- ১৯২৫ খ্রিস্টাব্দে
15.   মেনশেভিককথার অর্থ কী ? - সংখ্যালঘিষ্ঠ।
16.   মোরাটোরিয়ামকথার অর্থ কী? - স্থগিতাদেশ।
17.   সোভিয়েত' কথার অর্থ কী ছিল? - পরিষদ।
18.   সোভিয়েতকী ? - রাশিয়ার গ্রাম শহরের সাধারণ মানুষদের নিয়ে গঠিত পরিষদ
19.   সোশ্যাল ডেমোক্র্যাটিক দলকে প্রতিষ্ঠা করেন? - জর্জ প্লেখানভ।
20.   স্পেনের গৃহযুদ্ধের নায়ককাকে বলা হয় ? - জেনারেল ফ্রাঙ্কোকে।
21.   হেরেনভক তত্ত্বের প্রবক্তা কে? - হিটলার।
22.   ১৯০৫ খ্রিস্টাব্দের পূর্বে রাশিয়ার সমাজ কত ভাগে বিভক্ত ছিল ? দুটি শ্রেণিতে (সুবিধাভোগী অভিজাত সুবিধাবতি দরিদ্র কৃষক) 
23.   ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের বিদেশমন্ত্রী কে ছিলেন? - ট্রটস্কি।
24.   ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন ? - লেনিন।
25.   ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পর রাশিয়ার নতুন নামকরণ কী হয়? - ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক(USSR)
26.   ১৯১৭ খ্রিস্টাব্দের দ্বিতীয় বিপ্লবটি কী ধরনের বিপ্লব ছিল ? - সমাজতান্ত্রিক
27.   ১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার জার কে ছিলেন? - দ্বিতীয় নিকোলাস।
28.   ১৯২৯ খ্রিস্টাব্দের মহামন্দা সূচিত হয় কোন্ শেয়ার বাজার ধ্বংসের ফলে? - ওয়ালস্ট্রিট শেয়ার বাজার
29.   'AI power to the Soviets' - কার উক্তি? লেনিনের
30.   অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে কবে যুদ্ধ ঘোষণা করে ? - ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুলাই
31.   অ্যাডলফ হিটলার কত খ্রিস্টাব্দে জার্মান ওয়ার্কার্স পাটিতে যোগদান করেন ? - ১৯১৯ খ্রিস্টাব্দে
32.   আমেরিকা কত খ্রিস্টাব্দে মিত্রপক্ষে যোগ দেয় ? - ১৯১৭ খ্রিস্টাব্দে
33.   আলেকজান্ডার কেরেনস্কি কে ছিলেন ? - রাশিয়ার মেনশেভিক দলের প্রধান নেতা।
34.   ইংল্যান্ড কবে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয় ? - ১৯১৪ খ্রিস্টাব্দের আগস্ট
35.   ইটালিতে কে ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন? - মুসোলিনি
36.   ইল দুচেউপাধি কে নিয়েছিলেন? - মুসসালিনি।
37.   ইসক্রাপত্রিকা কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? - ১৯০০ খ্রিস্টাব্দে
38.   ইসক্রাপত্রিকা প্রথম কে প্রকাশ করেন ? - লেনিন।
39.   ইসক্রাশব্দের অর্থ কী? - স্ফুলিঙ্গ।
40.   উড্রো উইলসন কবে তাঁর চোদ্দো দফা নীতি ঘোষণা করেন? - ১৯১৮ খ্রিস্টাব্দের জানুয়ারি
41.   উড্রো উইলসন কে ছিলেন? - আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।
42.   এপ্রিল থিসিস’-এর প্রবক্তা কে ছিলেন? - লেনিন।
43.   কডিলোকাকে বলা হয় ? - জেনারেল ফ্রাঙ্কোকে।
44.   কত খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে লিগের মৃত্যু ঘোষণা করা হয় ? - ১৯৪৬ খ্রিস্টাব্দে
45.   কত খ্রিস্টাব্দে ডুমা’- প্রথম অধিবেশন বসে? - ১৯০৬ খ্রিস্টাব্দে
46.   কত খ্রিস্টাব্দে প্যারিস শান্তি সম্মেলন আহত হয় ? - ১৯১৯ খ্রিস্টাব্দে
47.   কত খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় ? - ১৯১৪ খ্রিস্টাব্দে
48.   কত খ্রিস্টাব্দে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠিত হয়? - ১৯১৯ খ্রিস্টাব্দে
49.   কত খ্রিস্টাব্দে রাশিয়ায় রোমানভ বংশের শাসনের অবসান ঘটে? - ১৯১৭ খ্রিস্টাব্দে
50.   কত খ্রিস্টাব্দে লেনিন NEP বা নতুন অর্থনৈতিক নীতি চালু করেন? - ১৯২১ খ্রিস্টাব্দে লেনিন
51.   কবে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে? - ১৯১৮ খ্রিস্টাব্দের ১১ নভেম্বর
52.   কবে রাশিয়ার রাজধানী পেট্রোগ্রাড থেকে মস্কোতে স্থানান্তরিত হয় ? - ১৯১৮ খ্রিস্টাব্দের ১০ মার্চ
53.   কার নেতৃত্বে রাশিয়ায়রেড গার্ডবালাল ফৌজ’ গঠিত হয়েছিল ? - ট্রটস্কির
54.   কার সংস্কারের ফলে রাশিয়াতে জোতদার প্রথা ব্যাপকভাবে চালু হয়? - স্টোলিপিনের
55.   কালো কোর্তাকাদের বলা হত? - কালো পোশাক পরিহিত ফ্যাসিস্ট আধা-সামরিক বাহিনীকে
56.   কে ইহুদিদের প্রতি তীব্র ঘৃণা বিদ্বেষ পোষণ করতেন? - হিটলার
57.   কেরেনস্কি সরকারের সামরিক প্রধান কে ছিলেন ? জেনারেল কর্নিলভ।
58.   কোন কুখ্যাত সন্ন্যাসী দ্বিতীয় নিকোলাসের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেছিল? - রাসপুটিন
59.   কোন কোন ঐতিহাসিক ভার্সাই সন্ধিকেজবরদস্তিমূলক ' সন্ধি বলেছেন? - লিপসন, রাইকার, সিডম্যান প্রমুখ ঐতিহাসিক
60.   কোন গ্রন্থ নাৎসি দলের বাইবেলবলে পরিচিত? - মেইন ক্যাম্প
61.   কোন চুক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল ? - ভার্সাই চুক্তির
62.   কোন দলের সদস্যরা কালো কোর্তানামে পরিচিত ছিল? - ফ্যাসিস্ট দলের
63.   কোন দেশে নাৎসিবাদের উদ্ভব হয়েছিল? - জার্মানিতে
64.   কোন প্রস্তাব অনুসারে জাতিসংঘ গড়ে ওঠে? -চোদ্দো দফা নীতি অনুসারে
65.   কোন সন্ধি অনুসারে চেকোশ্লোভাকিয়া নামে নতুন রাষ্ট্র গঠিত হয়? - সেন্ট জার্মেইন-এর সন্ধি
66.   কোন সন্ধির দ্বারা ইসলাম জগতের ধর্মগুরুকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয় ? - সেভরের সন্ধির দ্বারা
67.   কোন সন্ধির দ্বারা বুলগেরিয়া বলকান অঞ্চলের উপর অধিকার হারায়? - নিউলির সন্ধি
68.   কোন্ জারের আমলে রাশিয়ায় সাহিত্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ করা যায়? - প্রথম নিকোলাসের
69.   কোন্ দেশে প্রথম ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল? - ইটালিতে
70.   কোন্ সন্ধি অনুসারে যুগোশ্লাভিয়া দেশটি গঠিত হয়? -সেন্ট জার্মেইন-এর সন্ধি
71.   জাতিসংঘ বা লিগ অফ নেশনস-এর প্রথম অধিবেশন কবে বসে? - ১৯২০ খ্রিস্টাব্দের ১০ জানুয়ারি।
72.    জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? - স্যার এরিক ডুমন্ড।
73.   জার দ্বিতীয় নিকোলাস কবে সিংহাসন ত্যাগ করেন? - ১৯১৭ খ্রিস্টাব্দের ১৪ মার্চ
74.   জারের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল ? - বাল্টিক থেকে প্রশান্ত মহাসাগর, কৃষ্ণসাগর থেকে কাস্পিয়ান সাগর হয়ে আরল সাগর পর্যন্ত
75.   জার্মান ওয়ার্কার্স পার্টির নতুন নামকরণ কী হয়েছিল? ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি।
76.   জার্মানরা একমাত্র আর্য জাতি, বাকি সব জাতি বর্ণসংকর'— কথা কে বলেন? - হিটলার।
77.   জার্মানি কবে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে ? - ১৯১৮ খ্রিস্টাব্দের ১১ নভেম্বর
78.   জার্মানি যাতে মিত্রশক্তিবর্গকে ক্ষতিপূরণ দান করতে পারে তার জন্য কী কী পরিকল্পনা গ্রহণ করা হয় ? - ডয়েজ ইয়ং
79.   জার্মানিতে কত খ্রিস্টাব্দেভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? - ১৯১৮ খ্রিস্টাব্দে
80.   জার্মানিতে কে নাৎসি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন? - হিটলার
81.   জার্মানিতে প্রজাতান্ত্রিক সরকারের সংবিধান কোন্ স্থানে গৃহীত হয় ? - ভাইমার
82.   জার্মানির ক্ষতিপূরণ প্রদান এক বছর স্থগিত হয় কেন ? - ১৯২৯ খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী মহামন্দার ফলে
83.   জার্মানির ভাইমার প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কে ছিলেন ? ফ্রেডরিখ ইবার্ট।
84.   জুলিয়ান ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকে কতদিন পিছিয়ে থাকে? - ১৩ দিন।
85.   ডুমাকী? - রাশিয়ার নির্বাচিত আইনসভা
86.   নতুন অর্থনৈতিক নীতি' বা NEP কে প্রবর্তন করেন ? - লেনিন
87.   নাৎসি দলকে জনপ্রিয় করে তোলে কোন পত্রিকা ?- পিপলস্ অবজারভার
88.   নাৎসি দলের প্রতীক চিহ্ন কী ছিল?- স্বস্তিকা চিহ্ন।
89.   নাৎসি দলের মুখপত্রের নাম কী ? - পিপলস্ অবজারভার।
90.   নাৎসি দলের স্বেচ্ছাসেবক বাহিনীর নাম কী? - ঝটিকাবাহিনী বা স্টর্ম টুপার্স।
91.   নাৎসি পার্টির পুরো নাম কী ? - ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি।
92.   নারদ' কথার অর্থ কী? -জনগণ। 
93.   নারদনিক আন্দোলন রাশিয়ায় কবে শুরু হয়? - ১৮৭৪ খ্রিস্টাব্দে
94.   নারদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? -আলেকজান্ডার হার্জেন।
95.   পোর্টমাউথের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? - ১৯০৫ খ্রিস্টাব্দে
96.   পোর্টসমাউথের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? - রাশিয়া জাপানের মধ্যে
97.   প্যারিস শান্তি সম্মেলন কোথায় হয়েছিল ? - ফ্রান্সের রাজধানী প্যারিসে।
98.   প্যারিস শান্তি সম্মেলনে Big Four’ বাপ্রধান চারকারা ছিল ? - ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি আমেরিকা।
99.   প্যারিস শান্তি সম্মেলনে আমেরিকার প্রতিনিধি কে ছিলেন? উড্রো উইলসন।
100.   প্যারিস শান্তি সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি কে ছিলেন? লয়েড জর্জ।
101.   প্যারিস শান্তি সম্মেলনে ইটালির প্রতিনিধি কে ছিলেন? ভিট্টোরিও অ্যান্ডো।
102.   প্যারিস শান্তি সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? - জর্জ ক্লেমেনশো।
103.   প্যারিস সম্মেলনে জার্মানির সঙ্গে মিত্রপক্ষের কোন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ? - ভার্সাই সন্ধি
104.   প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে কেচোদ্দো দফা নীতিঘোষণা করেন ? - উড্রো উইলসন
105.   প্রথম বিশ্বযুদ্ধের পর কত খ্রিস্টাব্দে আমেরিকায় মহামন্দা দেখা দেয় ? - ১৯২৯ খ্রিস্টাব্দে
106.   প্রথম বিশ্বযুদ্ধের পর কত খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনীতিতে মহামন্দা দেখা দেয় ? - ১৯২৯ খ্রিস্টাব্দে
107.   প্রথম বিশ্বযুদ্ধের পর কাদের মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় ? - বিজয়ী মিত্রপক্ষ পরাজিত জার্মানির মধ্যে
108.   প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রজাতান্ত্রিক সরকার কে প্রতিষ্ঠা করেন? - ফ্রেডরিখ ইবার্ট।
109.   প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়? - ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ জুন
110.   প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? - গুস্তাভ স্ট্রেসেম্যান।
111.   প্রথম বিশ্বযুদ্ধের সময় ইটালি কোন্ পক্ষে যোগ দিয়েছিল ? - আঁতাত পক্ষে
112.   ফুয়েরার বলে কাকে অভিহিত করা হয়? - হিটলারকে
113.   ফুয়েরারকথার অর্থ কী? - প্রধান নেতা।
114.   ফ্যাসিস্ট দল কে প্রতিষ্ঠা করেছিলেন? - বেনিটো মুসোলিনি
115.   ফ্যাসিস্ট দলের সর্বাধিনায়ক কে ছিলেন? - বেনিটো মুসোলিনি।
116.   ফ্রাঙ্কো কে ছিলেন?- স্পেনের গৃহযুদ্ধের প্রধান সেনাপতি।
117.   বলশেভিক দলের মুখপত্রের নাম কী ? - প্রাভদা।
118.   বলশেভিক বিপ্লব কবে অনুষ্ঠিত হয়? - ১৯১৭ খ্রিস্টাব্দের ২৫ অক্টোবর
119.   বলশেভিক বিপ্লবে লেনিনের প্রধান সহযোগী কে ছিলেন? - ট্রটস্কি।
120.   বলশেভিক বিপ্লবের পূর্বে মোট কতজন জার রাজত্ব করেছিলেন রাশিয়াতে ? - ১৮ জন
121.   বলশেভিক বিপ্লবের সময় রাশিয়ায় কোন্ ক্যালেন্ডার মেনে চলা হত? - জুলিয়ান
122.   বলশেভিককথার অর্থ কী? - সংখ্যাগরিষ্ঠ।
123.   বাকনিন কে ছিলেন ? - রাশিয়ার নৈরাজ্যবাদী বিপ্লবী ব্যক্তিত্ব।
124.   বিশ্বে সর্বপ্রথম কোন দেশে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? - রাশিয়ায়
125.   বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? - লেনিন।
126.   বুলিঘিন শাসনতন্ত্র কে চালু করেন? - দ্বিতীয় নিকোলাস।
127.   ব্রেস্ট-লিটভস্কের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? - ১৯১৮ খ্রিস্টাব্দে
128.   ব্রেস্ট-লিটভস্কের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? - রাশিয়া জার্মানির মধ্যে স্বাক্ষরিত
129.   ভার্সাই সন্ধির মাধ্যমে কোন্ দেশের উপনিবেশগুলি অছি রাষ্ট্র হিসেবে পরিগণিত হয় ? জার্মানির উপনিবেশগুলি
130.   ভূমিদাসদের মুক্তিনামাকে অগ্রাহ্য করেন কোন জার? তৃতীয় আলেকজান্ডার।
131.   মহামন্দার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কোন দেশটি? - আমেরিকা যুক্তরাষ্ট্র।
132.   মুসসালিনি কত খ্রিস্টাব্দে ইটালির প্রধানমন্ত্রীর পদ লাভ করেছিলেন? - ১৯২২ খ্রিস্টাব্দে
133.   মুসসালিনির নেতৃত্বে কোন্ দল ইটালিতে ক্ষমতায় আসে? - ফ্যাসিস্ট দল
134.   মেইন ক্যাম্প (Mein Kamph) গ্রন্থের রচয়িতা কে? - অ্যাডলফ হিটলার।
135.   রক্তাক্ত রবিবার’-এর ঘটনা কত খ্রিস্টাব্দে ঘটেছিল? - ১৯০৫ খ্রিস্টাব্দে ঘটেছিল।
136.   রক্তাক্ত রবিবার’-এর ঘটনাটি কোথায় ঘটেছিল? - রাশিয়ার পেট্রোগ্রাড শহরে।
137.   রাশিয়াতে বলশেভিক আন্দোলন সংঘটিত হয় কোন জারের রাজত্বকালে ? দ্বিতীয় নিকোলাসের
138.   রাশিয়ায় কত খ্রিস্টাব্দেসোশ্যাল ডেমোক্র্যাটিক দলপ্রতিষ্ঠিত হয় ? - ১৮৯৮ খ্রিস্টাব্দে
139.   রাশিয়ায় কার নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়? - লেনিনের
140.   রাশিয়ায় কোন রাজবংশ ৩০০ বছর রাজত্ব করেছিল? - রাশিয়ায় রোমানভ রাজবংশ
141.   রাশিয়ায় জারতন্ত্রের পতন কবে হয়? - ১৯১৭ খ্রিস্টাব্দে
142.   রাশিয়ার একজন উদারপন্থী জারের নাম দ্বিতীয় আলেকজান্ডার।
143.   রাশিয়ার কোন জার ভূমিদাসদের মুক্তির জন্য আইন প্রণয়ন করেন ? - দ্বিতীয় আলেকজান্ডার
144.   রাশিয়ার বলশেভিক দলের প্রধান নেতা কে ছিলেন? - লেনিন।
145.   রাশিয়ার বলশেভিক বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন? - লেনিন।
146.   রাশিয়ার শেষ জার কে ছিলেন? - দ্বিতীয় নিকোলাস।
147.   রাশিয়ার সম্রাটদের কী বলা হত? - জার
148.   রুশ জার দ্বিতীয় নিকোলাস কোন্ বংশের শাসক ছিলেন ? - রোমানভ বংশের
149.   রুশ বিপ্লব সফল হয় কবে? - ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর।
150.   রুশ বিপ্লবের জনককাকে বলা হয়? - লেনিনকে।
151.   রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় কোন্ বংশের শাসনের অবসান হয় ? - রোমানভ বংশের
152.   রুশদের কাছে স্বৈরাচারিতার চিত্র কারা তুলে ধরেন ? রাশিয়ার সাহিত্যিক দার্শনিকরা।
153.   লেনিন কবে এপ্রিল থিসিসঘোষণা করেন? - ১৯১৭ খ্রিস্টাব্দের ১৬ এপ্রিল
154.   লেনিনের নতুন অর্থনৈতিক নীতির মূল বৈশিষ্ট্য কী? ধনতন্ত্র সমাজতন্ত্রের কার্যকরী মিশ্রণ।
155.   লেনিনের পূর্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক ভাবধারা কে প্রচার করেছিলেন? -আলেকজান্ডার হার্জেন।
156.   লেনিনের প্রকৃত নাম কী? - ভাদিমির ইলিচ উলিয়ানভ।
157.   শ্রমিকশ্রেণির একনায়কতন্ত্র স্থাপনে কারা আগ্রহী ছিলেন? - বলশেভিকরা
158.   স্টোলিপিন কত খ্রিস্টাব্দে নিহত হন? - ১৯১১ খ্রিস্টাব্দে
159.   স্ট্যালিনের প্রকৃত নাম কী ? - জোসেফ জুগসভিলি।
160.   স্পেনের গৃহযুদ্ধকে কোন্ ঐতিহাসিকখুদে বিশ্বযুদ্ধবলে অ্যাখ্যা দেন? - ঐতিহাসিক ল্যাংসাম
161.   স্পেনের গৃহযুদ্ধের পূর্বে জেনারেল ফ্রাঙ্কোকে কোথায় নির্বাসিত করা হয়েছিল? ক্যানারি দ্বীপপুঞ্জে
162.   স্পেনের প্রজাতান্ত্রিক সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? - নিবস্টো জামোরা।
163.   স্পেনের সংসদের নাম কী ছিল? - করটেস।
164.   হিটলার কত খ্রিস্টাব্দে জার্মানির চ্যান্সেলার (প্রধানমন্ত্রী) হয়েছিলেন? - ১৯৩৩ খ্রিস্টাব্দে
165.   হিটলার কত খ্রিস্টাব্দে জার্মানির রাষ্ট্রপতির ক্ষমতা দখল করেন ? - ১৯৩৪ খ্রিস্টাব্দে
166.   হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?-  মেইন ক্যাম্প।
167.   হুভার মোরাটোরিয়াম’-এর উদগাতা কে? আমেরিকার রাষ্ট্রপতি হুভার।

পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর

















একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top