নবম শ্রেনী- চতুর্থ অধ্যায় Part-4
১ মার্কের প্রশ্ন ও উত্তর
1.
‘আঁতাত
কোদিয়াল’ কাকে বলে? - ১৯০৪ খ্রিস্টাব্দে
ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে
যে মৈত্রী চক্তি স্বাক্ষরিত হয়
2.
‘আততায়ীর
জাতি’—মন্তব্য কে, কার বিরুদ্ধে করেছিল? - অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে
3.
‘ক্রিটিক
অফ পোলিটিক্যাল ইকোনমি’ গ্রন্থটি কার লেখা? - কার্ল মার্কস
4.
‘প্যারি
কমিউন’ কোথায় গঠিত হয়েছিল? - ফ্রান্সে
5.
‘প্রাশিয়ান
ব্যাংক’ (১৮৪৭ খ্রি.) পরবর্তীকালে কী নামে পরিচিতি
লাভ করে? - ইম্পিরিয়াল ব্যাংক অফ জার্মানি’
6.
‘শিল্পবিপ্লব’
কথাটিকে কে আলোচনার শিরোনামে
নিয়ে আসেন? - ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি
7.
‘স্পিনিং
জেনি’ (১৭৬৭ খ্রি.) কে আবিষ্কার করেন?
- জেমস হারগ্রিভস
8.
“The White Man's Burden' কবিতাটি কার
লেখা? - রুডইয়ার্ড কিপলিং
9.
১৬৮৮
খ্রিস্টাব্দে বাষ্পচালিত ইঞ্জিন’ কে আবিষ্কার করেন?
- ডেনিস পেপিন
10.
১৭৫০
খ্রিস্টাব্দ নাগাদ ইংল্যান্ডে যে দুটি শহর
ছিল তার নাম কী? - লন্ডন ও এডিনবরা।
11.
১৮৩৭
খ্রিস্টাব্দে ‘শিল্পবিপ্লব’ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
- ফরাসি সমাজতন্ত্রী অগাস্ত ব্ল্যাঙ্কি।
12.
অস্ট্রিয়া
সার্বিয়ার বিরুদ্ধে কবে যুদ্ধ ঘোষণা করে? - ২৮ জুলাই,
১৯১৪ খ্রি.
13.
অ্যাডাম
স্মিথ কে ছিলেন? -
বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ।
14.
আন্তর্জাতিক
শ্রমিক সংঘ কোথায় স্থাপিত হয়? - লন্ডনে ১৮৬৪
খ্রিস্টাব্দে
15.
আলজিসেরিয়াস
শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? - ১৯০৬ খ্রিস্টাব্দে
16.
ইংল্যান্ডে
কবে প্রথম রেলপথ চালু হয়? - ১৮৩০ খ্রিস্টাব্দে
17.
ইংল্যান্ডে
টেলিগ্রাফ ব্যবস্থা কবে চালু ?- ১৮৩৭ খ্রিস্টাব্দে
18.
ইংল্যান্ডে
টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তনের সঙ্গে কারা যুক্ত ছিলেন ? - উইলিয়াম এফ
কুক এবং চার্লস হুইট
19.
ইংল্যান্ডে
প্রথম কোথায় রেলপথ প্রবর্তিত হয়েছিল? - ইংল্যান্ডে লিভারপুল থেকে ম্যাঞ্চেস্টার পর্যন্ত
20.
ইংল্যান্ডে
শিল্পবিপ্লবের ফলে গড়ে ওঠা দুটি নতুন শিল্প শহরের নাম - বার্মিংহাম, ম্যাঞ্চেস্টার।
21.
ইংল্যান্ডের
শিল্পবিপ্লবের প্রধান ক্ষেত্র ছিল কোনটি? - বস্ত্র শিল্প।
22.
ইটালির
কয়েকটি উপনিবেশের নাম — সোমালিল্যান্ড, আবিসিনিয়া প্রভৃতি।
23.
উড়ন্ত
মাকু কে আবিষ্কার করেন?
- জন কে
24.
উনিশ
শতকের শেষ দশকে রাশিয়ার শিল্পায়নের ক্ষেত্রে যে অর্থমন্ত্রী বিশেষ
ভূমিকা পালন করে তার নাম কী? - সের্গেই উইটে
25.
উপনিবেশবাদ
(Colonialism) কথাটি কোন শব্দ থেকে এসেছে? - লাতিন Colonia শব্দ
থেকে
থেকে
26.
ওয়েকফিল্ড
কেন বিখ্যাত? - নিউজিল্যান্ডে ইংরেজ উপনিবেশের প্রতিষ্ঠা করেন।
27.
ওয়েল্ট
পলিটিক নীতি’ কে গ্রহণ করেন?
- জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম।
28.
কত
খ্রিস্টাব্দে রি-ইনসিওরেন্স চুক্তি
বাতিল করা হয়? - ১৮৯০ খ্রিস্টাব্দে
29.
কবে
ও কাদের মধ্যে প্রথম অহিফেন যুদ্ধ সংঘটিত হয়? - ১৮৩৯-৪২
খ্রিস্টাব্দের মধ্যে ইংল্যান্ড ও চিনের মধ্যে
30.
কবে
জন ম্যাকাডেম পিচ দেওয়া রাস্তা নির্মাণ কৌশল আবিষ্কার করেন? - ১৮১১ খ্রিস্টাব্দে
31.
কমিউনিস্ট
ম্যানিফেস্টো’-এর রচয়িতা কে?
- কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলস।
32.
কলকারখানা
গড়ে ওঠায় ইংল্যান্ডের দুটি শিল্প শহরের নাম - ম্যাঞ্চেস্টার ও
লিভারপুল।
33.
কল্পনাশ্রয়ী
সমাজতন্ত্রীদের শিল্প সমাজ সম্পর্কিত সমালোচনার একটি দিক - শ্রমিক-মালিক
সম্পর্ক ও শশাষণ।
34.
কার
নেতৃত্বে জার্মানিতে শুল্ক সংঘ গড়ে ওঠে? - প্রাশিয়ার নেতৃত্বে
35.
কার্ল
মার্কস আধুনিক শিল্পরাষ্ট্রকে কি বলেছেন? - শ্রেণি
শোষণের যন্ত্র
36.
কে
আন্তর্জাতিক শ্রমিক সংঘ স্থাপন করেন? - কার্ল মার্কস ও তার সহযোগী
ফ্রেডারিক এঙ্গেলস
37.
কে
জার্মানিতে ‘মার্ক’ নামে মুদ্রাব্যবস্থা প্রচলন করেন? - অটো ফন বিসমার্ক
38.
কে
জার্মানির শিল্প প্রসারে সংরক্ষণ নীতি গ্রহণ করেন? - অটো ফন বিসমার্ক
39.
কে
পিচ দেওয়া রাস্তা নির্মাণ কৌশল আবিষ্কার করেন? - জন ম্যাকাডেম
40.
কে
প্রথম টেলিগ্রাফ আবিষ্কার করেন? - স্যামুয়েল সোমেরিং
41.
কে
লুডাইট দাঙ্গার নেতৃত্ব দেন? - ইংল্যান্ডের শ্রমিক নেতা নেড
42.
কে
সমুদ্রের রানি নামে পরিচিত?- ইংল্যান্ড
43.
কে
সাম্রাজ্যবাদকে ‘পুঁজিবাদী বিকাশের চরম পর্ব’ বলেছেন? - বলশেভিক নেতা
ভি. আই. লেনিন
44.
কে,
জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলেছিলেন? - জার্মানির প্রধানমন্ত্রী
অটো ফন বিসমার্ক
45.
কোক
কয়লার সাহায্যে লোহা গলানোর পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন?
- আব্রাহাম ডার্বি
46.
কোন
সময় সশস্ত্র শান্তির যুগ’ নামে পরিচিত? - ১৮৭১-১৯১৩ খ্রি. পর্যন্ত সময়
47.
কোন্
আইনের সাহায্যে ইংল্যান্ডে শ্রমিকদের সব ধরনের সভাসমিতি
নিষিদ্ধ করা হয়? - ‘হেবিয়াস করপাস’
48.
কোন্
দেশে প্রথম শিল্পবিপ্লব হয়েছিল? - ইংল্যান্ডে
49.
চার্টিস্ট
আন্দোলন কোথায় হয়? - ইংল্যান্ডে
50.
চিন
ও জাপান যুদ্ধের অবসান কোন সন্ধির দ্বারা ঘটে? - সিমনোসেকির সন্ধির
দ্বারা।
51.
চিনে
মুক্তদ্বার’ নীতি কে ঘোষণা করেন?
- মার্কিন প্রেসিডেন্ট জন হে
52.
জর্জ
স্টিফেনসন কবে রেল ইঞ্জিন আবিষ্কার করেন? - ১৮১৪ খ্রিস্টাব্দে
53.
জার্মান
সম্রাট দ্বিতীয় উইলিয়াম বিশ্বে কোন জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন? - জার্মান সম্রাট
দ্বিতীয় উইলিয়াম
54.
জার্মানিতে
প্রথম রেলপথ কবে চালু হয়? - ১৮৩৫ খ্রিস্টাব্দে
55.
জার্মানির
দুটি লৌহ-শিল্পকেন্দ্রের নাম - সার অল
ও লোরেন।
56.
জাহাজ
চলাচলের জন্য কবে সুয়েজ খাল চালু করা হয়েছিল? - ১৮৬৯ খ্রিস্টাব্দে
57.
টেলিগ্রাম
ব্যবস্থার আবিষ্কর্তা কে? - স্যামুয়েল টমাস ফন সোমারি
58.
ডাস
ক্যাপিটাল’ কার রচনা? - কার্ল মার্কস
59.
তৃতীয়
নেপোলিয়নের শাসনকালে ফ্রান্সের দুটি প্রধান বস্ত্র শিল্পাঞ্চলের নাম - নর্মান্ডি, অর্লিয়েন্স।
60.
ত্রিশক্তি
আঁতাত কবে, কাদের মধ্যে গঠিত হয়েছিল? - ১৯০৭ খ্রিস্টাব্দে
ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে
61.
ত্রিশক্তি
চুক্তি কবে, কাদের মধ্যে হয়েছিল? - ১৮৮২ খ্রিস্টাব্দে
জার্মানি, ইটালি, অস্ট্রিয়ার মধ্যে
62.
দক্ষিণ
আফ্রিকার কোথায় ইংরেজরা প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল? - দক্ষিণ আফ্রিকার
কেপ-অফ-গুড়-হোপ’-এ
63.
দুনিয়ার
মজদুর এক হও’—এই
আহ্বান কে জানান?- কার্ল মার্কস।
64.
নিউ
হারমনি’ নামক সমাজতান্ত্রিক সমবায়টি কে কোথায় প্রতিষ্ঠা
করেন? - আমেরিকার ইন্ডিয়ানা রাজ্যে
65.
নৈরাজ্যবাদের
জনক কে ছিলেন? -
ফ্রান্সের চিন্তাবিদ
জোসেফ পুধে
66.
পৃথিবীর
কারখানা’ নামে কোন্ দেশ পরিচিত ছিল? - ইংল্যান্ড
67.
প্যান্থার
যুদ্ধ জাহাজ কোন্ দেশ কোথায় পাঠায়? - জার্মানি মরক্কোতে
68.
প্রথম
আফিম যুদ্ধের পর চিন কোন্
সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়? - নানকিং
69.
প্রথম
বিশ্বযুদ্ধের সময়কালে জার্মানির সম্রাট কে ছিলেন? -
কাইজার দ্বিতীয়
উইলিয়াম।
70.
প্রথম
বিশ্বযুদ্ধের সূচনাকালে জার্মানির চ্যান্সেলর কে ছিলেন? -
বেথম্যান হলওয়েগ।
71.
প্রথম
বিশ্বযুদ্ধের সূচনায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? -
স্যার এডওয়ার্ড গ্রে
72.
প্রর্থম
বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল? - সেরাজেভো
হত্যাকাণ্ড।
73.
প্রাশিয়ান
ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? - ১৮৪৭ খ্রিস্টাব্দে
74.
ফ্যাক্টরি’
কী? - অষ্টাদশ-উনিশ
শতকে গড়ে ওঠা শিল্প উৎপাদন কেন্দ্র
75.
ফ্রান্স
দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলকে ঐক্যবদ্ধ করে কী গঠন করে?
- ইউনিয়ন অব সাউথ আফ্রিকা
76.
ফ্রান্সে
প্রথম রেলপথ কবে চালু হয়? - ১৮৩৭ খ্রিস্টাব্দে
77.
ফ্রান্সে
শিল্প প্রসারের স্বর্ণযুগ রূপে কোন্ সময়কে চিহ্নিত করা হয়? - ১৮৫০-১৮৭০
খ্রিস্টাব্দ
78.
ফ্রান্সে
শিল্পবিপ্লবের সূচনা কবে হয়েছিল? - ১৮৩০ খ্রিস্টাব্দের
জুলাই রাজতন্ত্রের আমলে।
79.
ফ্রান্সের
কয়েকটি উপনিবেশের নাম — ভারত, ইন্দোচিন এবং ব্ৰহ্বদেশ প্রভৃতির
80.
ফ্রান্সের
দুজন কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রীর নাম -নাম সাঁ সিমোঁ, লুই ব্ল্যাঙ্ক।
81.
বক্সারের
যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? - বাংলার নবাব
মিরকাশিম ও ব্রিটিশ ইস্ট
ইন্ডিয়া কোম্পানির মধ্যে
82.
বার্লিন-বাগদাদ রেলপথ কার পরিকল্পনায় প্রস্তুত? - দ্বিতীয় কাইজার উইলিয়াম
83.
বাষ্পশক্তির
সাহায্যে জেমস ওয়াট কবে যন্ত্র চালানোর ইঞ্জিন আবিষ্কার করেন? - ১৭৬৯ খ্রিস্টাব্দে
84.
বেলজিয়ামে
কবে রেলপথ প্রবর্তিত হয়েছিল ? -১৮৩৫ খ্রিস্টাব্দে
85.
ব্রিটিশ
সাম্রাজ্যের রত্নরুপে কোন উপানিবেশ পরিচিত ছিল? - ভারত
86.
ভারতে
কোন চার্টার-এর মাধ্যমে ইংরেজ
ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য অধিকার খর্ব করা হয়েছিল? - ১৮১৩ খ্রিস্টাব্দের
চার্টার
87.
মুক্ত
বাণিজ্য নীতির প্রধান ব্রিটিশ সমর্থক কে ছিলেন? -
রিচার্ড কবডেন
88.
মেটো
কী? - শিল্প ব্যবস্থায়
কালো বর্ণের মানুষদের ফ্যাক্টরির মধ্যে যে আলাদা বসতি
ছিল
89.
রাজা
দ্বিতীয় লিওপোল্ড বিখ্যাত কেন? - বেলজিয়ামের রাজা
এবং তিনি আফ্রিকার উপনিবেশ সংক্রান্ত বিষয়ে ১৮৭৬ খ্রিস্টাব্দে ব্রাসেলস সম্মেলন আহ্বান করেন।
90.
রাশিয়ায়
প্রাথমিক পর্বের শিল্পায়ন কোন জারের সময় শুরু হয়েছিল? -‘পিটার দ্য
গ্রেট’
91.
শিল্পবিপ্লবের
ফলে উদ্ভূত নতুন শ্রেণি দুটি নাম - শিল্পপতি ও
শিল্প শ্রমিক।
92.
শিল্পবিপ্লবের
ফলে উদ্ভূত সমাজ কী নামে পরিচিত?
- শিল্প সমাজ
93.
শিল্পবিপ্লবের
হাত ধরে কোন্ কোন্ শহরগুলির বিকাশ ঘটে? - হ্যাম্পশায়ার, ইয়র্কশায়ার
প্রভৃতি
94.
শ্রমিকদের
বন্ধু হিসেবে কাকে অভিহিত করা হয়? - তৃতীয় নেপোলিয়নকে
95.
সমাজতন্ত্রবাদ
কথাটি প্রচলন কে প্রথম করেন?
- ব্রিটিশ চিন্তাবিদ রবার্ট আওয়েন
96.
সেরাজেভো
হত্যাকাণ্ডের তারিখটি কত? - ২৮ জুন,
১৯১৪ খ্রিস্টাব্দ।
97.
হামফ্রি
ডেভি কবে ‘সেটি ল্যাম্প’ আবিষ্কার করেন? - ১৮১৫ খ্রিস্টাব্দে
পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর
|