নবম শ্রেনী- চতুর্থ অধ্যায় Part-3
১ মার্কের প্রশ্ন ও উত্তর
1.
‘ওয়েন্ট
পলিটিক’ বা ‘বিশ্ব রাজনীতি’ তত্ত্বের প্রবক্তা কে ? - কাইজার দ্বিতীয় উইলিয়াম।
2.
‘কাটিং
অভ দি চাইনিজ মেলন’
কথাটি প্রথম কে ব্যবহার করেন ? - হ্যারল্ড ভিনাক।
3.
‘ঘেটো’
শব্দটি কোথায় সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল ? - ইটালির ভেনিসে।
4.
‘দ্বন্দ্বমূলক
বস্তুবাদ তত্ত্বের জনক কে ? উত্তর কার্ল মার্কস।
5.
‘নভ্যায়
খ্রিশ্চিয়ানিজম’ গ্রন্থটি কে রচনা করেন
? - সাঁ সিমে।
6.
‘নৈরাজ্যবাদের
জনক বলা হয় কাকে ? - জোসেফ পুঁধ্যে।
7.
‘ফরাসি
সমাজতন্ত্রের জনক বলা হয় কাকে ? - সেন্ট সাইমন।
8.
‘বিপ্লব’
শব্দটির অর্থ কী ?- আমূল পরিবর্তন।
9.
‘যোগ্যতমের
উদবর্তন তত্ত্ব’-র প্রবক্তা কে
ছিলেন ? - চার্লস ডারউইন।
10.
‘সাদা
চামড়ার দায়বদ্ধতা’ কবিতাটি কার লেখা ? - রুডইয়ার্ড কিপলিং।
11.
‘সাম্যবাদের
বাইবেল বলা হয় কোন্ গ্রন্থকে ? - দাস ক্যাপিটাল।
12.
‘সাম্রাজ্যবাদ
একটি সমীক্ষা’ গ্রন্থের রচয়িতা কে ছিলেন ? - জে এ হবসন।
13.
‘সাম্রাজ্যবাদ
পুঁজিবাদের সর্বোচ্চ স্তর’ গ্রন্থের রচয়িতা কে ছিলেন ? - ভি আই
লেনিন।
14.
‘সেফটি
ল্যাম্প’-এর আবিষ্কারক কে
ছিলেন ? - হামফ্রে ডেভি।
15.
আদি
সমাজতন্ত্রীরা কী নামে পরিচিত
ছিলেন ? -কাল্পনিক সমাজতন্ত্রী বা ইউটোপিয়ান সমাজতন্ত্রী।
16.
ইংল্যান্ডে
কোন্ শিল্পে প্রথম শিল্পবিপ্লব শুরু হয় ? - বস্ত্রশিল্পে।
17.
ইংল্যান্ডের
চার্টিস্ট আন্দোলনের দাবিগুলি কী নামে পরিচিত হয়
? - জনগণের সনদ।
18.
ইউটোপিয়া
গ্রন্থের লেখক কে ? - টমাস মোর।
19.
কত
খ্রিস্টাব্দে ‘ওয়াটার ফ্রেম’ আবিষ্কৃত হয়েছিল ? - 1769 খ্রিস্টাব্দে।
20.
কত
খ্রিস্টাব্দে বার্লিন কংগ্রেস অনুষ্ঠিত হয় ? - 1878 খ্রিস্টাব্দে।
21.
কত
খ্রিস্টাব্দে সুয়েজ খাল খনন করা শুরু হয় ? - 1859 খ্রিস্টাব্দে।
22.
কত
সালে তিন সম্রাটের চুক্তি স্বাক্ষরিত হয় ?- 1873 খ্রিস্টাব্দে।
23.
কবে
‘আন্তর্জাতিক শ্রমিক সংস্থা প্রতিষ্ঠিত এক হয়েছিল ? -
1864 খ্রিস্টাব্দে।
24.
কবে
‘প্যারি কমিউন’ গড়ে উঠেছিল ? - 1871 খ্রিস্টাব্দের 26 মার্চ।
25.
কবে
‘সেরাজেভো’ হত্যাকাণ্ড ঘটেছিল ? -1914 খ্রিস্টাব্দের 28 জুন।
26.
কবে
এই খাল উন্মুক্ত করা হয় ? 1870খ্রিস্টাব্দে
27.
কবে
ক্রেডিট ফসিয়ার’ স্থাপিত হয়েছিল ? - 1852 খ্রিস্টাব্দে।
28.
কবে
চার্টিস্ট আন্দোলন গড়ে উঠেছিল? - 1838 খ্রিস্টাব্দে।
29.
কবে
জার্মানি মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করেছিল? - 1918 খ্রিস্টাব্দের 11 নভেম্বর।
30.
কবে
প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে ? - 11 নভেম্বর, 1918 খ্রিস্টাব্দে।
31.
কবে
প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় ? - 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই।
32.
কবে
ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ? - 1919 খ্রিস্টাব্দে।
33.
কবে
লোহা গলানোর চুল্লি বা ব্লাস্ট ফার্নেস
আবিষ্কৃত হয় ? -
1760 খ্রিস্টাব্দে।
34.
কমিউনিস্ট
পার্টির ইস্তাহার কবে প্রকাশিত হয় ? - 1848 খ্রিস্টাব্দে।
35.
কার
আমলে ফ্রান্সে প্রকৃত শিল্পবিপ্লব শুরু হয়েছিল ? - লুই ফিলিপের
আমলে
36.
কার
আমলে রাশিয়ায় শিল্পবিপ্লবের সূচনা হয়েছিল ? - জার দ্বিতীয়
আলেকজান্ডারের আমলে
37.
কার্ল
মার্কসের সমাজতন্ত্রী সহযোগী কে ছিলেন ? -
ফ্রেডরিখ এঙ্গেলস।
38.
কে
‘মিউল আবিষ্কার করেন ? - কার্টরাইট।
39.
কে
অ্যাংলো স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেন ? - ইংরেজ সাহিত্যিক
হোমার-লি।
40.
কে
কবে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন ? - জেমস্ ওয়াট (1769)।
41.
কে
প্রথম জার্মানিতে শ্রমিকদল প্রতিষ্ঠা করেন ? - ফার্দিনান্দ লাসাল
(1863 খ্রিস্টাব্দে)।
42.
কে
বিশ্বে টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন ? - জার্মান সম্রাট
কাইজার দ্বিতীয় উইলিয়াম।
43.
কোথায়
সর্বপ্রথম শিল্পবিপ্লব দেখা দেয় ? - ইংল্যান্ডে।
44.
কোন
দুটি দেশের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয় ? -অস্ট্রিয়া ও সার্বিয়া।
45.
কোন
দেশ বিশ্বের কারখানায় পরিণত হয়েছিল ? - ইংল্যান্ড।
46.
কোন
বিদ্রোহকে ‘শেষ জেকোবিন’ বিদ্রোহ বলা হয় ? - প্যারি কমিউন।
47.
কোন
ব্যবস্থা থেকে শ্রমবিভাজন ঘটেছিল ? - ফ্যাক্টরিপ্রথা থেকে।
48.
কোন
সন্ধি দ্বারা চিনে প্রথম আফিম যুদ্ধের অবসান হয় ? - নানকিং-এর সন্ধি (1842)।
49.
কোন্
কোম্পানি সুয়েজ খাল খনন করে ? - ইউনিভার্সাল সুয়েজ ক্যানাল কোম্পানি।
50.
কোন্
গ্রন্থে শ্রেণিসংগ্রামের তত্ত্ব প্রকাশ পায় ? - কমিউনিস্ট ম্যানিফেস্টো’ গ্রন্থে।
51.
কোন্
দেশে ‘জমি ঘেরাও প্রথা চালু হয়েছিল ? - ইংল্যান্ডে।
52.
কোন্
সন্ধি দ্বারা দ্বিতীয় আফিম যুদ্ধের অবসান হয় ? - পিকিং-এর
সন্ধি (1861)।
53.
কোন্
সময়ে ব্রিটেনে লুডাইট আন্দোলন চলেছিল ?- 1811-1817 খ্রিস্টাব্দ পর্যন্ত।
54.
চিনে
কে ‘উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন ? - মার্কিন পররাষ্ট্র সচিব জন হে (1899)।
55.
চিনের
দ্বিতীয় আফিম যুদ্ধ শুরু হয় কবে ?- 1856 খ্রিস্টাব্দে।
56.
ট্রিপল
অ্যালায়েন্স কাদের মধ্যে গঠিত হয় ? - জার্মানি, অস্ট্রিয়া
ও ইটালি।
57.
ট্রিপল
অ্যালায়েন্স বা ত্রিশক্তি চুক্তি
কবে স্বাক্ষরিত হয়েছিল ? - 1882 খ্রিস্টাব্দে।
58.
ট্রিপল
আঁতাত কাদের মধ্যে গঠিত হতে ? - ফ্রান্স, ইংল্যান্ড,
রাশিয়া।
59.
ট্রিপল
আঁতাত বা ত্রিশক্তি মৈত্রী
কবে স্বাক্ষরিত হয়েছিল ? - 1907 খ্রিস্টাব্দে।
60.
তিন
সম্রাটের চুক্তি কার উদ্যোগে স্বাক্ষরিত হয় ? - বিসমার্কের উদ্যোগে।
61.
দ্বিতীয়
আফিম যুদ্ধ কবে শুরু হয়েছিল ? - 1856 খ্রিস্টাব্দে।
62.
ধনতন্ত্র
বা পুঁজিবাদের মধ্যে সাম্রাজ্যবাদের বীজ নিহিত।'—এটি কার উক্তি ? - লেনিনের।
63.
পানামা
খালের খনন কাজ কবে শেষ হয় ? - 1914 খ্রিস্টাব্দে।
64.
প্রথম
আফিম যুদ্ধ কবে শুরু হয়েছিল ? - 1840 খ্রিস্টাব্দে।
65.
প্রথম
বিশ্বযুদ্ধ কতদিন চলেছিল ? - 1565 দিন।
66.
বলকান
লিগ কত খ্রিস্টাব্দে গঠিত
হয় ? - 1912 খ্রিস্টাব্দে।
67.
বলকান
লিগের সদস্য কারা ছিল? - গ্রিস, সার্বিয়া,
বুলগেরিয়া ও মন্টিনিগ্রো।
68.
বস্ত্রশিল্পে
ব্যবহৃত দুটি যন্ত্রের নাম - উড়ন্ত মাকু
ও ওয়াটার ফ্রেম।
69.
বার্লিন
কংগ্রেসের সভাপতি কে ছিলেন ? -
বিসমার্ক।
70.
বাষ্পচালিত
রেলইঞ্জিন কে আবিষ্কার করেন
? - জর্জ স্টিফেনসন।
71.
বিসমার্কের
শ্রমিক উন্নয়ন নীতি কী নামে পরিচিত
? - স্টেট সোশ্যালিজম।
72.
বৈজ্ঞানিক
সমাজতন্ত্রের প্রবক্তা কে ছিলেন ? -
কার্ল মার্কস।
73.
ব্যাংক
অভ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয় কবে ? - 1694 খ্রিস্টাব্দে।
74.
ব্রিটেনে
লুডাইট আন্দোলনের একজন নেতার নাম- নেড লুড।
75.
ভারতে
কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থা শুরু হয় ? - 1851 খ্রিস্টাব্দে।
76.
ভারতে
প্রথম কবে রেলপথ স্থাপিত হয় ? -1853 খ্রিস্টাব্দে।
77.
শিমনোসেকির
সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ? - 1895 খ্রিস্টাব্দে।
78.
শিল্প
বিপ্লবের ফলে শ্রমিকরা কোন্ আন্দোলনে শামিল হয় ? - ট্রেড ইউনিয়ন আন্দোলন।
79.
শিল্পবিপ্লব
কথাটি কে জনপ্রিয় করেন
? - আরনল্ড টয়েনবি।
80.
শিল্পবিপ্লব
কথাটি প্রথম কে ব্যবহার করেন
? - অগাস্তে ব্ল্যাংকি।
81.
সমাজতন্ত্র
কথাটি কে প্রথম ব্যবহার
করেন ? - রবার্ট আওয়েন।
82.
সমাজতন্ত্রের
বাইবেল বলা হয় কোন গ্রন্থকে ? - দাস ক্যাপিটাল গ্রন্থকে।
83.
সুয়েজ
খাল কোন্ দুই সাগরকে সংযুক্ত করেছে ? - ভূমধ্যসাগর ও
লোহিত সাগর।
84.
সুয়েজ
খাল খননের প্রধান ইঞ্জিনিয়ার কে ছিলেন ? -
ফার্দিনান্দ দ্য
লেসেন্স।
85.
সুয়েজ
খালের খনন কাজ কবে শেষ হয় ? -1869খ্রিস্টাব্দে
পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর