নবম শ্রেনী- চতুর্থ অধ্যায় Part-2 ১ মার্কের প্রশ্ন ও উত্তর

1

নবম শ্রেনী- চতুর্থ অধ্যায় Part-2



১ মার্কের প্রশ্ন ও উত্তর



1.       ‘ইউটোপিয়া' গ্রন্থটি কে রচনা করেন? - ব্রিটিশ দার্শনিকন টমাস মোর।
2.       ওয়াটার ফ্রেমকে আবিষ্কার করেন? - রিচার্ড আর্করাইট।
3.       নব খ্রিস্টবাদগ্রন্থটি কে রচনা করেছিলেন? - সাঁ সিমো।
4.       নিউ ভিউ অফ সোসাইটিগ্রন্থটি কে রচনা করেন? - রবার্ট আওয়েন।
5.       ‘রেইনিস্কি জাইটুঙ্গ’ (Rheinische Zeitung) পত্রিকার সম্পাদক কে ছিলেন? - ছিলেন কার্ল মার্কস।
6.       সেফটি ল্যাম্পকে আবিষ্কার করেন? - হামফ্রে ডেভি।
7.       সেরাজেভো হত্যাকাণ্ডকবে ঘটেছিল? - 1914 খ্রিস্টাব্দের 28 জুন
8.       স্পিনিং জেনি কে আবিষ্কার করেন? - জেমস হারগ্রিভস।
9.       1851 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংল্যান্ডের নবগঠিত শহরের সংখ্যা কত হয়েছিল? - 29 টিরও বেশি।
10.   1876 খ্রিস্টাব্দে বেলজিয়ামের রাজা কে ছিলেন? দ্বিতীয় লিও।
11.   23 1750 খ্রিস্টাব্দ নাগাদ ইংল্যান্ডে -টি শহর ছিল? - 2টি।
12.   অধ্যাপিকা নোলেস 1840-1914 খ্রিস্টাব্দ পর্যন্ত। সময়কে শিল্পবিপ্লবের কোন স্তরে ফেলেছেন? - শিল্পবিপ্লবের শেষ স্তরে
13.   অর্গানাইজেশন অফ লেবার তত্ত্ব কে প্রচার করেন?- লুই। ব্ল্যাঙ্কি।
14.   অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে ব্রিটিশ অর্থনীতির যুগান্তকারী ঘটনাটি কী? - শিল্পবিপ্লব।
15.   আদি সমাজতন্ত্রী বলে চিহ্নিত একজন ফরাসি চিন্তাবিদের নাম - চার্লস ফুরিয়র।
16.   আধুনিক সমাজতন্ত্রবাদের প্রধান উদ্যোক্তার নাম- কাল মার্কস
17.   আর্নল্ড টয়েনবি কত খ্রিস্টাব্দকে শিল্পবিপ্লৰ সূচনার সময়কাল বলে চিহ্নিত করেছেন? - 1760 খ্রিস্টাব্দকে
18.   ইংল্যান্ড উপনিবেশ স্থাপন করেছিল এমন দুটি দেশের নাম - ভারত এবং চিন।
19.   ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের নাম - ল্যাঙ্কাশায়ার।
20.   ইউটোগীয় সমাজবাদের দুজন প্রবক্তার নামটমাস মোর এবং সাঁ সিমো।
21.   ইউনিয়ন অফ সাউথ আফ্রিকাকোন্ দেশ গঠন করেছিল? - ইংল্যান্ড।
22.   ইউরোপীয় সমাজতান্ত্রিক আন্দোলনের এক অন্যতম প্রাণপুরুষের নাম - কার্ল মার্কস।
23.   উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন? - জন কে।
24.   পিচ রাস্তা বানানোর কৌশল কে আবিষ্কার করেন? - টেলফোর্ড জন ম্যাকডার্ম।
25.   এক ঔপনিবেশিক শক্তি দ্বারা উপনিবেশের যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের প্রধান দিকটি কী ছিল? রেলপথের
26.   কত খ্রিস্টাব্দেপ্যারি কমিউনগঠিত হয়? - 1871 খ্রিস্টাব্দে
27.   কত খ্রিস্টাব্দে ত্রিশক্তি মৈত্রী গড়ে ওঠে? - 1882 খ্রিস্টাব্দে
28.   কত খ্রিস্টাব্দে বার্লিন সন্ধি স্বাক্ষরিত হয় ? - 1885 খ্রিস্টাব্দে
29.   কত খ্রিস্টাব্দে বার্লিন সম্মেলন অনুষ্ঠিত হয়? - 1884 খ্রিস্টাব্দে
30.   কবে এবং কাদের মধ্যে তিন সম্রাটের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? - 1873 খ্রিস্টাব্দে জার্মানি, রাশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে
31.   কবে এবং কোথায় প্যারি কমিউন গঠিত হয়েছিল? - 1871 খ্রিস্টাব্দের 18 মার্চ
32.   কবে, কোন্ সন্ধি দ্বারা চিন-জাপান যুদ্ধের সমাপ্তি ঘটে?- 1895 খ্রিস্টাব্দে সিমনোসেকির সন্ধি দ্বারা
33.   কার্ল মার্কস রচিত একটি গ্রন্থের নাম - দাস ক্যাপিটাল।
34.   কালো বর্ণের মানুষদের জন্য ফ্যাক্টরির ভিতরে কে আলাদা এলাকা চিহ্নিত করে রাখা হত সেটি কী নামে  পরিচিত ছিল? ঘেটো
35.   কে কঙ্গো আবিষ্কার করেন? - স্ট্যানলি।
36.   কে পাওয়ার লুমবা যন্ত্রচালিত তাঁত আবিষ্কার করেন? - এডমন্ড কার্টরাইট
37.   কে সর্বপ্রথম সমাজতন্ত্রবাদকথাটির প্রচলন করেন? - রবার্ট আওয়েন
38.   কোন শ্রেণি কারখানার মালিক হিসেবে শ্রমিকদের শোষণ করে নিজেদের ঐশ্বর্য বাড়াতে থাকে? - পুঁজিপতি শ্রেণি
39.   কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে? - ভার্সাই সন্ধির দ্বারা
40.   কোন্ কোন্ রাজ্য একত্রিত হয়ে বলকান লিগ গঠন করেছিল? - সার্বিয়া, মন্টিনেগ্রো, গ্রিস এবং
41.   কোন্ দশকে ল্যাঙ্কাশায়ার, মিডল্যান্ডস, মার্সেসাইড, ইয়র্কশায়ার প্রভৃতি অঞল ঘনবসতিপূর্ণ হয়ে ওঠে? - 1850-এর দশকে
42.   কোন্ দেশ চিনেমুক্ত দ্বার নীতি প্রস্তাব তুলেছিল? - মার্কিন যুক্তরাষ্ট্র
43.   কোন্ মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশবলা হয়? - আফ্রিকা মহাদেশকে
44.   চার্টিস্ট আন্দোলন বলতে কী বোঝো? - 1830-এর দশকে নিজেদের জভোটাধিকারের দাবিতে ইংল্যান্ডের শিল্প-শ্রমিকরা যে আন্দোলন করেছিল
45.   চার্টিস্ট আন্দোলনের দুজন নেতার নাম আর্নেস্ট জোন্স এবং ব্রায়েন।
46.   চার্লস ফুরিয়র কোন্ দেশের মানুষ ছিলেন? -ফ্রান্সের
47.   জার্মানিতে সর্বপ্রথম কবে রেলপথ স্থাপিত হয়েছিল? - 1835 খ্রিস্টাব্দে
48.   তরুণ তুর্কি আন্দোলনের একটি লক্ষ্য - তুরস্ককে
49.   দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ছিল এমন দুটি ব্রিটিশ উপনিবেশের নাম কেপ অফ গুড হোপ এবং কেপ কলোনি।
50.   দুই জার্মানিতে কে প্রথম শ্রমিক দলের প্রতিষ্ঠা করেন? ফার্দিনান্দ লাসাল।
51.   নানকিং-এর সন্ধি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? - 1842 খ্রিস্টাব্দে চিন এবং ইংল্যান্ডের মধ্যে
52.   নৈরাজ্যবাদের জনক বলা হয় কাকে? - প্রধোঁকে।
53.   প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের নাম - কমিউনিস্ট লিগ।
54.   ফিলিস ডিন কোন্ সময়কালকে শিল্পবিপ্লবের সূচনাকাল বলে মনে করেছেন? - 1760-80 খ্রিস্টাব্দ পর্যন্ত
55.   ফ্রান্সে কবে সর্বপ্রথম রেলপথ স্থাপিত হয়েছিল? - 1837 খ্রিস্টাব্দে
56.   ফ্রান্সে কৰে শিল্পবিপ্লব শুরু হয়? - 1815 - 50 খ্রিস্টাব্দের মধ্যে
57.   বার্লিন কংগ্রেসে কে সভাপতিত্ব করেন ? - বিসমার্ক।
58.   বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? - জেমস ওয়াট
59.   বিখ্যাতদ্য মাদারউপন্যাসটি কে লিখেছেন? রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কি।
60.   বেষ্টনী বা এনক্লোজারপ্রথা কোথায় প্রচলিত ছিল? - ইংল্যান্ডে
61.   বৈজ্ঞানিক সমাজবাদ কাকে বলে? - রাষ্ট্রের হাতে ক্ষমতা কেন্দ্রীকরণের মতবাদকে
62.   ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক বলা হয় কাকে? রবার্ট আওয়েনকে।  
63.   ব্রিটেনে কোন্ শিল্পের মাধ্যমে শিল্পবিপ্লব শুরু হয়? - বস্ত্রশিল্পের
64.   ব্লাস্ট ফার্নেসবা লোহা গলানোর চুল্লি কে আবিষ্কার করেন? - জন স্মিটন।
65.   ভারতে কবে টেলিগ্রাফ ব্যবস্থার সূচনা হয় ? - 1851 খ্রিস্টাব্দে
66.   ভিন্ন শিল্পবিপ্লবের সূত্রে সমাজে যে নতুন দুটি শ্রেণির সৃষ্টি হয়েছিল তার মধ্যে যে-কোনো একটি শ্রেণির নাম  - মালিক শ্রেণি।
67.   ভিয়েনসিনের সখি কৰে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ? - 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ফ্রান্সের মধ্যে
68.   মার্কসবাদ কী? - কার্ল মার্কসের সমাজতন্ত্রী মতবাদকে
69.   মুক্ত দ্বার নীতিকে ঘোষণা করেন? - আমেরিকার পররাষ্ট্র সচিব জন হে।
70.   যন্ত্রপাতির উদ্ভাবনের সঙ্গে সঙ্গে কোন্ প্রথার সূচনা ঘটে? - ফ্যাক্টরি প্রথার
71.   রবার্ট আওয়েন দ্বারা গঠিত শ্রমিক সংগঠনের নাম গ্র্যান্ড কনসলিডেটেড ন্যাশনাল ট্রেড ইউনিয়ন।
72.   রাজতান্ত্রিক বা সামন্ততান্ত্রিক ব্যবস্থা কোন্ জাতীয় গৌরবকে বেশি মর্যাদা দেয় ? – বংশগৌরবকে
73.   রাশিয়াতে শিল্পবিপ্লবের বিকাশ ঘটেছিল কখন? - উনবিংশ শতাব্দীর মধ্যভাগে
74.   রি-ইনশিওরেন্সের চুক্তি’ (1887 খ্রিস্টাব্দে) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? - জার্মানি রাশিয়ার মধ্যে
75.   লুডাইট দাঙ্গাকোথায় হয়েছিল? - ইংল্যান্ডে।
76.   লেনিনের পুরো নাম কী ? -ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন।
77.   শিল্পবিপ্লব ঘটার ফলে শ্রমিকরা গ্রামীণ পরিবেশ ছেড়ে কোথায় বাস করা পছন্দ করত? - শহরে
78.   শিল্পবিপ্লব পূর্ববর্তী যুগে সমাজ কীরূপ ছিল? - গ্রামভিত্তিক
79.   শিল্পবিপ্লবের কারণে ধনী দরিদ্রের মতে সামঞ্জস্যবিধানের প্রচেষ্টা থেকে কোন্ মতবাদের উদ্ভব হয় ? সমাজতন্ত্রবাদ
80.   শিল্পবিপ্লবের পর শিল্পের বিকাশ ঘটেছিল ফ্রান্সের এরূপ দুটি শহরের নাম -তুলো, বোর্দো শহরে
81.   শিল্পবিপ্লবের পূর্বে সমগ্র পৃথিবীর উৎপাদন প্রথা কী প্রকারের ছিল? - পরিবার ভিত্তিক।
82.   শিল্পবিপ্লবের ফলে ইংল্যান্ডে গড়ে ওঠা দুটি শহরের নামম্যাঞ্চেস্টার এবং লিভারপুল।
83.   শিল্পবিপ্লবের সময় বস্ত্রশিল্পের উপযোগী দুটি যন্ত্রের নাম - ফ্লাইং শাটল এবং ওয়াটার ফ্রেম।
84.   শ্রমিক বধু হিসেবে কে পরিচিত ছিলেন ? - ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান।
85.   শ্রমিকের কোনো দেশ নেই'—উক্তিটির বক্তা কে? – কার্ল মার্কস।
86.   সমাজতন্ত্রবাদের আদি প্রবক্তা হিসেবে কাকে চিহ্নিত করা হয় ?- সাঁ সিমোঁকে
87.   সমাজতন্ত্রের মূল কথা কী ছিল? - সাম্যবাদ বা সমান অধিকার প্রতিষ্ঠা।
88.   সর্বহারা শ্রেণিতে কারা পরিণত হয়েছিল? - শ্রমিক শ্রেণি
89.   সাম্রাজ্যবাদের যুগ হিসেবে কোন্ সময়কালকে চিহ্নিত করা হয়? - 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত
90.   সুয়েজ খাল কবে চালু হয়েছিল? - 1869 খ্রিস্টাব্দে

পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর















একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top