নবম শ্রেনী- তৃতীয় অধ্যায় Part-4 ১ মার্কের প্রশ্ন ও উত্তর

0

নবম শ্রেনী- তৃতীয় অধ্যায় Part-4


১ মার্কের প্রশ্ন ও উত্তর 


1.       ‘নেশনস ইজ একটি সজীব সভা’ -কথাটি কে বলেছেন? - রবীন্দ্রনাথ ঠাকুর।
2.       অষ্টাদশ লুই কীভাবে সাম্য নীতিকে সমর্থন করেছিলেনএকটি উদাহরণ - আইনের দৃষ্টিতে সকলে সমান
3.       অষ্টাদশ লুই তার মধ্যপন্থা নীতি কীসের মাধ্যমে ঘোষণা করেছিলেন? -সাংবিধানিক সনদ
4.       অষ্টাদশ লুইয়ের পর ফ্রান্সের সিংহাসনে কে বসেন? – তার ভাই ডিউক অফ আর্টয়েস বা দশম চার্লস।
5.       ইউরোপ মহাদেশে কোন্ সময় জাতি-রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল? - পাদশ ষোড়শ শতাব্দীতে


6.       ইউরোপীয় রক্ষণশীলতার জনক কাকে বলা হয় ? - মেটারনিককে
7.       ইউরোপে জাতি-রাষ্ট্র উদ্ভবের সময়কাল কী ছিল? পঞদশ ও ষোড়শ শতাব্দী।
8.       ইউরোপের কোন্ দেশগুলিতে জাতীয়তাবাদের বিকাশ ঘটতে শুরু করেছিল? - ফ্রান্স, ইংল্যান্ড, প্রাচীন গ্রিস, রোম, স্পেন প্রভৃতি দেশে
9.       ইউরোপের রুগ্ন ব্যক্তি কাকে বলা হত? - তুরস্ককে
10.   ইটালির একটি গুপ্ত সমিতির নাম - কার্বোনারি।
11.   ইটালির ঐক্য আন্দোলনে ত্যাগের আদর্শকে কে প্রতিষ্ঠা করেছিলেন? - গ্যারিবল্ডি
12.   ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক কাকে বলা হয়?- ক্যাভুরকে
13.   ঊনবিংশ শতাব্দীতে জার্মানির একটি ছাত্র সংগঠনের নাম - বুরশেনস্যাফটেন।
14.   কত খ্রিস্টাব্দে ক্যাপিচুলেশন চুক্তি স্বাক্ষরিত হয়? - 1740 খ্রিস্টাব্দে
15.   কত খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়েছিল? - 1848 খ্রিস্টাব্দে
16.   কনফেডারেশন অফ দ্য রাইনকবে প্রতিষ্ঠিত হয়েছিল? - 1806 খ্রিস্টাব্দে
17.   কবে থেকে মুক্তির ঘোষণাপত্র জারি হয়? - 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি থেকে
18.   কবে প্লমবিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? - 1858 খ্রিস্টাব্দের 12 জুলাই
19.   কবে ভিল্লাফ্রাঙ্কার, সন্ধি স্বাক্ষরিত হয়? - 1859 খ্রিস্টাব্দের 10 নভেম্বর
20.   কবে সেডানের যুদ্ধ শুরু হয়েছিল? 1870 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর
21.   কাদের মধ্যে ভিল্লার্যাঙ্কার সম্পি স্বাক্ষরিত হয়েছিল? - ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান ক্যাভুরের মধ্যে
22.   কাদের মধ্যে সেডানের যুদ্ধ শুরু হয়েছিল?- ফ্রান্স প্রাশিয়ার মধ্যে।
23.   কী উদ্দেশ্যে ফরাসি সম্রাট দশম চার্লস ধর্মবিরোধী আইন প্রবর্তন করেছিলেন? -ফরাসি গির্জার বিরুদ্ধে সমালোচনা বন্ধ করার উদ্দেশ্যে
24.   কে প্রথম ইটালির ঐক্যের আহ্বান জানান? - ভিট্টোরিও অ্যালকেরি
25.   কোন দেশ উয় জলনীতি অনুসরণ করেছিল? - রাশিয়া


26.   কোন্ সন্ধির দ্বারা ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয়? - প্যারিসের সন্ধির দ্বারা
27.   কোন্ সময় থেকে আধুনিক জাতীয়তাবাদের বিকাশ শুরু হয়? - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ফরাসি বিপ্লবের পর থেকে
28.   কোন্ সময় ফ্রান্সে জাতিরাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল? - অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে
29.   কোন্ সময়পর্বকেমেটারনিকের যুগ বলা হয় ? - 1815-1848 খ্রিস্টাব্দকে
30.   ক্যাভুর কবে পিডমন্ট-সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী হন? - 1852 খ্রিস্টাব্দে
31.   ক্যাভুরের রাজনৈতিক আদর্শ কী ছিল? - রক্ষণশীলতা ও উদারতার সমন্বয়
32.   ক্ষতিপূরণ নীতি অনুযায়ী লম্বার্ডি কার দখলভুক্ত হয়েছিল? - অস্ট্রিয়ার
33.   জাতি কী ?- কোনো এক বিশেষ ভৌগোলিক ভূখণ্ডে বসবাসকারী জনগোষ্ঠী
34.   জাতীয় কমার্শালাকবে কোথায় প্রতিষ্ঠিত হয়? - 1848 খ্রিস্টাব্দে ফ্রেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে
35.   জাতীয়তাবাদের প্রধান বৈশিষ্ট্য - ভাবগত ঐক্যগঠন এবং স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা করা
36.   জার দ্বিতীয় আলেকজান্ডার কী কারণে বিখ্যাত ছিলেন ? - দাসপ্রথার উচ্ছেদের জন্য
37.   জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্ক কোন্ নীতি অনুসরণ করেছিলেন? - রক্ত লৌহ
38.   জুলাই অর্ডিন্যান্সকে জারি করেন? - দশম চার্লসের মন্ত্রী।
39.   জুলাই বিপ্লব কোন্ দেশে সংঘটিত হয়েছিল, - ফ্রান্সে।
40.   জুলাই বিপ্লবের পর কে ফ্রান্সের সিংহাসনে বসে - অর্লিয়েন্স বংশীয় শাসক লুই ফিলিপ।
41.   জুলাই বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী ছিল? - রাজা দশম চার্লস মন্ত্রী পলিগন্যাক কর্তৃক প্রবর্তিত অর্ডিন্যান্স।
42.   জোলভারেইন কারা গড়ে তুলেছিল? - জার্মানির বণিকরা।
43.   জোলভারেইন সর্বপ্রথম কে প্রতিষ্ঠা করেছিলেন? - অর্থনীতিবিদ ম্যাজেন।
44.   ন্যায্য অধিকার নীতি অনুযায়ী হল্যান্ডে কোন্ রাজবংশ ক্ষমতা লাভ করেছিল? – অরেঞ্জ
45.   পিডমন্ট-সার্ডিনিয়ার রাজা কে ছিলেন? - ভিক্টর ইম্যানুয়েল


46.   প্রথম জাতি-রাষ্ট্র কোথায় গঠিত হয়েছিল? - স্পেনে
47.   ফেব্রুয়ারি বিপ্লবের একটি ফল - ফ্রান্সে, দ্বিতীয় প্রজাতন প্রতিষ্ঠিত হয়।
48.   ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টে মোট কতজন প্রতিনিধি ছিলেন?- 586 জন
49.   ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের সময় প্রাশিয়ার রাজা কে ছিলেন? - চতুর্থ ফ্রেডারিক
50.   ফ্রান্সে কেনজাতীয় কর্মশালাপ্রতিষ্ঠিত হয়? - বেকারত্ব দূরীকরণের উপায় হিসেবে
51.   ফ্রান্সের সম্রাট দশম চার্লসের আমলে প্রবর্তিত দুটি দমনমূলক আইনের নাম -অ্যাক্ট অফজাস্টিস ধর্মবিরোধী আইন।
52.   বলকান অঞ্চল পশ্চিম ইউরোপের কাছে কী নামে পরিচিত? - নিকট প্রাচ্য
53.   বলকান জাতীয়তাবাদ বৃদ্ধিতে সহায়তা করেছিলেন এমন একজন বুদ্ধিজীবীর - কবি রিগাস।
54.   বলকান জাতীয়তাবাদ সৃষ্টিতে সহায়তা করেছিল এমন একটি গুপ্ত সমিতির নাম - হেটাইরিয়া ফিলিকে।
55.   বলকান জাতীয়তাবাদের দুটি ঘটনা সার্বিয়ার স্বায়ত্তশাসন লাভ গ্রিসের স্বাধীনতা সংগ্রাম।
56.   বিগ ফোর কি?- ভিয়েনা সম্মেলনের মূল আলোচনায় অংশ নেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি গ্রহণ করার অধিকার ছিল কারণে দেশগুলির সমষ্টি
57.   ভিয়েনা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ? - অস্ট্রিয়ার রাজধানী ভিয়ানাতে।
58.   ভিয়েনা সম্মেলনে ক্ষতিপূরণ বাবদ ফ্রান্সকে কত টাকা দিতে হয়েছিল? - 75 কোটি
59.   ভিয়েনা সম্মেলনে মোট -টি নীতি স্থির করা হয়েছিল? - তিনটি
60.   ভিয়েনা সম্মেলনের একটি উদ্দেশ্য ইউরোপের পুনরুজ্জীবন স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।
61.   ভিয়েনা সম্মেলনের ক্ষতিপূরণ নীতির ইউরোপের কোন্ দেশগুলি বেশি লাভবান হয়েছিল। - অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ইংল্যান্ড
62.   ভিয়েনা সম্মেলনের পর ইউরোপ কতদিন যুদ্ধমুক্ত ছিল ? - 40 বছর
63.   ভিয়েনা সম্মেলনের মূল আলোচনায় অংশ নেওয়া ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি গ্রহণ করার অধিকার ছিল কোন দেশগুলির - অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া প্রাশিয়া
64.   মূলত কাদের সমর্থন নিয়ে লুই ফিলিপ সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন? - বুর্জোয়াদের সমর্থন নিয়ে
65.   মেটারনিক কোন্ কোন্ বিষয়ের পঠনপাঠন বন্ধের নির্দেশ দিয়েছিলেন? - ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান প্রভৃতি বিষয়ের


66.   মেটারনিক ব্যবস্থার মূল লক্ষ্য কী ছিল? - ইউরোপে ফরাসি বিপ্লবপ্রসূত ভাবধারার প্রতিরোধ এবং প্রাকৃবিপ্লব যুগের রাষ্ট্রব্যবস্থার প্রবর্তন।
67.   মেটারনিকতন্ত্রের পক্ষে একটি যুক্তিমেটারনিখ বহু ভাষাভাষী অস্ট্রিয়াকে ঐক্যবদ্ধ রেখেছিল।
68.   মেটারনিকতন্ত্রের প্রবর্তক কে ছিলেন? - মেটারনিকতন্ত্রের প্রবর্তক
69.   ম্যাসিনি প্রথমদিকে কোন্ গুপ্ত সমিতির সদস্য ছিলেন?- কার্বোনারি
70.   রক্ত লৌহনীতির (Blood and Iron policy) প্রবর্তক কে? - অটো ভন বিসমার্ক।
71.   রাজতান্ত্রিক ভাবধারাবলতে কী বোঝায়? - রাজতন্ত্রের সঙ্গে যুক্ত আদর্শবোধ, চিন্তা, ক্রিয়াশীল
72.   লাল কোর্তা বাহিনী কে তৈরি করেছিলেন? - গ্যারিবল্ডি
73.   লিওপোল্ড কে ছিলেন? - বেলজিয়ামের রাজা।
74.   লুই সুখ কে?- হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা।
75.   সর্বস্লাভ আন্দোলন কবে হয়? - 1848 খ্রিস্টাব্দে
76.   স্যাডোয়ার যুদ্ধ কী? - 1866 খ্রিস্টাব্দের 3 জুলাই অস্ট্রিয়া প্রাশিয়ার মধ্যে দীর্ঘ 7 সপ্তাহ ধরে যে যুদ্ধ চলেছিল


পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর













একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top