নবম শ্রেনী- পঞ্চম অধ্যায় Part-3 ১ মার্কের প্রশ্ন ও উত্তর

0



নবম শ্রেনী- পঞ্চম অধ্যায় Part-3

১ মার্কের প্রশ্ন ও উত্তর



1.       আধুনিক রাশিয়ার জনকবলা হয় কাকে ? - পিটার দ্যা গ্রেটকে।
2.       আয়রন ক্রসউপাধিতে কে ভূষিত হন ? - অ্যাডলফ হিটলার।
3.       ‘এলিট গার্ডস’ (Elite Guards) বাহিনীর কাজ কী ছিল ? - মৃত্যুভয় তুচ্ছ করে জার্মান নেতাদের জীবন রক্ষা করা।
4.       কালো বৃহস্পতিবারকাকে বলা হয় ? - 1929 খ্রিস্টাব্দের 24 অক্টোবর
5.       জারউপাধিটি সর্বপ্রথম কে ধারণ করেন ? - চতুর্থ আইভান।
6.       জারশব্দটি কোথা থেকে এসেছে? - সিজার শব্দ থেকে।
7.       নারোদকথার অর্থ কী? - জনগণ।
8.       নারোদনিককথাটি কোন শব্দ থেকে এসেছে ? - নারোদ শব্দ থেকে।
9.        প্রিটোরিয়া গার্ড কী ? - জার আমলের পুলিশ বাহিনী।
10.   বলশেভিকমেনশেভিকশব্দের অর্থ কী? - বলশেভিক শব্দের অর্থ সংখ্যাগরিষ্ঠ মেনশেভিক শব্দের অর্থ সংখ্যালঘিষ্ঠ।
11.   বিশ্বরাজনীতি তত্ত্বকে প্রচার করেছিলেন ? - জার্মান সম্রাট কাইজার উইলিয়াম
12.   রুশ বিপ্লবের জনককাকে বলা হয় ? - ভি আই লেনিন কে।
13.   রুশ সমাজতন্ত্রবাদের জনক’ বলা হয় কাকে? - জর্জ প্লেখানভকে।
14.   সোভিয়েতকী ? - পূর্বতন রাশিয়ার সাধারণ মানুষদের নিয়ে গঠিত পরিষদ।
15.   1904-1905-এর রুশ-জাপান যুদ্ধে কার পরাজয় হয়েছিল ? - রাশিয়ার।
16.   1905 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের সময় রাশিয়ায় জার বা সম্রাট কে ছিলেন ? - দ্বিতীয়
17.   Peoples Observer (পিপলস অবজারভার) কী ? - নাতসি দলের মুখপত্রের নাম
18.   USSR-এর পুরো নাম কী ? - ইউনিয়ন অভ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক।
19.   অস্ট্রো-জার্মান দ্বিশক্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? - 1879 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
20.   আগাদির সংকট কবে সৃষ্টি হয়েছিল ? - 1911 খ্রিস্টাব্দে।
21.   আন্তর্জাতিক শান্তি হল কাপুরুষের স্বপ্ন’- উক্তিটি কার ? - ইটালির রাষ্ট্রপ্রধান মুসোলিনির।
22.   আমার সংগ্রাম (Mein kamf) কী ? -হিটলারের আত্মজীবনী।
23.   আলেকজান্ডার কেরেনস্কি কে ছিলেন ? - রুশ মেনশেভিক দলের নেতা।
24.   ইটালির কোন্ নেতাকেবিপজ্জনক বিপ্লবীবলা হত ? - মুসোলিনিকে।
25.   ইতিহাসের শ্রেষ্ঠ রাজনৈতিক বক্তাকাকে বলা হয় ? - হিটলারকে।
26.   ইস্ক্রা পত্রিকা সর্বপ্রথম কে প্রকাশ করেন ? - লেনিন।
27.   উড্রো উইলসন কে ছিলেন ? - আমেরিকার আটাশতম রাষ্ট্রপতি।
28.   এক জার, এক চার্চ, এক রাশিয়া এই ঘোষণাটি কোন্ রুশ জার ঘোষণা করেন ? - তৃতীয় আলেকজান্ডার।
29.   কত খ্রিস্টাব্দে রাশিয়ার সাফদের মুক্তি দেওয়া হয় ? - 1861 খ্রিস্টাব্দে।
30.   কবেত্রিশক্তি আঁতাত’ (Triple Entente) স্বাক্ষরিত হয় ? - 1907 খ্রিস্টাব্দে
31.   কবেত্রিশক্তি চুক্তি’ (Triple Alliance) স্বাক্ষরিত হয় ? - 1882 খ্রিস্টাব্দে।
32.   কবে ঐক্যবদ্ধ ইটালির জন্ম হয় ? - 1871 খ্রিস্টাব্দে।
33.   কবে মরক্কো সংকট সৃষ্টি হয়েছিল ? - 1905 খ্রিস্টাব্দে।
34.   কবে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয় ? - 1938 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর।
35.   কবে রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় ? - 1939 খ্রিস্টাব্দের 23 আগস্ট।
36.   কবে ল্যাটেরান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ? - 1929 খ্রিস্টাব্দে।
37.   কবে হিটলার নিজেকেফুয়েরার হিসেবে ঘোষণা করেছিলেন ? - 1934 খ্রিস্টাব্দে।
38.   কাকেমুক্তিদাতা জারবলা হয় ? - দ্বিতীয় আলেকজান্ডারকে।
39.   কাদের মধ্যে ত্রিশক্তি আঁতাত স্বাক্ষরিত হয় ? - ফ্রান্স, ইংল্যান্ড রাশিয়ার মধ্যে।
40.   কাদের মধ্যে ত্রিশক্তি চুক্তি (Triple Alliance) স্বাক্ষরিত হয় ? - জার্মানি, অস্ট্রিয়া ইটালির মধ্যে।
41.   কাদের মধ্যে ব্রেস্টলিটভস্কের সন্ধি স্বাক্ষরিত হয় ? - জার্মানি রাশিয়ার মধ্যে।
42.   কার নেতৃত্বে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ? - ফ্রেডরিক ইবার্টের নেতৃত্বে।
43.   কে 1870-1914 পর্যন্ত সময়কালকে সশস্ত্র শান্তির যুগ বলেছেন? - ঐতিহাসিক কেটেলবি।
44.   কে 1905-এর বিপ্লবকে 1917-এর বিপ্লবের মহড়াবলেছেন? - ট্রটস্কি বলেছেন।
45.   কে ফ্যাসিস্ট দল গড়ে তুলেছিলেন ? - বেনিটো মুসোলিনি।
46.   কে ফ্রান্সকেজার্মানির চিরশত্রুআখ্যা দিয়েছিলেন ? - অ্যাডলফ হিটলার।
47.   কে বাইবেল সোসাইটি প্রতিষ্ঠা করেন ? - প্রথম আলেকজান্ডার।
48.   কে ভার্সাই সন্ধিকেমৃত্যু পরিকল্পনাবলেছেন? - ফিলিপ শিডম্যান।
49.   কে ভার্সাই সন্ধিকেমৃত্যু পরিকল্পনাবলেছেন? - ফিলিপ শিডম্যান।
50.   কে, কোথায় কডিলো নামে পরিচিত ছিলেন ? - ফ্রাংকো, ইংল্যান্ডে।
51.   কোন আইন দ্বারা রাশিয়ার সারা মুক্তি পায় ? - এডিক্ট অভ ইমানসিপেসন।
52.   কোন ঘটনাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ? - সেরাজেভো হত্যাকাণ্ডকে
53.   কোন বিপ্লবকে 1917-এর বিপ্লবেরড্রেস রিহার্সাল বলা হয় ? - 1905-এর রুশ বিপ্লব।
54.   কোন সংস্থা গঠন করা হয় ? - জাতিসংঘ।
55.   কোন্ কোন দেশের মধ্যে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ? - ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ইটালির মধ্যে।
56.   কোন্ কোন্ দেশ নিয়ে কেন্দ্রীয় শক্তি গড়ে উঠেছিল ? - জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, বুলগেরিয়া নিয়ে।
57.   কোন্ কোন্ দেশ মিলে মিত্রশক্তি গঠিত হয়েছিল ? - ইটালি, জাপান, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা রাশিয়া।
58.   কোন্ গ্রন্থটিকেনাতসিবাদের বাইবেলবলা হয় ? উত্তর Mein Kamf
59.   কোন্ জারের আমলে রাশিয়ায় ডেকাব্রিস্ট আন্দোলন শুরু হয় ? - প্রথম নিকোলাস।
60.   কোন্ সময় থেকে ইউরোপে মহামন্দা কাটতে থাকে ? - 1933 খ্রিস্টাব্দ থেকে।
61.   কোন্ সময় রাশিয়ায় নারোদনিক আন্দোলন শুরু হয় ? - 1870-এর দশক।
62.   গুস্তাভ স্ট্রেসম্যান কে ছিলেন ? - পূর্বতন জার্মানির প্রেসিডেন্ট।
63.   গোয়েবলস কে ছিলেন ? - নাতসি দলের প্রচার সচিব।
64.   জাতিসংঘের উদ্যোগে জেনেভাতে কবে নিরস্ত্রীকরণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ? - 1932-33 খ্রিস্টাব্দে।
65.   জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ? - স্যার এরিক ডুমন্ড।
66.   জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ?- স্যার এরিক ডুমন্ড।
67.   জাপান কবে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে ? - 1915 খ্রিস্টাব্দে জার্মানির বিরুদ্ধে
68.   জার্মানির জাতীয় সংগীত কোনটি ? - ভাগনার রচিতজাগ্রত জার্মানি।
69.   জার্মানির পক্ষ থেকে কে ভার্সাই সন্ধি স্বাক্ষর করেছিলেন ? - ফ্রেডরিক ইবার্ট।
70.   ডুমা কী ? - রাশিয়ার আইনসভার নিম্নকক্ষ।
71.   তৃতীয় ভিক্টর ইমানুয়েল কে ছিলেন ? - ইটালির সম্রাট।
72.   দ্বিতীয় নিকোলাস কবে ক্ষমতাচ্যুত হন? - 14 মার্চ, 1917 খ্রিস্টাব্দে।
73.   নভেম্বর বিপ্লবের নায়ক কে ছিলেন ? - ভি আই লেনিন।
74.   নাতসি দলের প্রতীক কী ছিল ? - স্বস্তিকা চিহ্ন।
75.   নারদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ? - আলেকজান্ডার হার্জেন
76.   প্রথম বিশ্বযুদ্ধে কোন পক্ষ জয়ী হয় ? উত্তর মিত্রপক্ষ জয়ী হয়।
77.   প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি কবে আত্মসমর্পণ করে ? - 1918-এর 11 নভেম্বর।
78.   প্রথম বিশ্বযুদ্ধের পর অস্ট্রিয়া থেকে কোন রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে ? - হাঙ্গেরির আত্মপ্রকাশ ঘটে।
79.   প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তিরক্ষার জন্য
80.   প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তিরক্ষার জন্য কোন সংস্থা গঠন করা হয় ? - জাতিসংঘ।
81.   প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল - 1914-1918 খ্রিস্টাব্দ পর্যন্ত।
82.   প্রাভদা পত্রিকাটি কোন রুশ দলের মুখপত্র ছিল ? - বলশেভিক দল।
83.   ফাদার অ্যান্ড সন্স গ্রন্থের লেখক কে? - তুর্গেনিভ।
84.   ফ্যাসিস্টশব্দটির অর্থ কী ? - দড়ি বাঁধা কাষ্ঠদণ্ড।
85.   ফ্রাংকো কে ছিলেন ? - স্পেনের গৃহযুদ্ধের নায়ক।
86.   ফ্রাংকোর নেতৃত্বে গঠিত রাজনৈতিক দলটির নাম কী ? - ফ্যালঙ্গিস্ট।
87.   বিশ্বব্যাপী মহামন্দার সূত্রপাত কোন্ বছর হয়েছিল ? - 1929 খ্রিস্টাব্দে।
88.   বিশ্বব্যাপী মহামন্দার সূত্রপাত কোন্ বছর হয়েছিল ? - 1929 খ্রিস্টাব্দে।
89.   বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি ? - সোভিয়েত রাশিয়া।
90.   বেনিটো মসসালিনি কে ছিলেন ? - ইটালির ফ্যাসিস্ট শাসক।
91.   ব্রেস্টলিটভস্কের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ? - 1918 খ্রিস্টাব্দের মার্চ মাসে।
92.   মরক্কো দেশটি কার উপনিবেশ ছিল ? - ফ্রান্সের উপনিবেশ ছিল।
93.   মাদার উপন্যাসটি কার লেখা ? - রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির
94.   মিউনিখ চুক্তিকে কে সম্মানজনক চুক্তি বলেছিলেন ? - চেম্বারলেন।
95.   মিউনিখ চুক্তির দ্বারা হিটলার কোন অঞ্চল জয়ের অধিকার পায় ? - চেকোশ্লোভাকিয়ার সুদেতান অঞ্চল।
96.   মুসসালিনি কবে আবিসিনিয়া আক্রমণ করেন ? - 1935 খ্রিস্টাব্দে।
97.   মুসোলিনি কবেমার্চ অন রোমবা রোম অভিযান করেছিলেন ? - 2 অক্টোবর 1922
98.   মেই ক্যাম্ফ বা আমার সংগ্রাম (Mein kamf) কার লেখা ? - হিটলারের লেখা।
99.   রক্তাক্ত রবিবারের ঘটনা কবে ঘটেছিল ? - 1905-এর 22 জানুয়ারি।
100.   রানি আলেকজান্দ্রিয়া কে ছিলেন ? - জার্মান বংশীয় রাজকন্যা দ্বিতীয় নিকোলাসের পত্নী।
101.   রাশিয়াতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (Social Democratic Party) কবে গঠিত হয় ? - 1898 খ্রিস্টাব্দে।
102.   রাশিয়ায় কবে জার শাসনের অবসান হয় ? - 1917 খ্রিস্টাব্দে।
103.   রাশিয়ায় কে লাল ফৌজ গঠন করেন ? - লিয়ো ট্রটস্কি।
104.   রাশিয়ায় গৃহযুদ্ধ কবে হয় ? - 1918-1921 খ্রিস্টাব্দে।
105.   রাশিয়ার কোন্ সম্রাট নারোদনিক আন্দোলনকারীদের হাতে নিহত হন ? - দ্বিতীয় আলেকজান্ডার।
106.   রাশিয়ার জাররা কোন বংশের শাসক ছিলেন ? - রোমানভ বংশ।
107.   রাশিয়ার রোমানভ বংশীয় রাজারা কত বছর রাজত্ব করেন ? - 300 বছর।
108.   রাশিয়ার রোমানভ বংশের প্রথম রাজা কে ? - মিখাইল রোমানভ।
109.   রাশিয়ার শেষ জার কে ছিলেন ? - দ্বিতীয় নিকোলাস।
110.   রাসপুতিন কে ছিলেন ? - রানি আলেকজান্দ্রিয়ার পরামর্শদাতা এবং ভণ্ড সাধু।
111.   রুশ বিপ্লবের -টি পর্যায় ছিল ?- তিনটি পর্যায় ছিল।
112.   রোম-বার্লিন-টোকিয়ো অক্ষচুক্তি কবে স্বাক্ষরিত হয় ? - 1937 খ্রিস্টাব্দে।
113.   লফৎওয়াফ কী ? - জার্মানির বিমানবাহিনী।
114.   লিয়ো টলস্টয় কে ছিলেন? - রুশ সাহিত্যিক।
115.   লেনিনের পুরো নাম কী ? - ভাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন।
116.   লেবেন্সরাউম কী ? - ইউরোপে হিটলার কর্তৃক জার্মান জাতির বাসস্থান গড়ে তোলার নীতি
117.   শুটস স্টাফলেন কী ? উত্তর হিটলারের যে-সেনাদল কালো রঙের পোশাক পরত
118.   সেডানের যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়েছিল ? উত্তর 1870 খ্রিস্টাব্দে।
119.   সেরাজেভো হত্যাকাণ্ড কবে ঘটেছিল ? - 1914 খ্রিস্টাব্দের 28 জুন।
120.   সোভিয়েত রাশিয়ার (USSR) জন্ম হয় কবে ? - 1924 খ্রিস্টাব্দে।
121.   সোশ্যাল ডেমোক্রেটিক দল কবে, কী নামে দ্বিধাবিভক্ত হয় ? - 1903 খ্রিস্টাব্দে, বলশেভিক মেনশেভিক।।
122.   স্টর্ম ট্রুপার্স (Storm troopers) কী ? - হিটলারের আধাসামরিক ঝটিকা বাহিনী।
123.   স্পেনের গৃহযুদ্ধকে কেদ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলেছেন ? - ঐতিহাসিক ল্যাংসাম।
124.   স্পেনের গৃহযুদ্ধে কে জয়ী হয়েছিল ? - ফ্রাংকো।
125.   স্পেনের গৃহযুদ্ধের কবে অবসান হয় ? - 1939 খ্রিস্টাব্দে।
126.   হাইলেসেলসি কে ছিলেন ? - আবিসিনিয়া, বর্তমান ইথিয়োপিয়ার শাসক।
127.   হার্বার্ট ক্লার্ক ইভার কে ছিলেন ? - আমেরিকার পূর্বতন রাষ্ট্রপতি।
128.   হিটলার কবে অস্ট্রিয়া জয় করেন ? - 1938 খ্রিস্টাব্দে।
129.   হিটলার কবে রাইন অঞ্চল জয় করেন ? - 1936 খ্রিস্টাব্দে।
130.   হিটলারের অস্ট্রিয়া জয় কী নামে পরিচিত? - আনশ্লস বা নিবিড় সংযুক্তি।
131.   হিটলারের গুপ্ত পুলিশ বাহিনীর নাম কী ছিল? - গেস্টাপো।
132.   হিটলারের সময়ে জার্মানিতে ইহুদি বিতাড়নের নেতৃত্ব কে দিয়েছিলেন ? - আইখম্যান
133.   হিডেনবার্গ কে ছিলেন ? - জার্মান রাষ্ট্রপতি।

পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর















একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top