নবম শ্রেনী- ষষ্ঠ অধ্যায় Part-3
১ মার্কের প্রশ্ন ও উত্তর
1.
‘‘পৃথিবীতে
গণতন্ত্রকে নির্বিঘ্ন করে তুলতে হবে” উক্তিটি কার? - মার্কিন রাষ্ট্রপতি
উড্রো উইলসন-এর।
2.
‘অ্যান্টি
কমিন্টার্ন প্যাক্ট’ কবে স্বাক্ষরিত হয় ? - 1936 খ্রিস্টাব্দে (25 নভেম্বর)।
3.
‘অ্যান্টি
কমিন্টার্ন প্যাক্ট’ কাদের মধ্যে হয় ? - জার্মানি ও জাপানের মধ্যে।
4.
‘ওয়ারশ
চুক্তি’ কাদের মধ্যে হয় ? - রাশিয়া ও
পূর্ব ইউরোপের সাম্যবাদী দেশগুলির মধ্যে।
5.
‘ডি
ডে’ কী ? - মিত্রপক্ষের ফ্রান্স
আক্রমণকে
6.
‘তৃতীয়
রাইখ’ কী ? - হিটলারের ভাষায়
বৃহৎ জার্মান সাম্রাজ্য।
7.
‘পোটসডাম
সম্মেলন কবে হয়েছিল ? - 17 জুলাই 1945 খ্রিস্টাব্দ।
8.
‘ফ্যাঙ্কেস’
শব্দের অর্থ কী ? - প্রাচীন রোমের প্রধান ম্যাজিস্ট্রেটদের অনুচরবৃন্দ।
9.
‘রোম-বার্লিন-টোকিয়ো চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? - 1937 খ্রিস্টাব্দে।
10.
‘লুফৎওয়াফ’
কী ? - হিটলারের জার্মান বিমানবাহিনী
11.
‘লেন্ড
লিজ আইন কে ঘোষণা করেন
? - মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট।
12.
‘লেন্ড
লিজ’ আইন কী ? - মার্কিন যুক্তরাষ্ট্র
কর্তৃক গণতান্ত্রিক দেশগুলিকে অস্ত্র সাহায্য আইন।
13.
“আন্তর্জাতিক
শান্তি কাপুরুষের স্বপ্ন”—এ কথা কে
বলেছেন ? - মুসোলিনি।
14.
1932-33 খ্রিস্টাব্দে
নিরস্ত্রীকরণ সম্মেলন কোথায় হয়েছিল ? - জেনেভাতে।
15.
CENTO-র
পুরো কথা কী ?- সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন।
16.
NATO কবে
গঠিত হয় ? - 1949 খ্রিস্টাব্দে।
17.
NATO-র
পুরো কথা কী ? - নর্থ আটলান্টিক
ট্রিটি অর্গানাইজেশন।
18.
SEATO-র
পুরো কথা কী ? - সাউথ ইস্ট
এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন।
19.
অক্ষশক্তির
অন্তর্ভুক্ত প্রধান দেশগুলির নাম - জার্মানি, ইটালি
ও জাপান।
20.
আনশ্লস
বলতে কী বোঝো? -
জার্মানি কর্তৃক অস্ট্রিয়া দখল
21.
আবিসিনিয়ার
বর্তমান নাম কী ? - ইথিয়োপিয়া।
22.
ইউরোপে
কে ‘মরুভূমির শৃগাল’ নামে পরিচিত ছিলেন ? - জার্মান সেনাপতি
রোমেল।
23.
ইউরোপের
কোন রাষ্ট্রনায়ককে ‘তৃতীয় বিসমার্ক বলা হত ? - হিটলারকে।
24.
ইউরোপের
বিজয় দিবস কী নামে পরিচিত
? - ‘ভি ই ডে’
নামে পরিচিত।
25.
ইটালি
কবে ‘অ্যান্টি কমিন্টার্ন প্যাক্ট’-এ যোগ দেয়
? - 1937 খ্রিস্টাব্দে।
26.
ইটালি
কবে আত্মসমর্পণ করে ? - 1943 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে।
27.
ইটালি
কবে আবিসিনিয়া আক্রমণ করে ? উত্তর 1935 খ্রিস্টাব্দে।
28.
কখন
ঠান্ডাযুদ্ধের সূচনা হয় ? - দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর।
29.
কত
খ্রিস্টাব্দে ইতালীয় পূর্ব-আফ্রিকা গঠিত হয় ? - 1935 খ্রিস্টাব্দে।
30.
কবে
হিরোসিমা ও নাগাসাকি শহরে
বোমা নিক্ষেপ করা হয় ? - 1945 খ্রিস্টাব্দের 6 ও 9 আগস্ট।
31.
কার
উদ্যোগে জেনেভাতে নিরস্ত্রীকরণ সম্মেলন হয়েছিল ? - জাতিসংঘের
32.
কার
নেতৃত্বে জার্মান সেনাদল অপারেশন বারবারোসা শুরু করে ? - হিটলারের নেতৃত্বে।
33.
কে
ইতিহাসে কমিউনিস্ট জার’ নামে খ্যাত? - জোসেফ স্ট্যালিন।
34.
কোন
চুক্তি দ্বারা জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী করা হয় ? - ভার্সাই চুক্তি
(1919 খ্রিস্টাব্দ)।
35.
কোন
যুদ্ধকে ‘হিটলারের যুদ্ধ’ বলে অভিহিত করা হয় ? - দ্বিতীয় বিশ্বযুদ্ধকে।
36.
কোন
যুদ্ধবিমান দ্বারা আমেরিকা জাপানে পরমাণু বোমা নিক্ষেপ করে ? - এনোলাগে
37.
কোন্
ঘটনাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে ? - পার্ল হারবারের
ওপর জাপানের আক্রমণ
38.
কোন্
দিনটি হিরোসিমা দিবস হিসেবে পালিত হয় ? - 6 আগস্ট।
39.
কোন্
দিনটিকে “ডি ডে’ বলা
হয় ? - 1944 খ্রিস্টাব্দের 6 জুন।
40.
কোন্
দিনটিকে ইউরোপের বিজয় দিবস বলা হয় ? - 1945 খ্রিস্টাব্দের ৪ মে।
41.
কোন্ দেশ জাপানের হিরোসিমা ও নাগাসাকি শহরে
অ্যাটম বোমা নিক্ষেপ করে ? - মার্কিন যুক্তরাষ্ট্র।
42.
ক্যাশ
অ্যান্ড ক্যারি’ কী ? - আমেরিকার অর্থের
বিনিময়ে যুদ্ধের উপকরণ সরবরাহের নীতি।
43.
জাতিসংঘ
প্রতিষ্ঠিত হয় কবে ? - 28 এপ্রিল, 1919 খ্রিস্টাব্দে।
44.
জাতিসংঘের
প্রথম অধিবেশন বসে কবে ? - 10 জানুয়ারি, 1920 খ্রিস্টাব্দে।
45.
জাতিসংঘের
শেষ অধিবেশন হয় কবে? - 1946 খ্রিস্টাব্দে।
46.
জাপান
কবে পার্ল হারবার আক্রমণ করে ? - 1941 খ্রিস্টাব্দে।
47.
জাপান
কবে মারিয়া আক্রমণ ও দখল করে
? - 1931 খ্রিস্টাব্দে।
48.
জার্মানরা
কোন জাতি থেকে উদ্ভূত ? - টিউটনিক জাতি।
49.
জার্মানি
কবে জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করে নেয় ? - 14 অক্টোবর, 1933
50.
জার্মানি
কবে নরওয়ে দখল করেছিল ? - 1940 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে।
51.
জার্মানি
কবে পোল্যান্ড আক্রমণ করেছিল ? - 1939-এর 1 সেপ্টেম্বর।
52.
জার্মানি
কর্তৃক অস্ট্রিয়া আক্রমণের সাংকেতিক নাম কী ছিল ? - প্ল্যান অটো।
53.
জার্মানি
কর্তৃক ইংল্যান্ড আক্রমণের সাংকেতিক নাম কী ছিল ? - অপারেশন সি
লায়ন (সিন্ধুঘোটক অভিযান)।
54.
জার্মানি
কর্তৃক পোল্যান্ড আক্রমণের সাংকেতিক নাম কী ছিল ? -
শ্বেত অভিযান।
55.
জার্মানি
কর্তৃক রাশিয়া আক্রমণের সাংকেতিক নাম কী ছিল ? - অপারেশন বারবারোসা।
56.
জার্মানি
কর্তৃক হল্যান্ড, বেলজিয়াম ও লুক্সেমবার্গ অভিযানের সাংকেতিক নাম
কী ছিল ? - প্ল্যান ইয়োলো।
57.
তোষণনীতির
প্রবক্তা কে ছিলেন ?- ব্রিটিশ
প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেন।
58.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে কবে শুরু হয়েছিল ? - 1939-এর 3 সেপ্টেম্বর।
59.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধ কতদিন ধরে চলেছিল ? - 6 বছর
60.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধে নিহত মানুষের সংখ্যা কত ছিল? - প্রায়
5 কোটি।
61.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধের অবসান কবে ঘটে ? - 1945 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর।
62.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধের পর ‘গণতন্ত্রের অস্ত্রাগার’ বলা হতকোন্ দেশকে ? - মার্কিন যুক্তরাষ্ট্রকে।
63.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল ? -
জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ।
64.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধের ফলে কাদের মধ্যে শক্তি ও মর্যাদা বৃদ্ধি
পেয়েছিল ? - আমেরিকা ও
রাশিয়া।
65.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপ্রধান কে ছিলেন ? -
জোসেফ স্ট্যালিন।
66.
নাতসিবাদ
কোন্ দেশে প্রতিষ্ঠিত হয়েছিল ? - জার্মানিতে।
67.
নাতসিবাদের
প্রতিষ্ঠাতা কে ? - হিটলার।
68.
পোটসডাম
সম্মেলনের নেতৃবৃন্দ কারা ছিল ? - রাশিয়ার স্ট্যালিন,
আমেরিকার ট্রুম্যান ও ইংল্যান্ডের অটলি।
69.
ফুয়েরার
কাকে বলা হত ? - জার্মানির নাতসিবাদী
নেতা হিটলারকে।
70.
ফ্যাসিবাদের
প্রতিষ্ঠাতা কে ? - মুসোলিনি।
71.
বিশ্বব্যাপী
অর্থনৈতিক মন্দার সূচনা কবে হয় ? - 1929 খ্রিস্টাব্দে।
72.
ভার্সাই
চুক্তি কবে হয়েছিল ? - 1919 খ্রিস্টাব্দে।
73.
মার্কিন
যুক্তরাষ্ট্র কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে ? - ৪ ডিসেম্বর
1941
74.
মিউনিখ
চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? - 29 সেপ্টেম্বর, 1938।
75.
মিউনিখ
চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ? - ইংল্যান্ড ও
ফ্রান্সের সঙ্গে ইটালি ও জার্মানি।
76.
মিউনিখ
চুক্তির ফলে হিটলার কোন্ অঞ্চল দখল করে ? - চেকোশ্লোভাকিয়ার সুদেতান অঞ্চল।
77.
মিত্রপক্ষের
কোন দেশ জাতিসংঘের সদস্যপদ নেয়নি ? - মার্কিন যুক্তরাষ্ট্র।
78.
মিত্রশক্তির
অন্তর্ভুক্ত প্রধান দেশগুলির নাম - ফ্রান্স, ইংল্যান্ড,
রাশিয়া।
79.
মুসসালিনি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কোন্ কোন স্থান দখল করেন ? - আবিসিনিয়া, আলবেনিয়া।
80.
রাশিয়া
কবে ফিনল্যান্ড দখল করেছিল ? - 1939 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর।
81.
রাশিয়া
কবে বার্লিন দখল করেছিলেন ? - 1945-এর 2 মে।
82.
রাশিয়ার
বিরুদ্ধে কোন যুদ্ধে জার্মান বাহিনী পরাজিত হয় ? - স্ট্যালিনগ্রাদের যুদ্ধে (1942)।
83.
রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? - 1939 খ্রিস্টাব্দে।
84.
লেবেন্সরাউম
বলতে কী - হিটলার
প্রচারিত জার্মান জাতির বাসস্থান সংকুলান নীতি।
85.
সম্মিলিত
জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় ? - 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর।
86.
হাইলে
সেলাসি কে ছিলেন ? -
আবিসিনিয়ার শাসক।
87.
হিটলার
কবে আত্মহত্যা করেন ? - 1945 খ্রিস্টাব্দের 30 এপ্রিল।
88.
হিটলার
কবে রাইনল্যান্ড দখল করেন ? উত্তর 1936 খ্রিস্টাব্দে।
89.
হিটলার
কবে রাশিয়া আক্রমণ করে ? - 1941 খ্রিস্টাব্দের 22 জুন।
90.
হিটলার
কাকে দ্বিতীয় বিসমার্ক’ বলে অভিহিত করেন ? - জার্মানির পররাষ্ট্রমন্ত্রী
রিবেনট্রপ।
91.
হিটলার
কোন্ বন্দরের সঙ্গে যোগাযোগের জন্য পোলিশ করিডর দাবি করেন ? - ডানজিগ বন্দর।
92.
হিটলার
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কোন্ কোন্ স্থান দখল করে ? - রাইন ভূখণ্ড,
অস্ট্রিয়া, চেকোশ্লোভাকিয়া।
93.
হিটলারের
পোল্যান্ড আক্রমণের মূল কারণ কী ? - পোল্যান্ড হিটলারের
‘পোলিশ করিডর’ দাবি মেনে নেয়নি।
পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর
|