নবম শ্রেনী- ষষ্ঠ অধ্যায় Part-4
১ মার্কের প্রশ্ন ও উত্তর
1.
‘Without Victory, There is no Survival —উক্তিটি কার? - উইনস্টন চার্চিলের।
2.
‘অপারেশন
বারবারোসা’ কী? - জার্মানি কর্তৃক
রাশিয়া অভিযানের সাংকেতিক নাম
3.
‘আটলান্টিক
সনদ কবে স্বাক্ষরিত হয়?- ১৯৪১ খ্রিস্টাব্দের
আগস্ট মাসে
4.
‘এশিয়া
এশিয়াবাসীর জন্য এই ঘোষণা কোন্
দেশ করেছিল? - চিন ও
জাপান।
5.
‘গণতন্ত্রের
সামরিক কারখানা’ নামে কোন দেশ পরিচিত? - মার্কিন যুক্তরাষ্ট্র
6.
‘লেন্ড
লিজ আইন কবে পাস হয়? - ১৯৪১ খ্রিস্টাব্দের
মার্চ মাসে।
7.
‘হেরেনভ
তত্ত্ব কোন দেশ প্রচার করেছিল? - জার্মানি।
8.
১৯৪০
খ্রি: ২১ নভেম্বর ফরাসিরা
কার কাছে আত্মসমর্পণ করে? - জার্মানির কাছে।
9.
১৯৪১
খ্রিস্টাব্দের অক্টোবরে কে জাপানের প্রধানমন্ত্রী
হন ? - হিদেকি তোজো
10.
NATO-র
পুরো নাম কী?- North Atlantic Treaty
Organisation.
11.
SAARC এর
পুরা নাম কী? - South Asian Association
for Regional Co-operation
12.
UNRR-র
পুরো নাম কী ? - United Nations Relief
and Rehabilitation Administration.
13.
অক্ষশক্তি
নাতে কাদের বোঝায়? - জার্মানি-জাপান
ও ইটালির কমিন্টার্ন বিরোধী জোটকে।
14.
অক্ষশক্তি
বলতে কাদের বোঝায়?- জার্মানি-জাপান ও ইটালির কমিন্টার্ন
বিরোধী জোটকে
15.
অ্যাডলফ
হিটলার কোন্ দেশের ফুয়েরার ছিলেন? - জার্মানির
16.
আনশ্লস
কী? - জার্মানি কর্তৃক
অস্ট্রিয়ার সংযুক্তিকরণ
17.
ইঙ্গ-জার্মান নৌ-চুক্তি হিটলার
কবে সম্পাদন করেন? - ১৯৩৫ খ্রিস্টাব্দে
18.
ইঙ্গ-ফরাসি পক্ষ কবে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? - ১৯৩৯ খ্রিস্টাব্দের
৩ সেপ্টেম্বর
19.
ইঙ্গ-মার্কিন যুগ্মবাহিনী সিসিলি কবে দখল করে? - ১৯৪৩ খ্রিস্টাব্দের
জুলাই মাসে
20.
ইটালি
কবে লিবিয়া দখল করে? - ১৯৪০ খ্রিস্টাব্দে
21.
ইলদুচে’
উপাধি কার? - মুসোলিনির।
22.
উড়ন্ত
দুর্গ’ কী? - মার্কিন বি-29
বিমান।
23.
একটি
ব্রিটিশ যুদ্ধ জাহাজের নাম - কারেজার্স।
24.
এল
আলমেইনের যুদ্ধ কী? - ১৯৪২ খ্রিস্টাব্দের
অক্টোবর মাসে উত্তর আফ্রিকায় যে যুদ্ধ হয়
25.
ওয়ারশ
কার রাজধানী?- পোল্যান্ডের।
26.
কত
খ্রিস্টাব্দে ইটালি আবিসিনিয়া আক্রমণ করে? - ৩ অক্টোবর,
১৯৩৫ খ্রি:।
27.
কত
খ্রিস্টাব্দে জাপান লীগের সদস্যপদ ত্যাগ করে? - ১৯৩৩ খ্রিস্টাব্দে।
28.
কত
খ্রিস্টাব্দে ফ্রান্সের পতন হয়? - ২২ জুন,
১৯৪০ খ্রিস্টাব্দে।
29.
কত
খ্রিস্টাব্দে মিত্রবাহিনী রোম দখল করে? - ৪ জুন,
১৯৪৪ খ্রি:।
30.
কত
খ্রিস্টাব্দে হিটলার রাশিয়া আক্রমণ করেন? - ২২ জুন,
১৯৪১ খ্রিস্টাব্দে।
31.
কবে
ইউরোপে বিজয় দিবস (V.E. Day or Victory
in Europe Day) পালিত
হয়? - ১৯৪৫ খ্রিস্টাব্দের
৮ মে
32.
কবে
ট্রম্যান নীতি ঘোষণা করা হয়? - ১২ মার্চ, ১৯৪৭
খ্রিস্টাব্দে।
33.
কবে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়? - ১৯৪৫ খ্রি:
(সেপ্টেম্বর)।
34.
কাদের
সমর্থনে হিটলার বিনা যুদ্ধে সুদেতান অঞ্চল দখল করে? - ইংল্যান্ড ও
ফ্রান্সের।
35.
কার
নেতৃত্বে জার্মান সেনাদল অপারেশন বারবারোসা শুরু করে? - হিটলারের নেতৃত্বে।
36.
কে
দ্বিতীয় বিশ্বযুদ্ধকে হিটলারের যুদ্ধ’ বলেছেন? - ই-এল-উডওয়ার্ড।
37.
কোথায়
এবং কবে আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয়েছিল? - আটলান্টিক সাগরে
প্রিন্স অব ওয়েলস নামক
জাহাজে, আগস্ট, ১৯৪১।
38.
কোন
দিন ইঙ্গ-মার্কিন বাহিনী ইংলিশ চ্যানেল পার হয়ে ফ্রান্সের কোথায় অবতরণ করে? - ৬ জুন,
১৯৪৪ খ্রিস্টাব্দে
39.
কোন
দিনটিকে ডি-ডে বলা
হয়? - ৬ জুন,
১৯৪৪ খ্রিস্টাব্দ।
40.
কোন
যুদ্ধে ইটালি-জার্মান বাহিনী বিধ্বস্ত হয়?- এল-আলমিনের যুদ্ধে।
41.
কোন্
অঞ্চলকে কেন্দ্র করে জার্মান-চেক বিরোধ দেখা দেয় ? - সুদেতান
42.
কোন্
আইন বলে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে প্রচুর সমরোপকরণ দেয়? - লেন্ড লিজ
আইন
43.
কোন্
ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে পুবী রনাঙ্গণে টেনে এনেছিল? - রাশিয়াতে জার্মানির
ব্যর্থতা।
44.
কোন্
ঘটনাকে দৈত্য বামনের লড়াই বলা হয়েছে? - রাশিয়ার ফিনল্যান্ড
আক্রমণকে
45.
কোন্
দেশকে ‘গণতন্ত্রের ব্যুহ’(অস্ত্রাগার) বলা হয় ? - মার্কিন যুক্তরাস্ট্রকে।
46.
কোন্
ব্রিটিশ প্রধানমন্ত্রী নাতসি জার্মানিকে তোষণ করেন? - নেভিল চেম্বারলিন।
47.
কোন্
যুদ্ধে জার্মানি শেষ জয়লাভ করে? - বুলগের যুদ্ধে
48.
কোন্
যুদ্ধে জার্মানি শেষ জয়লাভ করে? - বুলগের যুদ্ধে।
49.
কোন্
রুশ সেনাপতি কোন্ যুদ্ধে জার্মানদের পরাস্ত করে? - মার্শাল ঝুকভ।
50.
কোন্
সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয়? - ভার্সাই সন্ধিকে
51.
ক্যাশ
অ্যান্ড ক্যারি’ নীতি কোন্ দেশগ্রহণ করে? - মার্কিন যুক্তরাষ্ট্র।
52.
ক্রিয়া
পদ্ধতির প্রথম প্রয়োগ দেখা যায় কীসের ওপর? – র্যাডার বা
বোমা দর্শন ব্যবস্থায়।
53.
ক্রিয়াপদ্ধতির
প্রথম প্রয়োগ দেখা যায় কীসের ওপর? – র্যাডার বোমা দর্শন ব্যবস্থায়
54.
গোয়েবলস
কে ছিলেন? - হিটলারের প্রচারসচিব
55.
চার্চিল
কোন্ গ্রন্থে নাতসি আগ্রাসনের কথা উল্লেখ করেন? - ‘গ্যাদারিং স্টম’
56.
জাপান
কবে সিঙ্গাপুর দখল করে ? - ১৯৪২ খ্রিস্টাব্দের
ফেব্রুয়ারি মাসে
57.
জাপান
কোন্ কোন্ ডাচ উপনিবেশ দখল করে? - সুমাত্রা, জাভা,
বালি প্রভৃতি।
58.
জাপান
কোন্ কোন্ ব্রিটিশ রণতরীকে ডুবিয়ে দেয়?- প্রিন্স অব ওয়েলস ও
রিপালস্।
59.
জাপান
কোন্ ব্রিটিশ নৌঘাঁটি ধ্বংস করে? - সিঙ্গাপুর।
60.
জাপান
কোন্ ব্রিটিশ যুদ্ধ জাহাজকে ডুবিয়ে দেয়? - প্রিন্স অব
ওয়েলস
61.
জাপান
প্রশান্ত মহাসাগরে কোন্ মার্কিন নৌ ঘাঁটি আক্রমণ
করে? - পার্ল হারবার
62.
জাপান
মারিয়া দখল করে কী নামকরণ করেন?
- মাঞকুয়ো।
63.
জাপানের
কোন্ কোন্ শহরে আণবিক বোমা ফেলা হয়? - হিরোশিমা ও
নাগাসাকি শহরে।
64.
জার্মান
ডুবো জাহাজ কোন্ কোন্ ব্রিটিশ রণতরী ডুবিয়ে দেয়? - কারেজার্স, রয়্যাল ওক।
65.
জার্মানি
কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করে? - ৭ মে,
১৯৪৫ খ্রিস্টাব্দে।
66.
জার্মানি
কবে ব্রিটেনের বিরুদ্ধে বিমান অভিযান শুরু করে? - ৮ আগস্ট,
১৯৪০ খ্রিস্টাব্দে।
67.
জার্মানি
কবে রাশিয়া আক্রমণ করেছিল? - ১৯৪১ খ্রিস্টাব্দের
২২ জুন।
68.
জার্মানি
কর্তৃক কোন্ দেশ আক্রমণ করার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? - পোল্যান্ড
69.
জার্মানি
জাতিসংঘের সদস্যপদ কবে ত্যাগ করে?- ১৯৩৩ খ্রিস্টাব্দের ১৪ অক্টোবর।
70.
জার্মানির
সঙ্গে অস্ট্রিয়ার সংযুক্তিকরণ কবে হয়? - ১৯৩৮ খ্রিস্টাব্দের
১৪ মার্চ।
71.
ট্রেঞ্জ
কৌশল কী? - মাটির নীচে
দুর্গ করে যুদ্ধ করার কৌশল
72.
ডি.
ডে (D. Day) কথার অর্থ কী? - মুক্তি দিবস।
73.
তুরস্ক
জার্মানির সঙ্গে কবে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে?- ১৯৪১ খ্রিস্টাব্দে
74.
দালাদিয়ের
কে ছিলেন? - ফরাসি প্রধানমন্ত্রী।
75.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধ কালে গৌরবময় মুহূর্তের (Finest hour) জন্য কে আহ্বান করেন?
- উইনস্টন চার্চিল।
76.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধকালে আন্তর্জাতিকতাবাদের প্রসারে কোন্ কোন্ দেশ সচেষ্ট হয়েছিল? - ইংল্যান্ড ও
মার্কিন যুক্তরাষ্ট্র
77.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধকালে ইংল্যান্ডের প্রধানমঞ্জ কে ছিলেন? -
উইনস্টন চার্চিল।
78.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধকালে ইটালির রাজা কে ছিলেন? -
ভিক্টর তৃতীয় ইমান্যুয়েল।
79.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধকালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কে ছিলেন? -
এফ. ডি. রুজভেল্ট।
80.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধে কোন্ কোন্ দেশ পরমাণু বোমা ব্যবহার করে? - মার্কিন যুক্তরাষ্ট্র,
জাপান।
81.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধে কোন্ দেশ ‘পোড়ামাটি নীতি’ নিয়ে ছিল? - রাশিয়া।
82.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধের আগে একটি গণতান্ত্রিক আদর্শ প্রবর্তিত রাষ্ট্রের নাম - চেকোশ্লোভাকিয়া।
83.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধের সূচনায় ফ্রান্সে কোন মন্ত্রীসভা ছিল? - পল রেনদ
84.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল ছিল কতদিন ? - ৬ বছর
(২১৯৪ দিন)।
85.
দ্য
গল কে ছিলেন? - ফ্রান্সের
পতনের পর লন্ডনে যে
স্বাধীন ফরাসি সরকার গঠিত হয় তার প্রধান
86.
নাতসি
দলের পররাষ্ট্র নীতি সম্পর্কে একটি উৎস-বই এর নাম
- হিটলারের রচিত ‘মাইন ক্যাম্ফ’ বা ন্যাতসি বাইবেল।।
87.
ন্যাটো
(NATO) কত সালে গঠিত হয়?- ১৯৪৯ খ্রিস্টাব্দে।
88.
প্রথম
বিশ্বযুদ্ধের পর ইউরোপে ‘গণতন্ত্রের
মড়ক’ দেখা দেয়—উক্তিটি কার? - ঐতিহাসিক গ্যাথর্ন
হার্ডি।
89.
ফরাসি-জার্মান যুদ্ধবিরতি কবে স্বাক্ষরিত হয়? - ১৯৪০ খ্রিস্টাব্দের
২১ জুন
90.
ফুয়েরার
কথার অর্থ কী? - সর্বোচ্চ নেতা।
91.
ফ্রান্সে
প্রধানমন্ত্রী রেনদ-এর স্থলাভিষিক্ত কে
হন? - জার্মানির অনুগত
ফিলিপ পেতা।
92.
বেনিটো
মুসোলিনি কোন্ দেশের একনায়ক ছিলেন? - ইটালির
93.
ব্যারণ
তানাকা কে ছিলেন? -
জাপানের সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী।
94.
ভন
সুশনিগ কে ছিলেন? -
অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী
95.
ভারতের
কোথায় জাপানিরা হানা দেয়? - আরাকান ও
মনিপুর সীমান্তে
96.
মরুভূমির
শেয়াল’ (Desert Fox)
নামে কে পরিচিত ছিলেন
? - জার্মান সেনাপতি রোমেলকে
97.
মলোটভ
কে ছিলেন? - রুশ পররাষ্ট্রমন্ত্রী।
98.
মারিয়া
কোন্ দেশের অংশ ছিল? - চিনের।
99.
মারিয়া
দখলের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? -
ইনুকাই।
100.
মার্কিন
যুক্তরাষ্ট্র কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে?- ১৯৪১ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে
101.
মার্শাল
পরিকল্পনা কবে ঘোষণা করা হয়? - ৫ জুন
১৯৪৭ খ্রিস্টাব্দে।
102.
মার্শাল
পরিকল্পনা কে ঘোষণা করেন?
- স্যার জন মার্শাল।
103.
মিউনিখ
চুক্তিকে কে প্রথম সারির
বিপর্যয় বলে উল্লেখ করেছেন? - উইনস্টন চার্চিল।
104.
মিউনিখ
চুক্তির ফলে হিটলার কোন্ অঞ্চল দখল করে ? - চেকোশ্লোভাকিয়ার সুদেতান অঞ্চল।।
105.
মিত্রশক্তির
প্রধান সেনাপতির নাম কী ছিল? -
অথিজান হাওয়ার।
106.
ম্যাজিনো
লাইন কী? - জার্মান সীমান্তে
ফ্রান্সের দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা।
107.
রবীন্দ্রনাথ
তাঁর কোন্ প্রবন্ধে উগ্রজাতীয়তাবাদের সমালোচনা করেছেন? - সভ্যতার সংকট।
108.
রাশিয়া
কবে লিগের সদস্যপদ ত্যাগ করে? - ১৯৩৯ খ্রিস্টাব্দে।
109.
রাশিয়া
কবে লিগের সদস্যপদ লাভ করে? - ১৯৩৪ খ্রি:।
110.
রাশিয়ার
কোথায় জার্মান বাহিনীর পরাজয় ঘটে ? -স্ট্যালিনগ্রাদের যুদ্ধে।
111.
রিবেনট্রপ
কে ছিলেন? - জার্মান পররাষ্ট্রমন্ত্রী।
112.
রুশ
বাহিনী কবে বার্লিন দখল করে? - ২ মে
১৯৪৫ খ্রিস্টাব্দে।
113.
রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? - ২৩ আগস্ট,
১৯৩৯ খ্রিস্টাব্দে
114.
রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি কবে স্বাক্ষরিত হয়? - ১৯৩৭ খ্রিস্টাব্দে
115.
লুফৎওয়া
কী? - জার্মানির জঙ্গি
বিমান বাহিনী
116.
লেনিনগ্রাদ
সোভিয়েত রাশিয়ার কোন জারের রাজধানী ছিল ? - পিটার দ্য
গ্রেট-এর।
117.
লেনিনগ্রাদের
অবরোধ কতদিন ধরে চলেছিল? - ৮ সেপ্টেম্বর
১৯৪১ খ্রি: থেকে দীর্ঘ ৯০০-দিন ধরে।
118.
শাশ্বত
যুদ্ধেই মানুষ মহান হয়েছে, শাশ্বতর শান্তিতেই তার বিনাশ ঘটবে’— উক্তিটি কার? - অ্যাডলফ হিটলারের।
119.
সম্মিলিত
জাতিপুঞ্জ কবে গঠিত হয়? - ২৪ অক্টোবর, ১৯৪৫ খ্রিস্টাব্দে।
120.
সার্ক
এর জন্ম কত খ্রিস্টাব্দে হয়?
- ১৯৮৫ খ্রিস্টাব্দে।
121.
সার্কভুক্ত দেশের সংখ্যা কয়টি? - ৭ টি
122.
সোভিয়েত
রাশিয়া কবে মারিয়া আক্রমণ করে? - ১৯৪৫ খ্রিস্টাব্দের
৮ আগস্ট।
123.
স্টালিনগ্রাডের
যুদ্ধে পরাজিত হয়ে কোন জার্মান সেনাপতি রাশিয়ার নিকট আত্মসমর্পণ করে? - পলুস (পাউলাস)
124.
স্ট্যালিনগ্রাডের
যুদ্ধ কত দিন ধরে
চলেছিল?- ১৭ জুলাই, ১৯৪২
খ্রি: থেকে ২২ ফেব্রুয়ারি, ১৯৪৩
খ্রি: পর্যন্ত।
125.
হিটলার
কবে আত্মহত্যা করেন? - ১৯৪৫ খ্রিস্টাব্দের
৩০ এপ্রিল
126.
হিটলার
কবে পোল্যান্ড আক্রমণ করেন? - ১৯৩৯ খ্রিস্টাব্দের
১ সেপ্টেম্বর।
127.
হিটলার
কবে পোল্যান্ডের সঙ্গে অনাক্রমণ চুক্তি করেন?- ১৯৩৪ খ্রিস্টাব্দে
128.
হিটলার
রাইন অঞ্চলে কবে সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন? - ১৯৩৬ খ্রিস্টাব্দের
৭ মার্চ
129.
হিটলার
লিথুয়ানিয়ার কোন্ বন্দর দখল করেন? - লিথুয়ানিয়ার মেমেল
130.
হিটলার
সমগ্ৰ চেকোশ্লোভাকিয়া কবে দখল করেন? - ১৯৩৯ খ্রিস্টাব্দের
১৫ মার্চ
131.
হিটলারের
কোন অভিযান সমুদ্র সিংহ অভিযান নামে খ্যাত? - ইংল্যান্ড অভিযানের
সাংকেতিক নাম।
132.
হিটলারের
কোন্ অভিযান শ্বেত অভিযান (Operation white) নামে পরিচিত? - পোল্যান্ড অভিযান
133.
হিটলারের
গুপ্ত পুলিশ বাহিনীর নাম কী ছিল? -
গেস্টাপো।
134.
হিরোশিমায়
আমেরিকা কবে পারমাণবিক বোমা নিক্ষেপ করে? - ১৯৪৫ খ্রিস্টাব্দের
৬ আগস্ট ।
135.
হিরোশিমায়
যে বোমাটি ফেলা হয়েছিল সেটির নাম কী? - লিটল বয় (Little Boy)।
136.
হিরোসিমায়
যে বোমাটি ফেলা হয়েছিল সেটি কী নামে খ্যাত?
- ফ্যাট ম্যান (Fat Man)
137.
হো-চি-মিন এর
আসল নাম কী? - নগুয়েন আই
কুয়োক।
138.
হ্যারি
টুম্যান কে ছিলেন? -
মার্কিন রাষ্ট্রপতি।
139.
হ্যারি
ট্রুম্যান কে ছিলেন? -
মার্কিন রাষ্ট্রপতি।
পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর