নবম শ্রেনী- সপ্তম অধ্যায় Part-1 ১ মার্কের প্রশ্ন ও উত্তর

0

নবম শ্রেনী- সপ্তম অধ্যায় Part-1



১ মার্কের প্রশ্ন ও উত্তর



1.    ভেটোশব্দের অর্থ কী ? -নিষেধাজ্ঞা।
2.    ‘সনদ সদস্য’ (Charter Member) কাদের বলা হয়? - ১৯৪৫ খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে যে ৫১টি দেশ প্রথম স্বাক্ষর করেছিল,
3.    FAO-এর পুরো নাম কী ? - Food and Agricultural Organisation
4.    ILO-এর পুরো নাম কী ? - International Labour Organisation
5.    ILO-এর পুরো নাম কী? - International Labour Organisation
6.    IMF-এর পুরো নাম কী? - International Monetary Fund
7.    PCIJ-এর পুরো নাম কী? - Permanent Court of International Justice
8.    UNESCO-এর পুরো নাম কী ? - United Nations Educational Scientific and Cultural Organisation
9.    UNICEF-এর পুরো নাম কী?- United Nations Children's Emergency Fund
10.   UNO-এর পুরো নাম কী ? - United Nations Organisation
11.   UNRRA-এর পুরো নাম কী? - United Nations Relief and Rehabilitation Administration
12.   WHO-এর পুরো নাম কী ?- WorldHealthOrganisation
13.   WTO-এর পুরো নাম কী?- World Trade Organisation
14.   অর্থনৈতিক সামাজিক পরিষদের সদস্যগণ কীভাবে নির্বাচিত হন ? - সাধারণ সভা কর্তৃক
15.   আটল্যান্টিক সনদ কবে ঘোষিত হয় ? - ১৯৪১ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট
16.   আটল্যান্টিক সনদ কারা ঘোষণা করেন? - আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ইংল্যান্ডের - প্রধানমন্ত্রী চার্চিল
17.   আটল্যান্টিক সনদ কোথায় স্বাক্ষরিত হয়? - আটল্যান্টিক মহাসাগরের উপরপ্রিন্স অফ ওয়েলসনামক যুদ্ধজাহাজে
18.   আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি? - জাতিসংঘ।
19.   আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অবসান কবে হয় ? - ১৯৪৬ খ্রিস্টাব্দে
20.   আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় কোথায় ছিল? –হল্যান্ডের হেগ শহরে।
21.   আন্তর্জাতিক শ্রমিক সংস্থার (ILO) প্রথম পরিচালক কে ছিলেন?- অ্যালবার্ট টমাস।
22.   আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় কোথায় ছিল? - সুইজারল্যান্ডের জেনেভা শহরে।
23.   ইউনাইটেড নেশনসশব্দটি কে চয়ন করেন ? - রুজভেল্ট।
24.   ইয়াল্টা সম্মেলন কত খ্রিস্টাব্দে আহুত হয় ?- ১৯৪৫ খ্রিস্টাব্দে
25.   ইয়াল্টা সম্মেলনে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ? - স্ট্যালিন, চার্চিল রুজভেল্ট
26.   উড়ো উইলসনের চোদ্দো দফা শর্তের কত নম্বর শর্তে জাতিসংঘ গঠনের কথা উল্লেখ করা হয় ? - চোদ্দো নম্বর
27.   উড্রো উইলসন কবেচোদ্দো দফা শর্তঘোষণা করেছিলেন? - ১৯১৮ খ্রিস্টাব্দের জানুয়ারি
28.   উড্রো উইলসন কে ছিলেন?- আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।
29.   উড্রো উইলসনের চোদ্দো দফা শর্তের চোদ্দোতম শর্তে কী বলা হয়েছিল? - একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব
30.   ওয়াশিংটন সম্মেলন কবে আহত হয়? - ১৯৪২ খ্রিস্টাব্দে
31.   ওয়াশিংটন সম্মেলনে -টি দেশের প্রতিনিধিবর্গ যোগদেয় ? - ২৬টি
32.   কত খ্রিস্টাব্দেলন্ডন ঘোষণাপত্র গৃহীত হয় ? - ১৯৪১ খ্রিস্টাব্দে
33.   কত খ্রিস্টাব্দে কেলগ-ব্রিয়াঁ চুক্তি স্বাক্ষরিত হয়? - ১৯২৮ খ্রিস্টাব্দে
34.   কত খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের চুক্তিপত্রটি গৃহীত হয় ? - ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল
35.   কত খ্রিস্টাব্দে জাপান জাপান মারিয়া দখল করে?- ১৯৩১ খ্রিস্টাব্দে
36.   কত খ্রিস্টাব্দে জার্মানি জাতিসংঘে যোগদান করে ? - ১৯২৬ খ্রিস্টাব্দে
37.   কত খ্রিস্টাব্দে জেনেভা প্রোটোকল স্বাক্ষরিত হয়? - ১৯২৪
38.   কত খ্রিস্টাব্দে ডাম্বারটন সম্মেলন অনুষ্ঠিত হয়? - ১৯৪৪ খ্রিস্টাব্দে
39.   কত খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন হয়? - ১৯৪৩ খ্রিস্টাব্দে
40.   কত খ্রিস্টাব্দে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা বৃদ্ধি করে ১০ করা হয় ? - ১৯৬৫ খ্রিস্টাব্দে
41.   কত খ্রিস্টাব্দে লিগ কভেন্ট প্রস্তুত করা হয়? - ১৯১৯ খ্রিস্টাব্দে
42.   কত খ্রিস্টাব্দে লিগের প্রথম অধিবেশন বসে? - ১৯২০ খ্রিস্টাব্দের ১০ জানুয়ারি
43.   কত খ্রিস্টাব্দে লোকার্নো চুক্তি স্বাক্ষরিত হয়? - ১৯২৫ খ্রিস্টাব্দে
44.   কত জন সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল? - ১৮ জন
45.   কতগুলি দেশ কেলগ-ব্রিয়াঁ চুক্তি স্বাক্ষর করে? - ৬২টি দেশ
46.   কবে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরিত হয়? - ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৬ জুন
47.   কবে সাধারণ সভার বার্ষিক অধিবেশন শুরু হয়? - প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
48.   কারা নতুন সদস্য হিসেবে লিগ পরিষদে যোগদান করে? - জার্মানি সোভিয়েত রাশিয়া
49.   কেলগ-ব্রিয়াঁ চুক্তি অপর কী নামে পরিচিত? - ১৯২৮ খ্রিস্টাব্দের প্যারিসের চুক্তি
50.   কোন বছর সম্মিলিত জাতিপুঞ্জ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?- ২০০১ খ্রিস্টাব্দে
51.   কোন সম্মেলনে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? - প্যারিসের শান্তি সম্মেলনে
52.   কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য, নীতি ও গণতন্ত্র নিয়ে আলোচনা করা হয় ? - ১৯৪৫ খ্রিস্টাব্দের সানফ্রান্সিসকো
53.   কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ সভার কতজনের সমর্থন প্রয়োজন? সাধারণ সভায় উপস্থিত এবং ভোটপ্রদানকারী সদস্যদের দুই তৃতীয়াংশের
54.   কোন্ ঘটনাকে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বলা হয় ? - আটল্যান্টিক সনদ ঘোষণার ঘটনা
55.   কোন্ দিনটি জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস হিসেবে পরিচিত? - ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল
56.   কোন্ দিনটিকে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয় ? - ২৪ অক্টোবর
57.   কোন্ রাষ্ট্রের সংবিধানের অনুকরণে সম্মিলিত জাতিপুঞ্জেরসংবিধানের প্রস্তাবনা রচিত হয়েছিল? -আমেরিকা যুক্তরাষ্ট্রের
58.   কোন্ সংস্থাকে জাতিপুঞ্জের হৃৎপিণ্ডবলা হয়? - নিরাপত্তা পরিষদকে
59.   কোন্ সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়? - সানফ্রান্সিসকো সম্মেলনে (১৯৪৫ খ্রি.)
60.   জাতিপুঞ্জের অছি পরিষদের অন্তর্ভুক্ত অধিকাংশ দেশই কোন্ মহাদেশে অবস্থিত? - আফ্রিকা মহাদেশে অবস্থিত।
61.   জাতিপুঞ্জের কোন্ সভাকে সমগ্র বিশ্বের একটি সংক্ষিপ্ত রূপ বলা হয় ? - সাধারণ সভাকে
62.   জাতিপুঞ্জের মূল আধার কাকে বলা হয়?- - জাতিপুঞ্জের সনদকে।
63.   জাতিসংঘ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? - ১৯১৯ খ্রিস্টাব্দে
64.   জাতিসংঘ প্রতিষ্ঠার কত বছরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়? - ২০ বছরের
65.   জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল? - বিশ্বশান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করা।
66.   জাতিসংঘের অবসানের সূত্রপাত হয় কখন? - ১৯৩৯ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর
67.   জাতিসংঘের কর্ম পরিচালনার মূল দায়িত্ব ছিল কার উপর ? - লিগ পরিষদের
68.   জাতিসংঘের চূড়ান্ত গৌরবের যুগ কোন্ সময়কালকে বলা হয় ? - ১৯২৪ থেকে ১৯৩০ খ্রিস্টাব্দ সময়কালকে
69.   জাতিসংঘের জনক কাকে বলা হয় ? - উড্রো উইলসনকে
70.   জাতিসংঘের নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলি -টি ভোট দিতে পারত? - ১টি করে
71.   জাতিসংঘের প্রথম অধিবেশনে -টি সদস্য রাষ্ট্র যোগদান করেছিল? - ৪২টি
72.   জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল বা মহাসচিব কে ছিলেন ? - স্যার জেমস এরিক ডুমন্ড।
73.   জাতিসংঘের লিগ পরিষদে প্রথমে কত জন স্থায়ী সদস্য ছিল ? - জন
74.   জাতিসংঘের সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় ছিল? - সুইজারল্যান্ডের জেনেভা শহরে।
75.   জাতিসংঘের সনদ অনুযায়ী -টি প্রধান সংস্থা নিয়ে জাতিসংঘ গঠিত হয়েছিল? - তিনটি
76.   জাতিসংঘের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত হত ? - লিগের চুক্তিপত্রে স্বাক্ষরকারী প্রত্যেক সদস্য রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে
77.   জাতিসংঘের সাধারণ সভায় সদস্য রাষ্ট্রের কতজন করে প্রতিনিধি থাকে? - তিনজন
78.   জাতিসংঘের সাধারণ সভার কাজ কী ছিল? - বিশ্বশান্তি, নিরাপত্তা, সংখ্যালঘু, রাজনৈতিক সমস্যা ইত্যাদি বিষয়ে আলোচনা সিদ্ধান্ত গ্রহণ।
79.   জাপান ইটালি কবে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ? - জাপান ১৯৩১ খ্রিস্টাব্দে এবং ইটালি ১৯৩৫ খ্রিস্টাব্দে
80.   জেনেভা প্রোটোকলকী ? - ১৯২৪ খ্রিস্টাব্দে গ্রিস চেকোশ্লোভাকিয়ার প্রতিনিধিদ্বয় রচিত একটি দলিল।
81.   জেনেভা প্রোটোকলে কোন বিষয়টিকে আন্তর্জাতিক অপরাধবলা হয়েছে? - আক্রমণাত্মক যুদ্ধকে
82.   তেহরান সম্মেলনে কোন্ কোন্ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যোগদান করেন ? - জোসেফ স্ট্যালিন (রাশিয়া), চার্চিল (ইংল্যান্ড) এবং রুজভেল্ট (আমেরিকা যুক্তরাষ্ট্র)
83.   দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার নাম কী? - সম্মিলিত জাতিপুঞ্জ
84.   দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত কতগুলি আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন আহূত হয়? - ৩টি
85.   দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে জাতিসংঘের সদস্যসংখ্যা কত ছিল ? - ৪৬।
86.   নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ কত বছরের জন্য নির্বাচিত হয়? - বছরের
87.   নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কারা?— আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, চিন এবং রাশিয়া
88.   নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা কত? -
89.   প্রতিষ্ঠাকালে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যসংখ্যা কত ছিল? ৫১
90.   প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বশান্তি রক্ষার উদ্দেশ্যে গঠিত সংস্থাটির নাম কী ? - জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ
91.   বছরে কমপক্ষে কতবার লিগ পরিষদের অধিবেশন বসত? - বার
92.   বছরে কমপক্ষে কতবার সাধারণ সভার অধিবেশন আহ্বান করা হত ? - বার
93.   বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক সামাজিক পরিষদের সদস্যসংখ্যা কত? ৫৪
94.   বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা কত? - ১৫।
95.   বর্তমানে সাধারণ সভার সদস্যসংখ্যা কত? - ১৯৩ জন
96.   বিজয়ী বিজিত শক্তিবর্গের মধ্যে প্রথম কোথায় মিত্রতা চুক্তি স্বাক্ষরিত হয়? সুইজারল্যান্ডের লোকার্নো শহরে
97.   মনিমিক লংমামের মতে সাধারণ আট সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে? - মহাসচিব।
98.   মস্কো ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়? - ১৯৪৩ খ্রিস্টাব্দে
99.   রুজভেল্ট কে ছিলেন? - আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।
100.   লিগ কভেনান্টকী ? - জাতিসংঘের খসড়া সংবিধান।
101.   লিগ কভেলান্ট বা লিগের সনদে -টি ধারা ছিল ? - ২৬টি
102.   লিগ পরিষদের স্থায়ী সদস্য কারা? - ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, জাপান আমেরিকা।
103.   লোকার্নো চুক্তি কোন্ কোন্ দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? - ফ্রান্স জার্মানির মধ্যে
104.   সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? - ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর
105.   সম্মিলিত জাতিপুঞ্জ কয়টি প্রধান সংস্থা নিয়ে গঠিত? - ৬টি
106.   সম্মিলিত জাতিপুঞ্জ কোন্ আন্তর্জাতিক সংগঠনের উত্তরসূরি ? - জাতিসংঘ-এর
107.   সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ব্যাপারে প্রধান ভূমিকা কে পালন করেছিলেন? - ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
108.   সম্মিলিত জাতিপুঞ্জে কারাভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে? - নিরাপত্তা পরিষদের পাঁচজন স্থায়ী সদস্য
109.   সম্মিলিত জাতিপুঞ্জের অছি পরিষদের অধীনে থাকা সর্বশেষ দেশটির নাম কী ? - পালাউ।
110.   সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক সামাজিক পরিষদে প্রতি ৩ বছর অন্তর কতজন সদস্যকে পদত্যাগ করতে হয়? - ১৮ জন (এক-তৃতীয়াংশ)
111.   সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক সামাজিক পরিষদের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? -৩ বছরের
112.   সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় কত জন বিচারপতি নিয়ে গঠিত? - ১৫ জন
113.   সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে
114.   সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর? - বছর।
115.   সম্মিলিত জাতিপুঞ্জের কোন্ সংস্থাকেবিশ্ব নাগরিক সভা বলা হয় ? - সাধারণ সভাকে
116.   সম্মিলিত জাতিপুঞ্জের চালিকাশক্তিকাকে বলা হয় ? নিরাপত্তা পরিষদকে।
117.   সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ প্রথমে কত সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছিল? - ১১টি (৫টি স্থায়ী ৬টি অস্থায়ী)
118.   সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভি হার্ভডান লি।
119.   সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির মধ্যে সর্বাপেক্ষা বেশি প্রতিনিধিত্বমূলক সংস্থা কোনটি ? - সাধারণ সভা।
120.   সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী? - অ্যান্টোনিও গুটারেস।
121.   সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্যসংখ্যা কত? ১৯৩
122.   সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর? বছর।
123.   সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানটি কী নামে পরিচিত? - সনদ (Charter)
124.   সম্মিলিত জাতিপুঞ্জের সচিবালয়ের প্রধানকে কী বলে? - মহাসচিব।
125.   সম্মিলিত জাতিপুঞ্জের সনদ কবে থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকরী হয়? - ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর
126.   সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংসগোধনের ক্ষেত্রে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ? - নিরাপত্তাপরিষদ
127.   সম্মিলিত জাতিপুঞ্জের সনদে আদি স্বাক্ষরকারী সদস্য কতজন ছিলেন? - ৫০ জন (পরে পোল্যান্ড এতে স্বাক্ষর করলে ৫১ জন হয়)
128.   সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি অধ্যায় আছে? - ১৯টি
129.   সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে? - ১১১টি
130.   সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কত নং ধারায় ৬টি সংস্থার কথা বলা হয়েছে? - ৭নং ধারায় ৬টি সংস্থার কথা
131.   সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কত নম্বর ধারায় সাধারণ সভার ভোটদান পদ্ধতির কথা আলোচিত হয়েছে? - ১৮নং ধারায়
132.   সম্মিলিত জাতিপুরে সদর দপ্তর কোথায় অবস্থিত? - আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে
133.   সাধারণ সভায় প্রত্যেক সদস্য রাষ্ট্র -টি ভোট দিতে পারে? - ১টি
134.   সাধারণ সভার অধিবেশনে কতজন সহ-সভাপতি নির্বাচিত। হন? - ২১ জন
135.   সাধারণ সভার সর্বশেষ যোগদানকারী রাষ্ট্রের নাম কী ? দক্ষিণ সুদান
136.   সানফ্রান্সিসকো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? - ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত

পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top