নবম শ্রেনী- সপ্তম অধ্যায় Part-1
১ মার্কের প্রশ্ন ও উত্তর
1.
‘ভেটো’শব্দের অর্থ কী ? - ‘নিষেধাজ্ঞা।
2.
‘সনদ
সদস্য’ (Charter
Member) কাদের বলা হয়? - ১৯৪৫ খ্রিস্টাব্দে
সম্মিলিত জাতিপুঞ্জের সনদে যে ৫১টি দেশ
প্রথম স্বাক্ষর
করেছিল,
3.
FAO-এর
পুরো নাম কী ? - Food and Agricultural Organisation
4.
ILO-এর
পুরো নাম কী ? - International Labour Organisation
5.
ILO-এর
পুরো নাম কী? - International Labour Organisation
6.
IMF-এর
পুরো নাম কী? - International Monetary Fund।
7.
PCIJ-এর
পুরো নাম কী? - Permanent Court of International
Justice
8.
UNESCO-এর
পুরো নাম কী ? - United Nations Educational
Scientific and Cultural Organisation
9.
UNICEF-এর
পুরো নাম কী?- United Nations
Children's Emergency Fund
10.
UNO-এর
পুরো নাম কী ? - United Nations Organisation
11.
UNRRA-এর
পুরো নাম কী? - United Nations Relief and
Rehabilitation Administration
12.
WHO-এর
পুরো নাম কী ?- WorldHealthOrganisation
13.
WTO-এর
পুরো নাম কী?- World Trade
Organisation
14.
অর্থনৈতিক
ও সামাজিক পরিষদের সদস্যগণ কীভাবে নির্বাচিত হন ? - সাধারণ সভা
কর্তৃক
15.
আটল্যান্টিক
সনদ কবে ঘোষিত হয় ? - ১৯৪১ খ্রিস্টাব্দের
১৪ আগস্ট
16.
আটল্যান্টিক
সনদ কারা ঘোষণা করেন? - আমেরিকা যুক্তরাষ্ট্রের
রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ইংল্যান্ডের - প্রধানমন্ত্রী চার্চিল
17.
আটল্যান্টিক
সনদ কোথায় স্বাক্ষরিত হয়? - আটল্যান্টিক মহাসাগরের
উপর ‘প্রিন্স অফ ওয়েলস’ নামক যুদ্ধজাহাজে
18.
আধুনিক
বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি? - জাতিসংঘ।
19.
আনুষ্ঠানিকভাবে
জাতিসংঘের অবসান কবে হয় ? - ১৯৪৬ খ্রিস্টাব্দে
20.
আন্তর্জাতিক
বিচারালয়ের প্রধান কার্যালয় কোথায় ছিল? –হল্যান্ডের হেগ শহরে।
21.
আন্তর্জাতিক
শ্রমিক সংস্থার (ILO) প্রথম পরিচালক কে ছিলেন?- অ্যালবার্ট
টমাস।
22.
আন্তর্জাতিক
শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় কোথায় ছিল? - সুইজারল্যান্ডের জেনেভা শহরে।
23.
ইউনাইটেড
নেশনস’ শব্দটি কে চয়ন করেন
? - রুজভেল্ট।
24.
ইয়াল্টা
সম্মেলন কত খ্রিস্টাব্দে আহুত
হয় ?- ১৯৪৫ খ্রিস্টাব্দে
25.
ইয়াল্টা
সম্মেলনে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ? - স্ট্যালিন, চার্চিল
ও রুজভেল্ট
26.
উড়ো
উইলসনের চোদ্দো দফা শর্তের কত নম্বর শর্তে
জাতিসংঘ গঠনের
কথা উল্লেখ করা হয় ? - চোদ্দো নম্বর
27.
উড্রো
উইলসন কবে ‘চোদ্দো দফা শর্ত’ ঘোষণা করেছিলেন? - ১৯১৮ খ্রিস্টাব্দের
৮ জানুয়ারি
28.
উড্রো
উইলসন কে ছিলেন?- আমেরিকা
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।
29.
উড্রো
উইলসনের চোদ্দো দফা শর্তের চোদ্দোতম শর্তে কী বলা হয়েছিল? - একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের
প্রস্তাব
30.
ওয়াশিংটন
সম্মেলন কবে আহত হয়? - ১৯৪২ খ্রিস্টাব্দে
31.
ওয়াশিংটন
সম্মেলনে ক-টি দেশের
প্রতিনিধিবর্গ যোগদেয় ? - ২৬টি
32.
কত
খ্রিস্টাব্দে ‘লন্ডন ঘোষণাপত্র গৃহীত হয় ? - ১৯৪১ খ্রিস্টাব্দে
33.
কত
খ্রিস্টাব্দে কেলগ-ব্রিয়াঁ চুক্তি স্বাক্ষরিত হয়? - ১৯২৮ খ্রিস্টাব্দে
34.
কত
খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের চুক্তিপত্রটি গৃহীত হয় ? - ১৯১৯ খ্রিস্টাব্দের
২৮ এপ্রিল
35.
কত
খ্রিস্টাব্দে জাপান জাপান মারিয়া দখল করে?- ১৯৩১ খ্রিস্টাব্দে
36.
কত
খ্রিস্টাব্দে জার্মানি জাতিসংঘে যোগদান করে ? - ১৯২৬ খ্রিস্টাব্দে
37.
কত
খ্রিস্টাব্দে জেনেভা প্রোটোকল স্বাক্ষরিত হয়? - ১৯২৪
38.
কত
খ্রিস্টাব্দে ডাম্বারটন ও সম্মেলন অনুষ্ঠিত
হয়? - ১৯৪৪ খ্রিস্টাব্দে
39.
কত
খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন হয়? - ১৯৪৩ খ্রিস্টাব্দে
40.
কত
খ্রিস্টাব্দে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা বৃদ্ধি করে ১০ করা হয়
? - ১৯৬৫ খ্রিস্টাব্দে
41.
কত
খ্রিস্টাব্দে লিগ কভেন্ট প্রস্তুত করা হয়? - ১৯১৯ খ্রিস্টাব্দে
42.
কত
খ্রিস্টাব্দে লিগের প্রথম অধিবেশন বসে? - ১৯২০ খ্রিস্টাব্দের
১০ জানুয়ারি
43.
কত
খ্রিস্টাব্দে লোকার্নো চুক্তি স্বাক্ষরিত হয়? - ১৯২৫ খ্রিস্টাব্দে
44.
কত
জন সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল? - ১৮ জন
45.
কতগুলি
দেশ কেলগ-ব্রিয়াঁ চুক্তি স্বাক্ষর করে? - ৬২টি দেশ
46.
কবে
সম্মিলিত জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরিত হয়? - ১৯৪৫ খ্রিস্টাব্দের
২৬ জুন
47.
কবে
সাধারণ সভার বার্ষিক অধিবেশন শুরু হয়? - প্রতি বছর
সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
48.
কারা
নতুন সদস্য হিসেবে লিগ পরিষদে যোগদান করে? - জার্মানি ও সোভিয়েত রাশিয়া
49.
কেলগ-ব্রিয়াঁ চুক্তি অপর কী নামে পরিচিত?
- ১৯২৮ খ্রিস্টাব্দের প্যারিসের চুক্তি
50.
কোন
বছর সম্মিলিত জাতিপুঞ্জ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?- ২০০১ খ্রিস্টাব্দে
51.
কোন
সম্মেলনে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? - প্যারিসের শান্তি
সম্মেলনে
52.
কোন
সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য, নীতি ও গণতন্ত্র নিয়ে আলোচনা করা হয় ? - ১৯৪৫ খ্রিস্টাব্দের
সানফ্রান্সিসকো
53.
কোনো
গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ সভার কতজনের সমর্থন প্রয়োজন? – সাধারণ সভায় উপস্থিত
এবং ভোটপ্রদানকারী সদস্যদের দুই তৃতীয়াংশের
54.
কোন্
ঘটনাকে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বলা হয় ? - আটল্যান্টিক সনদ
ঘোষণার ঘটনা
55.
কোন্
দিনটি জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস হিসেবে পরিচিত? - ১৯১৯ খ্রিস্টাব্দের
২৮ এপ্রিল
56.
কোন্
দিনটিকে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয় ? - ২৪ অক্টোবর
57.
কোন্
রাষ্ট্রের সংবিধানের অনুকরণে সম্মিলিত জাতিপুঞ্জেরসংবিধানের প্রস্তাবনা রচিত হয়েছিল? -আমেরিকা যুক্তরাষ্ট্রের
58.
কোন্
সংস্থাকে জাতিপুঞ্জের হৃৎপিণ্ড’ বলা হয়? - নিরাপত্তা পরিষদকে
59.
কোন্
সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়? - সানফ্রান্সিসকো সম্মেলনে
(১৯৪৫ খ্রি.)
60.
জাতিপুঞ্জের
অছি পরিষদের অন্তর্ভুক্ত অধিকাংশ দেশই কোন্ মহাদেশে অবস্থিত? - আফ্রিকা মহাদেশে অবস্থিত।
61.
জাতিপুঞ্জের
কোন্ সভাকে সমগ্র বিশ্বের একটি সংক্ষিপ্ত রূপ বলা হয় ? - সাধারণ সভাকে
62.
জাতিপুঞ্জের
মূল আধার কাকে বলা হয়?- - জাতিপুঞ্জের সনদকে।
63.
জাতিসংঘ
কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? - ১৯১৯ খ্রিস্টাব্দে
64.
জাতিসংঘ
প্রতিষ্ঠার কত বছরের মধ্যে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়? - ২০ বছরের
65.
জাতিসংঘ
প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল? -
বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা।
66.
জাতিসংঘের
অবসানের সূত্রপাত হয় কখন? - ১৯৩৯ খ্রিস্টাব্দের
১ সেপ্টেম্বর
67.
জাতিসংঘের
কর্ম পরিচালনার মূল দায়িত্ব ছিল কার উপর ? - লিগ পরিষদের
68.
জাতিসংঘের
চূড়ান্ত গৌরবের যুগ কোন্ সময়কালকে বলা হয় ? - ১৯২৪ থেকে
১৯৩০ খ্রিস্টাব্দ সময়কালকে
69.
জাতিসংঘের
জনক কাকে বলা হয় ? - উড্রো উইলসনকে
70.
জাতিসংঘের
নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলি ক-টি ভোট
দিতে পারত? - ১টি করে
71.
জাতিসংঘের
প্রথম অধিবেশনে ক-টি সদস্য
রাষ্ট্র যোগদান করেছিল? - ৪২টি
72.
জাতিসংঘের
প্রথম সেক্রেটারি জেনারেল বা মহাসচিব কে
ছিলেন ? - স্যার
জেমস এরিক ডুমন্ড।
73.
জাতিসংঘের
লিগ পরিষদে প্রথমে কত জন স্থায়ী
সদস্য ছিল ? - ৫ জন
74.
জাতিসংঘের
সদর দপ্তর বা প্রধান কার্যালয়
কোথায় ছিল? - সুইজারল্যান্ডের জেনেভা শহরে।
75.
জাতিসংঘের
সনদ অনুযায়ী ক-টি প্রধান
সংস্থা নিয়ে জাতিসংঘ গঠিত হয়েছিল? - তিনটি
76.
জাতিসংঘের
সাধারণ সভা কাদের নিয়ে গঠিত হত ? - লিগের চুক্তিপত্রে
স্বাক্ষরকারী প্রত্যেক
সদস্য রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে
77.
জাতিসংঘের
সাধারণ সভায় সদস্য রাষ্ট্রের কতজন করে প্রতিনিধি থাকে? - তিনজন
78.
জাতিসংঘের
সাধারণ সভার কাজ কী ছিল? -
বিশ্বশান্তি, নিরাপত্তা, সংখ্যালঘু, রাজনৈতিক সমস্যা ইত্যাদি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।
79.
জাপান
ও ইটালি কবে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ? - জাপান ১৯৩১
খ্রিস্টাব্দে এবং ইটালি ১৯৩৫ খ্রিস্টাব্দে
80.
জেনেভা
প্রোটোকল’ কী ? - ১৯২৪ খ্রিস্টাব্দে
গ্রিস ও চেকোশ্লোভাকিয়ার প্রতিনিধিদ্বয় রচিত
একটি দলিল।
81.
জেনেভা
প্রোটোকলে কোন বিষয়টিকে আন্তর্জাতিক অপরাধ’ বলা হয়েছে? - আক্রমণাত্মক যুদ্ধকে
82.
তেহরান
সম্মেলনে কোন্ কোন্ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যোগদান করেন ? - জোসেফ স্ট্যালিন
(রাশিয়া), চার্চিল (ইংল্যান্ড) এবং রুজভেল্ট (আমেরিকা যুক্তরাষ্ট্র)
83.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার
জন্য যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার নাম কী? - সম্মিলিত জাতিপুঞ্জ
84.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত কতগুলি আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন আহূত হয়? - ৩টি
85.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধের প্রাককালে জাতিসংঘের সদস্যসংখ্যা কত ছিল ? - ৪৬।
86.
নিরাপত্তা
পরিষদের অস্থায়ী সদস্যগণ কত বছরের জন্য নির্বাচিত
হয়? - ২ বছরের
87.
নিরাপত্তা
পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কারা?— আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, চিন এবং রাশিয়া
88.
নিরাপত্তা
পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা কত? - ৫
89.
প্রতিষ্ঠাকালে
সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যসংখ্যা কত ছিল? –
৫১
90.
প্রথম
বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বশান্তি রক্ষার উদ্দেশ্যে গঠিত সংস্থাটির নাম কী ? - জাতিসংঘ বা
রাষ্ট্রসংঘ
91.
বছরে
কমপক্ষে কতবার লিগ পরিষদের অধিবেশন বসত? - ৩ বার
92.
বছরে
কমপক্ষে কতবার সাধারণ সভার অধিবেশন আহ্বান করা হত ? - ১ বার
93.
বর্তমানে
সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যসংখ্যা কত?
– ৫৪
94.
বর্তমানে
সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা কত? - ১৫।
95.
বর্তমানে
সাধারণ সভার সদস্যসংখ্যা কত? - ১৯৩ জন
96.
বিজয়ী
ও বিজিত শক্তিবর্গের মধ্যে প্রথম কোথায় মিত্রতা চুক্তি স্বাক্ষরিত হয়? – সুইজারল্যান্ডের লোকার্নো শহরে
97.
মনিমিক
লংমামের মতে সাধারণ আট সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে? - মহাসচিব।
98.
মস্কো
ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়? - ১৯৪৩ খ্রিস্টাব্দে
99.
রুজভেল্ট
কে ছিলেন? - আমেরিকা যুক্তরাষ্ট্রের
রাষ্ট্রপতি।
100.
লিগ
কভেনান্ট’ কী ? - জাতিসংঘের খসড়া
সংবিধান।
101.
লিগ
কভেলান্ট বা লিগের সনদে
ক-টি ধারা ছিল
? - ২৬টি
102.
লিগ
পরিষদের স্থায়ী সদস্য কারা? - ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, জাপান ও আমেরিকা।
103.
লোকার্নো
চুক্তি কোন্ কোন্ দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? - ফ্রান্স ও
জার্মানির মধ্যে
104.
সম্মিলিত
জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? - ১৯৪৫ খ্রিস্টাব্দের
২৪ অক্টোবর
105.
সম্মিলিত
জাতিপুঞ্জ কয়টি প্রধান সংস্থা নিয়ে গঠিত? - ৬টি
106.
সম্মিলিত
জাতিপুঞ্জ কোন্ আন্তর্জাতিক সংগঠনের উত্তরসূরি ? - জাতিসংঘ-এর
107.
সম্মিলিত
জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ব্যাপারে প্রধান ভূমিকা কে পালন করেছিলেন? - ফ্রাঙ্কলিন ডি
রুজভেল্ট।
108.
সম্মিলিত
জাতিপুঞ্জে কারা ‘ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে? - নিরাপত্তা পরিষদের
পাঁচজন স্থায়ী সদস্য
109.
সম্মিলিত
জাতিপুঞ্জের অছি পরিষদের অধীনে থাকা সর্বশেষ দেশটির নাম কী ? - পালাউ।
110.
সম্মিলিত
জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে
প্রতি ৩ বছর অন্তর কতজন সদস্যকে পদত্যাগ করতে হয়? - ১৮ জন
(এক-তৃতীয়াংশ)
111.
সম্মিলিত
জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের
সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? -৩ বছরের
112.
সম্মিলিত
জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় কত জন বিচারপতি নিয়ে
গঠিত? - ১৫ জন
113.
সম্মিলিত
জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? – নেদারল্যান্ডের হেগ শহরে
114.
সম্মিলিত
জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর? -
৯ বছর।
115.
সম্মিলিত
জাতিপুঞ্জের কোন্ সংস্থাকে ‘বিশ্ব নাগরিক সভা বলা হয় ? - সাধারণ সভাকে
116.
সম্মিলিত
জাতিপুঞ্জের চালিকাশক্তি’ কাকে বলা হয় ? – নিরাপত্তা পরিষদকে।
117.
সম্মিলিত
জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ প্রথমে কত সদস্য রাষ্ট্র নিয়ে
গঠিত হয়েছিল? - ১১টি (৫টি
স্থায়ী ও ৬টি অস্থায়ী)
118.
সম্মিলিত
জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? –
ট্রিগভি হার্ভডান লি।
119.
সম্মিলিত
জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির মধ্যে সর্বাপেক্ষা বেশি প্রতিনিধিত্বমূলক সংস্থা কোনটি ? - সাধারণ সভা।
120.
সম্মিলিত
জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী? - অ্যান্টোনিও গুটারেস।
121.
সম্মিলিত
জাতিপুঞ্জের বর্তমান সদস্যসংখ্যা কত? – ১৯৩
122.
সম্মিলিত
জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর? – ৫ বছর।
123.
সম্মিলিত
জাতিপুঞ্জের সংবিধানটি কী নামে পরিচিত?
- সনদ (Charter)
124.
সম্মিলিত
জাতিপুঞ্জের সচিবালয়ের প্রধানকে কী বলে? -
মহাসচিব।
125.
সম্মিলিত
জাতিপুঞ্জের সনদ কবে থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকরী হয়? - ১৯৪৫ খ্রিস্টাব্দের
২৪ অক্টোবর
126.
সম্মিলিত
জাতিপুঞ্জের সনদ সংসগোধনের ক্ষেত্রে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ? - নিরাপত্তাপরিষদ
127.
সম্মিলিত
জাতিপুঞ্জের সনদে আদি স্বাক্ষরকারী সদস্য কতজন ছিলেন? - ৫০ জন (পরে পোল্যান্ড এতে স্বাক্ষর করলে ৫১ জন হয়)।
128.
সম্মিলিত
জাতিপুঞ্জের সনদে কয়টি অধ্যায় আছে? - ১৯টি
129.
সম্মিলিত
জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে? - ১১১টি
130.
সম্মিলিত
জাতিপুঞ্জের সনদের কত নং ধারায়
৬টি সংস্থার কথা বলা হয়েছে? - ৭নং ধারায় ৬টি সংস্থার কথা
131.
সম্মিলিত
জাতিপুঞ্জের সনদের কত নম্বর ধারায়
সাধারণ এ সভার ভোটদান
পদ্ধতির কথা আলোচিত হয়েছে? - ১৮নং ধারায়
132.
সম্মিলিত
জাতিপুরে সদর দপ্তর কোথায় অবস্থিত? - আমেরিকা যুক্তরাষ্ট্রের
নিউ ইয়র্ক শহরে
133.
সাধারণ
সভায় প্রত্যেক সদস্য রাষ্ট্র ক-টি ভোট
দিতে পারে? - ১টি
134.
সাধারণ
সভার অধিবেশনে কতজন সহ-সভাপতি নির্বাচিত।
হন? - ২১ জন
135.
সাধারণ
সভার সর্বশেষ যোগদানকারী রাষ্ট্রের নাম কী ? – দক্ষিণ সুদান
136.
সানফ্রান্সিসকো
সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? - ১৯৪৫ খ্রিস্টাব্দের
২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত
পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর