নবম শ্রেনী- পঞ্চম অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর Part-2

2

নবম শ্রেনী- পঞ্চম অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর Part-2   


নবম শ্রেনী- পঞ্চম অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর Part-2



প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা,

নবম শ্রেনী- পঞ্চম অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, Class 9 Chapter 5 1 Mark Questions & Answers With PDF Download II West Bengal History 5th Chapter II নবম শ্রেনী- পঞ্চম অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর Part-2 |নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর : WB Class 9 History Question and Answer with PDF   এছাড়াও তোমরা WBBSE Class 9 History Suggestion,Mock Test, MCQ, Very Short, Short,Descriptive Question and Answer পেয়ে যাবে। তোমাদের বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী ইতিহাস প্রশ্ন ও উত্তর দেওয়া হবে। তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে Class Nine 5th Chapter Short Questions & Answer পেয়ে যাবে। তোমরা আমাদের এই ওয়েবসাইটে ক্লাস নাইনের "বিশ শতকে ইউরোপ" অধ্যায় থেকে সমস্ত ছোট প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষা্র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। তোমাদের প্রশ্নগুলি আমরা আশা করছি পরিক্ষায় খুবই কাজে আসবে।


নবম শ্রেনী- পঞ্চম অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর Part-2   


1.‘1905 খ্রিস্টাব্দের বিপ্লব ছিল 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের মহড়া বা ড্রেস রিহার্সাল’—এ কথা কে বলেছেন? -ট্রটস্কি


2.এপ্রিল থিসিস’ কে ঘোষণা করেছিলেন?

উঃ- লেনিন


3.ওয়েল্ট-পলিটিক’ নীতি কে গ্রহণ করেছিলেন?

উঃ- কাইজার দ্বিতীয় উইলিয়াম


4.চোদ্দো দফা শর্ত কে ঘোষণা করেন?

উঃ- আমেরিকার রাষ্ট্রপতি উড্রো উইলসন


5.থার্ড সেকশন’ কী?

উঃ- রাশিয়ার পুলিশবাহিনী


6.নারদনিক’ শব্দের অর্থ কী?

উঃ- জনগণের কাছের লোক।


7.প্রাভদা’ কী?

উঃ- বলশেভিক দলের মুখপত্র।


8.মেই ক্যাম্ফ' গ্রন্থটি কে রচনা করেন?

উঃ- হিটলার


9.রিসারোন’ নামক উপন্যাসে কে ভূমিদাসদের দুঃখদুর্দশাপূর্ণ জীবনের চিত্র তুলে ধরেছেন?

উঃ- লিও টলস্টয় তার রিসারেকসান’ নামক উপন্যাসে।


10.1904-1905 খ্রিস্টাব্দেরাশিয়ার কোথায় ধর্মঘট হয়েছিল?

উঃ- সেন্ট পিটার্সবার্গে


11.1919 খ্রিস্টাব্দের 27 নভেম্বর নিউলির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

উঃ- বুলগেরিয়া এবং মিত্রপক্ষের মধ্যে


12.1920 খ্রিস্টাব্দের ৪ জুন হাঙ্গেরির সঙ্গে মিত্রপক্ষের কোন্ সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?

উঃ- ট্রিয়াননের সন্ধি


13.1923 খ্রিস্টাব্দের 9 জুলাই সেভরের বা ল্যাসেনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

উঃ- তুরস্ক এবং মিত্রপক্ষের।


14.অস্ট্রিয়ার সঙ্গে মিত্রপক্ষের স্বাক্ষরিত সন্ধির নাম কি?

উঃ- সেন্ট জার্মেইনের সন্ধি।


15.আমেরিকাকে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করার জন্য কে New Deal বা নতুন ব্যবস্থা গ্রহণ করেছিলেন?

উঃ- ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট


16.আমেরিকার অর্থনীতির ইতিহাসে কোন দিনটি কালো মঙ্গলবার নামে পরিচিত? - 1929 খ্রিস্টাব্দের 29 অক্টোবর,


17.ইউরোপের ক-টি দেশ স্পেনের গৃহযুদ্ধের ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতি গ্রহণ করে?

উঃ- 27টি


18.ঐতিহাসিক টেইলরের মতে স্পেনে জেনারেল ফ্রাঙ্কোর সাফল্যের মূল কারণটি কী ছিল?

উঃ- ব্রিটিশ ও ফরাসিদের নিষ্ক্রিয়তা।


19.ঐতিহাসিকরা কত খ্রিস্টাব্দের বিপ্লবকে ‘প্রথম রুশ বিপ্লব’ বলেছেন?

উঃ- 1905 খ্রিস্টাব্দের বিপ্লবকে


20.কত খ্রিস্টাব্দে ইটালি লিগের সদস্যপদ ত্যাগ করে ?

উঃ- 1935 খ্রিস্টাব্দে


21.কত খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল?

উঃ- 1920 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি


22.কত খ্রিস্টাব্দে জার্মানি মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে?

উঃ- 1918 খ্রিস্টাব্দে


23.কত খ্রিস্টাব্দে জার্মানি লিগের সদস্যপদ ত্যাগ করে?

উঃ- 1933 খ্রিস্টাব্দে


24.কত খ্রিস্টাব্দে ত্রিশক্তি আঁতাত গঠিত হয়েছিল ?

উঃ- 1907 খ্রিস্টাব্দে


25.কত খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার অবসান হয়েছিল?

উঃ- 1861 খ্রিস্টাব্দে


26.কত খ্রিস্টাব্দে রাশিয়ায় অস্থায়ী প্রজাতন্ত্র স্থাপিত হয়?

উঃ- 1917 খ্রিস্টাব্দে


27.কত খ্রিস্টাব্দে রাশিয়ায় সোশ্যাল ডেমোক্র্যাটিক দল গঠিত হয়?

উঃ- 1898 খ্রিস্টাব্দে


28.কত খ্রিস্টাব্দে রাশিয়ার বস্ত্রশিল্পে ধর্মঘট হয়েছিল?

উঃ- 1915 খ্রিস্টাব্দে


29.কত খ্রিস্টাব্দে রাশিয়ার সোশ্যাল ডেমোক্র্যাটিক দল ভেঙে যায়?

উঃ- 1903 খ্রিস্টাব্দে


30.কত খ্রিস্টাব্দে রুশ-জাপান যুদ্ধ হয়েছিল?

উঃ- 1904-1905 খ্রিস্টাব্দে


31.কত খ্রিস্টাব্দে স্পেনে প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল?

উঃ- 1931 খ্রিস্টাব্দে


32.কতদিন ধরে স্পেনের গৃহযুদ্ধ চলেছিল?

উঃ- প্রায় তিন বছর ধরে


33.কবে এবং কাদের নেতৃত্বে উত্তর রুশ শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়?

উঃ- 1878 খ্রিস্টাব্দে খালতরিন নামক একজন ছুতোর এবং অবনকি নামে জনৈক ফিটার মিস্ত্রির


34.কবে স্পেনের গৃহযুদ্ধের অবসান ঘটে?

উঃ- 1939 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে


35.কাকে ‘মুক্তিদাতা জার’ বলা হয় ?

উঃ- দ্বিতীয় আলেকজান্ডারকে


36.কার আমলে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল?

উঃ- দ্বিতীয় নিকোলাসের


37.কার নেতৃত্বে স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়?

উঃ- জেনারেল ফ্রাঙ্কোর


38.কার রাজত্বকালে রাশিয়ায় নিহিলিস্ট বিদ্রোহ দেখা দিয়েছিল?

উঃ- দ্বিতীয় আলেকজান্ডারের


39.কার সময়ে রাশিয়ায় রোমানভ বংশের পতন ঘটে?

উঃ- দ্বিতীয় নিকোলাসের


40.কুলাক’ কাদের বলা হত?

উঃ- রাশিয়ার সচ্ছল জোতদার শ্রেণিকে


41.কোন পরিকল্পনা অনুসারে আমেরিকা জার্মানিকে ক্ষতিপূরণ সমস্যাসমাধানের জন্য প্রচুর টাকা ঋণ দিয়েছিল?

উঃ- 1924 খ্রিস্টাব্দের ডয়েজ পরিকল্পনা


42.কোন বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ রুজভেল্টকে অর্থনৈতিক পুনর্গঠনের কাজে সহায়তা করেন?

উঃ- স্যার জন মেনার্ড কেইনস


43.কোন সন্ধিকে জার্মান ঐতিহাসিকরা ‘একতরফা জবরদস্তি সন্ধি’ বলে নিন্দা করেছেন?

উঃ- ভার্সাই সন্ধিকে


44.কোন সন্ধির মধ্য দিয়ে জার্মানি ফ্রান্সকে আলসাস ও লোরেন ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল?

উঃ- ভার্সাই সন্ধির


45.কোন সন্ধির মধ্য দিয়ে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে  সরে এসেছিল?

উঃ- ব্রেস্ট-লিটভস্কের সন্ধির


46.কোন্ ঘটনাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল?

উঃ- সেরাজেভোর হত্যাকাণ্ড


47.জাতিসংঘ বা লিগ অব নেশনস-এর কার্য পরিচালনার জন্য লিগকে ক-টি সংস্থায় ভাগ করা হয়?

উঃ- পাঁচটি


48.জেনারেল ফ্রাঙ্কোকে কেন নির্বাসিত করা হয়েছিল?

উঃ- ফ্যাসিবাদী, মনোভাবের জন্য


49.জেনারেল ফ্রাঙ্কোকে কোথায় নির্বাসিত করা হয়েছিল ?

উঃ- ক্যানারি দ্বীপে


50.ডুমা’ কী?

উঃ- সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে গঠিত রাশিয়ার জাতীয় প্রতিনিধি সভা বা পার্লামেন্ট।


51.তুর্গেনিভের কোন্ গল্পে ভূমিদাসদের কথা রয়েছে?

উঃ- ‘স্পোর্টসম্যান স্কেচেস’


52.ত্রিশক্তি মৈত্রী বা Triple Alliance-এর প্রধান সদস্য কারা ছিল?

উঃ- জার্মানি, অস্ট্রিয়া, ইটালি।


53.দক্ষিণ রুশ শ্রমিক ইউনিয়ন কবে, কোথায় প্রতিটি হয়?

উঃ- 1875 খ্রিস্টাব্দে ওডেসাতে


54.দুজন রুশ সাহিত্যিকের নাম

উঃ- টলস্টয় ও তুর্গেনিভ।


55.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আমেরিকান অস্ত্রের সবচেয়ে বড়ো ক্রেতা কে ছিল?

উঃ- ব্রিটেন


56.নাতসি দলের নেতা কে ছিলেন?

উঃ- হিটলার


57.নিহিলিস্ট আন্দোলনকারীদের উদ্দেশ্য কী ছিল?

উঃ- রাশিয়ার পুরাতনতন্ত্রকে সমূলে ধ্বংস করা।


58.নিহিলিস্ট মতবাদের প্রবর্তক কে?

উঃ- মাইকেল বুকানিন


59.পেট্রোগ্রাদ শ্রমিক বিদ্রোহের (190s খ্রিস্টাব্দে) নেতা কে ছিলেন?

উঃ- ফাদার গ্যাপন।


60.প্রজাতান্ত্রিক স্পেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উঃ- মানুয়েল অজানা।


61.প্রথম বিশ্বযুদ্ধের অপরাধী হিসেবে জার্মানির ওপর কী পরিমাণ ক্ষতিপূরণ চাপানো হয়েছিল? উঃ- 660 কোটি পাউন্ডের


62.প্রথম বিশ্বযুদ্ধের শেষে প্যারিসের শান্তি সম্মেলনে জার্মানি ও তার মিত্রবর্গের সঙ্গে মিত্রপক্ষের ক-টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

উঃ- পাঁচটি


63.প্রথম রুশ মার্কসবাদী পার্টি কে, কোথায় গঠন করেন?

উঃ- সুইটজারল্যান্ডের জেনেভাতে জর্জ প্লেখানভ


64.প্রথম সোভিয়েত কোথায় কোথায় গঠিত হয়?

উঃ- সেন্ট পিটার্সবার্গ এবং মস্কোতে


65.প্রিমো-ডি-রিভেরা কে ছিলেন?

উঃ- স্পেনের প্রধানমন্ত্রী।


66.প্রিমো-ডি-রিভেরা কেন পদত্যাগ করেন?

উঃ- 1930 খ্রিস্টাব্দে স্পেনের গণ আন্দোলন ও সেনা বিদ্রোহের সম্মুখীন হয়ে


67.ফ্যাসিবাদ কোথায় প্রভাব বিস্তার করেছিল?

উঃ- ইটালিতে


68.বলশেভিক দল কাদের মধ্যে সংগ্রামী মনোভাব গড়ে তোলে?

উঃ- শ্রমিকদের


69.বলশেভিক দলের নেতা কে ছিলেন?

উঃ- লেনিন


70.বিশ্ব অর্থনীতির সার্বিক সংকটের জন্য কোন রাষ্ট্রকে দায়ী করা হয়?

উঃ- আমেরিকার


71.বিশ্বের প্রথম সাম্যবাদী সরকার কোথায় গঠিত হয়েছিল?

উঃ- রাশিয়ায়


72.ব্রেস্ট-লিটভস্কের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

উঃ- রাশিয়া ও জার্মানির মধ্যে


73.ভাইমার প্রজাতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?

উঃ- জার্মানিতে



74.ভার্সাই চুক্তি ছিল 'harsh in wrong places and lenient in wrong ways'—এ কথা কে বলেছেন?

উঃ- ডেভিড টমসন।


75.ভার্সাই সন্ধির শর্তানুযায়ী জার্মানি ফ্রান্সকে কতদিনের জন্য সার’ অঞল ছেড়ে দিতে বাধ্য হয় ? উঃ- 15 বছরের


76.ভূমিদাস প্রথা উচ্ছেদের অব্যবহিত পরে রাশিয়ায় কতবার কৃষক বিদ্রোহ হয়েছিল?

উঃ- 469 বার


77.মির কী?

উঃ- রাশিয়ার গ্রাম্য সমবায়


78.মুসসালিনি কত খ্রিস্টাব্দে পোপের সঙ্গে ল্যাটিন চুক্তি স্বাক্ষর করেন?

উঃ- 1929 খ্রিস্টাব্দে


79.মুসোলিনির উপাধি কী ছিল?

উঃ- ইল দ্যুচে।


80.মেনশেভিক কাদের বলা হত?

উঃ- সোশ্যাল ডেমোক্র্যাটিক দলের সংখ্যালঘু সমর্থকরা


81.রাশিয়ায় অস্থায়ী সরকারের প্রধান কে ছিলেন?

উঃ- কেরেনস্কি।


82.রাশিয়ায় নব অর্থনীতি বা NEP (New Economic Policy) কে প্রবর্তন করেছিলেন?

উঃ- লেনিন।


83.রাশিয়ায় নোমানভ বংশ কত বছর স্বৈরতন্ত্রী শাসনব্যবস্থা কায়েম রেখেছিল?

উঃ- প্রায় তিনশত বছরেরও বেশি


84.রাশিয়ায় পুঁজিবাদী শিল্প বিকাশের নীতি কে গ্রহণ করেছিলেন?

উঃ- দ্বিতীয় নিকোলাসের মন্ত্রী কাউন্ট উইটি


85.রাশিয়ায় মার্কসবাদ প্রচারে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কার ছিল?

উঃ- লেনিনের।


86.রাশিয়ার কোন্ জারের সময়ে ‘ডেকাব্রিস্ট বিদ্রোহ হয়েছিল?

উঃ- প্রথম নিকোলাসের সময়ে


87.রাশিয়ার জনসংখ্যার কত অংশ ছিল কৃষক সম্প্রদায়?

উঃ- 3/4 অংশ


88.রাশিয়ার সমাজ ক-টি এবং কী কী শ্রেণিতে বিভক্ত ছিল?

উঃ- দুটি শ্রেণিতে — ভূস্বামী এবং  ভূমিদাস।


89.রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার কবে, কীভাবে নিহত হন?

উঃ- 1881 খ্রিস্টাব্দে জনৈক নিহিলিস্ট বা নৈরাজ্যবাদীর হাতে নিহত হন।


90.রুশ সমাজে কাদের অবস্থা ছিল সব থেকে খারাপ?

উঃ- ভূমিদাসদের


91.রুশ-জাপান যুদ্ধে কে পরাজিত হয়েছিল?

উঃ- রাশিয়া


92.লেনিন কাদের মধ্যে মার্কসবাদ প্রচার করেন ?

উঃ- মার্কসবাদ প্রচার করেন।


93.লেনিন কোন্ পত্রিকার মাধ্যমে তার মতাদর্শ প্রচার করেন? - ইসক্রা বা স্ফুলিঙ্গ


94.লেনিনের নেতৃত্বে কত খ্রিস্টাব্দে বলশেভিক দল রাষ্ট্রক্ষমতা দখল করে ?

উঃ- 1917 খ্রিস্টাব্দের 25 অক্টোবর


95.লেনিনের প্রকৃত নাম কী ছিল?

উঃ- স্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন।


96.স্পেনে ‘জাতীয় ফ্রন্ট’ কারা গঠন করে?

উঃ- ক্যাথলিক ও রাজতন্ত্রীরা মিলিতভাবে


97.স্পেনে কাদের নেতৃত্বে পপুলার ফ্রন্ট’ গঠিত হয়?

উঃ- প্রজাতন্ত্রী, সমাজতন্ত্রী ও কমিউনিস্টদের মিলিতভাবে


98.স্পেনে প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতির নাম কী ?

উঃ- নিসেটো জামোরা।


99.স্পেনের গৃহযুদ্ধে কোন কোন রাষ্ট্র নিরপেক্ষতার নীতি অনুসরণ করেছিল?

উঃ- নিরপেক্ষতার নীতি


100.স্পেনের গৃহযুদ্ধে কোন্ কোন্ বিদেশি রাষ্ট্র জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন জানিয়েছিল?

উঃ- ইটালি ও জার্মানি


101.স্পেনের প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে মরক্কোয় অবস্থিত স্পেনীয় সেনাদলকে কে নেতৃত্ব দিয়েছিলেন?

উঃ- জেনারেল ফ্রাঙ্কো


102.স্পেনের রাজা আলফান্সে কত খ্রিস্টাব্দে স্বদেশে স্বৈরাচারী রাজতন্ত্র স্থাপনের চেষ্টা করেন?

উঃ- 1930 খ্রিস্টাব্দে


103.স্পেনের রাজা ত্রয়োদশ আলফান্সে কার হাতে দেশের শাসন ক্ষমতা অর্পণ করেন?

উঃ- স্পেনের প্রধানমন্ত্রী প্রিমো-ডি-রিভেরার হাতে


104.হিটলারের উপাধি কী ছিল?

উঃ- ফুয়েরার।


আরও পড়ুন......


File Details

 

File Name/Book Name

নবম শ্রেনী- পঞ্চম অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর Part-2 

File Format

PDF

File Language

Bengali

File Size

172 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


 

Join Telegram... Members

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top