নবম শ্রেনী ইতিহাস ষষ্ঠ অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর Part-1

 নবম শ্রেনী ইতিহাস ষষ্ঠ অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর Part-1 


 নবম শ্রেনী ইতিহাস ষষ্ঠ অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর  Part-1 


প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা,

নবম শ্রেনী ষষ্ঠ অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, Class 9 Chapter 6 1 Mark Questions & Answers With PDF Download II West Bengal History 6th Chapter II নবম শ্রেনী ষষ্ঠ অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর Part-2 |নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর : WB Class 9 History Question and Answer with PDF   এছাড়াও তোমরা WBBSE Class 9 History Suggestion,Mock Test, MCQ, Very Short, Short,Descriptive Question and Answer পেয়ে যাবে। তোমাদের বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী ইতিহাস প্রশ্ন ও উত্তর দেওয়া হবে। তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে Class Nine 6th Chapter Short Questions & Answer পেয়ে যাবে। তোমরা আমাদের এই ওয়েবসাইটে ক্লাস নাইনের "বিংশ শতকে ইউরোপ" অধ্যায় থেকে সমস্ত ছোট প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষা্র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। তোমাদের প্রশ্নগুলি আমরা আশা করছি পরিক্ষায় খুবই কাজে আসবে।


নবম শ্রেনী ষষ্ঠ অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর  Part-1


1.‘One by one'নীতি কে গ্রহণ করেছিলেন? 

উঃ- হিটলার


2.‘ওয়ারশ চুক্তি’ কাদের মধ্যে গড়ে ওঠে?

উঃ- রাশিয়া ও পূর্ব ইউরোপের সাম্যবাদী দেশগুলি নিয়ে


3.‘ডি ডে’ (D Day) বলতে কোন তারিখটি বোঝায়? 

উঃ- ১৯৪৪ খ্রিস্টাব্দের ৬ জুন


4.পোটল্ডাম সম্মেলন কবে হয়েছিল?

উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দের ১৭ জুলাই


5.পোটসডাম সম্মেলন’-এর প্রধান নেতৃবৃন্দ কারা ছিলেন ? 

উঃ- রাশিয়ার স্ট্যালিন, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রুম্যান ও ইংল্যান্ডের এটলি।


6.রোম-বার্লিন অক্ষচুক্তি’ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 

উঃ- মুসসালিনি ও হিটলারের মধ্যে


7.‘রোম-বার্লিন-টোকিও অক্ষজোট’ কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল ? 

উঃ- ১৯৩৭ খ্রিস্টাব্দে


8.CENTO-র পুরো কথাটি 

উঃ- Central Treaty Organisation


9.NATO-র পুরো কথাটি 

উঃ- North Atlantic Treaty Organisation


10.SEATO-র পুরো কথাটি 

উঃ- South East Asia Treaty Organisation


11.V E Day কথার পুরো অর্থ কী?

উঃ- ‘Victory in EuropeDay''


12.অক্ষশক্তি’ কাদের নিয়ে গঠিত হয়? 

উঃ- ইটালি, জার্মানি ও জাপানকে নিয়ে


13.অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? 

উঃ- ১৯৩৬ খ্রিস্টাব্দে


14.অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি’ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 

উঃ- জার্মানি ও জাপানের মধ্যে


15.আইজেন হাওয়ার কে ছিলেন? 

উঃ- মার্কিন সেনাপতি।


16.আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়? 

উঃ- সম্মিলিত জাতিপুঞ্জ


17.আবিসিনিয়ার বর্তমান নাম কী? 

উঃ- ইথিওপিয়া।


18.আমেরিকা কত খ্রিস্টাব্দে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল?

উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দের ৬ আগস্ট


19.ইটালি কত খ্রিস্টাব্দে আবিসিনিয়া দখল করেছিল? 

উঃ- ১৯৩৬ খ্রিস্টাব্দে


20.ইটালি কত খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে ?

উঃ- ১৯৩৭ খ্রিস্টাব্দে


21.ইয়াল্টা সম্মেলন কবে হয়েছিল? 

উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দে


22.একটি ব্রিটিশ যুদ্ধজাহাজের নাম 

উঃ- কারেজার্স।


23.কত খ্রিস্টাব্দে ‘ওয়াল ওয়াল ঘটনা ঘটেছিল ?

উঃ- ১৯৩৪ খ্রিস্টাব্দের ৫ ডিসেম্বর


24.কত খ্রিস্টাব্দে ‘মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়?

উঃ- ১৯৩৮ খ্রিস্টাব্দে


25.কত খ্রিস্টাব্দে ইঙ্গ-জার্মান নৌ-চুক্তি স্বাক্ষরিত হয়? 

উঃ- ১৯৩৫ খ্রিস্টাব্দে


26.কত খ্রিস্টাব্দে ইটালি আলবেনিয়া আক্রমণ করে? 

উঃ- ১৯৩৯ খ্রিস্টাব্দে


27.কত খ্রিস্টাব্দে জাপান মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে? 

উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দের ২ সেপ্টেম্বর


28.কত খ্রিস্টাব্দে জার্মানবাহিনী অস্ট্রিয়া দখল করেছিল? 

উঃ- ১৯৩৮ খ্রিস্টাব্দে


29.কত খ্রিস্টাব্দে জার্মানি মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করেছিল? 

উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দের ৭ মে


30.কত খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়?

উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দে


31.কত খ্রিস্টাব্দে রোম-বার্লিন অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 

উঃ- ১৯৩৬ খ্রিস্টাব্দে


32.কত খ্রিস্টাব্দে স্পেনের গৃহযুদ্ধ হয়েছিল? 

উঃ- ১৯৩৬ খ্রিস্টাব্দে


33.কত খ্রিস্টাব্দের মধ্যে জার্মানি সার ও রাইন অঞল পুনরুদ্ধার করে ? 

উঃ- ১৯৩৫ থেকে ১৯৩৬ খ্রিস্টাব্দের মধ্যে


34.কার আত্মসমর্পণের ফলে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয় ? 

উঃ- জার্মানির


35.কার আত্মসমর্পণের ফলে প্রাচ্য ভূখণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয় ? 

উঃ- জাপানের


36.কার পতনের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয় ? 

উঃ- জাপানের


37.কেলেন্ড লিজ আইন’ ঘোষণা করেন? 

উঃ- মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট


38.কোন চুক্তি ভঙ্গ করে হিটলার রাশিয়া আক্রমণ করেন? 

উঃ- রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি


39.কোন্ কোন্ দেশ জার্মানির ক্ষেত্রে তোষণনীতি গ্রহণ করেছিল ? 

উঃ- ইংল্যান্ড ও ফ্রান্স


40.কোন্ ঘটনা জাতিসংঘের পতনকে চিহ্নিত করে?

উঃ- ১৯৩৯ খ্রিস্টাব্দে হিটলারের পোল্যান্ড আক্রমণ


41.কোন্ ঘটনা তোষণনীতির অসারতা প্রমাণ করে? 

উঃ- হিটলার কর্তৃক সমগ্র চেকোশ্লোভাকিয়া দখল


42.কোন্ যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ বা ‘ক্ষুদ্র বিশ্বযুদ্ধ’ বলা হয় ? 

উঃ- স্পেনের গৃহযুদ্ধকে


43.গ্রিসের কোন্ দ্বীপটি মুসোলিনি দখল করেন ?

উঃ- কারফু দ্বীপ


44.জাপান কত খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ?

উঃ- ১৯৩৩ খ্রিস্টাব্দে


45.জাপান কত খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করেছিল ?

উঃ- ১৯৪১ খ্রিস্টাব্দে


46.জাপান কবে মারিয়া আক্রমণ করেছিল?

উঃ- ১৯৩১ খ্রিস্টাব্দে


47.জাপান পার্ল হারবারে কাদের নৌ-ঘাঁটি ধ্বংস করেছিল? 

উঃ- মার্কিন যুক্তরাষ্ট্রের


48.জাপান মারিয়া দখল করে তার নাম কী রেখেছিল ? 

উঃ- মাণ্ডুকুয়ো।


49.জার্মানি ও ইটালি ছাড়া কোন রাষ্ট্র অক্ষজোটের সদস্য ছিল?

উঃ- জাপান অক্ষজোটের


50.জার্মানি কত খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে ? 

উঃ- ১৯৩৩ খ্রিস্টাব্দে


51.জার্মানির রাশিয়া আক্রমণের সাংকেতিক নাম কী ?

উঃ- অপারেশন বারবারোসা’ (Operation Barbarossa)।


52.জেনারেল ফ্রাঙ্কো কোন দেশের শাসক ছিলেন?

উঃ- স্পেনের


53.ডি ডে (D Day) কথার অর্থ কী? 

উঃ- মুক্তি দিবস’ বা ‘Day of Deliverance'


54.তৃতীয় বিশ্ব’ বলতে কী বোঝো? 

উঃ- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি


55.তোষণনীতির উদগাতা কে ছিলেন?

উঃ- নেভিল চেম্বারলেন।


56.দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে ও কীভাবে শুরু হয়? 

উঃ- ১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে


57.দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? 

উঃ- হিদেকি তোজো।


58.দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন্ দেশ হিরোশিমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করে ? 

উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র


59.দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মানুষের সংখ্যা কত? 

উঃ- প্রায় ৫ কোটি।


60.দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে রাশিয়ার গৃহীত নীতি কী নামে পরিচিত? 

উঃ- ‘পোড়ামাটির নীতি’


61.দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে গণতান্ত্রিক আদর্শ প্রবর্তিত একটি রাষ্ট্রের নাম

উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র।


62.দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন্ কোন্ দেশে সাম্যবাদী ভাবধারার প্রসার হয়েছিল?

উঃ- সোভিয়েত রাশিয়া, চিন


63.দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল? 

উঃ- হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণ।


64.দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কাদের শক্তি ও মর্যাদা বৃদ্ধি পেয়েছিল ? 

উঃ- আমেরিকা ও রাশিয়ার


65.দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কাদের শক্তি ও মর্যাদা হ্রাস পেয়েছিল? 

উঃ- ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইটালির


66.দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন ?

উঃ- হ্যারি এস টুম্যান


67.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে কোন কোন সাগর-মহাসাগরের নাম যুক্ত ? 

উঃ- প্রশান্ত মহাসাগর, ভূমধ্যসাগর ও আটল্যান্টিক মহাসাগরের


68.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? 

উঃ- ফ্রাঙ্কলিন রুজভেল্ট


69.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? 

উঃ- উইনস্টন চার্চিল।


70.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশকে ‘গণতন্ত্রের অস্ত্রাগার’ বলা হয় ? 

উঃ- মার্কিন যুক্তরাষ্ট্রকে


71.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন্ দেশ ক্যাশ অ্যান্ড ক্যারি’নীতি গ্রহণ করে? 

উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র


72.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফরাসি প্রধানমন্ত্রী কে ছিলেন?

উঃ- দালাদিয়ের।


73.দ্বি-মেরু বিশ্বের আবির্ভাব হয় কখন?

উঃ- দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর।


74.পোল-জার্মান অনাক্রমণ চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 

উঃ- ১৯৩৪ খ্রিস্টাব্দে


75.পোল-জার্মান অনাক্রমণ চুক্তি কত বছরের জন্য স্বাক্ষরিত হয়? 

উঃ- ১০ বছরের জন্য


76.ব্রিটেনের যুদ্ধ’ কাদের মধ্যে হয়েছিল? 

উঃ- জার্মানি ও ব্রিটেনের মধ্যে।


77.মার্কিন যুক্তরাষ্ট্র কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে? 

উঃ- ১৯৪১ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর


78.মার্কিন যুক্তরাষ্ট্রে কত খ্রিস্টাব্দে ‘লেন্ড লিজ আইন পাস হয় ?

উঃ- ১৯৪১ খ্রিস্টাব্দে


79.মার্শাল বুকভ কে ছিলেন? 

উঃ- রুশ সেনাপতি।


80.মিউনিখ চুক্তি’ কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ? 

উঃ- ইংল্যান্ড ও ফ্রান্সের সাথে ইটালি ও জার্মানির


81.মিউনিখ চুক্তির ফলে হিটলার কোন অঞ্চল দখল করেন? 

উঃ- চেকোশ্লোভাকিয়ার সুদেতান


82.মিত্রপক্ষ কবে ‘বিজয় দিবস’ (V E Day) পালন করে ?
উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দের ৮ মে


83.রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? 

উঃ- ১৯৩৯ খ্রিস্টাব্দে


84.রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি’ কোন্ কোন্ দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ? 

উঃ- রাশিয়া ও জার্মানির মধ্যে


85.লিটল কমিশন কবে গঠিত হয়েছিল?

উঃ- ১৯৩৯ খ্রিস্টাব্দে


86.লেনিনগ্রাডের লড়াই কত খ্রিস্টাব্দে হয়েছিল? 

উঃ- ১৯৪১ খ্রিস্টাব্দে।


87.স্ট্যালিনগ্রাডের যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়?

উঃ- ১৯৪২ খ্রিস্টাব্দে


88.স্ট্যালিনগ্রাডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

উঃ- সোভিয়েত রাশিয়া ও জার্মানির মধ্যে


89.স্ট্যালিনগ্রাডের যুদ্ধে কে জয়লাভ করে? 

উঃ- রাশিয়া


90.স্ট্যালিনগ্রাডের যুদ্ধে জার্মানি কার কাছে আত্মসমর্পণ করে? 

উঃ- মার্শাল ঝুকভের কাছে


91.স্পেনে কার নেতৃত্বে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? 

উঃ- স্পেনে জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে


92.হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন? 

উঃ- ১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর


93.হিটলার কবে রাশিয়া আক্রমণ করেছিলেন? 

উঃ- ১৯৪১ খ্রিস্টাব্দের ২২ জুন


94.হিটলার কোন বন্দরের সাথে যোগাযোগের জন্য পোলিশ করিডর’ দাবি করেন? 

উঃ- ডানজিগ বন্দরের


95.হিটলারের চেকোশ্লোভাকিয়া সম্প্রসারণের পরিকল্পনা কী নামে পরিচিত?

উঃ- অপারেশন গ্রিন’ (Operation Green)


96.হিটলারের পোল্যান্ড আক্রমণকালে কারা পোল্যান্ডকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল ? 

উঃ- ব্রিটেন ও ফ্রান্স


97.হিটলারের পোল্যান্ড আক্রমণের মূল কারণ কী? 

উঃ- হিটলার পোলিশ করিডর দাবি করলে পোল্যান্ড তা না মানায়


98.হিটলারের পোল্যান্ড আক্রমণের সাংকেতিক নাম কী ?

উঃ- অপারেশন হোয়াইট’ (Operation White)


99.হিটলারের বিদেশনীতির মূল লক্ষ্য কী ছিল? 

উঃ- পূর্ব ইউরোপে


100.হিরোশিমা ও নাগাসাকি শহর দুটি কোথায় অবস্থিত? 

উঃ- জাপানে অবস্থিত।


101.হেইলে সেলাসি কে ছিলেন? 

উঃ- আবিসিনিয়ার সম্রাট।



আরও পড়ুন......



File Details

 

File Name/Book Name

 নবম শ্রেনী- ষষ্ঠ অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর  Part-1

File Format

PDF

File Language

Bengali

File Size

169 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


 

Join Telegram... Members



Next Post Previous Post
1 Comments
  • নামহীন
    নামহীন ২৯ অক্টোবর, ২০২২ এ ৭:৪৪ PM

    দালাদিয়ের কে ছিলেন

Add Comment
comment url