নবম শ্রেনী ইতিহাস ষষ্ঠ অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর Part-2
নবম শ্রেনী ইতিহাস ষষ্ঠ অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর Part-2 |
প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা,
নবম শ্রেনী ষষ্ঠ অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর II নবম শ্রেনী ষষ্ঠ অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর Part-2 আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, Class 9 Chapter 6 1 Mark Questions & Answers With PDF Download II West Bengal History 6th Chapter |নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর : WB Class 9 History Question and Answer with PDF এছাড়াও তোমরা WBBSE Class 9 History Suggestion,Mock Test, MCQ, Very Short, Short,Descriptive Question and Answer পেয়ে যাবে। তোমাদের বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী ইতিহাস প্রশ্ন ও উত্তর দেওয়া হবে। তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে Class Nine 6th Chapter Short Questions & Answer পেয়ে যাবে। তোমরা আমাদের এই ওয়েবসাইটে ক্লাস নাইনের "বিংশ শতকে ইউরোপ" অধ্যায় থেকে সমস্ত ছোট প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষা্র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। তোমাদের প্রশ্নগুলি আমরা আশা করছি পরিক্ষায় খুবই কাজে আসবে।
নবম শ্রেনী ইতিহাস ষষ্ঠ অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর Part-2
1.‘অপারেশন বারবারোসা’ কী?
উঃ- ‘অপারেশন বারবারোসা।
2.আনস’ কথাটির অর্থ কী?
উঃ- জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার সংযুক্তিকরণ।
3.আন্তর্জাতিক শান্তি হল কাপুরুষের স্বপ্ন’-কে বলেছেন?
উঃ- বেনিটো মুসোলিনি।
4.‘কুরাই তানিমা’ কাকে বলা হত ?
উঃ- জাপানকে।
5.তোষণ নীতির উদ্যোক্তা কে ছিলেন?
উঃ- নেভিল চেম্বারলেন।
6.লেবেনাউম’ কোন্ তত্ত্বকে বলা হয়?
উঃ- হিটলার জার্মানদের বসবাসের সম্প্রসারণ ঘটানোর যে নীতি নেন
7.‘হেরেনভক তত্ত্ব বলতে কী বোঝো?
উঃ- জার্মান জাতিগোষ্ঠীর শ্রেষ্ঠত্ব
8.‘হেরেনভক তত্ত্ব’-তে কে গভীরভাবে বিশ্বাসী ছিলেন?
উঃ- হিটলার
9.1945 খ্রিস্টাব্দের ৩ আগস্ট কী ঘটেছিল?
উঃ- জাপানের নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় পারমাণবিক বোমা ফেলেছিল।
10.1945 খ্রিস্টাব্দের ৫ আগস্ট ইতিহাসে কোন্ ঘটনা ঘটেছিল?
উঃ- জাপানের হিরোশিমায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা ফেলেছিল।
11.আটলান্টিক চার্টার কবে, কারা স্বাক্ষর করেন ?
উঃ- 1941 খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের মধ্যে
12.আন্তর্জাতিকতাবাদ কী?
উঃ- স্বাধীন জাতি-রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক নির্ধারণের নীতি
13.আমেরিকা কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে?
উঃ- 1941 খ্রিস্টাব্দের ডিসেম্বরে
14.ইংরেজরা কাকে মরুভূমির শৃগাল’ আখ্যা দেয় ?
উঃ- হিটলারের কনিষ্ঠতম প্রতিভাবান সেনাপতি রোমেলকে
15.ইউরোপে বিজয় দিবস কবে পালিত হয় ?
উঃ- 1945 খ্রিস্টাব্দের ৪ মে
16.ইটালি কবে আবিসিনিয়া আক্রমণ করে?
উঃ- 1935 খ্রিস্টাব্দে
17.ইটালিতে কার নেতৃত্বে ফ্যাসিবাদের আবির্ভাব হয়?
উঃ- মুসোলিনির
18.ইলচে কাকে বলা হত?
উঃ- মুসোলিনিকে।
19.উড়ন্ত দুর্গ’ কী?
উঃ- দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বিমান
20.কডিলো কাকে বলা হত?
উঃ- জেনারেল ফ্রাঙ্কোকে।
21.কবে অপারেশন বারবারোসা শুরু হয়েছিল ?
উঃ- 1941 খ্রিস্টাব্দের 22 জুন
22.কবে আটলান্টিক চার্টার প্রকাশিত হয়েছিল? -
উঃ- 1941 খিস্টাব্দের 14 আগস্ট
23.কবে পোল্যান্ড জার্মানির কাছে আত্মসমর্পণ করে?
উঃ- 1939 খ্রিস্টাব্দের 10 অক্টোবর
24.কবে ফ্রান্স কবে যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে?
উঃ- 1940 খ্রিস্টাব্দের 22 জুন
25.কবে স্ট্যালিনগ্রাদের যুদ্ধ শুরু হয়?
উঃ- 1942 খ্রিস্টাব্দের 13 সেপ্টেম্বর।
26.কবে, কাদের মধ্যে টিনার চুক্তি স্বাক্ষরিত হয়?
উঃ- 1926 খ্রিস্টাব্দে ইটালি ও আলবেনিয়ার মধ্যে
27.কবে, কাদের মধ্যে হোর-লাভাল চুক্তি স্বাক্ষরিত হয়?
উঃ- 1935 খ্রিস্টাব্দে ইঙ্গ-ফরাসি জোট ও ইটালির মধ্যে
28.কবে, কারা রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেন?
উঃ- 1939 খ্রিস্টাব্দের 23 আগস্ট রুশ পররাষ্ট্রমন্ত্রী মলোটভ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপ
29.কবে, কে লেন্ড-লিজ আইন পাস করে ?
উঃ- 1941 খ্রিস্টাব্দে আমেরিকা
30.কৰে, কাদের মধ্যে নেটিউনো চুক্তি স্বাক্ষরিত হয়?
উঃ- 1925 খ্রিস্টাব্দে ইটালি ও যুগোশ্লাভিয়ার মধ্যে
31.কাকে জার্মানির তৃতীয় বিসমার্ক’ বলা হয় ?
উঃ- হিটলারকে
32.কোন ঘটনা যৌথ নিরাপত্তা ব্যবস্থার সমাধি রচনা করে ?
উঃ- 1939 খ্রিস্টাব্দে জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ
33.কোন ঘটনায় জার্মানি ও ইটালি পরস্পরের কাছে আসে?
উঃ- স্পেনের গৃহযুদ্ধের ঘটনায়
34.কোন সন্ধি দ্বারা জার্মানির পদাতিক সেনার সংখ্যা এক লক্ষে বেঁধে দেওয়া হয়?
উঃ- ভার্সাই সন্ধি দ্বারা
35.গ্রিসের কোন্ দ্বীপটি ইটালি দখল করে নেয় ?
উঃ- করফু
36.জাতিসংঘ কেন লিটন কমিশন নিযুক্ত করে?
উঃ- জাপান কর্তৃক মারিয়া আক্রমণের কারণে
37.জাপান কবে নিঃশর্ত আত্মসমর্পণ করে?
উঃ- 1945 খ্রিস্টাব্দের 14 আগস্ট
38.জাপান কবে পার্ল হারবারের মার্কিন ঘাঁটি আক্রমণ করে ?
উঃ- 1941 খ্রিস্টাব্দে
39.জাপান কবে মারিয়া আক্রমণ করে?
উঃ- জাপান 1931 খ্রিস্টাব্দে
40.জাপান মারিয়া আক্রমণ করে তার কী নামকরণ করে?
উঃ- মাওকুয়ো।
41.জার্মান বিরোধী মহাজোট কবে গড়ে ওঠে?
উঃ- 1941 খ্রিস্টাব্দে
42.জার্মানি কবে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে?
উঃ- 1933 খ্রিস্টাব্দের 14 অক্টোবর
43.জার্মানি কবে পোল্যান্ড আক্রমণ করে?
উঃ- 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর
44.জার্মানি কবে রাশিয়া আক্রমণ করে?
উঃ- 1941 খ্রিস্টাব্দে
45.জার্মানির সঙ্গে ইংল্যান্ডের নৌচুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উঃ- 1935 খ্রিস্টাব্দে
46.ডি ডে বা মুক্তি দিবস কবে স্থির হয়?
উঃ- 1944 খ্রিস্টাব্দের 6 জুন
47.দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উঃ- 1939 খ্রিস্টাব্দে।
48.দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে চার্চিল কার পরিবর্তে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী নিযুক্ত হন?
উঃ- চেম্বারলেনের
49.দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির গঠনে অক্ষ’ কথাটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ- মুসোলিনি।
50.দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসর্মপণ করে কবে?
উঃ- 1945 খ্রিস্টাব্দের 7 মে
51.দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল?
উঃ- হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণ।
52.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালির রাজা কে ছিলেন?
উঃ- তৃতীয় ভিক্টর ইম্যানুয়েল।
53.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ- হিদেকি তোজো।
54.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম কত মাস আমেরিকা নিরপেক্ষতার নীতি নেয়?
উঃ- 27 মাস
55.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোন্ দুটি দেশ পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিল?
উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান
56.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ- দালাদিয়ের।
57.নিরস্ত্রীকরণ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ- 1933 খ্রিস্টাব্দে জেনেভাতে
58.প্যারিস শান্তি সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
উঃ- 1919 খ্রিস্টাব্দে।
59.প্যারিস শান্তি সম্মেলনে মিত্রপক্ষ ও অস্ট্রিয়ার মধ্যে কোন্ চুক্তি স্বাক্ষরিত হয় ?
উঃ- সেন্ট জার্মেইনের সন্ধি
60.প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয় ?
উঃ- 1918 খ্রিস্টাব্দে।
61.প্রথম বিশ্বযুদ্ধের কতদিন পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ?
উঃ- 21 বছর
62.ফুয়েরার’ কাকে বলা হত?
উঃ- হিটলারকে।
63.ভিয়েত ইউনিয়নকে লিগ অব নেশনস থেকে কবে সোভিয়েত ইউনি বহিষ্কৃত করা হয় ?
উঃ- 1939 খ্রিস্টাব্দের 14 সেপ্টেম্বর
64.মার্কিন সেনেটে কবে লেন্ড-লিজ আইন পাস হয়েছিল?
উঃ- 1941 খ্রিস্টাব্দের 11 মার্চ
65.মিউনিখ চুক্তি কবে সম্পাদিত হয় ?
উঃ- 1938 খ্রিস্টাব্দে
66.মিউনিখ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উঃ- ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি ও জার্মানির মধ্যে
67.মিত্রপক্ষ কবে রোমে বোমাবর্ষণ করে?
উঃ- 1942 খ্রিস্টাব্দের 19 জুলাই
68.মুসোলিনি কোন্ দেশের লোক ছিলেন?
উঃ- ইটালির
69.মুসোলিনির ফ্যাসিবাদী পররাষ্ট্রনীতির মূল কথা কী ছিল?
উঃ- আন্তর্জাতিক ক্ষেত্রে ইটালির মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা।
70.ম্যাজিনো লাইন কী?
উঃ- জার্মান সীমান্তে ফ্রান্সের দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা
71.রাশিয়া আক্রমণের সময় হিটলার কত সৈন্য নিয়োগ করেন?
উঃ- 150 ডিভিশন বাহিনী
72.রাশিয়া কবে লিগের সদস্যপদ ত্যাগ করে ?
উঃ- রাশিয়া 1939 খ্রিস্টাব্দে
73.রাশিয়ায় ‘লালফৌজ’ কে গঠন করেন?
উঃ- লেভ ট্রটস্কি।
74.রুশ বাহিনী কবে বার্লিন দখল করে ?
উঃ- 1945 খ্রিস্টাব্দের 2 মে
75.রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কতদিন স্থায়ী হয়েছিল?
উঃ- একুশ মাস।
76.রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উঃ- 1939 খ্রিস্টাব্দে রুশ-জার্মান
77.রোম-বার্লিন-টোকিও অক্ষশক্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উঃ- 1937 খ্রিস্টাব্দে
78.রোম-বার্লিন-টোকিও অক্ষশক্তি চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উঃ- ইটালি-জার্মানি-জাপানের মধ্যে
79.লন্ডনে স্বাধীন ফরাসি সরকারের প্রধান কে ছিলেন?
উঃ- জেনারেল দ্য গল।
80.লেন্ড-লিজ আইন পাস করে কোন্ দেশ কাদের সাহায্যে করেছিল?
উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়াকে
81.সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ- 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর
82.স্ট্রেস সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?
উঃ- 1936 খ্রিস্টাব্দের এপ্রিলে
83.স্পেনে প্রজাতান্ত্রিক সরকারের প্রথম প্রধানমন্ত্রী এবং প্রথম রাষ্ট্রপতি কারা নিযুক্ত হন?
উঃ- প্রথম প্রধানমন্ত্রী ম্যানুয়েল আজানা এবং প্রথম রাষ্ট্রপতি নিমেটা জামোরা।
84.স্পেনের গৃহযুদ্ধ কবে হয়েছিল?
উঃ- 1936-1939 খ্রিস্টাব্দের মধ্যে
85.স্পেনের গৃহযুদ্ধে কে নেতৃত্ব দেন?
উঃ- জেনারেল ফ্রাঙ্কো।
86.হাইলে সেলসি কে ছিলেন?
উঃ- আবিসিনিয়ার (ইথিওপিয়া) সম্রাট।
87.হিটলার ‘Operation sea Lion' বা সমুদ্র সিংহ অভিযান পরিকল্পনা কী জন্য নিয়েছিলেন?
উঃ- ইংল্যান্ডকে আক্রমণ করার জন্য
88.হিটলার কবে অস্ট্রিয়া দখল করেন?
উঃ- 1938 খ্রিস্টাব্দে
89.হিটলার কবে আত্মহত্যা করেন?
উঃ- 1945 খ্রিস্টাব্দের 30 এপ্রিল
90.হিটলার কবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন?
উঃ- 1941 খ্রিস্টাব্দের 11 ডিসেম্বর
91.হিটলার কেন জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার সংযুক্তি চেয়েছিলেন?
উঃ- অস্ট্রিয়ায় অসংখ্য জার্মান জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করত বলে
92.হিটলার কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন ?
উঃ- হিটলার
93.হিটলারের অন্তিম পরিণতি কী হয়েছিল?
উঃ- দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় এবং আত্মহত্যা
94.হিটলারের আত্মজীবনীর নাম কী?
উঃ- ‘মেই ক্যাম্ফ’ বা আমার সংগ্রাম।
95.হিটলারের গুপ্ত পুলিশ বাহিনীর নাম কী ছিল?
উঃ- ‘গেস্টাপো।
96.হিটলারের পোল্যান্ড আক্রমণ কী নামে পরিচিত?
উঃ- শ্বেত অভিযান
97.হিটলারের বিমানবহরকে কী বলা হত?
উঃ- ‘লুফৎওয়াফ।
98.হিরোশিমা ও নাগাসাকিতে যে দুটি বোমা ফেলা হয়েছিল তাদের নাম কী?
উঃ- ‘লিটল বয়’ ও ‘ফ্যাট ম্যান’।
আরও পড়ুন......
File Details |
|
File Name/Book Name | নবম শ্রেনী- ষষ্ঠ অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর Part-1 |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 156 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link | Click Here to Download PDF File |