হুতোমপ্যাচার নক্সা গ্রন্থে সমকালীন সমাজ- সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো||সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা||মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়
প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো হুতোমপ্যাচার নক্সা গ্রন্থে সমকালীন সমাজ- সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো||সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা||মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়||Madhyamik History Question and Answer|৮ নম্বরের প্রশ্ন ও উত্তর||দশম শ্রেণী মক টেস্ট||এছাড়াও তোমরা পাবে মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|Ten History Examination- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|দশম শ্রেনীর দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|10th History Examination |মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে।মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর
তো বন্ধুরা সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ Very Short Short Descriptive Question and Answer|তোমাদের এই পোস্টের মাধ্যমে মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়|প্রতিরোধ ও বিদ্রোহ|টীকা লেখো:- হুতোমপ্যাঁচার নক্সা।|আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।
হুতোমপ্যাচার নক্সা গ্রন্থে সমকালীন সমাজ- সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো||সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা||মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়
হুতোমপ্যাচার নক্সা গ্রন্থে সমকালীন সমাজ- সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো
অথবা
টীকা লেখো:- হুতোমপ্যাঁচার নক্সা।
ভূমিকা:- উনিশ শতকে বাংলা সাহিত্যের যেসকল গ্রন্থ থেকে তৎকালীন বাংলার সমাজব্যবস্থার কথা জানা যায়। কালীপ্রসন্ন সিংহের লেখা হুতমপ্যাচার নক্সা গ্রন্থটি তার মধ্যে অন্যতম। হুতোমপ্যাঁচা ছদ্মনামে ব্যঙ্গ- বিদ্রুপের কষাঘাতে কলকাতার বাবু সমাজের জীবন্ত প্রতিচ্ছবি, উৎসব অনুষ্ঠান, সামাজিক কু- প্রথা চলিতভাষায় ও হাস্যরসাত্মক ভঙ্গিতে তিনি তুলে ধরেছেন।
সামাজিক উৎসব:- গ্রন্থটির প্রথমভাগে কলকাতার চড়কপার্বণ, বারোয়ারি পূজা, ক্রিশ্চানি হুজুগ, সাতপেয়ে গোরু, দরিয়াই ঘোড়া লখনউ- এর বাদশা ইত্যাদি সামাজিক উৎসবের কথা বলা হয়েছে। গ্রন্থটির দ্বিতীয়ভাগে রথ, দুর্গোৎসব, রামলীলা প্রভৃতি উৎসবগুলির অতি সুন্দরভাবে বর্ণনা রয়েছে।
সামাজিক শ্রেণিবিন্যাস:- গ্রন্থটিতে লেখক তৎকালীন সমাজের উচ্চশ্রেণিভুক্ত ব্যক্তিদের তিনটি ভাগে ভাগ করেছেন।
1. প্রথম ভাগের ব্যক্তিরা ইংরেজি শিক্ষিত সাহেবি চালচলনের অন্ধ অনুকরণকারী
2. দ্বিতীয় ভাগের ব্যক্তিরা ইংরেজি শিক্ষিত কিন্তু সাহেবি চালচলনের অন্ধ অনুকরণকারী নয়।
3. তৃতীয় ভাগে রয়েছে ইংরেজি না- জানা গোঁড়া হিন্দু সমাজ এরা সবাই জাল- জোচ্চুরি বা ফন্দি ফিকির করে প্রচুর অর্থ উপার্জন করেন। সমাজের যেকল মানুষের চরিত্র নিন্দনীয় নয়, তাদেরকে তিনি সঙ সাজিয়ে উপস্থাপিত করেছেন।
বাবু কালচার:- গ্রন্থটিতে উনিশ শতকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হঠাৎ আর্থিক দিক থেকে ফুলে ফেঁপে ওঠা একশ্রেণির বাবুদের বিলাসী জীবনযাত্রা, সামাজিক অবক্ষয়ের দিকটি তুলে ধরে তিনি শিক্ষিত বাঙালি সমাজকে সচেতন করার প্রয়াস নিয়েছেন। বাঈজি নাচ, মদ্যপান, পূজা- পার্বণ উপলক্ষে অমিতব্যয়িতার দিকটিও ফুটে উঠেছে।
উপসংহারঃ- হুতোমপ্যাঁচার নক্সা গ্রন্থটি উনিশ শতকের কলকাতার এক বাস্তব ও বিশ্বস্ত দলিল। চলিত ভাষায় বাঙালির চারিত্রিক অগ্রগতিকে তীব্র ও শাণিত ভাষায় আক্রমণ করে তাকে সঠিক পথে আনতে প্রয়াসী হয়েছেন।
আরও পড়ুন......
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর
- বন্ধুরা ২০২২ সালের অধ্যায় ভিত্তিক ইতিহাস সাজেশন এর জন্য Click Here
- সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো Click Here
File Details |
|
File Name/Book Name | হুতোমপ্যাচার নক্সা গ্রন্থে সমকালীন সমাজ- সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 51 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |