[New January 2022 ] Class 7 History Model Activity Task II জানুয়ারি-২০২২ সপ্তম শ্রেনীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক

dream
0

[New January 2022 ] Class 7 History Model Activity Task  II জানুয়ারি-২০২২  সপ্তম শ্রেনীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক

[New January 2022 ] Class 7 History Model Activity Task

 HISTORY

১. শূন্যস্থান পূরণ করাে :

(ক) ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন        গ্রীক ঐতিহাসিক হেরোডোটাস।                

(খ) তাজমহল বানিয়েছেন সম্রাট               সম্রাট শাহজাহান                        ।  

(গ) বর্ধমান পশ্চিমবঙ্গ রাজ্যের একটি           জেলা                      মাত্র।


২. ঠিক বা ভুল নির্ণয় করাে :

(ক) “হিন্দুস্থান’ শব্দ দ্বারা সমগ্র ভারতকে বােঝানাে হতাে। -ঠিক

(খ) পাের্তুগিজদের হাত ধরে ভারতে আলু খাওয়ার চল শুরু হয়।- ঠিক

(গ) সাসানীয়দের শাসন ছিল ইরানে। -ঠিক


৩. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্য) :


(ক) ইতিহাসের সময়কে কয়টি যুগে ভাগ করা হয়? কী কী?


উঃ- ইতিহাসের সময়কে সাধারণ ভাবে তিনটি যুগে ভাগ করা হয়। যথা- প্রাচীনযুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ।


(খ) কোন সময়কালকে আদি-মধ্যযুগ বলা হয়? 


উঃ- রাতারাতি ইতিহাসের যুগ বদলে যায় না। ভারতের ইতিহাসে একটা বড়াে সময় ছিলাে, যখন প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে আর মধ্যযুগ ও পুরােপুরি শুরু হয়নি। ঐতিহাসিকরা সেই সময়টিকে বলে আদি মধ্যযুগ।


৪. নিজের ভাষায় লেখাে (তিন-চারটি বাক্য) :


(ক) ইতিহাসের উপাদান কী? উপাদানের বিভিন্ন ভাগগুলির উল্লেখ করাে।

 

ইতিহাসের উপাদানঃ- প্রাকৃতিক বা অন্য কোনাে কারণে মাটির নীচে চাপা পড়ে যাওয়া মানুষের ব্যবহার করা নানা জিনিস, মুদ্রা, অস্ত্রশস্ত্র, মূর্তি, পুরোনো ভাঙা বাড়ি, প্রভৃতি ইতিহাস রচনা করতে সাহায্য করে। এগুলিকেই ইতিহাসের উপাদান বলে। আবার ইতিহাসের পরিভাষায় যে সমস্ত তথ্যসূত্রকে বিচার-বিশ্লেষণ ও মূল্যায়ন করে ইতিহাস রচিত হয়, সেগুলিকে ইতিহাসের উপাদান বলে। 

 ইতিহাস রচনার উপাদান সাধারনত দুইভাগে বিভক্ত-যেমন, প্রত্নতাত্ত্বিক  উপাদান ও লিখিত উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি হ'ল তিন প্রকার যথা প্রাচীন শিলালিপি, মুদ্রা, স্থাপত্য-ভাস্কর্য নিদর্শন । প্রত্নতাত্ত্বিক উপাদানের নির্ভরযোগ্যতা অনেক বেশি, কারণ এখানে ভুল তথ্য সরবরাহের সম্ভাবনা প্রায় থাকে না। আবার লিখিত উপাদানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় যথা দেশি ও বিদেশী  যার মধ্যে পড়ে বিভিন্ন সাহিত্য, নথিপত্র, জীবনী প্রভৃতি । যেমন- বেদ, মেগাস্থিনিসের ইন্ডিকা ,কৌটিল্যের 'অর্থশাস্ত্র', কলহনের 'রাজতরঙ্গিনী', মিনহাজ-উস-সিরাজের 'তবাকাত-ই-নাসিরী', আবুল ফজলের 'আইন-ই-আকবরী' ইত্যাদি।

 (খ) মধ্যযুগের ভারত কেমন ছিলাে?

বিভিন্ন ঐতিহাসিক মধ্যযুগ সম্পর্কে লিখে গেছেন, তাদের রচনা থেকে জানা যায় যে,  ভারতের মানুষ মধ্যযুগে বিভিন্ন দিকে উন্নতি লাভ করেছিল।

এক দিকে ছিল নানান নতুন যন্ত্র ও কৌশলের ব্যবহার। কুয়াে থেকে জল তােলা, তাঁত বােনা বা যুদ্ধের অস্ত্র- বিজ্ঞানের ছোঁয়ায় বদলে গিয়েছিল অনেক কিছুই। অনেক নতুন খাবার ও পানীয়ের কথা এই সময় জানতে পারে ভারতের লােক। এর সবচেয়ে মজার উদাহরণ হলাে রান্নায় আলুর ব্যবহার। পাের্তুগিজদের হাত ধরে এদেশে আলু খাওয়ার চল শুরু হয়।

দেশ শাসনে আর রাজনীতিতেও নতুন অনেক দিক দেখা গিয়েছিল। শুধু রাজ্য বিস্তার নয়, জনগণের ভালাে-মন্দের কথাও শাসকদের ভাবতে হয়েছিল। অর্থনীতিতে একদিকে ছিল কৃষি, অন্যদিকে ব্যাবসা-বাণিজ্য। তৈরি হয়েছিল নতুন নতুন শহর। বন কেটে চাষবাস করার অনেক উদাহরণ পাওয়া যায়। কিন্তু শিল্প হােক বা সাহিত্য- সবেতেই সাধারণ গরিব মানুষের কথা খুব বেশি ছিল না। সেসবের বেশির ভাগই ছিল শাসকের গুণগানে ভরা।




For Class 7 History Question PDF Download.....Link Below

Click Here to Download 2022 Class 7 Model Activity Task Question PDF 



Read More

 

বাংলা

  

অংক

 

ইংরেজী

 

পরিবেশ ও বিজ্ঞান

 

স্বাস্থ্য

শারীর শিক্ষা

 


ভূগোল

 

ইতিহাস

You May Also Like.......................

Class 8 English 2022 January Model Activity Task Click Here

Class 8 Bengali 2022 January Model Activity Task Click Here

Class 8 Math 2022 January Model Activity Task Click Here

Class 8 Geography 2022 January Model Activity Task Click Here

Class 8 Sastho O Sorir Sikkha 2022 January Model Activity Task Click Here

Class 8 Science // পরিবেশ ও বিজ্ঞান  2022 January Model Activity Task Click Here

Class 8 History 2022 January Model Activity Task Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top