[New 2022 January] Class 5 Model Activity Task Poribesh II নতুন ২০২২ সালের পঞ্চম শ্রেনীর পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক
[New 2022 January] Class 5 Model Activity Task Poribesh |
১.১ ত্বকে রােদ লাগলে ভিটামিন C তৈরি হয়।
১.২ নার্ভ, পেশি, শিরা ও ধমনিকে রক্ষা করে চামড়া।
উ:- ✔
১.৩ একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে ৩০০টি হাড় থাকে।
উ:- X
২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখাে :
উ:-
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাদের নাম লেখাে।
উ:- মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তা হলাে আলনা ও রেডিয়াস।
৩.২ পেশি যেসব কাজে আমাদের সাহায্য করে তার মধ্যে যেকোনাে দুটো কাজের উল্লেখ করাে।
উ:- পেশীর দুটি কাজ
(i) দেহের আকৃতি প্রদান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে।
(ii) নড়াচড়া ও চলাচলে সাহায্য করে।
৩.৩ আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়ােজনীয়তা কী?
উ:- রক্ত যাওয়ার প্রয়ােজনীয়তা:
(i) রক্ত সারা শরীরে অক্সিজেন ও প্রয়ােজনীয় পুষ্টি পৌঁছে দেয়।
(ii) শরীরে ফোঁড়া বা অন্য কারণে জীবাণু সংক্রমণ হলে আমরা যে ওষুধ খাই তা শরীরের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয় রক্ত।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
হাড়ের জোড় না থাকলে আমাদের কী কী অসুবিধা হত?
উ:- হাড় হল একটি কঠিন অঙ্গ, যা মানুষসহ সকল মেরুদণ্ডী প্রাণীর কঙ্কাল তৈরি করে। হাড়গুলি দেহের বিভিন্ন অঙ্গকে সুরক্ষা দেয়। আমাদের শরীরে হাড়গুলি বিভিন্ন স্থানে জোড়া লাগানাে থাকে। হাড়ের জোড় না থাকলে আমাদের নীচের অসুবিধাগুলি হত –
(i) হাতের হাড়ের জোড় না থাকলে হাত ভাঁজ করা যেত না। ফলে খেলাধুলাসহ অনেক কাজে অসুবিধা হত।
(ii) আঙুলের হাড়ের জোড় না থাকলে কোনাে কিছু ধরতে অসুবিধা হত।
(iii) পায়ের হাড়ের জোড় না থাকলে চলাফেরা করতে, দৌড়াতে, বসতে অসুবিধা হত।
Read More |