[New 2022 January] Class 5 Model Activity Task Health & Physical Education II নতুন ২০২২ সালের পঞ্চম শ্রেনীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক

dream
0

[New 2022 January] Class 5 Model Activity Task Health & Physical Education II নতুন ২০২২ সালের পঞ্চম শ্রেনীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক

[New 2022 January] Class 5 Model Activity Task Health & Physical Education


[ অনুকরণ জাতীয় খেলা—কৃষিকাজ ]


১. শব্দঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করাে : 

(ক)         ভাত             বাঙালির প্রিয় চাল থেকে হয় ভাত

            কৃষকেরা              চাষ করে খাটে জানি দিন রাত। 

(খ) শুকনাে যে আছে        মাঠ         চাষিরা তাে নেমে পড়ে

       লাঙলের         ব্যবহারে মাটি উর্বর করে। 

(গ) সারাদিন কত কাজ নেই তার ঘুম        চোখে          এই বুঝি শুরু হয়

           বর্ষার               মরশুম। 

(ঘ) ওইতাে        বৃষ্টি             নামে টাপুর টুপুর টুপ, চাষিরা কি তার ঘরে এখনও থাকবে

          চুপ              । 

(চ)         বীজ              বােনা হল শুরু মাঠখানা ঘুরে ঘুরে, বীজ          ছড়ানাের               কাজ সারা হল মাঠ জুড়ে। 

বর্ষার বৃষ্টিতে মাটিখানা গেল          ভিজে              জমি হল         উর্বর              ? চাষি ভাই করে কী যে! 

(ছ) মাটির হবে        গর্ভে             ধান রােপণের কাজ, বড়াে ব্যস্ততা তার নাওয়া          খাওয়া                   নেই আজ।

(জ) ঝলমলে সােনা         রােদে            আকাশটা ঝলমল, সােনালি ধানের          খেত            আজ বড়াে অঞ্চল।        

(ঞ)        চাষিরা          এসেছে মাঠে খুশিতে আত্মহারা, আনন্দে মেতে ওঠে এই পাড়া ওই      পাড়া            । 

নেই

(ট) চাষিরা যে কত খুশিতে     খুশি          ভরেছে মন  দুমুঠো জুটবে ভাত ভাবছে    সারাক্ষণ           ।

(ঠ) লােকজন ছুটে গেল     উঠোনের   কোণে আজ, শুরু হল ওই দ্যাখাে ধান,          ঝাড়াইয়ের     কাজ।

(ড) ধান              ঝেড়ে           ফেলা হল রাশি রাশি             সােনা             ধান, বাইরে রাখলে সব হয়ে যাবে ম্রিয়মাণ।

(ঢ) তাই সব         ধান          আজ মড়াইয়েতে পেল স্থান, কৃষকের ঘরে আজ ফিরে         এল           সম্মান।

(ণ) এত যে            পরিশ্রম            ধন্য যে হল আজ, টেকিতেই শুরু ওই ধান       ভাঙানাের            কাজ।


শব্দঝুড়ি : ভাত, কৃষকেরা, চোখে, বর্ষার, বীজ, ছড়ানাের, গর্ভে, খাওয়া, রােদে, খেত, চাষিরা, পাড়া, খুশি, সারাক্ষণ, ধানকাটা, কৃষকের, উঠোনের,ঝাড়াইয়ের, ঝেড়ে, সােনা, মাঠ, লাঙলের, বৃষ্টি, চুপ, ভিজে, উর্বরা, চাষিরা, চাল, চাষি, এল, ধান, পরিশ্রম, ভাঙানাের।



Read More

বাংলা


অংক

ইংরেজী

পরিবেশ ও বিজ্ঞান


স্বাস্থ্য

শারীর শিক্ষা


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top