[New 2022 January] Class 5 Model Activity Task Bengali II নতুন ২০২২ সালের পঞ্চম শ্রেনীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক

dream
0

[New 2022 January] Class 5 Model Activity Task Bengali II নতুন ২০২২ সালের পঞ্চম শ্রেনীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক


[New 2022 January] Class 5 Model Activity Task Bengali 


১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : 

১.১ ‘গল্পবুড়াে কবিতায় গল্পবুড়াে এসেছেন-

(ক) শরৎকালে

(খ) শীতকালে 

(গ) বর্ষাকালে 

(ঘ) গ্রীষ্মকালে


১.২ ‘দেখবি যদি জলদি আয়।' ‘জলদি’ শব্দের অর্থ-

(ক) ভােরবেলায় 

(খ) তাড়াতাড়ি

(গ) ছুটে 

(ঘ) ঘুম থেকে উঠে 


১.৩ ‘প্রখর প্রত্যুষে। প্রখর শব্দের অর্থ – 

(ক) কনকনে 

(খ) অসহ্য

(গ) তীব্র

(ঘ) আরামদায়ক 


২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : 

২.১ গল্পবুড়াের তল্পিটি কোথায় রয়েছে ?

উ:- গল্পবুড়াের তল্পিটি কাঁধে রয়েছে।

২.২ গল্পবুড়াের ঝােলায় কোন্ পাহাড়ের গল্প আছে ?

উ:- গল্পবুড়াের ঝােলায় কড়ির পাহাড়ের গল্প আছে।

২.৩ ‘এই থলেতে বন্দিনি। —থলেতে কে ‘বন্দিনি অবস্থায় আছে ?

উ:- উদ্ধৃত অংশটি তে থলেতে বন্দিনি অবস্থায় আছে কেশবতী নন্দিনী।

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ গল্পবুড়ো  দিনের কোন সময়ে গল্প শােনাতে আসেন ?

উ:- গল্পবুড়াে শীতের ভাের বেলা গল্প শােনাতে আসে। 

৩.২ গল্পবুড়াের মুখে ব্যথা হয়েছে কেন?

উ:- শীতের ভােরে উত্তরে হাওয়া বইছে। সেই শীতের হাওয়ায় থুড়থুড়ে গল্পবুড়াে পথ ধরে তাড়াতাড়ি হেঁটে চলেছে আররূপকথা চাই, রূপকথা চাইবলে এমনই চ্যাঁচাচ্ছে যে তাতেই তার মুখ ব্যাথা হয়েছে।

৩.৩ ‘বলব নাকো রূপকথা। —গল্পবুড়াে কাদের রূপকথা শােনাবে না ?

উ:- শীতের সকালে কোন শিশু যদি গল্প বুড়াের কাছে গল্প শুনতে আসে তাহলে তাদেরকে সে শত্রু ভাবে এবং তাদেরকে গল্পবুড়াে গল্প শােনাবে না।

৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে :

গল্পবুড়াের ঝােলায় কী কী ধরনের গল্প রয়েছে তা কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতিসহ আলােচনা করাে।

উ:- শীতের ভােরে গল্পবুড়াে কাঁধে একটা ঝােলা নিয়ে পথ দিয়ে যেতে যেতে ডাক পেড়ে গল্প বলে ছােটদের ঘুম থেকে উঠাতে চায়। গল্প বুড়াের ঝােলায় পক্ষীরাজ, রাজপুত্তুর, যক্ষিরাজ যেমন আছে তেমন ঝলমলে সােনার কাঠি ময়নামতি নদী, তেপান্তরের মাঠ কেশবতী নন্দিনী, ইত্যাদি নিয়ে রূপকথার গল্প গল্পবুড়াের ঝােলায় বন্দি আছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top