Physical Science Madhyamik Suggestion 2022 // ভৌতবিজ্ঞান মাধ্যমিক সাজেশান ২০২২
Physical Science Madhyamik Suggestion 2022 |
সঠিক উত্তরটি নির্বাচন করে লিখ
Mark-1
1. ওজোনস্তর, বায়ুমণ্ডলের কোথায় অবস্থিত?
(a) ট্রপোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোশিয়ার
(c) মেসোফিয়ার।
(d) মেসোস্ফিয়ার
2. ক্ষুব্ধভমন্ডল নামে কোনটি পরিচিত?
(a) ট্রপোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার
(d) মেসাস্ফিয়ার
3. প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি?
(a) মিথেন
(b) কার্বন ডাই অক্সাইড
(c) CFC
(d) নাইট্রাস
অক্সাইড
4. বায়োগ্যাসের মূল উপাদানটি হল-
(a) CH4
(b) CO2
(c) H2
(d) CH3-CH2-CH3
5. কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
(a) কয়লা
(b) পেট্রোল
(c) ডিজেল
(d) কাঠ
6. বায়োফুয়েলের মূল উপাদান-
(a) CO2
(b) C2H5OH
(c) CH3OH
(d) CH3-O-CH3
7. কোনটির তাপনমূল্য সবচেয়ে বেশি?
(a) বায়োগ্যাস
(b) কয়লা
(c) ডিজেল
(d) পেট্রোল
8.) গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নীচের কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি?
(a) N2O
(b) CH4
(c) CO2
(d) জলীয় বাষ্প
9. কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট অবলােহিত রশ্মি শােষণ করে?
(a) N2
(b) O2
(c) CH4
(d) He
10. ট্রপোস্ফিয়ারের প্রধান উপাদান কোনটি ?
(a) N2
(b) O2
(c) CO2
(d) H2
11.কোনটি গ্রিনহাউস গ্যাস নয়?
(a) CH4
(b) CO2
(c) N2O
(d) O2
নিম্নলিখিত প্রশ্নগুলির
উত্তর
দাও:
Mark-1
1. বায়ােগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়ােমাসকে মিথেন গ্যাসে বিয়ােজিত করে,তাদেরকে কী বলে?
2. মিথেন হাইড্রেটের সংকেত কী?
3. বায়ােফুয়েলের একটি ব্যবহার লেখাে।
4. CFC থেকে উৎপন্ন কোন মুক্তমূলক, ওজোনস্তর ধ্বংসের জন্য দায়ী?
5. স্প্রে-বােতলে থাকা কোন গ্যাস, ওজোনস্তর ধ্বংসের জন্য
6. কোন্ রশ্মি গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী?
7. বায়ােগ্যাসের একটি ব্যবহার লেখাে।
8. একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখাে।
9. মেথানােজেনিক ব্যাকটেরিয়া কোন্ গ্যাস উৎপন্ন করে?
10. ওজোন স্তর সূর্য থেকে আগত কোন্ রশ্মির ভূ-পৃষ্ঠে আপতনকে প্রতিহত করে ?
11. সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের কোন্ স্তরে শােষিত হয় ?
12. উত্তপ্ত ভূপৃষ্ঠ কোন্ রশ্মি বিকিরণ করে?
13. কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি?
14. বায়ােফুয়েলের একটি উদাহরণ হল গ্যাসােলিন। (সত্য/মিথ্যা নির্বাচন করাে)|
15. ট্রপােস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা _________| (শূন্যস্থান পূরণ করাে)
16. স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা _________| (শূন্যস্থান পূরণ করাে)
17. জ্বালানির তাপনমূল্যের একক লেখাে।
18. প্রতি কিলােমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপােস্ফিয়ারের উয়তা কমে 6.5°C । (সত্য/মিথ্যা নির্বাচন করাে)
19. UV-রশ্মির প্রভাবে ক্লোরােফ্লুরােকার্বন থেকে নির্গত কোন্ পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে
20. ভূ-উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব লেখাে।
21. সুপারসনিক প্লেন থেকে নির্গত কোন্ গ্যাস ওজোনস্তর ধ্বংসের জন্য দায়ী? বিয়ােজিত করে দেয়?
22. ওজোন স্তরে ওজোনের বিয়ােজনে NO-এর ভূমিকা কী?
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:
Marks-2
1. গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উয়ায়ন কী?
2. গ্লোবাল ওয়ার্মিং-এর দুটি কুফল উল্লেখ করাে।
3. স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী?’
4. গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী নয় বায়ুমণ্ডলের এমন দুটি গ্যাসের নাম লেখাে।
5. জীবাশ্ম জ্বালানি কাকে বলে?
6. গ্রিনহাউস প্রভাব কমানাের দুটি উপায় লেখাে।
7. সৌরকোশের একটি ব্যবহার লেখাে। Fire-ice বা তুষার জ্বালানি কী?
8. পরিবেশের ওপর ওজোনস্তর ধ্বংসের দুটি প্রভাব লেখাে।
9. মিথেন হাইড্রেট কী?
10. ওজোনস্তর ধ্বংসের আলােক-রাসায়নিক বিক্রিয়াগুলি লেখাে।
11. N2 ও O2 গ্রিনহাউস গ্যাস নয় কেন?
12. ‘জ্বালানির তাপমূল্য’ কাকে বলে? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপনমূল্য বেশি?
Madhyamik Bangla Suggestion 2022// মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২ Click Here
Madhyamik Geography Suggestion 2022// মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ Click Here
Madhyamik History Suggestion 2022// মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২ Click Here
Madhyamik Life Science Suggestion 2022// মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন Click Here
Madhyamik Physical Science Suggestion 2022// মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Click Here