Geography Madhyamik Suggestion 2022 // ভূগোল মাধ্যমিক সাজেশান ২০২২
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ –
2 MARKS
সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ পারলে তার সাথে ছবি দেবে।
1.অবরোহন,
আরোহন,
পর্যায়ন
ক্ষয়ীভবন,
নগ্নীভবন
পুঞ্জিত ক্ষয়
অবঘর্ষ
2. নদী অববাহিকা
জলবিভাজিকা
গিরিখাত
ক্যানিয়ন
দোয়াব
নদীগ্রাস
ধারণ অববাহিকা
ষষ্ঠ ঘাতের সূত্র
মিয়েন্ডার
3.বার্গস্রুন্ড
হিমশৈল হিমরেখা
মহাদেশীয় হিমবাহ
ঝুলন্ত উপত্যকা
গ্রাবরেখা।
4. হামদা
প্লায়া
ওয়াদি
মরুদ্দ্যান
বার্খান।
MARKS-3
1.অশ্বখুরাকৃতি হদ কিভাবে সৃষ্টি হয় ?
2.নদীর নিম্ন প্রবাহ বদ্বীপ সৃষ্টি হয় কেন ? (***)
3.U ও V আকৃতির উপত্যাকার পার্থক্য লেখ। (***)
4.আবহবিকার ও পুঞ্জিত ক্ষয় অথবা আবহবিকার ও ক্ষয়ীভবন এর পার্থক্য লেখ।
5.অবরোহণ ও আরোহণের পার্থক্য লেখ।
6.নদী অথবা বায়ু অথবা হিমাবাহ কি প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে ? (***)
7.সুন্দরবনের দ্বীপ গুলি ধ্বংসের কারণ কি ? (***)
8.টীকা লেখ – অবঘর্ষ প্রক্রিয়া।
9.ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন ? (***)
10.জলপ্রপাত উৎসের দিকে ক্রমশ সরে যায় কেন ?
11.” হিমরেখা সর্বদা এক উচ্চতায় অবস্থান করে না ” – ব্যাখ্যা করো।
12.পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখ ? (***)
13.সব নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন ?
14.মরুভূমির সম্প্রসারণের কারণ অথবা রোধের উপায় লেখ। (***)
15.মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক হয় কেন ? (***)
16.গিরিখাত ও ক্যানিয়ন এর পার্থক্য লেখ।
MARKS-5
1.সুন্দরবনের দ্বীপ গুলি ধ্বংসের কারণ ও ফলাফল লেখ।
2.নদীর ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে লেখ।
3.বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ লেখ।
4.বায়ুর ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে লেখ।
ভারতের প্রাকৃতিক পরিবেশ ও ভারতের অর্থনৈতিক পরিবেশ
ভারতের প্রাকৃতিক পরিবেশ –
2 MARKS
সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ পারলে তার সাথে ছবি দেবে।
1. করিডোর
ছিট মহল
কয়াল
তাল
ভাঙ্গড়
মালনাদ ও ময়দান
ডেকান ট্রাপ
কচ্ছের রন ,ধান্দ
মরুস্থলি
দুন
2. বহুমুখী নদী পরিকল্পনা
D.V.C
জল সংরক্ষণ
জি এ পি (G.A.P)।
3. জেট বায়ু
মৌসুমি বিস্ফোরণ
পশ্চিমী ঝঞ্জা
কালবৈশাখী
লু
আধি
অম্ল বৃষ্টি আশ্বিনের ঝড়
4. মৃত্তিকা সংরক্ষণ
রেগুর
মৃত্তিকা ক্ষয়
ম্যানগ্রোভ
সামাজিক বনসৃজন
অরণ্য সংরক্ষণ।
Marks-3
1. নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন?
2. বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি গুলি কি কি?
3. ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কি ?
4. ভারতের জনজীবনে হিমালয় পর্বত এর প্রভাব লেখ। (***)
5. গঙ্গা অথবা বম্মপুত্র অথবা সিন্ধু নদীর গতিপথ লেখ।
6. পশ্চিম বাহিনী নদী বদ্বীপ গড়ে ওঠেনি কেন?
7. উত্তর বাহিনী নদী গুলি বন্যাপ্রবণ কেন ? (***)
8. পার্থক্য লেখ – বাগার ও খাদার, মালনাদ ও ময়দান , পূর্ব হিমালয় পশ্চিম হিমালয়।
9. দার্জিলিং অথবা কাশ্মীর হিমালয় সম্পর্কে আলোচনা করো। (***)
10. তরাই ও ভাবর বলতে কি বোঝো। বৈশিষ্ট্য লেখ।
11. ভারতের বিভিন্ন জলসেচ প্রক্রিয়া সম্পর্কে লেখ।
12. টীকা লেখ – দুন , দাক্ষিণাত্য মালভূমি (***), কয়াল।
13.ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি লেখ অথবা মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় গুলি লেখ।
14. দক্ষিণ বাহিনী নদী ঘর স্রোতা কেন ?
15. বন বিনাশের কারণ অথবা বন সংরক্ষণের পদ্ধতি গুলি লেখ।
16. বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য লেখ।
ভারতের অর্থনৈতিক ভূগোল –
Marks-2
সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ পারলে তার সাথে ছবি দেবে।
কৃষি –
1. শস্যাবর্তন
রবি ও খারিফ ফসল
সবুজ বিপ্লব
বাগিচা ফসল
ধাপচাষ, ফালিচাষ
জীবিকাভিত্তিক কৃষি।
শিল্প –
2. বিশুদ্ধ কাঁচামাল
পণ্য সূচক
শিকড় আলগা শিল্প
উদীয়মান শিল্প
সিলিকন ভ্যালি
অবশিল্পায়ন
কুটির শিল্প
TISCO
তথ্যপ্রযুক্তি শিল্প।
জনসংখ্যা –
3. জনঘনত্ব
আদমশুমারি
জনবিস্ফোরণ
নগরায়ন
পরিব্রাজন
কাম্য জনসংখ্যা
জনাকীর্ণতা
জনসংখ্যাল্পতা
মানুষ জমি অনুপাত
পরিবহন –
4. সোনালী চতুর্ভুজ
হীরক চতুর্ভুজ
এয়ার ইন্ডিয়া
শিপিং লাইন
রজ্জুপথ
পুনঃরপ্তানি বন্দর
এয়ারপর্ট অথরিটি অফ ইন্ডিয়া
Marks-3
1. ভারতীয় কৃষির সমস্যা ও সমাধান সম্পর্কে লেখ।
2. ধান অথবা গম অথবা পাট অথবা ইক্ষু অথবা চা চাষের সমস্যা লেখ।
3. ভারতের কৃষির গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখ।
4. কাকে কেন ভারতের রূঢ় বলা হয়?
5. উত্তর পূর্ব ভারত চা চাষে উন্নত কেন?
6. খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখ।
7. জায়িদ শস্য কি ও তার বৈশিষ্ট্য লেখ।
8. পূর্ব ভারতে বস্ত্র শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি ?
9. শিল্প স্থাপনে জলবায়ু অথবা কাঁচামাল অথবা পরিবহন অথবা শ্রমিক এর ভূমিকা লেখ।
10. তথ্যপ্রযুক্তি শিল্প কি ? এর ভবিষ্যৎ লেখ।
11. তামিলনাড়ু অথবা দক্ষিণ ভারতের বস্ত্র শিল্প গড়ে ওঠার কারণ কি?
12. উত্তর পশ্চিম ভারত গম চাষের উন্নত কেন?
13. ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো।
ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোলের
৫ নম্বরের প্রশ্ন
1. লোহ ইস্পাত শিল্প অথবা ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি?
2. উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখ।
3. দৈর্ঘ্য অথবা পোস্ত বরাবর হিমালয় এর শ্রেণীবিভাগ করো।
4. ভারতে ধান অথবা গম অথবা আখ অথবা তুলো চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো।
5. জল সংরক্ষণ কি ? জল সংরক্ষণের পদ্ধতি গুলি লেখ।
6. পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি?
7. পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি?
8. ভারতকে জনঘনত্বের বৈশিষ্ট্য অনুসারে ভাগ করে আলোচনা করো।
9. ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি?
10. ভারতের জনো বন্টন এর তারতম্যের কারণ কি?
11. ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখ।
Madhyamik Geography Map Pointing Suggestion 2022
1. ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বন্দর
2. নর্মদা নদী
3. কৃষ্ণা নদী
4. মহানদী
5. কাবেরী নদী
6. বিশাখাপত্তনাম বন্দর
7. চিরহরিৎ বৃক্ষের বনভূমি
8. পশ্চিম উপকূলের একটি মহাসাগর
9. ভারতের একটি রেললাইন কেন্দ্র
10. ভারতের সিলিকন ভ্যালি
11. লেকট্রাক হ্রদ
12. ভারতের প্রবেশদ্বার
13. ভারতের একটি রেল ইঞ্জিন কেন্দ্র
14. দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার
15. উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল
16. ভারতের সর্বনিম্ন জনঘনত্ব পূর্ণ কেন্দ্র শাসিত অঞ্চল
17. ভারতের শুষ্কতম অঞ্চল
18. মালাবার উপকূল
19. ভারতের ডেট্রয়েট
20. ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র
21. ভারতের সর্বনিম্ন জনঘনত্ব পূর্ণ কেন্দ্র শাসিত অঞ্চল
22. আরাবল্লী পর্বত
23. একটি ম্যানগ্রোভ অরণ্য
24. উলার হ্রদ
Madhyamik Bangla Suggestion 2022// মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২ Click Here
Madhyamik Geography Suggestion 2022// মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ Click Here
Madhyamik History Suggestion 2022// মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২ Click Here
Madhyamik Life Science Suggestion 2022// মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন Click Here
Madhyamik Physical Science Suggestion 2022// মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Click Here