Madhyamik 2022 Life Science Suggestion / মাধ্যমিকের ২০২০ সালের সাজেসান জীবন বিজ্ঞান

dream
0

Madhyamik 2022 Life Science Suggestion / মাধ্যমিকের ২০২০ সালের সাজেসান জীবন বিজ্ঞান

Madhyamik 2022 Life Science


জীবজগতে নিয়ন্ত্রণ সমন্বয়

(অধ্যায়-


 

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2022

1. মায়োটোম পেশি গমনে সাহায্য করে কোন্ প্রাণীটিতে ? –

a. ব্যাং

 b. সাপ

c. কেঁচো

 d. মাছ

উত্তরঃ[d] মাছ

2.উদ্ভিদের কোন অঙ্গের চলন জলের অনুকূলে ঘটে ?

a. কাণ্ড

b. মূল

c. পাতা

d. আকর্ষ

উত্তরঃ[b] মূল

3.উত্তেজনায় জীবের সাড়া দেওয়ার ধর্মকে বলে

a. উদ্দীপনা

 b. সংবেদনশীলতা

c. উত্তেজিতা

d. সহনশীলতা

উত্তরঃ[c] উত্তেজিতা

4.সূর্যমুখী ফুল আলোকের তীব্রতায় ফোটে, এটি কী প্রকারের চলন ?

 a. ফোটোট্রপিক

b. ফোটোন্যাস্টিক

c. থার্মোন্যাস্টিক

d. নিকটিন্যাস্টিক

উত্তরঃ[b] ফোটোন্যাস্টিক

5.নীচের কোনটি মাছের জোড় পাখনা ?

a. পৃষ্ঠ পাখনা

b. পায়ু পাখনা

c. বক্ষ পাখনা

d. পুচ্ছ পাখনা

উত্তরঃ[c] বক্ষ পাখনা

6.মাছকে জলে ডুবাতে ভাসাতে সাহায্য করে কোন অঙ্গ ?

a. পেশি

b. পাখনা

c. পটকা

d. লঘুমস্তিস্ক

উত্তরঃ[c] পটকা

7.পায়রার ডানায় বড়ো পালকের (রেমিজেস) সংখ্যা কটি ?

a. 23 টি

 b. 12 টি

c. 10 টি

d. 22 টি

উত্তরঃ[a] 23টি

8.প্যারামিসিয়ামের গমন অঙ্গ হল

a. ক্ষণপদ

b. সিলিয়া

c. ফ্লাজেলা

d. কর্ষিকাউত্তরঃ

[b] সিলিয়া

9.জীবের স্বেচ্ছায় স্থান পরিবর্তন করাকে বলে

a. চলন

b. সঞ্চালন

c. গমন

d. চলন গমন।

উত্তরঃ[c] গমন

10.সিলিয়ারি গতি দেখা যায়

a. প্যারামিসিয়ামে

b. অ্যামিবায়

c. ইউগ্লিনাতে

d. কেঁচোতে

উত্তরঃ[a]প্যারামিসিয়ামে

অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর

1.ভলভক্স এর আলোর দিকে গমন চলনের             ফোটোট্যাকটিক]                  উদাহরণ

উত্তরঃ

2.রেজোন্যান্ট রেকোর্ডার   যন্ত্রের সাহায্যে জগদীশচন্দ্র বসু উদ্ভিদ দেহে প্রতিবর্ত ক্রিয়ার অস্তিত্ব প্রমাণ করেন।

3.বনচাঁড়ালের পাতার ত্রিফলকের পার্শ্ব পত্ৰক দুটির পর্যায়ক্রমে ওঠানামা হল এক প্রকার প্রকরণ চলন

4.সূর্যের আলোর প্রভাবে ট্রপিক চলন হল হেলিওট্রপিজম

5.গ্যাস্ট্রোকনেমিয়াম  পেশার সংকোচনে গোড়ালি মাটি থেকে ওপরে উঠে আসে

6.মাছের   বক্ষ পাখনা   শ্রোণিপাখনা হল জোড় পাখনা

7.মাছের মেরুদণ্ডের দুপাশের অস্থিসংলগ্ন পেশির নাম মায়োটোম

8.গমনে সক্ষম উদ্ভিদ হল  ভলভক্স

রচনাধর্মী প্রশ্নোত্তর : (মান – 5)

1.      ট্রপিক চলন কাকে বলে ? বিভিন্ন প্রকার ট্রপিক চলন সংক্ষেপে লেখো।

2.      লজ্জাবতী স্পর্শ করলে পত্রকগুলি নুয়ে যায় এবং বনচাঁড়ালের পাতার নীচের পাতা দুটি পর্যায়ক্রমে ওঠানামা করেএর কারণ কী ? উদ্ভিদের চলন কত প্রকারের হয় ? 2+3=5

3.      উদ্ভিদের প্রধান তিন প্রকার চলন উদাহরণযোগে সংক্ষেপে আলোচনা করো

4.      ন্যাস্টিক চলন কাকে বলে ? উদ্ভিদের বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। 2+3=5

5.      ট্যাকটিক চলন কাকে বলে ? এটি কয় প্রকারের হয় ? ফোটোট্যাকটিক চলন উদাহরণ দিয়ে বোঝও।3+2=5

6.      হরমোনের সংজ্ঞা দাও। মানবদেহে ৪টি অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান নিঃসৃত হরমোনের নাম লেখো।

7.      হরমোনের তিনটি বৈশিষ্ট্য লেখো হরমোনের দুটি কাজ উল্লেখ করো

8.      অ্যাক্সন ডেনড্রনের গঠনগত কার্যগত পার্থক্য লেখো। নিউরোনের কাজ লেখো।

9.      রুই মাছের বিভিন্ন প্রকার পাখনার অবস্থান গমনে ভূমিকা আলোচনা করো

10. প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ কাকে বলে? এর বিভিন্ন অংশের নাম লেখো।

11. পার্থক্য লেখো: গুরুমস্তিষ্ক লঘুমস্তিষ্ক

 

  Madhyamik Bangla Suggestion 2022// মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২ Click Here

  Madhyamik Geography Suggestion 2022// মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ Click Here

  Madhyamik History Suggestion 2022// মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২ Click Here

  Madhyamik Life Science Suggestion 2022// মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন  Click Here

  Madhyamik Physical Science Suggestion 2022// মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Click Here


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top