Madhyamik 2022 Life Science Suggestion / মাধ্যমিকের ২০২০ সালের সাজেসান জীবন বিজ্ঞান
Madhyamik 2022 Life Science |
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
(অধ্যায়-১)
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2022
1. মায়োটোম পেশি গমনে সাহায্য করে কোন্ প্রাণীটিতে ? –
a. ব্যাং
b. সাপ
c. কেঁচো
d. মাছ
উত্তরঃ[d] মাছ
2.উদ্ভিদের কোন অঙ্গের চলন জলের অনুকূলে ঘটে ?
a. কাণ্ড
b. মূল
c. পাতা
d. আকর্ষ
উত্তরঃ[b] মূল
3.উত্তেজনায় জীবের সাড়া দেওয়ার ধর্মকে বলে –
a. উদ্দীপনা
b. সংবেদনশীলতা
c. উত্তেজিতা
d. সহনশীলতা
উত্তরঃ[c] উত্তেজিতা
4.সূর্যমুখী ফুল আলোকের তীব্রতায় ফোটে, এটি কী প্রকারের চলন ?
a. ফোটোট্রপিক
b. ফোটোন্যাস্টিক
c. থার্মোন্যাস্টিক
d. নিকটিন্যাস্টিক
উত্তরঃ[b] ফোটোন্যাস্টিক
5.নীচের কোনটি মাছের জোড় পাখনা ?
a. পৃষ্ঠ পাখনা
b. পায়ু পাখনা
c. বক্ষ পাখনা
d. পুচ্ছ পাখনা
উত্তরঃ[c] বক্ষ পাখনা
6.মাছকে জলে ডুবাতে ও ভাসাতে সাহায্য করে কোন অঙ্গ ?
a. পেশি
b. পাখনা
c. পটকা
d. লঘুমস্তিস্ক
উত্তরঃ[c] পটকা
7.পায়রার ডানায় বড়ো পালকের (রেমিজেস) সংখ্যা কটি ?
a. 23 টি
b. 12 টি
c. 10 টি
d. 22 টি
উত্তরঃ[a] 23টি
8.প্যারামিসিয়ামের গমন অঙ্গ হল –
a. ক্ষণপদ
b. সিলিয়া
c. ফ্লাজেলা
d. কর্ষিকাউত্তরঃ
[b] সিলিয়া
9.জীবের স্বেচ্ছায় স্থান পরিবর্তন করাকে বলে –
a. চলন
b. সঞ্চালন
c. গমন
d. চলন ও গমন।
উত্তরঃ[c] গমন
10.সিলিয়ারি গতি দেখা যায় –
a. প্যারামিসিয়ামে
b. অ্যামিবায়
c. ইউগ্লিনাতে
d. কেঁচোতে
উত্তরঃ[a]প্যারামিসিয়ামে
অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর
1.ভলভক্স এর আলোর দিকে গমন চলনের ফোটোট্যাকটিক] উদাহরণ ।
উত্তরঃ
2.রেজোন্যান্ট রেকোর্ডার যন্ত্রের সাহায্যে জগদীশচন্দ্র বসু উদ্ভিদ দেহে প্রতিবর্ত ক্রিয়ার অস্তিত্ব প্রমাণ করেন।
3.বনচাঁড়ালের পাতার ত্রিফলকের পার্শ্ব পত্ৰক দুটির পর্যায়ক্রমে ওঠানামা হল এক প্রকার প্রকরণ চলন ।
4.সূর্যের আলোর প্রভাবে ট্রপিক চলন হল হেলিওট্রপিজম
5.গ্যাস্ট্রোকনেমিয়াম পেশার সংকোচনে গোড়ালি মাটি থেকে ওপরে উঠে আসে ।
6.মাছের
বক্ষ পাখনা ও শ্রোণিপাখনা হল জোড় পাখনা ।
7.মাছের মেরুদণ্ডের দুপাশের অস্থিসংলগ্ন পেশির নাম মায়োটোম
8.গমনে সক্ষম উদ্ভিদ হল ভলভক্স
রচনাধর্মী প্রশ্নোত্তর : (মান – 5)
1. ট্রপিক চলন কাকে বলে ? বিভিন্ন প্রকার ট্রপিক চলন সংক্ষেপে লেখো।
2. লজ্জাবতী স্পর্শ করলে পত্রকগুলি নুয়ে যায় এবং বনচাঁড়ালের পাতার নীচের পাতা দুটি পর্যায়ক্রমে ওঠানামা করে—এর কারণ কী ? উদ্ভিদের চলন কত প্রকারের হয় ? 2+3=5
3. উদ্ভিদের প্রধান তিন প্রকার চলন উদাহরণযোগে সংক্ষেপে আলোচনা করো ।
4. ন্যাস্টিক চলন কাকে বলে ? উদ্ভিদের বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। 2+3=5
5. ট্যাকটিক চলন কাকে বলে ? এটি কয় প্রকারের হয় ? ফোটোট্যাকটিক চলন উদাহরণ দিয়ে বোঝও।3+2=5
6. হরমোনের সংজ্ঞা দাও। মানবদেহে ৪টি অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান ও নিঃসৃত হরমোনের নাম লেখো।
7. হরমোনের তিনটি বৈশিষ্ট্য লেখো । হরমোনের দুটি কাজ উল্লেখ করো ।
8. অ্যাক্সন ও ডেনড্রনের গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। নিউরোনের কাজ লেখো।
9. রুই মাছের বিভিন্ন প্রকার পাখনার অবস্থান ও গমনে ভূমিকা আলোচনা করো ।
10. প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ কাকে বলে? এর বিভিন্ন অংশের নাম লেখো।
11. পার্থক্য লেখো: গুরুমস্তিষ্ক ও লঘুমস্তিষ্ক
Madhyamik Bangla Suggestion 2022// মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২ Click Here
Madhyamik Geography Suggestion 2022// মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ Click Here
Madhyamik History Suggestion 2022// মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২ Click Here
Madhyamik Life Science Suggestion 2022// মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন Click Here
Madhyamik Physical Science Suggestion 2022// মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Click Here