West Bengal Board দশম শ্রেনী/Class Ten ইতিহাস Chapter-6

6
দশম শ্রেনী/Class Ten ইতিহাস
(HISTORY)
WEST BENGAL BOARD(CLASS-X)
SUGGESTION AND NOTES
PART-6/Chapter-6
দশম শ্রেনী/Class Ten

(নীচে দশম শ্রেনীর ইতিহাস বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে সাজেসান ভিত্তিক প্রশ্ন ও তার উত্তর দেওয়া হল( প্রতিটি অধ্যায় থেকে  Blue/ নীল-এর রং করা যে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলির  উত্তর এখনও পর্যন্ত দেওয়া হয়েছে বা Upload-করা হয়েছ(click করলেই উত্তর পেজ-এ চলে যাবে) আর বাকি গুলির কাজ চলছে-প্রিয় ছাত্র ছাত্রিদের কথা ভেবেই এই ধরনের ব্যবস্থা গ্রহন করলাম ) তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর আগেই প্রয়োজন হয়, তাহলে আমাকে comment -এ প্রশ্নটি লিখে দিলে খুব শীঘ্রই  সেটি দেওয়ার ব্যবস্থা করা হবে  ..............ধন্যবাদ সবাইকে)



ষষ্ঠ অধ্যায়
বিশ শতকের ভারতে কৃষকশ্রমিক  বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য  পর্যালোচনা

MARKS-4
 টীকা লেখ জাতীয় শিক্ষা পরিষদ


 আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের পরিচয় দাও

 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা আলোচনা কর

   অথবা বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ না করার কারণ গুলি আলোচনা করো

  ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও

  মানবেন্দ্র রায় সম্পর্কে টীকা লিখ      

  Workers and peasants party সম্পর্কে টীকা লিখ

   টীকা লেখ মিরাট ষড়যন্ত্র মামলা

   আইন অমান্য আন্দোলনে নারীদের ভুমিকা আলোচনা কর।


MARKS-8

►   অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন গুলির পরিচয় দাও       
                  
►  আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা কর











Previous
Next





****যদি আপনাদের পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের পড়ার সু্যোগ করেদিন।ধন্যবাদ*****
****

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ
  1. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা
    এই প্রশ্নটির উত্তর আমর দরকার।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা
      এই প্রশ্নটির উত্তর এই লিঙ্কে ।https://history4u3.blogspot.com/2020/04/blog-post_16.html

      মুছুন
    2. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা
      এই প্রশ্নটির উত্তর এই লিঙ্কে ।https://history4u3.blogspot.com/2020/04/blog-post_16.html

      মুছুন
  2. Respected Sir/Mam,
    Please"ভারত ছাড়ো আন্দোলন-টীকা"-র উত্তর দিন।তা‌হলে খুব উপকৃত হবো।

    উত্তরমুছুন
  3. ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের বর্ণনা দাও।

    উত্তরমুছুন
  4. অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের বৈশিষ্ট্য ব্যাখা করো।

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
To Top