প্রাচ্য শিক্ষা- পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব কী? ভারতে ইংরেজী শিক্ষার প্রসার কিভাবে হয় আলোচনা কর। || মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় || সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা

0

প্রাচ্য শিক্ষা- পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব কী? ভারতে ইংরেজী শিক্ষার প্রসার কিভাবে হয় আলোচনা কর।||মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় ||সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা


প্রাচ্য শিক্ষা- পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব কী?




প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রাচ্য শিক্ষা- পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব কী? ভারতে ইংরেজী শিক্ষার প্রসার কিভাবে হয় আলোচনা কর।||মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় ||সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা||Madhyamik History Question and Answer|৮ নম্বরের প্রশ্ন ও উত্তর||দশম শ্রেণী মক টেস্ট||এছাড়াও তোমরা পাবে মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|Ten History Examination- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|দশম শ্রেনীর দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|10th History Examination|মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে।মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর |


তো বন্ধুরা সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ Very Short Short Descriptive Question and Answer|তোমাদের এই পোস্টের মাধ্যমে মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়|প্রতিরোধ ও বিদ্রোহ|প্রাচ্য শিক্ষা-পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব কী?ভারতে ইংরেজী শিক্ষার প্রসার কিভাবে হয় আলোচনা কর।|আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।


প্রাচ্য শিক্ষা- পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব কী? ভারতে ইংরেজী শিক্ষার প্রসার কিভাবে হয়ে আলোচনা কর।||মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় ||সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা


প্রাচ্য শিক্ষা-পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব কী? ভারতে ইংরেজী শিক্ষার প্রসার কিভাবে হয়ে আলোচনা কর। 


শিক্ষা- পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব:- ১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে এদেশের শিক্ষাখাতে প্রতি বছর বরাদ্দ করা একলক্ষ টাকা প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষা প্রসারে খরচ করা হবে সে সম্পর্কে ১৮২০ এর দশকে এক তীব্র বিতর্ক সৃষ্টি হয়। ইংরেজ পণ্ডিতদের মধ্যে একদল চাইতেন ইংরেজি ভাষার মাধ্যমে ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তুলতে। এঁরা পাশ্চাত্যপন্থী বা অ্যাংলিসিস্ট নামে পরিচিত ছিলেন। অপরদল চাইতেন ভারতীয়দের দেশের ঐতিহ্য, ভারতীয় শিক্ষা, সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবান করে গড়ে তুলতে। এঁরা ভারতীয় শিক্ষাপদ্ধতি ও শিক্ষা প্রতিষ্ঠানকে শক্তিশালী করে তা ভারতীয়দের মধ্যে প্রসারিত করার সংকল্পে ব্রতী ছিলেন। এঁরা প্রাচ্যপন্থী বা ওরিয়েন্টালিস্ট নামে পরিচিত ছিলেন। চার্লস গ্রান্ট, ট্রাভেলিয়ান, লর্ড মেকলে প্রমুখ ছিলেন পাশ্চাত্য পন্থী এবং অন্যদিকে এইচ টি প্রিন্সেপ, কোল ব্রুক, উইলসন ছিলেন প্রাচ্যপন্থী। ভারতে ইংরেজি শিক্ষাপ্রসার সংক্রান্ত দ্বন্ধে চার্লস গ্রান্টের সঙ্গে কোম্পানির ডিরেক্টর সভার সদস্যদের মতবিরোধ চরম পর্যায়ে পৌছেছিল।


ইংরেজি শিক্ষার প্রসার:- 

বেসরকারি উদ্যোগ:- উনিশ শতকে বাংলায় বেসরকারি উদ্যোগে। শিক্ষাপ্রসারে উল্লেখ যোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়, রাজা রাধাকান্ত দেব, বর্ধমানের রাজা তেজচন্দ্র রায়বাহাদুর, ডেভিড হেয়ার প্রমুখ। রামমোহন রায়ের উদ্যোগে ১৮১৫ খ্রিস্টাব্দে কলকাতায় অ্যাংলো - হিন্দু স্কুল গড়ে ওঠে। ডেভিড হেয়ারের উদ্যোগে ১৮১৭ খ্রিস্টাব্দের ২০ জানুয়ারি কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এই কলেজ ১৮৫৫ খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত হয়। ১৮১৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা স্কুল সোসাইটি।


খ্রিস্টান মিশনারিদের অবদান:-উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষাবিস্তারে মিশনারিরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। উইলিয়াম কেরি, মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড এই তিন শ্রীরামপুর ত্রয়ীর উদ্যোগে ১৮১৮ খ্রিস্টাব্দে শ্রীরামপুরে একটি ইংরেজি বিদ্যালয় স্থাপিত হয়। বর্তমানে এটি শ্রীরামপুর কলেজ নামে পরিচিত। আলেকজান্ডার ডাফের উদ্যোগে ১৮৩০ খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন, ১৮৩৫ খ্রিস্টাব্দে কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজ ও শিবপুরে ১৮১৯ খ্রিস্টাব্দে বিশপস কলেজ প্রভৃতি গড়ে ওঠে।


সরকারি উদ্যোগ:- ১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার আইনে ভারতে শিক্ষাবিস্তারের জন্য ১ লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয়েছিল। কিন্তু এই অর্থ প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষাখাতে ব্যয় করা হবে তা নিয়ে দ্বন্দ্ব বাধে। প্রাচ্য-পাশ্চাত্য দ্বন্দ্বের পরিণতিতে সরকার কর্তৃক টমাস ব্যাবিংটন মেকলের শিক্ষা বিষয়ক প্রস্তাব গৃহীত হয়। উল্লেখ্য মেকলে ছিলেন কমিটি অব পাবলিক ইনস্ট্রাকসনের সভাপতি। ১৮২৩ খ্রিস্টাব্দে এই কমিটি প্রতিষ্ঠিত হয়। ১৮৩৫ খ্রিস্টাব্দের ২ ফেব্রুয়ারি মাসে মেকলে যে- প্রস্তাব পেশ করেন তা মেকলে মিনিটস নামে পরিচিত। প্রস্তাবে বলা হয় যে ভারতে ইংরেজিশিক্ষার বিস্তার ঘটলে চুইয়ে পড়া নীতি বা Downward Filtration Theory অনুসারে সমস্ত জনগণের মধ্যে তা ছড়িয়ে পড়বে।


মেকলের প্রস্তাবমতো লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সিদ্ধান্ত নেন যে- সরকার ইংরেজি শিক্ষার জন্য অর্থ ব্যয় করবে। ১৮৩৫ খ্রিস্টাব্দে কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮৩৭ খ্রিস্টাব্দে সরকারি কাজকর্মে ইংরেজি ভাষা প্রচলিত হয়। ১৮৪৪ খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জ ঘোষণা করেন যে ইংরেজি শিক্ষিত  ব্যক্তিদের সরকারি কাজে অগ্রাধিকার দেওয়া হবে।


চার্লস উডের ডেসপ্যাস:- স্যার চার্লস উড ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। তিনি ১৮৫৪ খ্রিস্টাব্দে ভারতের শিক্ষাব্যবস্থার সার্বিক পরিবর্তনের জন্য একটি নির্দেশনামা পেশ করেন যা উডের প্রতিবেদন বা ডেসপ্যাচ নামে পরিচিত। তিনি তার প্রতিবেদনে বলেন যে -


1. কলকাতা, বোম্বাই ও  মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।

2. শিক্ষা প্রসারের জন্য স্বতন্ত্র শিক্ষা বিভাগ গঠন করা ।

3. সরকারি মডেল স্কুল গুলির সংখ্যা বৃদ্ধি করা।


উডের নির্দেশ অনুসারে 1855 খ্রিস্টাব্দে শিক্ষা দপ্তর স্থাপন করা হয় । 1857 খ্রিস্টাব্দের কলকাতা মাদ্রাজ ও মুম্বাই - এ তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ।


হান্টার কমিশন:-ইংরেজি শিক্ষা সম্পর্কে তথ্য ও সুপারিশের জন্য ১৮৮২ খ্রিস্টাব্দে উইলিয়াম হান্টার নেতৃত্বে হান্টার কমিশন নিযুক্ত হয় এই কমিশনের সুপারিশ গুলি হল প্রাথমিক শিক্ষার উন্নতি প্রতিটি বিদ্যালয় পাঠাগার স্থাপন মেধাবী ছাত্রদের বৃত্তি।


পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির সংস্পর্শে আসার ফলে ভারতবাসীর মধ্যে কুসংস্কারাচ্ছন্ন মধ্যযুগীয় ধারণার পরিবর্তন ঘটে এবং যুক্তিবাদী ধ্যান ও ধারণার প্রতিষ্ঠিত হয়। পরিশেষে বলা যায় যে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে ভারতে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে যা পরবর্তীকালে ভারতের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে পরিনতি লাভ করেছিল।




Class 10 History Mock Test 

20টি MCQ 

কয়টির উত্তর দিতে পারছো দেখে নাও 

কালকের জন্য(১১/০৩/২০২২০) খুবই গুরুত্বপুর্ন

মকটেস্ট দেওয়ার জন্য নিচের 

Start The Quiz Button-এ ক্লিক করো

 

Created By Html Quiz Generator

Time's Up

score :

Name : Apu

Roll : 3

Total Questions:

Correct: | Wrong:

Attempt: | Percentage:

 



আরও পড়ুন......


  • বন্ধুরা ২০২২ সালের অধ্যায় ভিত্তিক ইতিহাস সাজেশন এর জন্য  Click Here
  • সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো Click Here


File Details

 

File Name/Book Name

প্রাচ্য শিক্ষা- পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব কী? ভারতে ইংরেজী শিক্ষার প্রসার কিভাবে হয় আলোচনা কর।

File Format

PDF

File Language

Bengali

File Size

81 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top