মোগল সাম্রাজ্যের অবনতি কিভাবে হয়েছিল ? অথবা কিভাবে মোগলদের সাম্রাজ্যিক অবনতি হয়েছিল -ব্যাখ্যা কর মুঘল সাম্রাজ্যের অবনতির কারণ কি ছিল? মুঘল সাম্রাজ্যের অবনতির কারণ / What were the reasons behind the decline of Mughal Empire ?

0

মোগল সাম্রাজ্যের অবনতি কিভাবে হয়েছিল ?

অথবা 

কিভাবে মোগলদের সাম্রাজ্যিক অবনতি হয়েছিল -ব্যাখ্যা কর

অথবা

মুঘল সাম্রাজ্যের অবনতির কারণ  কি ছিল?


মুঘল সাম্রাজ্যের অবনতির কারণ



বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে মোগল সাম্রাজ্যের অবনতি কিভাবে হয়েছিল? প্রশ্নটিই আলোচনা করব|মুঘল সাম্রাজ্যের অবনতির কারণ কি ছিল?|অষ্টম শ্রেণী প্রথম অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান|এই পোস্টের মাধ্যমে তোমরা কিভাবে মোগলদের সাম্রাজ্যিক অবনতি হয়েছিল-ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা পেয়ে যাবে।


মুঘল সাম্রাজ্যের অবনতির কারণ: 

মুঘল সাম্রাজ্যের অবনতির কারণগুলি হল –


ঔরঙ্গজেবের পরবর্তী সম্রাটদের অযোগ্যতা:

সম্রাটের দক্ষতার উপর মুঘল সাম্রাজ্যের সাফল্য নির্ভরশীল ছিল। সম্রাট জাহাঙ্গির ও শাহ জাহানের সময় থেকে মুঘল শাসনকাঠামোর মধ্যে সমস্যা দেখা দিয়েছিল। ঔরঙ্গজেবের শেষ দিকে তা আরও স্পষ্ট হয়েছিল।ঔরঙ্গজেবের পরবর্তী সম্রাটদের অযোগ্যতার জন্য মুঘল সাম্রাজ্যের দ্রুত অবনতি হয়েছিল।


জায়গিরদারি ও মনসবদারি সংকট:

মুঘল আমলে মনসবদারদের জায়গির দেওয়া হত। উন্নতমানের জায়গির পাওয়ার আশায় মনসবদার -দের মধ্যেক্রমে চরম দলাদলি শুরু হয়। সম্রাট জাহাঙ্গিরের সময় থেকেই জায়গিরদারি সংকট সৃষ্টি হয়েছিল। তখন ভূমি রাজস্বের হিসাবে নানা গরমিল দেখা দেয়। সরকারি হিসাবে যে পরিমাণ রাজস্ব পাওয়ার কথা (জমা) আর যা পাওয়া যেত (হাসিল) তার মিল থাকত না। সম্ৰাট ঔরঙ্গজেব ও তার পরবর্তীকালে এই সংকট তীব্র আকার ধারণ করে। জায়গিরের সংকট মুঘল সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিয়েছিল।


আঞ্চলিক বিদ্রোহ: 

বিভিন্ন অঞ্চলের জমিদার ও কৃষকদের বিদ্রোহ মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম প্রধান কারণ ছিল। মুঘল যুগে জমির উপর জায়গিরদারদের অধিকার স্থায়ী ছিল না। জায়গিরদারদের বিভিন্ন জায়গায় বদলি করা হত। ফলে জায়গিরদাররা কৃষকদের কাছ থেকে অত্যধিক হারে রাজস্ব আদায় করত। এতে কৃষকদের উপর  শোষন ও অত্যাচার বাড়ত। মুঘল যুগের উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহগুলি হল জাঠ, শিখ ও সৎনামী বিদ্ৰোহ।


শিবাজী ও মারাঠাদের আক্রমণ: 

শিবাজী ও মারাঠাদের আক্রমণ মুঘল শাসনকে দুর্বল করেছিল। ঔরঙ্গজেব মারাঠাদের দমন করার জন্য তার জীবনের শেষ ছাব্বিশ বছর দাক্ষিণাত্যে কাটিয়েছিলেন। কিন্তু তাতেও সাফল্য পাননি।।


বৈদেশিক আক্রমণ: 

নাদির শাহের নেতৃত্বে পিরসিক আক্ৰমণ (১৭৩৮-৩৯ খ্রি.) এবং আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্ৰমণ (১৭৫৬-৫৭ খ্রি.) মুঘল সাম্রাজ্যের উপর চরম আঘাত হানে। ফলে মুঘলদের পক্ষে আর ফিরে দাঁড়ানো সম্ভবপর হয়নি।


মূল্যায়ন : উত্থানপতন প্রকৃতির নিয়ম হলেও মুঘল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে  উপরিউক্ত কারনগুলি দায়ী ছিল। জাতীয়তাবোধর অভাব আর্থ-সামাজিক পরিস্থিতির পরিবর্তন রাজনীতিতে গভীর প্রভাব বিস্তার করে। যোগ্য কর্মচারী বা আমলা শ্রেণির দক্ষতা দেখা যায়নি। ফলে মুঘল সাম্রাজ্য অবক্ষয়ের পথে দ্রুত এগিয়ে যায়।


আরও পড়ুন......

File Details

 

File Name/Book Name

মোগল সাম্রাজ্যের অবনতি কিভাবে হয়েছিল ?

File Format

PDF

File Language

Bengali

File Size

103 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top