ইংল্যান্ডকে কেন ইউরোপের শিক্ষক বলা হয়?

dream
0

ইংল্যান্ডকে কেন ইউরোপের শিক্ষক বলা হয়? 

ইংল্যান্ডকে কেন ইউরোপের শিক্ষক বলা হয়?


     

বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে ইংল্যান্ডকে কেন ইউরোপের শিক্ষক বলা হয়? প্রশ্নটিই আলোচনা করব|নবম শ্রেণী চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ|এই পোস্টের মাধ্যমে তোমরা ইংল্যান্ডকে কেন ইউরোপের শিক্ষক বলা হয়? সম্পর্কে আলোচনা পেয়ে যাবে।


ইংল্যান্ডকে কেন ইউরোপের শিক্ষক বলা হয়?


অনেক বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সম্ভব হয়েছিল। ইংল্যান্ডের বিজ্ঞানীরা ইউরোপের অন্যান্য দেশের বিজ্ঞানীদের চেয়ে উন্নত মানের ছিলেন, তা নয়।


কিন্তু ইংল্যান্ডের পরপর কয়েকটি আবিষ্কার যেমন জন কে-র উড়ন্ত মাকু, আর্করাইট- এর ওয়াটার ফ্রেম, জেমস ওয়াটের বাষ্পীয় শক্তির আবিষ্কার ইংল্যান্ডে একটি অনুকূল পরিস্থিতি সৃষ্টি করেন। 


পরবর্তীকালে ফ্রান্স জার্মানি রাশিয়া ইংল্যান্ডের প্রযুক্তি ও পরিকাঠামো অনুসরণ করেই তাদের দেশে শিল্পোন্নয়ন শুরু করে। এই সব দেশের প্রযুক্তিবিদরা ইংল্যান্ডে এসে শিক্ষা নিতে এবং নিজেদের দেশে ইংল্যান্ডের যন্ত্রপাতি নিয়ে গিয়ে শিল্পোন্নয়নের চেষ্টা করত। ইংল্যান্ডি ছিল তাদের মডেল আদর্শ। ইংল্যান্ডের বিশেষজ্ঞদের তারা নিজেদের দেশে নিয়ে গিয়ে নিজেদের দেশে শিল্পোন্নয়ন ঘটাতেন। এর সমস্ত কারণে ইংল্যান্ডকে ইউরোপের শিক্ষক বলা হয়। 



File Details

 

File Name/Book Name

ইংল্যান্ডকে কেন ইউরোপের শিক্ষক বলা হয়?

File Format

PDF

File Language

Bengali

File Size

30 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top