Class 8 Model Activity Task February Geography 2022 Part-2 II মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণি পরিবেশ ও ভূগােল

dream
0

 


Class 8 Model Activity Task February Geography 2022 Part-2

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

অষ্টম শ্রেণি

পরিবেশ ও ভূগােল

পূর্ণমান :২০

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে : ১x৩=৩

১.১ মহীসঞরণ তত্ত্বটির প্রবক্তা হলেন—

(ক) মর্গ্যান।

(খ) পির্চো

(গ) পার্কার

(ঘ) ওয়েগনার

উঃ- ওয়েগনার

১.২ দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্দিজ পর্বত সৃষ্টি হয়েছে—

(ক) মহাদেশীয়-মহাদেশীয় পাতের সংঘর্ষে

(খ) মহাদেশীয়-মহাসাগরীয় পাতের সংঘর্ষে

(গ) মহাসাগরীয়-মহাসাগরীয় পাতের সংঘর্ষে

(ঘ) মহাদেশীয়-মহাদেশীয় পাতের পরস্পর বিপরীতমুখী চলনে।

উঃ- মহাদেশীয়-মহাসাগরীয় পাতের সংঘর্ষে

১.৩ সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতাসম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকে বলে

(ক) গাইজার

(খ) ম্যাগমা

(গ) সুনামি

(ঘ) অগ্নদগম

উঃ-  সুনামি

Class 8 Model Activity Task February Geography 2022 Part-2

২.১ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : ১x৩=৩

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.১.১ গঠনকারী পাতসীমানা

১. মৃত আগ্নেয়গিরি

২.১.২ পাহােহাে

২. পরস্পর বিপরীতমুখী পাতের চলন

২.১.৩ মাউন্ট প্রােপা

৩. লাভা

 

উঃ-

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.১.১ গঠনকারী পাতসীমানা

২. পরস্পর বিপরীতমুখী পাতের চলন

২.১.২ পাহােহাে

৩. লাভা

২.১.৩ মাউন্ট প্রােপা

১. মৃত আগ্নেয়গিরি

 

২.২ একটি বা দুটি শব্দে উত্তর দাও : ১x২=২

২.২.১ কোন পাতসীমানায় ভূত্বকের ধ্বংস বা সৃষ্টি হয় না?

উঃ- নিরপেক্ষ পাতসীমানায় ভূত্বকের ধ্বংস বা সৃষ্টি হয় না।

২.২.২ কোন ভূকম্প তরঙ্গ পদার্থের তিনটি অবস্থার মধ্য দিয়েই প্রবাহিত হয় ?

উঃ- প্রাথমিক তরঙ্গ বা P তরঙ্গ পদার্থের তিনটি অবস্থার মধ্যে দিয়ে প্রবাহিত হয়।

Class 8 Model Activity Task February Geography 2022 Part-2

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন?

উঃ- অভিসারী পাত সীমানায় পাত দুটো পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষে ঘটে। দুটো পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ। করে এর ফলে নিমজ্জিত পাতের গলন হয়, সমুদ্রখাত সৃষ্টি হয় ভূত্বকের বিনাশ ঘটে এবং এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প অগ্নুৎপাত ঘটে। এই জন্য অভিসারী পাতসীমানা কে বিনাশকারী পাত সীমানা বলা হয়।

উদাহরণঃ- প্রশান্ত মহাসাগরীয় পাত ও আমেরিকা পাতের সংযোগস্থল।

৩.২ ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের মধ্যে পার্থক্য নিরূপণ করাে।

উঃ-

ভূমিকম্পের কেন্দ্র

ভূমিকম্পের উপকেন্দ্র

১. ভূমিকম্পের কেন্দ্র হল সেই অবস্থান যেখানে ভূমিকম্পের উৎপত্তি হয়।

১. ভূমিকম্পের উপকেন্দ্র হল কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত বিন্দু যেখানে প্রথম কম্পন এসে পৌঁছায়।

২. এটি সেই জায়গা যেখানে ভূমিকম্প শুরু হয়।

২. এটি এমন জায়গা যেখানে ভূমিকম্প অনুভূতি হয় এবং সবচেয়ে বেশি ক্ষতি হয়।

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

‘প্রশান্ত মহাসাগর অগ্নিবলয়’ ভূমিকম্পপ্রবণ কেন?

উঃ- পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের আকারে ঘিরে রেখেছে। আবার প্রশান্ত মহাসাগরীয় পাত গুলি সর্বদাই চলনশীল হওয়ায় পাত সীমানায় পর্বত গঠন, নতুন ভূ-ত্বকের গঠন, পুরাতন ভূত্বকের বিনাশ, অগ্নুৎপাত প্রভৃতি হয়। এর ফলে প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় এ পৃথিবীর প্রায় 70 শতাংশ ভূমিকম্প হয়।


You May also Like These…..

Class- 6 All Subject Answers Links

বাংলা

ইংরেজী

গনিত

ইতিহাস

ভূগোল

 পরিবেশ ও বিজ্ঞান

-

-

স্বাস্থ্য ও শারীর শিক্ষা 

Click Here to Download Class 6 History

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top