Class 8 Model Activity Task February Science 2022 Part-2 II মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান

dream
0

 


Class 8 Model Activity Task February Science 2022 Part-2

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

অষ্টম শ্রেণি

পরিবেশ ও বিজ্ঞান

পূর্ণমান : ২০

১. ঠিক উত্তর নির্বাচন করাে :     ১x৩=৩ 

১.১ যে কোশীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করে তা হলাে—

(ক) গলজি বস্তু

(খ) নিউক্লিয়াস

(গ) মাইটোকনড্রিয়া

(ঘ) লাইসােজোম

উঃ- মাইটোকনড্রিয়া

১.২ যে কোশীয় অঙ্গাণু প্রােটিন সংশ্লেষে সাহায্য করে তা হলাে—

(ক) লাইসােজোম

(খ) রাইবােজোম

(গ) সেন্ট্রোজোম

(ঘ) গলজি বস্তু।

উঃ- রাইবােজোম

১.৩ উদ্দীপনা পরিবহণ করা যে কলার কাজ সেটি হলাে—

(ক) আবরণী কলা

(খ) যােগ কলা

(গ) পেশি কলা

(ঘ) স্নায়ু কলা।

উঃ- স্নায়ু কলা

Class 8 Model Activity Task February Science 2022 Part-2

২. সংক্ষিপ্ত উত্তর দাও : ১x৩=৩

২.১ উজ্জ্বল আলােয় বর্ণদর্শনে সাহায্য করে কোন কোশ ?

উঃ- উজ্জ্বল আলােয় বর্ণদর্শনে সাহায্য করে শঙ্কু আকৃতির কোণ (cone) কোশ।

২.২ আমি একটি পর্দাঘেরা কোশ অঙ্গাণু যার মধ্যে পুরােনাে জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে। আমার নাম কী ?

উঃ- লাইসোজোম।

২.৩ ক্রোমােপ্লাস্টিডের কাজ কী? একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

উঃ- ক্রোমোপ্লাস্টিডের কাজ হল ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করা।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ২x৪=৮

৩.১ “লােহিত রক্তকণিকার আকৃতি দু-পাশ চ্যাপটা এবং চাকতির মতাে, – এর জন্য লােহিত রক্তকণিকার কী সুবিধা হয় ?

উঃ- লোহিত রক্ত কণিকার আকৃতি দুপাশ চ্যাপ্টা এবং চাকতির মতে এর ফলে বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে যাতায়াতে আর বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনে সুবিধা হয়।

৩.২ কোশপর্দা ও কোশপ্রাচীরের মধ্যে একটি মিল ও একটি অমিল উল্লেখ করাে।

মিলঃ- কোষ পর্দা ও কোষ প্রাচীর উভয়ই কোষের বাইরের আবরণ হিসাবে কাজ করে বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে।

অমিলঃ- কোষ পর্দা প্রাণী ও উদ্ভিদ উভয়ই কোষে থাকে কোষপ্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকে।

৩.৩ এন্ডােপ্লাজমীয় জালিকার কাজ উল্লেখ করাে।

উঃ-

1. কোষের সাইটোপ্লাজম কাঠামো গঠন করে প্রোটোপ্লাজম কে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে।

2. এন্ডোপ্লাজমিয় জালিকা কোষের সাইটোপ্লাজমকে কতগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠ ভাগ করে ফলে কোষের রাসায়নিক বিক্রিয়া গুলি কোষের কয়টি অঞ্চলে সীমাবদ্ধ থাকে।

3. মসৃণ এন্ডোপ্লাজমিয় জালিকা ফ্যাট সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে।

. যৌগিক আলােক অণুবীক্ষণ যন্ত্র কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?

উঃ-

1. ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, বিভিন্ন এককোষী ও বহুকোষী প্রাণীর দেহের বহির্গঠন জানার জন্য।

2. উদ্ভিদ দেহের বিভিন্ন অংশের ( মূল, কাণ্ড, পাতা) অন্তর্গঠন পর্যবেক্ষণের জন্য।

3. কোষের ভেতরের অঙ্গাণু ও কোষের বাইরের পর্দার গঠন জানার জন্য।

Class 8 Model Activity Task February Science 2022 Part-2

. তিন-চারটি বাক্যে উত্তর দাও :

. প্রাইমরডিয়াল ইউট্রিকল কীভাবে সৃষ্টি হয়?

উঃ- উদ্ভিদকোষে গহ্বরের বাইরে কোন পর্দা থাকে না। গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে, তখন নিউক্লিয়াসসহ সাইটোপ্লাজম কোষপ্রাচীরের ভেতরে দিকে কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরের বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমরডিয়াল ইউট্রিকল বলে।

. স্থায়ী কলার কাজ কী কী?

উঃ- স্থায়ী কলার কাজ গুলি হলঃ-

i. খাদ্য সংশ্লেষ সঞ্চয় ও পরিবহন করা।

ii. জল সংবহন কলা।

iii. ভারবহন ও দৃঢ়তা প্রদান করা।

iv. বজ্য পদার্থ সঞ্চয় করা।

v. ক্ষত নিরাময় করা।


You May also Like These…..

Class- 6 All Subject Answers Links

বাংলা

ইংরেজী

গনিত

ইতিহাস

ভূগোল

 পরিবেশ ও বিজ্ঞান

-

-

স্বাস্থ্য ও শারীর শিক্ষা 

Click Here to Download Class 6 History

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top