Class 8 Model Activity Task February Health & Physical Education 2022 Part-2 IIমডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা

dream
0

 Class 8 Model Activity Task February Health & Physical Education 2022 Part-2

Class 8 Model Activity Task



মডেল অ্যাক্টিভিটি টাস্ক

অষ্টম শ্রেণি

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

পূর্ণমান : ২০


১। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে : ১ X ৩ = ৩


(ক) WHO এর পুরাে কথাটি হলাে World ____Health______Organization


(খ) সংক্রামক রােগবিস্তারের প্রধান কারণগুলি নিয়ন্ত্রণের জন্য চাই_____নিরাপদ_____পানীয় জলের ব্যবস্থা।


(গ) সার্বিক স্বাস্থ্যবিধানের মূল উদ্দেশ্য হলাে প্রতিটি পরিবারকে নির্মল, দূষণহীন, রােগমুক্ত জীবাণুমুক্ত, স্বাস্থ্যসম্মত সবুজ সুন্দর ______পরিবেশ________গড়ে তােলা। 


(ঘ) কোনাে দেশের______উন্নয়ন______ নির্ভর করে সেই দেশের জনসাধারণের জীবনযাত্রার মান কত উন্নত তার উপরে।


(ঙ) কেবলমাত্র শৌচাগারের ব্যবস্থা করলেই স্বাস্থ্য বিধানের উদ্দেশ্যে সফল হয় না, সংক্রামক রােগের যে পদ্ধতি বা শৃঙ্খল তাকে ভাঙাই হলাে _____স্বাস্থ্য বিধানের_______মূল উদ্দেশ্য।


(চ) ১৫-৪৯ বছর বয়সের মহিলাদের মধ্যে ৫৬.২ শতাংশ মহিলা _____রক্তাল্পতায়_____ভােগেন।


২. কয়েকটি বাক্যে উত্তর দাও : ২ x ৩ = ৬

(ক) স্বাস্থ্যবিধান কাকে বলে ?

উঃ- দেশের আপামর জনসাধারণের সার্বিক উন্নতির প্রথম ও প্রধান পদক্ষেপ হিসাবে সার্বিক স্বাস্থ্যবিধানের গুরুত্ব অপরিসীম স্বাস্থ্য ও সুস্থতা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের উপর নির্ভর করে সমাজের উন্নতি। স্বাস্থ্যরক্ষা ও রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কে এককথায় স্বাস্থ্যবিধান বলে।


(খ) স্বাস্থ্যবিধানের অভাবজনিত রােগের নামগুলি লেখাে।

উঃ- চর্মরোগ, হেপাটাইটিস , ফাইলেরিয়া, কালাজ্বর, কৃমি, ম্যালেরিয়া, ডায়রিয়া, পোলিয়ো, এনকেফেলাইটিস, বার্ড ফ্লু, আলসার, চিকুনগুনিয়া, কলেরা, টাইফয়েড, ডেঙ্গু, রক্ত-আমাশয়, টিটেনাস, করোনা ভাইরাস-কোভিড-19 ইত্যাদি।


(গ) স্বাস্থ্যশিক্ষার সুফলগুলি লেখাে।

উঃ-

1. উন্নত শিক্ষার পরিবেশ গড়ে ওঠে।

2. বিদ্যালয়ে ছাত্রীদের অধিক নামাঙ্কন হয়।

3. পড়ুয়াদের অধিক দক্ষতা ও সুস্থতা বৃদ্ধি পায়।

4. বিদ্যালয়ে নির্মল পরিবেশ গড়ে ওঠে।

5. শিশুদের অধিকার সুরক্ষিত হয়।


৩. রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও।

(ক) নির্মল গ্রাম/নির্মল শহরের শর্তগুলি তালিকাভুক্ত করাে।

উঃ- 1. গ্রামের সন্নিকটে জঙ্গাল, বাঁশঝাড়, নদীর ধার, পুকুরপাড়ে, অথবা গ্রামের খোলা জায়গায় মলত্যাগের কোন চিহ্ন থাকবে না।

2. গ্রামের সমস্ত জলের উৎসে যথার্থ সিমেন্টের চাতাল ও জল নিকাশের ব্যবস্থা রাখতে হবে।

3. পঞ্চায়েত সভায় খোলা জায়গায় মলত্যাগ নিষিদ্ধ বলে সিদ্ধান্ত গ্রহণ ও ঘোষণা করতে হবে এবং নিয়মভঙ্গ কারীদের শাস্তির প্রতিবিধান করতে হবে।

4. গ্রামের সংগৃহীত কঠিন বর্জ্য পদার্থের স্বাস্থ্যসম্মত নিষ্কাশনের জন্য পঞ্চায়েত কে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

5. পঞ্চায়েত এলাকায় কঠিন ও তরল বর্জ্য জমা করা যাবে না।

6. প্রতিদিন শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাভাবিক আলো-বাতাসের সংস্থান রাখতে হবে।

7. সমস্ত খাটাল ও গোয়াল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

8. প্রতিটি গ্রাম পঞ্চায়েতে শতকরা 100 জন বা তার বেশি পরিবারের শৌচাগার আছে তা নিশ্চিত করা।


(খ) আয়ােডিনের অভাবজনিত রােগের উপসর্গগুলি লেখাে

উঃ- 1. মানসিকভাবে কমজোরি ও জড় বুদ্ধিসম্পন্ন শিশু।

2. পড়াশোনা ও অন্যান্য কাজে পিছিয়ে পড়া।

3. শরীরে বিকাশ ঠিকমতো হয়না বামন ও হতে পারে।

4. শক্তির অভাবে ক্লান্ত মন ও শরীর।


বয়স্কদের ক্ষেত্রে আয়োডিনের অভাব হলে যে যে উপসর্গ দেখা যায়ঃ-

1. কর্মক্ষমতা ও ইচ্ছার অভাব।

2. স্থূলতা।

3. গলগন্ড।

4. হঠাৎ গর্ভপাত।5. গর্ভস্থ শিশুর মৃত্যু।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top