Class 8 History February 2022 Model Activity Task

dream
0

Class 8 History February 2022 Model Activity Task

Class 8 History February 2022 Model Activity Task 



 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

অষ্টম শ্রেণি

ইতিহাস পূর্ণমান : ২০

১. শূন্যস্থান পূরণ করাে :                                                                                       ১ X ৪ = ৪

(ক) মুর্শিদকুলি বাংলার নাজিম পদ লাভ করেন        1717 খ্রিস্টাব্দে              খ্রিস্টাব্দে।

 উঃ- 1717 খ্রিস্টাব্দে 


(খ) হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন মির কামার উদ্দিন খান সিদ্দিক

 উঃ- মির কামার উদ্দিন খান সিদ্দিক                          


(গ) বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল         1770           খ্রিস্টাব্দে।

 উঃ- 1770 খ্রিস্টাব্দে


(ঘ) অধীনতামূলক মিত্রতার নীতি প্রবর্তন করেন         লর্ড ওয়েলেসলি                 

উঃ- লর্ড ওয়েলেসলি


২. স্তম্ভ মেলাও :                                                                                                   ১ X ৪ = ৪

ক-স্তম্ভ

খ-স্তম্ভ

১৭৫৭ খ্রিস্টাব্দ

দেওয়ানি অধিকার

১৭৬৪ খ্রিস্টাব্দ

পলাশি যুদ্ধ

১৭৬৫ খ্রিস্টাব্দ

বক্সার যুদ্ধ

১৭৮২ খ্রিস্টাব্দ




উঃ-

ক-স্তম্ভ

খ-স্তম্ভ

১৭৫৭ খ্রিস্টাব্দ

পলাশি যুদ্ধ

১৭৬৪ খ্রিস্টাব্দ

বক্সার যুদ্ধ

১৭৬৫ খ্রিস্টাব্দ

দেওয়ানি অধিকার 

১৭৮২ খ্রিস্টাব্দ




৩. একটি-দুটি বাক্যে উত্তর দাও :                                                                          ১ X ৩ = ৩

(ক) কোন নবাব বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে? 

উঃ- বাংলার নবাব মীর কাসিম বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে।


(খ) স্বত্ববিলােপ নীতি প্রয়ােগ করে কোম্পানি কোন রাজ্যগুলি দখল করে ?

উঃ- সাতারা, ঝাঁসি, সম্বলপুর ইত্যাদি রাজ্যগুলি স্বত্ববিলােপ নীতি প্রয়ােগ করে কোম্পানি দখল করেছিলেন।

 

(গ) কোম্পানি ও মহীশূরের মধ্যে কতগুলি যুদ্ধ হয়েছিল? 

উঃ- ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মহীশূর রাজ্যের মধ্যে চারটি যুদ্ধ হয়েছিল।


৪. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও :                                                                        ৩ X ৩ = ৯

(ক) ফররুখশিয়রের ফরমানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কী কী অধিকার দেওয়া হয়েছিল? 

উঃ- 1717 খ্রিস্টাব্দে দিল্লির মোগল সম্রাট ফারুকশিয়ারের যে আদেশ বা ফরমান জারি করে তা ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত। এই ফরমানের বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেশকিছু অধিকার লাভ করে যেমন -

১) এই ফরমান অনুযায়ী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বিনা শুক্লে বাণিজ্য করার অধিকার দেওয়া হয়।

২) এছাড়া ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে 38 টি গ্রামের জমিদার কেনার অধিকার পায়।

৩) কোম্পানির পণ্য কেউ চুরি করলে নবাব তাকে শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন।

৪) কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতি পত্র থাকলেই সেই জাহাজে অবাধে বাণিজ্য করতে পারবে। তাছাড়া 

৫) বাংলার নবাবের মুর্শিদাবাদ টাকশাল প্রয়োজন মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবহার করতে পারবে।

 


(খ) পলাশির লুণ্ঠন’ বলতে কী বােঝাে? 

পলাশীর যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্নভাবে বাংলার নবাবের কাছ থেকে অর্থ আত্মসাৎ করতে থাকে যেমন সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1 কোটি 77 লাখ টাকা। এছাড়াও রবার্ট ক্লাইভ নিজে ব্যক্তিগতভাবে মীরজাফর এর কাছে প্রচুর সম্পদ আত্মসাৎ করে। সব মিলিয়ে পলাশীর যুদ্ধের পরে প্রায় তিন কোটি টাকার সম্পদ মীরজাফরের থেকে আদায় করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পলাশীর যুদ্ধের পরে কোম্পানির এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করাকে ‘পলাশীর লুণ্ঠন’ বলা হয়।



(গ) কোম্পানি দেওয়ানি অধিকার পাওয়ার ফলে কী হয়েছিল?

উঃ- বক্সার যুদ্ধের পর 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে। কোম্পানির দেওয়ানি লাভ এর ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসন তন্ত্র কায়েম হয়। বাস্তবে বাংলায় দুজন শাসক তৈরি হয়েছিল একদিকে রাজনৈতিক ও নিজামতের দায়িত্বে ছিল বাংলার নবাব যিনি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন অন্যদিকে ব্রিটিশ কোম্পানির হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতা। এইভাবে দায়িত্বহীন ক্ষমতা ও ক্ষমতাহীন দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠিত হয় দ্বৈত শাসন।

              দেওয়ানি লাভ করার পরে কোম্পানির আর নিজেদের বাণিজ্য চালানোর জন্য ইংল্যান্ড থেকে মূলধন নিয়ে আসার প্রয়োজন অনেক কমে যায় তারা বাংলার রাজস্ব থেকে ব্যবসায়ী  লগ্নি করতে থাকে। এর ফলে 1757 থেকে 1765 খ্রিস্টাব্দের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর প্রধান শক্তি হিসাবে প্রতিষ্ঠা পায় অর্থাৎ ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি বণিক সংস্থার  মান রাজদণ্ড রূপে দেখা দেয়। এরপর শুরু হয় নানা রকম অত্যাচার ও শোষণ এর ফলস্বরূপ হিসেবে বাংলার বুকে নেমে আসে ছিয়াত্তরে।(1770  খ্রি:) মন্বন্তর।

Class-8  February 2022 All Subject  Model Activity Task Answers Links

You May also Like These…..

Class-8 All Subject Answers Links

বাংলা

ইংরেজী

গনিত

ইতিহাস

ভূগোল

 পরিবেশ ও বিজ্ঞান

-

-

স্বাস্থ্য ও শারীর শিক্ষা 

Click Here to Download Class 8 History PDF


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top