Class 6 Model Activity Task Geography (February)2022

dream
0

Class 6 Model Activity Task



Class 6 Model Activity Task Geography (February)2022

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

ষষ্ঠ শ্রেণি

পরিবেশ ও ভূগােল

পূর্ণমান : ২০

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে : ১x৩ =৩

১.১ যে গ্রিক পণ্ডিত প্রথম পৃথিবীর গােলকাকৃতির কথা বলেন তিনি হলেন

(ক) প্লেটো

(খ) অ্যারিস্টটল

(গ) এরাটোস্থেনিস

(ঘ) ম্যাগেলান।

উঃ- অ্যারিস্টটল 

১.২ ২৩১/২° উঃ অক্ষরেখা যে নামে পরিচিত তা হলাে

(ক) কর্কটক্রান্তি রেখা

(খ) মকরক্রান্তি রেখা

(গ) সুমেরুবৃত্ত রেখা

(ঘ) নিরক্ষরেখা।

উঃ- কর্কটক্রান্তি রেখা 

১.৩ পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে যত ডিগ্রি কোণে হেলে থাকে তার মান হলাে

(ক) ০°

(খ) ৯০°

(গ) ২৩১/২°,

(ঘ) ৬৬১/২°

উঃ- ৬৬১/২°

Class 6 Model Activity Task Geography (February)2022

২.১ বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখাে।১x২=২

২.১.১ চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়া বৃত্তাকৃতি হয় না।

উঃ- ভুল 

২.১.২ পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে।

উঃ- ভুল 

২.২ একটি বা দুটি শব্দে উত্তর দাও : ১x৩=৩

২.২.১ পৃথিবীর আকৃতি কীরকম হলে সব জায়গায় একই সময়ে সূর্যোদয় হতাে?

উঃ- পৃথিবীর আকৃতি যদি টেবিলের মতো চ্যাপ্টা সমতল হতো তাহলে ভূপৃষ্ঠের সর্বত্র একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হত।

২.২.২ পৃথিবীর কোথায় দাঁড়ালে তােমার সবদিকই দক্ষিণদিক হবে?

উঃ- পৃথিবীর একেবারে উত্তর মেরুতে দাঁড়ালে সব দিক দক্ষিণ দিক হবে।

২.২.৩ গ্রীনিচের মান মন্দিরের ওপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমারেখার নাম লেখাে।

উঃ- লন্ডনের গ্রিনিচ মান মন্দির এর ( রয়াল অবজারভেটরি ) ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে সেটাই মূল দ্রাঘিমারেখা বা মূলমধ্যরেখা। ( Prime Meridian ) যার মান ০°। 

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থান

উঃ- পৃথিবীর সর্বোচ্চ স্থান হল হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট ( নেপালে অবস্থিত ), যার উচ্চতা 8848 মিটার এবং সর্বনিম্ন স্থান হল প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত যার গভীরতা হল 10915 মিটার।

৩.২ নিরক্ষরেখা দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো।

উঃ- নিরক্ষরেখা দুটি প্রয়োজনীয়তা হল-

1. গোলার্ধ বিভাজন :-  নিরক্ষরেখা পৃথিবীর মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত হয়ে পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করেছে।

2. অক্ষাংশ নির্ণয় :- এই রেখার সাহায্যে কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়।

Class 6 Model Activity Task Geography (February)2022

৪. নিচের প্রশ্নটির উত্তর দাওঃ ৩x১=৩

একটি বৃত্ত অঙ্কন করে তিনটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা চিহ্নিত করো -

উঃ-



 

৫. নিচের প্রশ্নটির উত্তর দাওঃ ৫x১=৫

পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো-উক্তিটির যথার্থতা বিচার করো।

উঃ- পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো- এই যুক্তির প্রমাণ হল- 

পৃথিবী নিজের অক্ষের চারদিকে অনেক দ্রুত ঘরে বলে এর উপর নিচ কিছুটা চাপা আর মাঝবরাবর কিছুটা স্ফিত। তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলালেবু বা নাসপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো। যাকে জিয়ড বলা হয়।



 

1. অসমতল ভূপৃষ্ঠ :- পৃথিবীতে মাউন্ট এভারেস্টের মতো সর্বোচ্চ স্থান (8848 মিটার) যেমন রয়েছে তেমনি মারিয়ানা খাতের মতো সর্বনিম্ন স্থানও (সমুদ্র সমতল থেকে 10915 মিটার নিচু) রয়েছে। পৃথিবীপৃষ্ঠের এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্থান দুটির মধ্যে উচ্চতার পার্থক্য প্রায় 20 কিমি। তাই উঁচুনিচু অনিয়মিত ভূপৃষ্ঠের সঙ্গে প্রকৃতপক্ষে কোন বাস্তব পদার্থের আকৃতির মিল পাওয়া যায় না।

2. উপগ্রহ দ্বারা গৃহীত আলোকচিত্র :- উপগ্রহ দ্বারা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় পৃথিবী পুরোপুরি গোল নয়। নিরক্ষীয় অঞ্চল স্ফিত ও মেরু প্রদেশ কিছুটা চাপা। হিসাব করে দেখা গেছে পৃথিবীর মধ্যভাগ 42 কিমি স্ফিত। পৃথিবীর এই আকৃতির সঙ্গে পার্থিব কোন বস্তুর মিল নেই বলে পৃথিবীর আকার নিয়ে তার নিজের আকৃতি সঙ্গে তুলনা করা হয়। এই কারণে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো বলা যায় যাকে ইংরেজিতে বলে জিয়ড।


You May also Like These…..

Class- 6 All Subject Answers Links

বাংলা

ইংরেজী

গনিত

ইতিহাস

ভূগোল

 পরিবেশ ও বিজ্ঞান

-

-

স্বাস্থ্য ও শারীর শিক্ষা 

Click Here to Download Class 6 History

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top