Class 6 Model Activity Task Health & Physical Education (February)2022 II মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা

dream
0

Class 6 Model Activity Task



 Class 6 Model Activity Task Health & Physical Education (February)2022

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

ষষ্ঠ শ্রেণি

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

পূর্ণমান : ২০

প্রাথমিক চিকিৎসা

 

১। বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করাে : ১x৪=৮

(ক) মানবদেহের কোন অঙ্গ সচল থাকলে সাধারণত হিট স্ট্রোক হয় না?

(i) কিডনি

(ii) হার্ট

(iii) লিভার

(iv) ব্রেনের তাপনিয়ন্ত্রক কেন্দ্র

উঃ- ব্রেনের তাপনিয়ন্ত্রক কেন্দ্র

(খ) শিশুদের রােদে বাড়ির বাইরে বেরােনাের আগে কী করতে হবে?

(i) পর্যাপ্ত পরিমাণে তেল মশলা খেতে হবে

(ii) জল খাওয়া থেকে বিরত থাকতে হবে

(iii) পর্যাপ্ত পরিমাণে পানীয় জল খেতে হবে

(iv) মধু খেতে হবে

উঃ- পর্যাপ্ত পরিমাণে পানীয় জল খেতে হবে

(গ) শিশুদের কোন ধরনের খাবার খেতে হবে?

(i) জাঙ্কফুড

(ii) ফাস্টফুড

(iii) সহজপাচ্য খাবার

(iv) অতিরিক্ত তেলমশলা যুক্ত খাবার

উঃ- সহজপাচ্য খাবার

 Class 6 Model Activity Task Health & Physical Education (February)2022

(ঘ) রােদে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে কী করতে হবে?

(i) বরফ বা ঠাণ্ডা বাতাসের সাহায্যে শরীরের তাপমাত্রা কমাতে হবে

(ii) রােগীর জ্ঞান হারালে কৃত্রিম শ্বাসপ্রক্রিয়া চালু করতে হবে

(iii) দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে পাঠাতে হবে

(iv) উপরের সবকটি

উঃ- উপরের সবকটি

(ঙ) হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে কী অবস্থায় রাখতে হবে?

(i) চেয়ারে বসিয়ে রাখতে হবে

(ii) অর্ধ শুইয়ে রাখতে হবে।

(iii) শুইয়ে রাখতে হবে

(iv) দুটি পা ৮ থেকে ১২ ইঞি

উঃ- দুটি পা ৮ থেকে ১২ ইঞি

(চ) প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্যগুলি কী কী?

(i) অসুস্থ ব্যক্তির জীবনরক্ষা করা

(ii) অসুস্থ ব্যক্তির আরােগ্য ত্বরান্বিত করা

(iii) অবস্থার ক্রমােন্নতিতে জরুরিকালীন পরিষেবা প্রস্তুত করা

(iv) উপরের সব কয়টি ক্ষেত্র

উঃ- উপরের সব কয়টি ক্ষেত্র

(ছ) ফুটবল খেলার সময় কাটা ছেঁড়া ছাড়া পেশি বা হাড়ের আঘাতের ক্ষেত্রে কী ব্যবহার করতে হবে ব্যাথার সাময়িক উপশমে।

(i) তরল জীবাণুনাশক

(ii) মারকিউরােক্রোম সলিউশন

(iii) শীতলকারক স্প্রে

(iv) লিউকোপ্লাস্ট

উঃ- শীতলকারক স্প্রে

(জ) রােদের সময় বাড়ীর বাইরে বেরােতে হলে কী ধরনের পােশাক পরিধান করতে হবে এবং কী কী জিনিস সঙ্গে নিয়ে যেতে হবে?

(i) ছাতা, টুপি, রুমাল, ওড়না, টর্চলাইট

(ii) টেরিকটের পােশাক, হাত পাখা, রুমাল

(iii) সারাদেহ ঢাকা সুতির পােশাক, রুমাল, পানীয় জলের বােতল ও ছাতা

(iv) উপরের সব কটি

উঃ- সারাদেহ ঢাকা সুতির পােশাক, রুমাল, পানীয় জলের বােতল ও ছাতা

 Class 6 Model Activity Task Health & Physical Education (February)2022

২। রচনাধর্মী যেকোনাে দুইটি প্রশ্নের উত্তর দাও :                       ৬x২=১২

(i) হিটস্ট্রোক সম্বন্ধে যা জানাে লেখাে।

উঃ- শরীরের ভেতরের তাপমাত্রা বাড়তে পারে না। কিন্তু ঘাম বেরোনো বন্ধ হয়ে গেলে বুঝতে হবে দেহের   তাপনিয়ন্ত্রণ কেন্দ্র আর কাজ করছে না। ফলে শরীরের তাপ বাইরে বেরোতে পারে না। বাইরের পরিবেশের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গিয়ে, শরীরের ভিতরের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে যে সংকট সৃষ্টি হয় তাকেই বলে হিট স্ট্রোক।

1. বমিবমি ভাব থাকলেও বমি হয় না।

2. রোগী জ্ঞান হারাতে পারে ।

3. হৃদপিন্ডের গতি বাড়ে নাড়ি দ্রুত আর ক্ষীন হয়ে যায়।

4. ঘাম বেরোনো বন্ধ হয়ে গিয়ে চামড়ার রং লালচে হয়ে যায়।

5. শরীরের জল কমে গিয়ে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

6. শরীরে ঝিমুনিভাব দেখা যায়।

7. চলাফেরা করার ক্ষমতা কমে যায় এবং ক্লান্তিতে শরীর দুর্বল ও অবশ হয়ে যায়।

হিটস্ট্রোক প্রতিরোধের উপায়ঃ-

1. তাপপ্রবাহের সময় রাস্তায় বেরোনো এড়িয়ে চলতে হবে।

2. রোদে স্কুলে/বাড়িতে যেতে হলে, শ্রেণীকক্ষের বাইরে বেরোলে ছাতা,টুপি,মুখে রুমাল/ওড়না হাত-পা ঢাকা হালকা সুতির পোশাক পরতে হবে।

3. যতটা সম্ভব সুতির হালকা ঢিলেঢালা জামা কাপড় পড়তে হবে।

(ii) প্রাথমিক প্রতিবিধানের সুবর্ণ নিয়মগুলি (Golden Rules) লেখাে।

উঃ- 

1. ধীর-স্থিরভাবে প্রত্যেকটি কাজ করে যথাযথ অগ্রাধিকার দিয়ে সমস্ত কাজ চালিয়ে যেতে হবে।

2. শ্বাস বন্ধ হওয়া অবস্থা হলে বা শ্বাস বন্ধ থাকলে দ্রুত শ্বাসকার্য চালানোর ব্যবস্থা করতে হবে।

3. দ্রুত রক্তক্ষরণ বন্ধ করতে হবে।

4. অভিঘাত/শক-এর চিকিৎসা করতে হবে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থার মাধ্যমে।

5. রোগীর পক্ষে ক্ষতিকারক এইরূপে কোন কাজ করা উচিত নয়।

6. আহতকে আশ্বস্ত করে সান্তনা দিতে হবে।

7. অপ্রয়োজনে রোগীর গায়ের বস্ত্র খোলানো উচিত।

8. জনতার ভিড় সরিয়ে দিয়ে হাওয়া-বাতাসের প্রবাহ অব্যাহত রাখতে হবে।

9. আঘাতের কারণ অনুসন্ধান করতে হবে।

 Class 6 Model Activity Task Health & Physical Education (February)2022

(iii) প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত উপাদানগুলির নাম লেখাে।

১’’,২’’,৩’’ জীবাণুমুক্ত গোটানো ব্যান্ডেজ।

১০ টি

ত্রিকোণ ব্যান্ডেজ।

১০ টি

জীবাণুমুক্ত তুলোর প্যাকেট।

৩ টি

জীবাণুমুক্ত গজের প্যাকেট।

৫ টি

লিউকোপ্লাস্ট।

২ টি

 

 

মাইকিউরোক্রেম

সাধারণ স্যালাইন বোতল

তরল জীবানুনাশক

গ্লুকোজ।

শীতলকারক স্প্রে

বেটাডিন।

পটাশিয়াম পারম্যাঙ্গানেট

চিনির দানা।

বিভিন্ন প্রকার যন্ত্রপাতিও দ্রব্য :-

5’’ কাঁচি সেফটিপিন (1বাক্স), নোটবুক,পেন্সিল,চামচ,টর্চ লাইট,ড্রেসিং ফরসেপ, ব্লেড মাস্ক, গ্লাবস, স্যানিটাইজার, সাবান,পিপি প্রভৃতি।

প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় উপকরণঃ-

ফার্স্ট এইড বক্স,স্ট্রেচার বক্স,ছোট-বড় স্প্লিন্ট,ও.আর.এস।


You May also Like These…..

Class- 6 All Subject Answers Links

বাংলা

ইংরেজী

গনিত

ইতিহাস

ভূগোল

 পরিবেশ ও বিজ্ঞান

-

-

স্বাস্থ্য ও শারীর শিক্ষা 

Click Here to Download Class 6 History

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top