Class 6 Geography Chapter 10 Part-9 (1 Marks Questions And Answers)

dream
0

Class 6 Geography Chapter 10 Part-9 (1 Marks Questions And Answers)

Class 6 Geography Chapter 10



এককথায় উত্তর দাও :-

1. গ্লোব কী ?

উত্তর: গোলাকার পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপকেই গ্লোব বলে।

 

2. অ্যাটলাস কী ?

উত্তর: একাধিক মানচিত্র সমন্বিত কোনো একটি বই হল অ্যাটলাস।

 

3. পর্বত, মালভূমি, সমভূমি কোন্ মানচিত্রের সাহায্যে দেখানো হয় ?

উত্তর: পর্বত, মালভূমি, সমভূমি প্রাকৃতিক মানচিত্রের সাহায্যে দেখানো হয়।

 

4. খনিজসম্পদ সংক্রান্ত মানচিত্র কোন্মানচিত্রের অন্তর্গত ?

উত্তর: খনিজসম্পদ সংক্রান্ত মানচিত্র বিষয়ভিত্তিক মানচিত্রের অন্তর্গত।

 

5. পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে কোথায় ?

উত্তর: পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনে।

 

6. কার্নোগ্রাফি কাকে বলে ?

উত্তর: মানচিত্র অঙ্কন বিদ্যাকে কার্নোগ্রাফি বলে।

 

7. অ্যাটলাস বইটি প্রথম কবে প্রস্তুত হয় ?

উত্তর: অ্যাটলাস বইটি প্রথম ষোড়শ শতাব্দীতে প্রস্তুত হয়।

 

. কোন্ মানচিত্রে ভূমিরূপ দেখানো হয় ?

উত্তর: প্রাকৃতিক মানচিত্রে ভূমিরূপ দেখানো হয়।

 

9. প্রশাসনিক সীমা দেখানো হয় কোন মানচিত্রে ?

উত্তর: প্রশাসনিক সীমা রাজনৈতিক মানচিত্রে দেখানো হয়।

 

10. মানচিত্রের বামদিকটি কোন্ দিক ?

উত্তর: মানচিত্রের বামদিকটি হল পশ্চিমদিক।

 

11. মানচিত্রের ডানদিকটি কোন্ দিক ?

উত্তর: মানচিত্রের ডানদিকটি হল পূর্বদিক।

 

12. কম্পাসে শূন্য ডিগ্রি কোন দিককে দেখায় ?

উত্তর: কম্পাসে শূন্য ডিগ্রি উত্তরদিককে নির্দেশ করে।

 

13. দিকনির্ণয় যন্ত্রের নাম কী ?

উত্তর: দিকনির্ণয় যন্ত্রের নাম কম্পাস।

 

14. খয়েরি রঙের দ্বারা মানচিত্রে কী বোঝানো হয় ?

উত্তর: খয়েরি রঙের দ্বারা মানচিত্রে পর্বতকে বোঝানো হয়।

 

15. কে মানচিত্র আঁকাকে বিজ্ঞানে পরিণত করেছিলেন ?

উত্তর: মিশরীয় ভূগোলবিদ টলেমি মানচিত্র আঁকাকে বিজ্ঞানে পরিণত করেছিলেন।

 

16. পৃথিবীর মানচিত্রে আমাদের দেশকে ছোটো দেখায় কেন ?

উত্তর: পৃথিবীর মানচিত্রটি ক্ষুদ্র স্কেলে অঙ্কন করা হয় বলে আমাদের দেশটিকে ছোটো দেখায়।

 

17. কে প্রথম মানচিত্র বই প্রকাশ করেন ?

উত্তর: ভূগোলবিদ মার্কেটর প্রথম মানচিত্র বই প্রকশ করেন।

 

18. এশিয়ার মানচিত্রে আমাদের দেশকে বড় দেখায় কেন ?

উত্তর: এশিয়ার মানচিত্রটি বৃহৎ স্কেলে অঙ্কন করা হয় বলে আমাদের দেশকে বড়ো দেখায়।

 

19. মানচিত্রের কোন্ অংশে নির্দিষ্ট প্রতীক চিহ্ন, রং-এর অর্থ লেখা থাকে ?

উত্তর: মানচিত্রের পাশে নির্দেশিকায় (Index) নির্দিষ্ট প্রতীক চিহ্ন, রং-এর অর্থ লেখা থাকে।

 

20. প্ল্যান কী ?

উত্তর: সাধারণত খুব ছোটো জায়গা, যেমনবাড়ি, স্কুল, ক্লাসরুমকে সঠিকভাবে দেখাতে গেলে প্ল্যান আঁকতে হয়।

 

21. ভূগোলকের (গ্লোব) চেয়ে মানচিত্র আমাদের কীভাবে সাহায্য করে ?

উত্তর: ভূগোলকের চেয়ে মানচিত্রে অনেক বিস্তৃতভাবে কোনো অঞ্চলকে দেখানো সম্ভব এবং মানচিত্রকে একনজরে দেখে নেওয়া সম্ভব হয়।

 

22. বড়ো স্কেলের মানচিত্র কাকে বলে ?

উত্তর: যে-সমস্ত মানচিত্রে কোনো অঞ্চলকে ছোটো করে দেখানো হয়, তাকে বড়ো স্কেলের মানচিত্র বলে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top