Class 10 Mock Test Series
Part -1
Life Science,Geography,History,Bengali
1. মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল –
A) ১৮৯০ খ্রিস্টাব্দে
B) ১৯০৫ খ্রিস্টাব্দে
C) ১৯১১ খ্রিস্টাব্দে
D) ১৯১৭ খ্রিস্টাব্দে
2. বিপিনচন্দ্র পাল লিখেছেন –
A) সত্তর বৎসর
B) জীবনস্মৃতি
C) এ নেশন ইন মেকিং
D) আনন্দমঠ
3. দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন –
A) চলচ্চিত্রের সঙ্গে
B) ক্রীড়া জগতের সঙ্গে
C) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে
D) পরিবেশের ইতিহাসচর্চার সঙ্গে
4. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন –
A) ইংরেজরা
B) ওলন্দাজরা
C) ফরাসিরা
D) পোর্তুগিজরা
5. জীবনের ঝরাপাতাগ্রন্থটি হল একটি –
A) উপন্যাস
B) কাব্যগ্রন্থ
C) জীবনীগ্রন্থ
iv)আত্মজীবনী
6. সোমপ্রকাশ ছিল একটি-
A) দৈনিক পত্রিকা
B) সাপ্তাহিক পত্রিকা
C) পাক্ষিক পত্রিকা
D) মাসিক পত্রিকা
7. কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে
–
A) ফোটোগ্রাফির ইতিহাসের
B) খেলাধুলার ইতিহাসের
C) বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের
D) পরিবেশের ইতিহাসের
৪. বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় –
A) ১৮১৮ খ্রিস্টাব্দে
B) ১৮৫৮ খ্রিস্টাব্দে
C) ১৮৭২ খ্রিস্টাব্দে
D) ১৮৭৫ খ্রিস্টাব্দে
9. ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান
ঐতিহাসিক উপাদান –
A) সাময়িক পত্র
B) সরকারি নথি
C) সংবাদপত্র
D) স্মৃতিকথা
10. ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত –
A) শহরের ইতিহাসচর্চার বিষয়
B) নারী ইতিহাসচর্চার বিষয়
C) পরিবেশের ইতিহাসচর্চার বিষয়
D) খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চার বিষয়
11. বাংলার নমঃশূদ্র আন্দোলনের ইতিহাস –
A) পরিবেশ ইতিহাসচর্চার বিষয়
B) শহরের ইতিহাসচর্চার বিষয়
C) সামাজিক ইতিহাসচর্চার বিষয়
D) সামরিক ইতিহাসচর্চার বিষয়
12. সরকারি মহাফেজখানায় পাওয়া যাবে –
A) সরকারি আধিকারিকদের প্রতিবেদন
B) রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি
C) সরলাদেবী চৌধুরানির জীবনের ঝরাপাতা
D) ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠির সংকলন।
13. ‘বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় –
A) ৮ জানুয়ারি
B) ২৪ ফেব্রুয়ারি
C) ৮ মার্চ
D) ৫ জুন
14. ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ
থেকে –
A) পোর্তুগিজ
B) ইংরেজ
C) মোগল
D) ওলন্দাজ
15. ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক/প্রবক্তা
হলেন-
A) রণজিৎ গুহ
B) অমলেশ ত্রিপাঠী
C) রামচন্দ্র গুহ
D) সুমিত সরকার।
16. ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হল –
A) বেঙ্গল গেজেট
B)সমাচার দর্পণ
C) সংবাদ প্রভাকর
D) দিগদর্শন।
17. জীবনের ঝরাপাতা রচনা করেছিলেন –
A) সরলাদেবী চৌধুরানি
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) স্বামী বিবেকানন্দ
D) লীলা নাগ
18. নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় –
A) ১৯৩০-৪০-এর দশকে
B) ১৯৪০-৫০- এর দশকে
C) ১৯৫০-৬০-এর দশকে
D) ১৯৬০-৭০-এর দশকে
19. জীবনস্মৃতি’ নামক স্মৃতিকথাটি হল –
A) মণিকুন্তলা সেন
B) নারায়ণ সান্যাল
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) বিপিনচন্দ্র পাল -এর
20. কলকাতায় প্রতিষ্ঠিত ‘গথিক স্থাপত্যর প্রথম
নিদর্শনটি হল-
A) এশিয়াটিক সোসাইটি
B) হেস্টিংস হাউস
C) হাইকোর্ট
D) মনুমেন্ট।
CLASS 10 BENGALI 1 MARK SUGGESTION
১. তপনের মেসোমশাই কোন্ পত্রিকার
সম্পাদককে চিনতেন –
A) শুকতারা
B) আনন্দমেলা
C) সন্ধ্যাতারা
D) দেশ
২. তপনের মেসোমশাই কোন পত্রিকায়
তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ?-
A) ধ্রুবতারা
B) শুকতারা
C) সন্ধ্যাতারা
D) রংমশাল
3. পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও
ঘটে?’ – অলৌকিক ঘটনাটি হল-
A) এক লেখকের সঙ্গে তপনের ছোটোমাসির
বিয়ে হয়েছে
B) বাড়িতে তপনের নাম হয়ে গেছে
কবি, সাহিত্যিক, কথাশিল্পী
C) তপনের লেখা গল্প ‘সন্ধ্যাতারা
পত্রিকায় ছাপা হয়েছে
D) তপন দেখল ছাপানো গল্পের একটি
লাইনও তার নিজের নয়
৪. তা ওরকম একটি লেখক মেসে থাকা
মন্দ নয়।
A) একথা বলেছেন তপনের ছোটোমাসি
B) তপনের মেজোকাকু
C) তপনের বাবা
D) তপনের ছোটোমামা।
৫. তারপর ধমক খায় – তপন ধমক
খায় –
A) গল্প লেখার জন্য
B) নিজের লেখা গল্প না পড়ার
জন্য
C) ছোটোমাসির অবাধ্য হওয়ার জন্য
D) লেখাপড়ায় মনোযোগ না দেওয়ার
জন্য।
৬. ছোটোমাসি তপনের থেকে কত বছরের
বড়ো?
A) বছর পাঁচেকের
B) বছর আষ্টেকের
C) দশেকের
D) বছর বারোর।
৭. তপনের মেসোমশাই পেশাগত দিক
থেকে যা ছিলেন –
A) লেখক
B) সম্পাদক
C) অধ্যাপক
D) শিক্ষাবিদ।
৮. তপনের লেখা গল্পের নাম ছিল
–
A) প্রথম দিন
B) স্কুলে প্রথম দিন
C) শেষ রাত
D) শেষ দিন
9. “গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের,”
এর কারণ হল ।
A) ভৌতিক গল্প পাঠ করে
B) নতুন মেসোর ব্যবহারে
C) অজানা আতঙ্কে
D) স্বরচিত গল্প পাঠের অনুভূতিতে।
১০. রত্নের মূল্য জহুরির কাছেই।
এখানে রত্ন ও জহুরি হল-
A) গল্প ও ছোটোমেসো
B) তপন ও ছোটোমাসি
C) তপন ও সন্ধ্যাতারার সম্পাদক
D) তপন ও মেজোকাকু।
১১. এ দেশের কিছু হবে না’ – কথাটি
কে বলেছিলেন?
A) তপন
B) ছোটোমেসো
C) তপনের বাবা ।
D) তপনের কাকা।
১২. “কই পড়? লজ্জা কী? পড়,
সবাই শুনি। – কথাটি বলেছিলেন
A) বাবা
B) কাকা
C) মা
D) ছোটোমাসি।
১৩. তপনের মেসো তপনদের বাড়িতে
এসে খেলেন –
A) ডিম ভাজা ও চা
B) ডিম ভাজা ও কফি
C) চা
D) কফি
১৪. যাকে দেখে জ্ঞানচক্ষু খুলে
গেল তপনের
A) মামা
B) কাকা
C) মাসি
D) মেসো
১৫. “তা ওরকম একটি লেখক মেসো
থাকা মন্দ নয়।” কথাটি বলেছেন
A) তপনের বাবা
B) তপনের মামা
C) তপনের মেজোকাকু
D) তপনের ছোটোকাকু।
১৬. আমাদের থাকলে আমরাও চেষ্টা
করে দেখতাম। – উক্তিটি –
A) তপনের মামার
B) তপনের বাবার
C) তপনের মেজোকাকুর
D) তপনের ছোটোকাকুর।
১৭. তপন আর পড়তে পারে না। কারণ-
A) তার পড়তে অসুবিধা হচ্ছিল
B) তার খুব কষ্ট হচ্ছিল
C) তার পড়ার ইচ্ছে ছিল না
D) তার ভালো লাগছিল না।
১৮. ‘তোমার গল্প তো দিব্যি হয়েছে।'
– একথা বলার উদ্দেশ্য –
A) উৎসাহ দেওয়া
B) উপহাস করা
C) সান্ত্বনা দেওয়া
D) অপমান করা
১৯. মেসোমশাই-এর কলেজের কোন ছুটি
চলছে?
A) গরমের
B) পুজোর
C) বড়োদিনের
D) বিয়ের জন্য ছুটি।
২০. তপন তার প্রথম গল্প যে বিষয়ে
লিখেছিল তা হল ।
A) রাজারানির গল্প
B) দুর্ঘটনার গল্প
C) খুন জখমের গল্প
D) স্কুলে ভরতি হওয়ার দিনের
অভিজ্ঞতা।
CLASS 10 GEOGRAPHY 1 MARK SUGGESTION
1. যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের
উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে –
A) আরোহণ প্রক্রিয়া
B) আবরোহণ প্রক্রিয়া
C) অবঘর্ষ প্রক্রিয়া
D) নিগ্নীভবন প্রক্রিয়া
2. যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক
শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে
A) বহির্জাত প্রক্রিয়া
B) অন্তর্জাত প্রক্রিয়া
C) গিরিজনি আলোড়ন
D) হিভাবক আলোড়ন।
3. মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে
ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাতশক্তি হল –
A) নদী
B) হিমবাহ
C) বায়ু
D) কোনোটিই নয়।
4. অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট
একটি ভূমিরূপের উদাহরণ হল –
A) স্বাভাবিক বাঁধ
B) এসকার
C) সিফ বালিয়াড়ি
D) জলপ্রপাত।
5. যে প্রক্রিয়ায় অভিকর্ষের
টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে, তাকে
A) আবহবিকার
B) পর্যায়ন প্রক্রিয়া
C) অন্তর্জাত প্রক্রিয়া
D) পুঞক্ষয় প্রক্রিয়া।
6. আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার
সম্মিলিত ফল হল
A) পর্যায়ন
B) পুঞ্জিত ক্ষয়
C) ক্ষয়ীভবন
D) নগ্নীভবন।
7. বহির্জাত প্রক্রিয়ায় শক্তির
মূল উৎস হল –
A) সূর্য
B) নদী
C) বায়ু
D) হিমবাহ।
৪. যে প্রক্রিয়ায় ভূমিভাগের
উচ্চতার হ্রাস ঘটে তা হল –
A) আরোহণ
B) অবরোহন
C) পর্যায়ন
D) আবহবিকার।
9. একটি বহিজাত শক্তির বা বহির্জাত
প্রক্রিয়ার উদাহরণ হল –
A) ভূমিকম্প
B) নদী
C) জলবিভাজিকা
D) অগ্নুৎপাত
10. ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি
হিসেবে –
A) উত্তাপ
B) নদী
C) বায়ু
D) হিমবাহের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
11. অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক
শক্তির ক্ষয়কাজের শেষ সীমা হল–
A) পর্বত
B) মালভূমি
C) সমভূমি
D) সমুদ্রপৃষ্ঠ।
12. পর্যায়ন শক্তি বলা হয়।
A) বহির্জাত বলকে
B) অন্তর্জাত বলকে
C) অপার্থিব বলকে
D) কোনোটিই নয়।
13. প্লাবন সমভূমি যে প্রক্রিয়ায়
সৃষ্টি হয় তা হল –
A) আরোহণ
B) অবরোহণ
C) অবঘর্ষ
D) নগ্নীভবন।
14. একটি অন্তর্জাত প্রক্রিয়ার
উদাহরণ হল –
A) নদীপ্রবাহ
B) অগ্ন্যুৎপাত
C) বায়ুপ্রবাহ
D) সমুদ্রতরঙ্গ।
15. কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়? –
A) নদীপ্রবাহ
B) ভূমিকম্প
C) বায়ুপ্রবাহ
D) হিমবাহ।
16. নগ্নীভবন’ বলতে সঠিক কোন
প্রক্রিয়াটিকে বােঝায়? –
A) অবরোহণ
B) আরোহণ
C) পর্যায়ন
D) সমতলীকরণ।
17. বহিজাত প্রক্রিয়ায় সৃষ্ট
ভূমিরূপ হল –
A) স্কুপ পর্বত
B) ভঙ্গিল পর্বত
C) মন্থকূপ
D) আগ্নেয়গিরি।
18. বহির্জাত প্রক্রিয়ায় একটি
স্থিতিশীল শক্তি হল –
A) নদী
B) হিমবাহ
C) উয়তা
D) ভৌমজল।
19. বহিজাত প্রক্রিয়া হল
A) আকস্মিক প্রক্রিয়া
B) ধীর প্রক্রিয়া
C) আকস্মিক ও ধীর প্রক্রিয়া
D) কোনোটিই নয়।
20. একটি আরোহণ প্রক্রিয়া হল
–
A) পুঞ্জিত ক্ষয়
B) হিমানী সম্প্রপাত
C) কর্দম প্রবাহ
D) প্লাবন সমভূমি গঠন।
CLASS 10 LIFE SCIENCE 1 MARK SUGGESTION
1. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে
নুইয়ে পড়ে এটি হল
A) কেমোন্যাস্টি
B) সিসমোন্যাস্টি
C) ফোটোট্রপিজম
D) ফোটোট্যাকটিক চলন।
2. সূর্যশিশির নামক পতঙ্গভুক
উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে
ধরে। এটি হল
A) কেমোন্যাস্টি
B) সিসমেন্যাস্টি
C) থার্মোন্যাস্টি
D) ফোটোন্যাস্টি।
3. কিছু ফুল সূর্যোদয়ের পরে
ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়। এটি হল –
A) ফোটোন্যাস্টি
B) সিসমেন্যাস্টি
C) কেমোন্যাস্টি-
D) থার্মোন্যাস্টি ।
4. ট্রপিক চলন সম্পর্কিত কোন
বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো –
A) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা
নিয়ন্ত্রিত।
B) উদ্ভিদ বা উদ্ভিদ অংশের সামগ্রিক
স্থান পরিবর্তন হয়।
C) ভলভক্স নামক শ্যাওলায় এই
চলন দেখা যায়।
D) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা
নিয়ন্ত্রিত আবিষ্ট বক্ৰচলন।
5. উদ্ভিদের কাণ্ড আলোর দিকে
বেঁকে যায়, এটি কাণ্ডের
A) হাইড্রোট্রপিক চলন
B) ফোটোট্রপিক চলন
C) ফোটোন্যাস্টিক চলন
D) সিসমেন্যাস্টিক চলন।
6) বনচাড়ালের (Desmodium) পার্শ্বপত্রকে
যে চলন দেখা যায় তা হল
A) বলন
B) পরিচলন
C) প্রকরন
D) আবর্তন
7. ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক
অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া একপ্রকার
A) ট্রপিক চলন
B) ন্যাস্টিক চলন
C) কেমোট্যাকটিক চলন
D) থার্মোট্যাকটিক চলন।
৪. ভলভক্স মৃদু আলোকের দিকে অগ্রসর
হয় আবার তীব্র আলােক উৎস থেকে দূরে সরে যায়, এটি কী ধরনের চলন?
A) ফোটোট্যাকটিক
B) ফোটোট্রপিক
C) ফোটোন্যাস্টি
D) থার্মোট্রপিক।
9. এককোশী শৈবাল ক্ল্যামাইডোমোনাসের
প্রখর আলোর বিপরীতে চলনকে বলে
A) ফোটোট্রপিক চলন
B) ফোটোট্যাকটিক চলন
C)ফোটোন্যাস্টিক চলন
D) কেমোট্যাকটিক চলন।
10. সূর্যমুখী ফুলের পাপড়ির
চলন হল
A) ফোটোন্যাস্টি
B) ফোটোট্রপিজম
C) সিসমোন্যাস্টি
D) কেমোন্যাস্টি
11 বাহ্যিক উদ্দীপকের প্রভাবে
উদ্ভিদ অঙ্গের বা নিম্নশ্রেণির উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনজনিত চলনকে বলে –
A) প্রকরণ
B) ফোটোন্যাস্টি
C) ট্যাকটিক চলন
D) ট্রপিক চলন
12. বনচাড়াল উদ্ভিদের মধ্যবর্তী
বৃহৎ পত্রটি নিশ্চল। এর পাশের দুটি পত্রক ওঠানামা করতে পারে, কারণ
A) অতিরিক্ত বাষ্পমোচনজনিত চাপ
B) মূলজচাপ
C) পত্র কিনারার দ্বারা জলের
অভিস্রবণ
D) পত্রমূলের রসস্ফীতিজনিত চাপের
তারতম্য।
13. জগদীশচন্দ্র বসু ব্যবহৃত
উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম –
A) সিসমোগ্রাফ
B) লিথোগ্রাফ
C) থার্মোগ্রাফ
D) ক্রেসকোগ্রাফ।
14. উদ্ভিদের মূল জলের দিকে বৃদ্ধি
পায়। এটি এক প্রকার –
A) হাইড্রোট্যাকটিক
B) রিওট্যাকটিক
C) জিওট্রপিক
D) হাইড্রোট্রপিক চলন।
15. ন্যাস্টিক চলন সম্পর্কিত
কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করাে
A) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা
নিয়ন্ত্রিত
B) উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক
স্থান পরিবর্তন হয়
C) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা
নিয়ন্ত্রিত আবিষ্ট বক্ৰচলন
D) কোনোটিই নয়।
16 . পরিবেশের পরিবর্তন গ্রহণ
করে সেই অনুসারে সাড়া প্রদানের ঘটনাকে বলে –
A) উদ্দীপনা
B) সমন্বয়
C) সংবেদনশীলতা
D) উদ্দীপক।
17. উদ্ভিদের প্রধান মূল অভিকর্ষ
বলের অনুকূলে পৃথিবীর কেন্দ্রের দিকে বৃদ্ধি পায় এটি হল—
A) তির্যক অভিকর্ষবর্তী চলন
B) প্রতিকূল অভিকর্যবর্তী চলন
C) অনুকূল অভিকর্ষবর্তী চলন
D) ডায়াজিওট্রপিক চলন।
18. জুই ফুলে যে চলন দেখা যায়
তা হল।
A) থার্মোন্যাস্টিক
B) ফোটোন্যাস্টিক
C) কেমোন্যাস্টিক
D) সিসমেন্যাস্টিক।
19 . কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক
হল –
A) আলো
B) তাপমাত্রা
C) স্পর্শ ও আলো
D) রাসায়নিক বস্তু।
20. প্রদত্ত কোন্ জোড়টি সঠিক
নয়? –
A) সিসমেন্যাস্টি - লজ্জাবতী
B) কেমোন্যাস্টি -সূর্যমুখী
C) ফোটোন্যাস্টি -পদ্ম
D) থার্মোন্যাস্টি - টিউলিপ।
File Details -
PDF Name / Book Name : Class 10 Mock Test Series Part -1 (BENGALI,GEOGRAPHY,HISTORY AND L.SC)
Language : Bengali
Size : 206 Kb
Download Link : Click Hereto Download