Class 10 Mock Test Series Part -2 Life Science,Geography,History,Bengali

dream
0

 

Class 10 Mock Test Series 

Part -2 

Life Science,Geography,History,Bengali 

Class 10 Mock Test Series 

1. মাইটোসিসের যে দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায় তা হল –

A) মেটাফেজ

B) অ্যানাফেজ

C) টেপ্রোফেজ

D) টেলোফেজ।

 

2. মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দার ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে তা হল—

A) প্রোফেজ

B) মেটাফেজ

C) অ্যানাফেজ

D) টেলোফেজ।

 

3. কোশচক্রের কোন্ দশায় DNA সংশ্লেষ বা প্রতিলিপিকরণ ঘটে?

A)  G1 দশায়

B) G2  দশায়

C) G0 দশায়

D) S দশায়

 

4. যে ক্রোমোজোমের শেষপ্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলে

A) মেটাসেন্ট্রিক

B) সাবমেটাসেন্ট্রিক

C) অ্যাক্রোসেন্ট্রিক

D) টেলোসেন্ট্রিক

 

5. মানুষের প্রতিটি দেহকোশে অটোজোমের সংখ্যা

A) 46

B) 44

C) 23

D) 22

 

6. মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমগুলি সুস্পষ্ট হয় ও গণনা করা যায়, তা হল—

A)  পফেজ

B) মেটাফেজ

C) অ্যানাফেজ

D) টেলোফেজ।

 

7. কোনটি DNA-এর গঠনগত উপাদান নয়? –

A)  ডি-অক্সিরাইবোজ শর্করা

B) ইউরাসিল ক্ষারক

C) থাইমিন ক্ষারক

D) ফসফোরিক অ্যাসিড।

 

৪. প্রাণীকোশে মাইটোসিস বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি বেম গঠন করে যে কোশ অঙ্গাণু থেকে সেটি হল

A)  মাইটোকনড্রিয়া

B) গলগি বডি

C) লাইসোজোম

D) সেন্ট্রিওল।


 

9. মাইটোসিসের কোন্ দশায় সেন্ট্রোমিয়ার দুভাগে ভাগ হয়?

A)  প্রোফেজ

B) মেটাফেজ

C) অ্যানাফেজ

D) টেলোফেজ।

 

10. উদ্ভিদদেহে যে কোশটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন সম্পন্ন করে, তা হল—

A)  রেণুমাতৃকোশ

B) অগ্রমুকুলের কোশ

C) পরিণত পাতার কোশ

D) মূলের কোশ।

 

11. মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন্ বক্তব্যটি সঠিক তা নিরূপণ করো –

A) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়

B) জীবের জনন অঙ্গের ও ভূণের বৃদ্ধি ঘটায়

C) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে

D) কোনো কোনো প্রাণীর দেহে কোনো অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে।

 

12. অ্যামাইটোসিস কোশ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো —

A)  যৌন জননকারী জীবের জনন মাতৃকোশে ঘটে

B) এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়

C) ক্রোমোজোম ও বেতন্তু গঠিত হয়

D) ক্রোমোজোম ও বেতন্তু গঠিত হয় না।

 

13. DNA অণুর গুয়ানিন-এর পরিপূরক বেস বা ক্ষারমূলকটি হল—

A) অ্যাডেনিন

B) সাইটোসিন

C) থাইমিন

D) ইউরাসিল।

 

14. মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোশের প্রতিটি ক্রোমোজোম কটি DNA অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো

A)  46

B) 1

C) 23

D) অসংখ্য।

 

 

15. সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিননির্মিত প্লেটসদৃশ অংশটিকে বলে—

A)  স্যাটেলাইট

B) কাইনেটোকোর

C) টেলোমিয়ার

D) ক্রোমাটিড।

 

16. মানুষের শুক্রাণু বা ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোমের সংখ্যা –

A) 22টি

B) 23 টি

C) 1 টি

D) 2 টি।

 

17. DNA ও RNA-তে উপস্থিত রাইবোজ শর্করাটি হল—

A) 4-C যুক্ত

B) 6-C যুক্ত

C) 5-C যুক্ত

D) 3-C যুক্ত ।

 

18. DNA-এর গঠনগত একক হল—

A) নিউক্লিওসাইড

B) নিউক্লিওটাইড না

C) ইট্রোজেনঘটিত

D) ক্ষার

 

19. L' আকৃতির ক্রোমোজোম

A) মেটাসেন্ট্রিক

B) অ্যাক্রোসেন্ট্রিক

C) সাবমেটাসেন্ট্রিক

D) টেলোসেন্ট্রিক।

 

20. গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনীর সংখ্যা –

A) 1টি

B) 2টি

C) 3টি

D) 4টি।

 

History

1. কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন –

A) ডা. এম জে ব্রামলি

B) ডা. এইচ এইচ গুডিভ

C) ডা.এন  ওয়ালিশ

D) ড. জে গ্রান্ট।

 

2. সর্বধর্মসমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন

A) বিজয়কৃয় গােস্বামী

B) স্বামী বিবেকানন্দ

C) শ্রীরামকৃয়

D) কেশবচন্দ্র সেন।

 

3.  বামাবােধিনী পত্রিকার সম্পাদক ছিলেন

A) উমেশচন্দ্র দত্ত

B) শিশির কুমার ঘোষ

C) কৃষ্ণচন্দ্র মজুমদার

D) দ্বারকানাথ বিদ্যাভূষণ ।

 

4. নববিধান প্রতিষ্ঠা করেছিলেন

A) দয়ানন্দ সরস্বতী

B) কেশবচন্দ্র সেন

C) স্বামী বিবেকানন্দ

D) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।

 

 

5.ব্ৰহ্বানন্দ নামে পরিচিত ছিলেন

A) দেবেন্দ্রনাথ ঠাকুর

B) রাধাকান্ত দেব

C) কেশবচন্দ্র সেন

D) শিবনাথ শাস্ত্রী

 

6. সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়

A) ১৭১৩ খ্রিস্টাব্দে

B) ১৯১৩ খ্রিস্টাব্দে

C) ১৮১৩ খ্রিস্টাব্দে

D) ১৮২৩ খ্রিস্টাব্দে।

 

7. নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন

A) কালীপ্রসন্ন সিংহ

B) মাইকেল মধুসূদন দত্ত

C) হরিশচন্দ্র মুখােপাধ্যায়

D) রেভা: জেমস লঙ।

 

৪. সতীদাহ প্রথা রদ হয়

A) ১৮২৮ খ্রিস্টাব্দে

B) ১৮২৯ খ্রিস্টাব্দে

C) ১৮৩০ খ্রিস্টাব্দে

D) ১৮৫৬ খ্রিস্টাব্দে।

 

9.গ্রামবার্তাপ্রকাশিকা' প্রকাশিত হত

A) যশাের থেকে

B) রানাঘাট থেকে

C) কুষ্টিয়া থেকে

D) বারাসত থেকে।

 

10.কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি এ পরীক্ষা অনুষ্ঠিত হয় –

A) ১৮৫৭ খ্রিস্টাব্দে

B) ১৮৫৮ খ্রিস্টাব্দে

C) ১৮৫৯ খ্রিস্টাব্দে

D) ১৮৬০ খ্রিস্টাব্দে।

 

11.ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হল

A) রাজা রামমােহন রায়

B) কালীপ্রসন্ন সিংহ

C) ডেভিড হেয়ার

D) ড্রিঙ্কওয়াটার বিটন (বেথুন)।

 

12 ইয়ংবেঙ্গল বা নব্যবঙ্গ বলা হত

A) ডিরােজিওর অনুগামীদের

B) রামমােহনের অনুগামীদের

C) রামকৃষুের অনুগামীদের

D) বিবেকানন্দের অনুগামীদের।

 

13 প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন –

A) ডেভিড হেয়ার

B) থমাস ব্যাবিংটন মেকলে

C) উইলিয়ম জোনস

D) চার্লস মেটকাফ।

 

14.দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি

A) ব্যঙ্গাত্মক নাটক

B) জীবনীমূলক নাটক

C) ধর্মীয় নাটক

D) জাতীয়তাবােধমূলক নাটক।

 

15-উনিশ শতকের নারীশিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হল

A) বিটন (বেথুন) স্কুল

B) স্কটিশ চার্চ স্কুল

C) হেয়ার স্কুল

D) হিন্দু স্কুল।

 

16. উনিশ শতকের বাংলায় নারীশিক্ষা বিষয়টি কেন্দ্রীয় আলােচ্য ছিল

A) সােমপ্রকাশ পত্রিকার

B) বঙ্গদর্শন পত্রিকার

C) গ্রামবার্তা প্রকাশিকার

D) বামাবােধিনী পত্রিকার।

 

17.যত মত তত পথ’ বলতে শ্রীরামকৃয় বােঝাতে চেয়েছিলেন নব্যবেদান্তবাদের আদর্শ -

A) নব্যবেদান্তবাদের আদর্শ

B) সর্বধর্মসমন্বয়ের আদর্শ

C) পৌত্তলিকতার আদর্শ

D) নবজাগরণের আদর্শ

 

18. এশিয়াটিক সােসাইটি (১৭৮৪ খ্রি) তৈরি হয়েছিল –

A) প্রাচ্যবিদ্যাচর্চার জন্য

B) পাশ্চাত্য বিদ্যাচর্চার জন্য

C) সামরিক বিদ্যাচর্চার জন্য

D) হিন্দু ও ইসলামীয় আইনচর্চার জন্য।

 

19 .প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয় -

A) ১৮৭২ খ্রি

B) ১৮৭৮ খ্রি

C) ১৮৮২ খ্রি

D) ১৮৯০ খ্রি।

 

20.দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্বসমাজে যােগ দেন -

A) ১৮৩০ খ্রি

B) ১৮৩৩ খ্রি

C) ১৮৪৩ খ্রি

D) ১৮৫০ খ্রি।

 

Geography

1. জলপ্রপাতের পাদদেশে তৈরি হয়-

A) মন্থকূপ 

B) ফিয়র্ড

C) প্রপাতকূপ

D) পলল ব্যজনী

 

 

 

 

2.  দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে

A) নদীর উৎস

B) দোয়াব

C) জলবিভাজিকা

D) জলপ্রপাত।

 

3. পাখির পায়ের মতাে আকৃতির বদ্বীপ দেখা যায় —

A) নিলনদের মােহনায়

B) সিন্ধুনদের মােহানায়

C) মিসিসিপি-মিসৌরি নদীর মােহনায়

D) হােয়াংহাে নদীর মােহনায়।

 

4.  শুষ্ক অঞলের গিরিখাতকে বলা হয় –

A) ক্যানিয়ন 

B) 'V' আকৃতির উপত্যকা

C) মন্থকূপ

D) ধান্দ।

 

5. লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল

A) অবঘর্ষ ক্ষয়

B) ঘর্ষণ ক্ষয়

C) জলপ্রবাহ ক্ষয়

D) দ্রবণ ক্ষয়।

 

 6. পলল শঙ্কু ও পলল ব্যজনী গঠিত হয়

A) পর্বতের উচ্চভাগে

B) পর্বতের পাদদেশে

C) বদ্বীপ অঞ্চলে

D) উপকূল অঞ্চলে।

 

7. মন্থকূপ সৃষ্টি হয় –

A) নদীর

B) বায়ুর

C) হিমবাহের

D) সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যের ফলে।

 

৪. ঘােড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ হল

A) ক্ষয় সমুদ্রজলতলের উচ্চতা বৃদ্ধি

B) সাইক্লোন ও মানুষের হস্তক্ষেপ

C) জোয়ারভাটা ও বান ডাকা

D) সমুদ্র তলদেশের অবনমন ও মৃত্তিকা।

 

9) ক্যানিয়ন “I” আকৃতির হওয়ার প্রধান কারণ হল –

A) নদীর নিম্নক্ষয়

B) ভূমির খাড়া ঢাল

C) শুষ্ক মরু অঞল

D) নদীর পার্শ্বক্ষয়।

  

 

10.নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় –

A) অশ্বক্ষুরাকৃতি হ্রদ

B) প্লাবনভূমি

C) জলপ্রপাত

D) পললশঙ্কু।

 

11. নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে –

A) 7 গুণ

B) 2 গুণ

C) 6 গুণ

D) 64 গুণ।

 

12. দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হল –

A) দোয়াব

B) নদীসঙ্গম

C) নদীখাত

D) ধারণ অববাহিকা।

 

13. খােলা প্রশস্ত নদীর মােহানাকে বলে –

A) বদ্বীপ

B) খড়ি

C) প্লাবনভূমি

D) ক্যানিয়ন।

 

14.  নদীবাহিত নুড়ি, বােল্ডার নদীর গতির সঙ্গে গতিপ্রাপ্ত হয়ে লাফিয়ে লাফিয়ে নদীর তলদেশ ক্ষয় করার প্রক্রিয়াকে বলে-

A) জলপ্রবাহ

B) অবঘর্ষ

C) ঘর্ষণ

D) দ্রবণ ক্ষয়।

 

15. নিলনদের বদ্বীপটি একটি-

A) তীক্ষাগ্র বদ্বীপ

B) ধনুকাকৃতি বদ্বীপ

C) পক্ষীপাদ বদ্বীপ

D) পুরােদেশীয়

 

16. ভারতের নায়াগ্রা নামে পরিচিত –

A) মারবেল

B) চিত্রকূট

C) দশম

D) সরাবতী জলপ্রপাত।

 

17. জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে

A) কাসকেড

B) ক্যাটারাক্ট

C) ভূমিকম্প

D) কোনােটিই নয়।

 

18.  পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হল –

A) সাগরদ্বীপ

B) ইলহা-দ্য-মারাজো

C) মাজুলি

D) লাক্ষাদ্বীপ।

 

19.পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল ভেনেজুয়েলার-

A) নায়াগ্রা

B) সাল্টো অ্যাঞ্জেল

C) যোগ

D) শিবসমুদ্রম।

 

20.  করাতের দাঁতের মতাে বা তীক্ষাগ্র বদ্বীপ হল-

A) গঙ্গা

B) মিসিসিপি

C) তাইবার

D) রাইন নদীর বদ্বীপ ।

 

Bengali

১. যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল..” কী ছড়িয়ে রইল?

A) পায়ের দাগ

B) কাঠকয়লা

C) গােলাপি গাছ

D) প্রাচীন জলতরঙ্গ।

 

২. তারপর যুদ্ধ এল-

A) পাহাড়ের আগুনের মতাে

B) রক্তের সমুদ্রের মতাে

C) আগ্নেয়পাহাড়ের মতাে

D) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতাে।

 

৩. বছরগুলাে নেমে এল তার মাথার ওপর বছরগুলাে তার মাথার ওপর নেমে এসেছিল

A) বৃষ্টির মতাে

B) রক্তের কালাে দাগের মতাে

C) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতাে

D) পর পর পাথরের মতাে।

 

৪. তারা আর স্বপ্ন দেখতে পারল না কারা স্বপ্ন দেখতে পারল না ?

A) সেই মেয়েটি

B) গির্জার নান

C) কবিতার কথক 

D) শান্ত হলুদ দেবতারা।

 

৫. শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে

A) ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন

B) জীবনের উদাসীন ও নির্লিপ্ত ছিলেন

C) মানুষকে ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দিচ্ছিলেন

D) অহিংস করছিলেন।

 

 

 

 

6. হেঁটে গেল গির্জার এক নান’ – নান বলতে বােঝায়

A) গির্জার রক্ষক

B) খ্রিস্টান সন্ন্যাসিনী

C) খ্রিস্টান গাড়ি চালক

D) গির্জার ফুল বিক্রেতা।

 

৭. পাবলাে নেরুদা ছিলেন –

A) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ

B) জার্মান কবি ও চিত্রকর

C) রাশিয়ান লেখক ও ভাস্কর্য শিল্পী

D) ইউরােপিয়ান কবি ও ঔপন্যাসিক।

 

৮. শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবে ছিলেন? –

A) তিন হাজার বছর

B) চার হাজার বছর

C) পাঁচ হাজার বছর

D) হাজার বছর।

 

৯. ‘অসুখী একজন’ কবিতাটির তরজমা করেছেন

A) সুকান্ত ভট্টাচার্য

B) রবীন্দ্রনাথ ঠাকুর

C) নজরুল ইসলাম

D) নবারুণ ভট্টাচার্য।

 

১০. বৃষ্টিতে কী ধুয়ে দিয়েছিল ? –

A) মনের গ্লানি।

B) পুরোনো লেখা

C) ডায়েরির পাতা

D) পায়ের দাগ

 

১১. নেমে এল তার মাথার উপর – কী নেমে এল?

A) মেঘ

B) বছর

C) মাস 

D) দিন।

 

১২. ...ধরে গেল আগুন’ – কোথায়?

A) ঘন অরণ্যে

B) জনবসতিতে

C) ফসলের খেতে

D) সমস্ত সমতলে।

 

১৩. পাবলাে নেরুদার লেখা ‘অসুখী একজন’কবিতাটি যে মূল কবিতার অনুবাদ সেটি হল

A) The Unhappy One

B) Extravagaria

C) Extravaganza

D) La Desdichada

 

১৪. পাবলাে নেরুদা’র জন্ম সাল হল -

A) ১৯০০

B) ১৯০২

C) ১৯০৪

D) ১৯০৬

 

১৫. সেই মেয়েটির মৃত্যু হল না সেই মেয়েটি বলতে বােঝানাে হয়েছে –

A) গির্জার নানকে

B) কথকের স্ত্রীকে

C) কবির মাকে

D) কবিতার কথকের জন্য অপেক্ষারতা মেয়েটিকে

 

১৬. শিশু                   আর খুন হলাে। শূন্যস্থানে বসবে

A) মহিলারা

B) যুবকেরা

C) বাড়িওয়ালা

D) বাড়িরা

 

১৭.‘দেবতারা যারা ... ডুবে ছিল ধ্যানে’ – তাদের গায়ের রং –

A) কালাে

B) সাদা

C) হলুদ

D) নীল।

 

১৮. ‘অসুখী একজন’ কবিতাটিতে মােট পঙক্তি সংখ্যা –

A) ৩০টি

B) ৩২টি

C) ২৮টি

D) ২৪টি।

 

১৯. অসুখী একজন’ কবিতাটি মূল কোন্ ভাষায় রচিত?

A) ফরাসি

B) আরবি

C) স্প্যানিশ

D) ইংরেজি।

 

২০. কালাে দাগ কীসের?

A) কলঙ্কের

B) রক্তের

C) বেদনার

D) শােকের।

 File Details -


PDF Name / Book Name Class 10 Mock Test Series Part -1 (BENGALI,GEOGRAPHY,HISTORY AND L.SC)
Language : Bengali
Size : 206 Kb
Download Link : Click Hereto Download


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top