Class 10 Mock Test Series
Part -4
Life Science,Geography,History,Bengali
Q1. জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের –
A. শৈশব দশায়
B. বয়ঃসন্ধি
দশায়
C. বার্ধক্য দশায়
D. সদ্যোজাত দশায়।
Q2. মানব
পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে ও
মস্তিষ্কের আয়তন কমে, তা হল
A. শৈশব
B. বয়ঃসন্ধি
C. বার্ধক্য
D. সদ্যোজাত।
Q3. মানুষের মুখ্য
বৃদ্ধিকাল বলা হয়
A. শৈশবকালকে
B. পরিণত দশাকে
C. সদ্যোজাত দশাকে
D. বয়ঃসন্ধিকে।
Q4. মানব বিকাশের যে
দশায় ঋণাত্মক বৃদ্ধি ঘটে তা হল –
A. শৈশব
B. পরিণত
C. বয়ঃসন্ধি
D. বার্ধক্য দশায়
Q5. বিভিন্ন গ্রন্থি
নিঃসৃত হরমােনগুলির অধিক সক্রিয়তা দেখা যায় –
A. শৈশব দশায়
B. বয়ঃসন্ধি
দশায়
C. পরিণত দশায়
D. বার্ধক্যে।
Q6. কোন গ্রন্থিকে
বার্ধক্যের জৈব ঘড়ি’ (Late Biological Clock. বলে? –
A. পিটুইটারি ।
B. পিনিয়াল
C. থাইমাস
D. থাইরয়েড।
Q7. লাইসােজোমের
সক্রিয়তা বৃদ্ধি পেয়ে অটোলাইসিস শুরু হয়। এটি মানব বিকাশের কোন
দশার বৈশিষ্ট্য? –
A. সদ্যোজাত
B. বয়ঃসন্ধি
C. বার্ধক্য
D. পরিণত।
Q৪. জীবনের যে দশায়
ছেলেদের কণ্ঠস্বরের পরিবর্তন আসে তা হল –
A. শৈশব দশা
B. বয়ঃসন্ধি দশা
C. পরিণত দশা
D. বার্ধক্য দশা।
Q9. মনােযােগ, স্মৃতি,
চিন্তাশক্তি প্রভৃতির দ্রুত বিকাশ ঘটে মানব পরিস্ফুরণের যে দশায় সেটি হল-
A. শৈশব
B. বয়ঃসন্ধি
C. বার্ধক্য
D. পরিণত দশা।
Q10. কোন্ বয়সকালকে
‘ঝঞ্ঝাবিক্ষুদ্ধকাল’ বলে? –
A. শৈশবকাল
B.
বয়ঃসন্ধিকাল
C. যৌবনকাল
D. বার্ধক্যকাল।
Q11. প্রদত্ত কোনটি
বৃদ্ধির দশা নয়? –
A. কোশ বিভাজন
B. কোশের আকার
বৃদ্ধি
C. কোশীয় সংশ্লেষ
D. কোশের বিভেদন।
Q12. প্রদত্ত কোন
রূপান্তরটি সঠিক? –
A. জাইগােট → বীজ
B. জাইগােট ভ্রণ
C. জাইগােট ফল
D. ডিম্বাশয়→ দ্রুণ।
Q13. কোনটি সঠিক তথ্য
নয়? –
A. ভুণের পরিস্ফুরণের
মাধ্যমে পূর্ণাঙ্গ জীবের সৃষ্টিকে বিকাশ বলে
B. কোশীয় বিভেদন হল
বৃদ্ধির একটি দশা
C. সদ্যোজাত দশায় শিশু
বেশির ভাগ সময়টা ঘুমিয়ে কাটায়
D. জীবিত বস্তুর ভর
বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে।
Q14. মানব বিকাশের
দ্বিতীয় দশাটি হল—
A. বয়ঃসন্ধি
B. পরিণত
C. সদ্যোজাত
D. শৈশব।
Q15. জীবের আকার, আয়তন ও
শুষ্ক ওজন স্থায়ীভাবে বাড়লে তাকে বলে
A. উপচিতি
B. অপচিতি
C. বিকাশ
D. বৃদ্ধি।
Q16. বৃদ্ধিতে কোন প্রকার
কোশ বিভাজন ঘটে? –
A. অ্যামাইটোসিস
B. মাইটোসিস
C. মিয়ােসিস
D. সাইটোকাইনেসিস।
Q17. মাতৃগর্ভে মানব
ভ্রুণ বিকশিত হতে সময় লাগে –
A. 140 দিন
B. 280 দিন
C. 360 দিন
D. 200 দিন ।
Q18. কোন প্রক্রিয়ায়
জীবের নতুন অঙ্গের সৃষ্টি হয়?
A. কোশ বিভাজন
B. কোশীয় বিভেদন
C. কোশের আকার
বৃদ্ধি
D. কোশের আয়তনের
বৃদ্ধি।
Q19. বৃদ্ধির শেষ দশাটি
হল –
A. কোশীয় আকার বৃদ্ধিকরণ
দশা
B. কোশ বিভাজন
C. কোশীয় বিভেদন
D. বিলম্ব দশা।
Q20. বয়ঃসন্ধিকালে
মেয়েদের জননাঙ্গের পরিণতি ও গৌণ যৌন বৈশিষ্ট্য ও যৌন চিন্তা ভাবনা প্রকাশে
সাহায্যকারী হরমােনটি হল
A.
প্রােজেস্টেরন
B. ইস্ট্রোজেন
C. লিউটিনাইজিং হরমােন
D. FSH ।
Class 10 Geography Suggestion 1 Marks with Answers
Q1. ভারতের নবীনতম
রাজ্যটি হল –
A. ঝাড়খণ্ড
B. উত্তরাঞ্জল
C. তেলেঙ্গানা
D. ছত্তিশগড়।
Q2. 1956 সালে ভারতে
রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হল –
A. ভাষা
B. ধর্ম
C. জাতি
D. সমাজ।
Q3. ভারতের
ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম
A. সিকিম
B. গােয়া
B. কিবিথু
C. ত্রিপুরা
D. মিজোরাম।
Q4. প্রদত্ত কোন্
রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়
A. মধ্যপ্রদেশ
B. অন্ধ্রপ্রদেশ
B. কিবিথু
C. বিহার
D. উত্তরপ্রদেশ
Q5. অন্ধ্রপ্রদেশের
পূর্বদিকে অবস্থিত –
A. তেলেঙ্গানা
B. কর্ণাটক
C. বঙ্গোপসাগর
D. তামিলনাড়ু।
Q6. ভারতের প্রায়
মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হল
A. নিরক্ষরেখা
B. মকরক্রান্তি
রেখা
C. মূলমধ্যরেখা
D. কর্কটক্রান্তি রেখা
Q7. ভারতের
দক্ষিণতম বিন্দু হল –
A. কন্যাকুমারিকা
B. কিবিথু
C. ইন্দিরা
পয়েন্ট
D. গুহার মােটার।
Q৪. আন্দামান
নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হল –
A. নারকোন্ডাম
B. মাউন্ট
হ্যারিয়ট
C. স্যাডল পিক
D. নামচাবারওয়া।
Q9. ভারত ও
পাকিস্তানের সীমানা নির্দেশ করে –
A. ম্যাকমােহন লাইন
B. র্যাডক্লিফ
লাইন
C. ডুরান্ড লাইন
D. 38তম প্যারালাল
লাইন।
Q10. ভারতের
উত্তরতম স্থান
A. ইন্দিরা পয়েন্ট
B. ইন্দিরা কল
C. থাগু
D. কিবিথু।
Q11. ভারতের
ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল –
A. দমন ও দিউ
B. চণ্ডীগড়
C. পুদুচেরি
D. লাক্ষাদ্বীপ।
Q12. স্বাধীন ভারতের
প্রথম গঠিত ভাষাভিত্তিক রাজ্য টি হল -
A. তামিলনাড়ু
B. অন্ধ্রপ্রদেশ
C. পাঞ্জাব
D. পশ্চিমবঙ্গ
Q13. ভাষাভিত্তিক
রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে
A. 1947
B. 1953
C. 1956
D. 1960
Q14. বর্তমান
ভারতের মােট অঙ্গরাজ্যের সংখ্যা
A. 26
B. 27
C. 28
D. 29
Q15. ভারতের নবগঠিত
রাজ্যটির রাজধানী হল
A. অমরাবতী
B. বিশাখাপত্তনম
C. হায়দরাবাদ
D. বেঙ্গালুরু।
Q16. ভারতের নবীনতম
কেন্দ্রশাসিত অঞ্চল –
A. দিল্লি
B. কাশ্মীর
C. পণ্ডিচেরি
D. লাক্ষাদ্বীপ।
Q17. ভারতের প্রমাণ
দ্রাঘিমারেখাটি হল।
A. 0°
B. 90°
C. 82°30' পূর্ব
D. 82°30' পশ্চিম।
Q18. ভারত ও
শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত।
A. 10° চ্যানেল
B. পক প্রণালী
C. 9° চ্যানেল
D. সমব্রেরে চ্যানেল
Q19. সর্বাধিক
রাজ্যকে স্পর্শ করে এমন অঙ্গরাজ্যটি হল –
A. পশ্চিমবঙ্গ
B. উত্তরপ্রদেশ
C. মধ্যপ্রদেশ
D. মহারাষ্ট্র।
Q20. ভারত ও
বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়
A. কলকাতায়
B. দিল্লিতে
C. ত্রিপুরায়
D. ঢাকাতে।
History
Q1. ভারতে ‘হাফটোন’
প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন
A. উপেন্দ্রকিশাের
রায়চৌধুরী
B. সুকুমার রায়
C. পনন কর্মকার
D. চার্লস উইলকিনস।
Q2. বিশ্বভারতী প্রতিষ্ঠা
করেন –
A. ঈশ্বরচন্দ্র
বিদ্যাসাগর
B. রবীন্দ্রনাথ
ঠাকুর
C. স্বামী
বিবেকানন্দ
D. বাবা রামচন্দ্র।
Q3. বসু বিজ্ঞান মন্দির
প্রতিষ্ঠা করেন
A. জগদীশচন্দ্র বসু
B. সত্যেন্দ্রনাথ
বসু
C. চন্দ্রমুখী বসু
D. আনন্দমােহন বসু।
Q4. ‘বর্ণপরিচয়
প্রকাশিত হয়েছিল
A. ১৮৪৫
খ্রিস্টাব্দে
B. ১৮৫০
খ্রিস্টাব্দে
C. ১৮৫৫
খ্রিস্টাব্দে
D. ১৮৬০ খ্রিস্টাব্দে।
Q5. ইন্ডিয়ান
অ্যাসােসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স’-এর যে বিজ্ঞানী নােবেল পুরস্কার
পেয়েছিলেন –
A. জগদীশচন্দ্র বসু
B. সি ভি রমন
C. প্রফুল্লচন্দ্র
রায়
D. সত্যেন্দ্রনাথ
বসু।
Q6. ইউ এন রায় অ্যান্ড
সন্স ভূমিকা নিয়েছিল
A. বাংলায় বিজ্ঞান
শিক্ষার প্রসারে
B. বাংলায় চিকিৎসা
বিদ্যার প্রসারে
C. বাংলায় পাশ্চাত্য
শিক্ষার প্রসারে
D. বাংলায়
মুদ্রণশিল্পের প্রসারে।
Q7. বেঙ্গল টেকনিক্যাল
ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয় –
A. ১৯০৫
খ্রিস্টাব্দে
B. ১৯০৬
খ্রিস্টাব্দে
C. ১৯১১
খ্রিস্টাব্দে
D. ১৯১২ খ্রিস্টাব্দে।
Q৪. বাংলা ভাষায় প্রথম
ছাপা বই হল –
A. বর্ণপরিচয়
B. এ গ্রামার অফ দ্য
বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
C. মঙ্গল সমাচার
মতিয়ের
D. অন্নদামঙ্গল।
Q9. উনিশ শতকে বাংলায়
বিদ্যালয়স্তরে পাঠ্যবই যােগান দিত
A. এশিয়াটিক সােসাইটি
B. ইউরায় অ্যান্ড
সন্স
C. ডন সােসাইটি
D. ক্যালকাটা স্কুল বুক
সােসাইটি।
Q10. ইউ রায় অ্যান্ড
সন্স থেকে প্রকাশিত হত
A. সন্দেশ
B. গ্রামবার্তা
প্রকাশিকা
C. সােমপ্রকাশ
D. বঙ্গদর্শন।
Q11. ঔপনিবেশিক শিক্ষার
মূল উদ্দেশ্য ছিল
A. প্রাচ্য ও পাশ্চাত্য
শিক্ষার মেলবন্ধন ঘটানাে
B. সাম্রাজ্য বিস্তার
করা
C. প্রথাগত শিক্ষার
উন্নতি
D. প্রশাসনিক
সুবিধার্থে কেরানি তৈরি করা।
Q12. জাতীয় শিক্ষা
পরিষদ গড়ে উঠেছিল –
A. বিজ্ঞান ও কারিগরি
শিক্ষার প্রসারের উদ্দেশ্যে
B. ইংরেজি
শিক্ষাবিস্তারের উদ্দেশ্যে
C. বিদ্যালয়ের
পাঠ্যপুস্তক ছাপার উদ্দেশ্যে
D. বুনিয়াদি শিক্ষা
প্রসারের উদ্দেশ্যে।
Q13. রবীন্দ্রনাথ ঠাকুরের
শিক্ষাভাবনার চরিত্র ছিল –
A. ঔপনিবেশিক
শিক্ষাব্যবস্থাকেন্দ্রিক
B. প্রকৃতি ও মানুষের
সমন্বয়কেন্দ্রিক
C. নব্য
বেদান্তকেন্দ্রিক
D.
সর্বধর্মসমন্বয়কেন্দ্রিক।
Q14. রবীন্দ্রনাথের
‘তােতাকাহিনী’ গল্পটি মূলত –
A. ঔপনিবেশিক
শিক্ষাব্যবস্থার সমালােচনা
B. বিশ্বভারতীর
শিক্ষাব্যবস্থার সমালােচনা
C. আধুনিক বিজ্ঞান
শিক্ষার সমালােচনা
D. আধুনিক চিকিৎসাবিদ্যা
শিক্ষার সমালােচনা।
Q15. বাংলা ভাষায়
প্রথম বই ছাপা হয় –
A. ১৫৫৬ খ্রি
B. ১৭৭৮ খ্রি
C. ১৭৮৫ খ্রি
D. ১৮০০ খ্রি। -
Q16. বেঙ্গল টেকনিক্যাল
ইন্সটিটিউট-এর প্রথম অধ্যক্ষ ছিলেন –
A. অরবিন্দ ঘােষ
B. সতীশচন্দ্র বসু
C. যােগেশচন্দ্র
ঘােষ
D. প্রমথনাথ বসু।
Q17. বেঙ্গল
কেমিক্যালস-এর প্রতিষ্ঠাতা ছিলেন
A. প্রফুল্লচন্দ্র
রায়
B. জগদীশচন্দ্র বসু
C. রবীন্দ্রনাথ ঠাকুর
D. মেঘনাদ সাহা
Q18‘আধুনিক বিজ্ঞানচর্চার
জনক’ হলেন
A. জগদীশচন্দ্র বসু
B. আচার্য প্রফুল্লচন্দ্র
রায়
C. আশুতােষ মুখােপাধ্যায়
D. মহেন্দ্রলাল
সরকার।
Q19. বিশ্বভারতী
প্রতিষ্ঠিত হয়
A. ১৯০৫ খ্রি
B. ১৯১১ খ্রি
C. ১৯১৩ খ্রি
D. ১৯২১ খ্রি৷
Q20. বিশ্বভারতীর প্রথম
উপাচার্য হলেন
A. রবীন্দ্রনাথ
ঠাকুর
B. রথীন্দ্রনাথ
ঠাকুর
C. তারকনাথ পালিত
D. সুবােধচন্দ্র মল্লিক।
Bengali
Q১. প্রদোষকাল ঝঞাবাতাসে
রুদ্ধশ্বাস,–‘প্রদোষ’ শব্দের অর্থ –
A) সন্ধ্যা
B) ভাের
C) রাত্রি
D) দুপুর।
Q. ‘দাঁড়াও ওই মানহারা
মানবীর দ্বারে’ – উদ্ধৃতাংশে ‘মানহারা মানবী’ বলতে বােঝানাে হয়েছে –
A) আফ্রিকা মহাদেশকে
B) বসুধাকে
C) ভারতবর্ষকে
D) পশ্চিম দুনিয়াকে।
Q৩. “সেই হােক তােমার
সভ্যতার শেষ পুণ্যবাণী সভ্যতার শেষ পুণ্যবাণী’ –
A) বিদ্বেষ ত্যাগ
করাে
B) ক্ষমা করাে
C) ভালােবাসাে
D) মঙ্গল করাে।
Q৪. আদিম যুগে স্রষ্টার
কার প্রতি অসন্তোষ ছিল?
A) দয়াময় দেবতার
প্রতি
B) কবির সংগীতের
প্রতি
C) নিজের প্রতি
D) ধরিত্রীর প্রতি।
Q৫. কবির সংগীতে বেজে
উঠেছিল’ কী বেজে উঠেছিল? –
A) সংগীতের মূছনা
B) সুন্দরের
আরাধনা
C) সুরের ঝংকার
D) রাগরাগিণী।
Q৬. নিভৃত অবকাশে স্রষ্টা
কী সংগ্রহ করেছিলেন? –
A) দুর্বোধ রহস্য
B) অজানা রহস্য
C) সৃষ্টির রহস্য
D) দুর্গম রহস্য।
Q৭. সমুদ্রপারে সেই
মুহূর্তেই তাদের পা. ড়ায় পাড়ায় বাজছিল –
A) পুজোর বাজনা
B) ঢাকের বাজনা
C) পূজার ঘণ্টা
D) পূজার মন্ত্র।
Q৮. ‘এল ওরা লােহার
হাতকড়ি নিয়ে ... , –
A) ভারতীয়
B) ইউরােপীয়
C) আমেরিকান
D) জংলি .
Q৯. আফ্রিকা কীসের
ছদ্মবেশে বিদ্রুপ করেছিল? –
A) অরূপের
B) কুরূপের
C) বিরূপের
D) সুরূপের।
Q১০. শিশুরা খেলছিল …
-
A) খেলার মাঠে
B) মায়ের কোলে
C) মন্দির অঙ্গনে
D) বাবার কোলে।
Q১১. প্রকৃতির
দৃষ্টি-অতীত জাদু আফ্রিকার মনে যা জাগাচ্ছিল, তা হল
A) বিভীষিকা
B) অসন্তোষ
C) মন্ত্র
D) ক্রন্দন।
Q১২. আফ্রিকা’ কবিতার মূল
কাব্য সংকলনের নাম হল
A) গীতাঞ্জলি’
B) বলাকা’
C) সঞতা
D) সঞয়িতা।
Q১৩. 'বাম্পাকুল
অরণ্যপথে’ –অরণ্যপথ বাষ্পকুল হওয়ার কারণ হল –
A) বর্ষার মেঘ
B) অত্যাচারীর
ক্রন্দন
C) আবহাওয়ার
জন্য
D) আফ্রিকার ভাষাহীন
কান্না।
Q১৪. নখ যাদের তীক্ষ
তােমার চেয়ে। –
A) সূর্যহারা
অরণ্যের
B) নেকড়ের
C) পশুর
D) হিংস্রতার।
Q১৫. আফ্রিকা’ কবিতায়
ধুলাে পাঁকে পরিণত হয়েছিল
A) জল মিশে
B) রক্তে মিশে
C) চোখের জল মিশে
D) চোখের জল -রক্তে
মিশে।
Q১৬. কার অনুরােধে
‘আফ্রিকা’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন?
A) নজরুল
B) অমিয়
চক্রবর্তী
C) শরৎচন্দ্র
চট্টোপাধ্যায়
D) বুদ্ধদেব বসু।
Q১৭. হিংস্র প্রলাপের
মধ্যে | সেই হােক তােমার সভ্যতার শেষ –
A) পুণ্যবাণী
B) হৃদয়ের বাণী
C) মরমের বাণী
D) শান্তির বাণী
Q১৮. আফ্রিকা হায়
ছায়াবৃতা’- ‘ছায়াবৃতা’ বলতে বােঝানাে হয়েছে
A) এশিয়া মহাদেশকে
B) আফ্রিকা
মহাদেশকে
C) সমগ্র বিশ্বকে
D) ভারতবর্ষকে।
Q১৯. স্রষ্টা যখন নিজের
প্রতি অসন্তোষে’ – স্রষ্টা নিজের প্রতি অসন্তোষ করেছিলেন –
A) সৃষ্টির আগে
B) আদিম যুগে
C) সৃষ্টির ধ্বংসের
সময়ে
D) মধ্যযুগে।
Q২০. ক্ষমা করাে’ – কে
ক্ষমা করবে? –
A) আফ্রিকা
B) সভ্যতা
C) যুগান্তের কবি
D) দয়াময় দেবতা।
File Details -
PDF Name / Book Name : Class 10 Mock Test Series Part -4 (BENGALI,GEOGRAPHY,HISTORY AND L.SC)
Language : Bengali
Size : 139 Kb
Download Link : Click Hereto Download