Class 10 Mock Test Series Part -5 Life Science,Geography,History,Bengali

dream
0

Class 10 Mock Test Series 

Part -5 

Life Science,Geography,History,Bengali

Class 10 Suggestion 2021-22

 Q1. বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন 

A.  অক্ষয়কুমার দত্ত 

B.  রাজনারায়ণ বসু

C.  স্বামী বিবেকানন্দ 

D.  রমেশচন্দ্র মজুমদার। [ME 19]

 Q2. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান 

A.  ভারতসভা 

B.  ভারতের জাতীয় কংগ্রেস 

C.  বঙ্গভাষা প্রকাশিকা সভা 

D.  ল্যান্ড হােল্ডার্স সােসাইটি।

Q4. ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন- 

A.  লর্ড ক্যানিং 

B.  লর্ড ডালহৌসি 

C.  লর্ড মাউন্টব্যাটেন

D.  লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। 

 Q5. এখানে আলাদা গােত্রের উপাদানটি হল - 

A.  ভারতমাতা 

B.  গােরা 

C.  আনন্দমঠ

D.  বর্তমান ভারত

 Q6. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলেছেন-

A.  রমেশচন্দ্র মজুমদার 

B.  সুরেন্দ্রনাথ সেন 

C.  বিনায়ক দামােদর সাভারকর 

D.  দাদাভাই নৌরজি।

 Q7. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরশাসনের অবসান ঘটে-

A.  ১৮৫৭ খ্রিস্টাব্দে 

B.  ১৮৫৮ খ্রিস্টাব্দে

C.  ১৯১৯ খ্রিস্টাব্দে

D.  ১৯৪৭ খ্রিস্টাব্দে।

 Q৪. ভারতসভার প্রথম সভাপতি ছিলেন-

A.  সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 

B.  আনন্দমােহন বসু 

C.  রেভা:কৃয়মােহন বন্দ্যোপাধ্যায় 

D.  শিবনাথ শাস্ত্রী।

 Q9. ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন – 

A.  কেশবচন্দ্র সেন 

B.  সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 

C.  হরিশচন্দ্র মুখােপাধ্যায় 

D.  গগনেন্দ্রনাথ ঠাকুর। 

Q10. বন্দেমাতরম’সংগীতটি রচিত হয় 

A.  ১৮৭০ খ্রিস্টাব্দে

B.  ১৮৭২ খ্রিস্টাব্দে 

C.  ১৮৭৫ খ্রিস্টাব্দে

D.  ১৮৭৬ খ্রিস্টাব্দে।

 Q11. গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন – 

A.  সংগীত শিল্পী 

B.  নাট্যকার 

C.  কবি 

D.  ব্যঙ্গ চিত্রশিল্পী।

 Q12. ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল-

A.  ভারতসভা 

B.  জমিদার সভা 

C.  বঙ্গভাষা প্রকাশিক সভা 

D.  ভারতের জাতীয় কংগ্রেস।

 Q13. মহারানির ঘােষণাপত্র অনুযায়ী ভারত-

A.  স্বাধীন হয়েছিল 

B.  সরাসরি ইংল্যান্ডের শাসকের অধীনে এসেছিল 

C.  ব্রিটিশ কোম্পানির শাসনের অধীনে এসেছিল 

D.  ডােমিনিয়ন স্টেটাস পেয়েছিল।

 Q14. জমিদার সভা গড়ে উঠেছিল- 

A.  জমিদারদের স্বার্থরক্ষার জন্য 

B.  ব্রিটিশ পার্লামেন্টের বিতর্ক সভা ভারতীয়দের বক্তব্য তুলে ধরার জন্য 

C.  শিক্ষিত সম্প্রদায়ের রাজনৈতিক দাবি পূরণের জন্য 

D.  ভারতের অতীত গৌরব পুনরুদ্ধারের জন্য।

 Q15. মহারানির ঘােষণাপত্রের (১৮৫৮.  প্রধান উদ্দেশ্য ছিল 

A.  ভারতবাসীর আনুগত্য অর্জন 

B.  ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যাবসার অধিকার লাভ 

C.  ভারতীয় প্রজাদের স্বায়ত্তশাসনের অধিকার প্রদান 

D.  মহাবিদ্রোহে (১৮৫৭.  বন্দি ভারতীয়দের মুক্তিদান।

 Q16. ল্যান্ড হােল্ডার্স সােসাইটির সভাপতি ছিলেন

A.  রাজা রাধাকান্ত দেব 

B.  প্রসন্নকুমার ঠাকুর 

C.  রাজ রামমােহন রায় 

D.  দ্বারকানাথ ঠাকুর।

 Q17. হিন্দুমেলার সম্পাদক ছিলেন

A.  নবগােপাল মিত্র 

B.  গণেন্দ্রনাথ ঠাকুর 

C.  রাজনারায়ণ বসু

D.  গগনেন্দ্রনাথ ঠাকুর।


Q18. উনিশ শতককে ‘সভাসমিতির যুগ’ বলেন 

A.  যদুনাথ সরকার 

B.  রমেশচন্দ্র মজুমদার

C.  অনিল শীল 

D.  পার্থ চট্টোপাধ্যায়। 

 Q19.  ‘এইটিন ফিফটি সেভেন’ নামক গ্রন্থটির রচয়িতা হলেন – 

A.  রমেশচন্দ্র মজুমদার  

B.  সুরেন্দ্রনাথ সেন 

C.  রমেশচন্দ্র দত্ত 

D.  ভি ডি সাভারকর।

 Q20.  ‘হিন্দুমেলা’ সংগঠনে যুক্ত ছিলেন – 

A.  সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 

B.  রাধাকান্ত দেব 

C.  নবগােপাল মিত্র 

D.  প্রসন্নকুমার ঠাকুর।

 

Life science

1. একটি সংকর লম্বা (Tt.  মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা (TT.  মটর গাছের সংকরায়ণ করা হলে F, জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা 

A.  25% 

B.  50% 

C.  75% 

D.  100% ।

 2.  মটর গাছের ওপর প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন ? 

A.  জা ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক

B.  গ্রেগর জোহান মেন্ডেল 

C.  চার্লস ডারউইন 

D.  স্ট্যানলি মিলার। 

 3.  দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ণ করা হলে F, জনুতে সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে- A.  25% 

B.  50% 

C.  75% 

D.  100% । 

 4. মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোন্‌টি একজন স্বাভাবিক পুরুষের পক্ষে প্রযােজ্য? – 

A.  44A + XX

B.  44A + XY 

C.  44A + XXY 

D.  44A + XYY।

 5.  অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকরায়ণ পরীক্ষায় F, জনুতে ফিনােটাইপের অনুপাত কী হতে পারে? A.  3:1 

B.  2: 1:1

C.  9: 3: 3:1

D.  1: 2: 1

 6.  একটি সংকর দীর্ঘ (Tt.  মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব (tt.  মটর গাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে – 

A.  সকলেই দীর্ঘ 

B.  সকলেই খর্ব

C.  50% দীর্ঘ ও 50% খর্ব 

D.  75% দীর্ঘ ও 25% খর্ব।

 7.  YyRr জিনােটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? –

A.  1

B.  2

C.  3

D.  4

 ৪.  প্রদত্ত কোটি প্রকট গুণ তা শনাক্ত করাে – 

A.  কাণ্ডের দৈর্ঘ্য-বেঁটে 

B.  বীজের আকার-কুতি 

C.  বীজপত্রের বর্ণ-হলুদ 

D.  ফুলের বর্ণ-সাদা।

 9.  প্রদত্ত কোন্ দুটি জিনােটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনােটাইপের জন্য দায়ী তা বাছাই করাে 

A.  RRYY ও rryy 

B.  RRYy ও RrYy

C.  RRyy ও Rryy

D.  rrYY ও rrYy। 

 10. RRYY জিনােটাইপযুক্ত মটরগাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করাে – 

A.  এক ধরনের  

B.  চার ধরনের 

C.  দুই ধরনের 

D.  তিন ধরনের।

 11.  কালাে বর্ণ ও অমসৃণ লােমযুক্ত গিনিপিগের জিনােটাইপ শনাক্ত করাে – 

A.  BbRr, BBRr 

B.  BBrr, Bbrr 

C.  bbRR, bbRr 

D.  bbrr, bbRr

 12.  নীচের কোন্ দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করাে ফুলের A.  A.  A.  A.  বর্ণ-বেগুনি, ফুলের অবস্থান-কাক্ষিক

B.  কাণ্ডের দৈর্ঘ্য-খর্ব, পরিণত বীজের আকার-কুতি 

C.  পরিণত বীজের আকার-গােল, বীজের বর্ণ-হলুদ

D.  ফুলের অবস্থান-কাক্ষিক, কাণ্ডের দৈর্ঘ্য-লম্বা।

 13.  হােল্যানড্রিক জিন অবস্থান করে 

A.  X-ক্রোমােজোমে 

B.  Y-ক্রোমােজোমে 

C.  অটোজোমে 

কোনােটিই নয়। 

 14 .  Bbrr বা Yyrr বা bbRT বা yRr জিনােটাইপযুক্ত জীব থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? 

A.  2 প্রকার

B.  3প্রকার

C.  1প্রকার

D.  4 প্রকার

 15.  প্রদত্ত ক্রসগুলির মধ্যে কোটি টেস্ট ক্রস? – 

A.  TT x IT 

B.  TT x Tt 

C.  Tt x tt 

D.  tt x tt।

 16 .  কোন্ ক্ষেত্রে মেন্ডেলের একসংকর জননের অপত্য জনুতে ফিনােটাইপিক ও জিনােটাইপিক অনুপাত একই অর্থাৎ, 1:2:1 হয়? 

A.  লিংকেজ 

B.  অসম্পূর্ণ প্রকটতা 

C.  মিয়ােসিস 

D.  সবকটি।

 17. YYRr বা TTRr বা BbWW বা AABb জিনােটাইপ থেকে কত প্রকারের গ্যামেট তৈরি হবে? – 

A.  এক প্রকারের 

B.  দু প্রকারের 

C.  তিন প্রকারের

D.  চার প্রকারের। 

 18.  মেন্ডেলের এক সংকরায়ণের F, জনুর ফিনােটাইপিক অনুপাতটি – 

A.  9: 3: 3:1

B.  1: 2:1

C.  2:2:1

D.  3:1

 19 .  মেন্ডেল পরীক্ষিত মটর গাছের দ্বিসংকর জননের F, জনুতে কতগুলি জিনােটাইপ দেখা যায় ? 

A.  1 প্রকার

B.  3 প্রকার

C.  4 প্রকার

D.  9 প্রকার

 20. অসম্পূর্ণ প্রকটতার জিনোটাইপিক অনুপাত হল-

A.  3:1

B.  1:2:1

C.  9:3:3:1

D.  2:2:1



Bengali

১.  অনেক ধরে ধরে টাইপ-রাইটারে লিখে গেছেন মাত্র একজন তিনি হলেন- 

A) সত্যজিৎ রায় 

B) অন্নদাশঙ্কর রায়

C) রাজশেখর বসু 

D) সুবােধ ঘােষ।

 

২. চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? – 

A) সাত টাকা 

B) আট টাকা  

C) ন-টাকা 

D) দশ টাকা।

 

৩.  শ্রীপান্থ’ ছদ্মনামে লিখেছেন

A) অন্নদাশঙ্কর রায় 

B) বলাইচাঁদ মুখােপাধ্যায় 

C) সুনীল গঙ্গোপাধ্যায় 

D) নিখিল সরকার।

 

৪.  সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, তার পােশাকি নাম –

A) রিজার্ভার

B) স্টাইলাস 

C) পার্কার 

D) পাইলট।

 

৫. নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম 

A) বনফুল 

B) পরশুরাম

) ত্রৈলােক্যনাথ মুখােপাধ্যায় 

D) শৈলজানন্দ।

 

৬. চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে – 

A) তুলি 

B) ব্রোঞ্জের শলাকা 

C) হাড় 

D) নল-খাগড়া। 

 

৭. “আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল” – 

A) ঝরনা কলম

B) রিজার্ভার পেন 

C) কুইল 

D) স্টাইলাস।

 

৮. লেখার পাত বলতে বােঝানাে হয়ে থাকে – 

A) লেখার কাগজকে 

B) তালপাতাকে 

C) কলাপাতাকে 

D) শালপাতাকে। 

 

৯. পালকের কলমের ইংরেজি নাম হল – 

A) স্টাইলাস 

B) ফাউন্টেন পেন 

C) কুইল 

D) রিজার্ভার পেন।

 

১০.  কানে কলম খুঁজে দুনিয়া খোঁজেন –

A) প্রাবন্ধিক 

B) দার্শনিক 

C) গল্পকার 

D) নাট্যকার।

 

১১.  ফাউন্টেন পেন সংগ্রহ করতেন।

A) রবীন্দ্রনাথ 

B) শৈলজানন্দ 

C) জীবনানন্দ 

D) সত্যজিৎ রায়। 

 

১২. শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন – 

A) নিখিল সরকার 

B) অন্নদাশঙ্কর রায় 

C) সত্যজিৎ রায় 

D) সুভাষ মুখােপাধ্যায়। 

 

১৩.  কে বাঙালি সাংবাদিকদের বলতেন বাবু কুইল ড্রাইভারস’? —

A) লর্ড কার্জন 

B) লর্ড রিপন 

C) লর্ড লিটন 

D) লর্ড ক্লাইভ। 

 

১৪. লাঠি তােমার দিন ফুরাইয়াছে’ কথাটি লিখেছিলেন – 

A) রবীন্দ্রনাথ 

B) বঙ্কিমচন্দ্র 

C) শরৎচন্দ্র 

D) তারাশঙ্কর।

 

১৫.  সােনার দোয়াত কলম ব্যবহার করতেন- 

A) সুভাে ঠাকুর 

B) সুভাষ মুখােপাধ্যায় 

C) রবি ঠাকুর 

D) অন্নদাশঙ্কর রায়।

 

১৬.  ওস্তাদ কলমবাজদের বলা হয়- 

A) শ্রুতিলেখক 

B) লিপিকর 

C) ক্যালিগ্রাফিস্ট 

D) পেশকার।




১৭. স্টাইলাস’ আসলে কী? 

A) তামার শলাকা 

B) লৌহ শলাকা 

C) ব্রোঞ্জের শলাকা 

D) প্লাটিনাম

 

১৮ দারােগাবাবুর কলম ছিল- 

A) পায়ের মােজায় 

B) জামার পকেটে 

C) কানে 

D) কঁধের ছােট্ট

 

১৯.  এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। বক্তা হলেন - 

A) শৈলজানন্দ 

B) শ্রীপান্থ 

C) বনফুল 

D) তারাশঙ্কর।

 

২০. উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লিখতে খরচ হত 

A) আট আনা 

B) দশ আনা 

C) বারাে আনা

D) ষোলো আন

 

Geography

1.  শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্ছিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে – 

A) খাদার 

B) ভাবর 

C) ভাঙ্গর 

D) বেট। 

 

2.  ভারতে অবস্থিত হিমাদ্রি-হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল 

A) মাউন্ট এভারেস্ট 

B) গডউইন অস্টিন 

C) সান্দাকফু 

D) কাঞ্চনজঙ্ঘা।

 

3. মহারাষ্ট্রের উপকূল অঞ্জুলকে 

A) মালাবার 

B) কোঙ্কন 

C) করমণ্ডল 

D) উত্তর সরকার উপকূল বলে।







4.  দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হল 

A) দোদাবেতা 

B) পরেশনাথ 

C) আর্মাকোণ্ডা 

D) আনাইমুদি। 

 

5.  উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলি দ্বারা গঠিত অংশকে বলে –

A) ভাবর 

B) ভার 

C) খাদার 

D) তরাই। 

 

6.  ভারতের বৃহত্তম কয়াল বা উপহ্রদটি হল 

A) অষ্টমুদি

B) কোলেরু

C) চিলকা

D) ভেমবানাদ।

 

7. ভারতের উচ্চতম মালভূমি – 

A) মেঘালয় 

B) লাদাখ 

C) পামির 

D) তিব্বত।

 

৪.  আরাবল্লি পর্বতের পশ্চিমে নদীবিধৌত উর্বর প্লাবনভূমিকে বলে –

A) বাজাদা 

B) রােহি 

C) হামাদা 

D) মরুঙ্খলী। 

 

9. মালাবার উপকূলে বালিয়াড়িকে বলে – 

A) থেরিস 

B) বাখান 

C) লােয়েস 

D) পেনিপ্লেন। 

 

10.  কর্ণাটক মালভূমির পশ্চিমে ঢেউ খেলানাে ভূভাগ কী নামে পরিচিত? 

A) ময়দান 

B) মালনদি

C) ডেকানট্র্যাপ  

D) ব্যাড ল্যান্ড। 

 

11. ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হল – 

A) বিন্ধ্য

B) হিমালয়

C) নীলগিরি 

D) আরাবল্লি।





12.  আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ – 

A) ধূপগড়

B) মাউন্ট আবু 

C) গুরুশিখর 

D) গাের্গাবুরু। 

 

13.  মালনাদ’ কথার অর্থ—

A) মৃতের দেশ 

B) মরুভূমির দেশ 

C) পাহাড়ি দেশ 

D) নদীর দেশ।

 

14. পূর্বঘাট পর্বতের সর্বোচ শৃঙ্গ 

A) মহেন্দ্রগিরি 

B) কলসুবাই 

C) দোদাবেতা 

D) জিন্দাগাদা। 

 

15. শিবালিক হিমালয়ে অবস্থিত উপত্যকাগুলিকে বলা হয় – 

A) তাল 

B) বেট 

C) ভাবর 

D) দুন। 

 

16.  ছােটোনাগপুরের সর্বোচ্চ পাহাড় হল-

A) রাজমহল 

B) পরেশনাথ 

C) বিহারীনাথ 

D) মহাবালেশ্বর।

 

17 রাজস্থানের প্লায়া হ্রদগুলিকে বলা হয়

A) রান 

B) ওয়াদি

C) ধান্দ 

D) বাজাদা।

 

18. পুনের কাছে কোন্ গিরিপথ অবস্থিত? - 

A) থলঘাট 

B) ভোরঘাট 

C) পালঘাট 

D) জোজিলা।

 

19.  আরাবল্লি ও বিন্ধ্য পর্বতের মাঝখানে অবস্থিত লাভা গঠিত মালভূমিকে বলা হয় – 

A) মালব মালভূমি 

B) পালঘাট

C) রােটাং 

D) হামাদা। 




20.  'Valley of Flower' অবস্থিত – 

A) গাড়ােয়াল হিমালয় 

B) কুমায়ুন হিমালয় 

C) নেপাল হিমালয় 

D) ভূটান হিমালয়-এ।

 File Details -


PDF Name / Book Name Class 10 Mock Test Series Part -5 (BENGALI,GEOGRAPHY,HISTORY AND L.SC)
Language : Bengali
Size : 141 Kb
Download Link : 
Click Hereto Download


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top