Class 10 Mock Test Part 2

dream
0

 

Class 10 

Mock Test Part 2 

 


History


1. বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন-

A)অক্ষয়কুমার দত্ত

B)রাজনারায়ণ বসু

C)স্বামী বিবেকানন্দ

D)রমেশচন্দ্র মজুমদার।

 

2)ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল-

A)ভারতসভা

B)ভারতের জাতীয় কংগ্রেস

C)বঙ্গভাষা প্রকাশিকা সভা

D)ল্যান্ড হোল্ডার্স সোসাইটি।

 

3. ‘ভারতমাতা চিত্রটি আঁকেন -

A)অবনীন্দ্রনাথ ঠাকুর

B)রবীন্দ্রনাথ ঠাকুর

C)নন্দলাল বসু

D)গগনেন্দ্রনাথ ঠাকুর।

 

4. ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন-

A)লর্ড ক্যানিং

B)লর্ড ডালহৌসি

C)লর্ড মাউন্টব্যাটেন

D)লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

 

5. এখানে আলাদা গোত্রের উপাদানটি হল –

A)ভারতমাতা

B)গোরা

C)আনন্দমঠ

D)বর্তমান ভারত।

 

6. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন-

A)রমেশচন্দ্র মজুমদার

B)সুরেন্দ্রনাথ সেন

C)বিনায়ক দামোদর সাভারকর

D)দাদাভাই নৌরজি।

 

7. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে –

A)১৮৫৭ খ্রিস্টাব্দে

B)১৮৫৮ খ্রিস্টাব্দে

C)১৯১৯ খ্রিস্টাব্দে

D)১৯৪৭ খ্রিস্টাব্দে।

 

৪. ভারতসভার প্রথম সভাপতি ছিলেন

A)সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

B)আনন্দমোহন বসু

C)রেভা: কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

D)শিবনাথ শাস্ত্রী।

 

9. ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন –

A)কেশবচন্দ্র সেন

B)সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

C)হরিশচন্দ্র মুখোপাধ্যায়

D)গগনেন্দ্রনাথ ঠাকুর।

 

10. বন্দেমাতরম সংগীতটি রচিত হয়-

A)১৮৭০ খ্রিস্টাব্দে

B)১৮৭২ খ্রিস্টাব্দে

C)১৮৭৫ খ্রিস্টাব্দে

D)১৮৭৬ খ্রিস্টাব্দে।

 

11. গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন

A)সংগীত শিল্পী

B)নাট্যকার

C)কবি

D)ব্যঙ্গ চিত্রশিল্পী।

 

12. ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল=

A)ভারতসভা

B)জমিদার সভা

C)বঙ্গভাষা প্রকাশিকা সভা

D)ভারতের জাতীয় কংগ্রেস।

 

13. মহারানির ঘোষণাপত্র অনুযায়ী ভারত

A)স্বাধীন হয়েছিল

B)সরাসরি ইংল্যান্ডের শাসকের অধীনে এসেছিল

C)ব্রিটিশ কোম্পানির শাসনের অধীনে এসেছিল

D)ডোমিনিয়ন স্টেটাস পেয়েছিল।

 

14. জমিদার সভা গড়ে উঠেছিল

A)জমিদারদের স্বার্থরক্ষার জন্য

B)ব্রিটিশ পার্লামেন্টের বিতর্ক সভায় ভারতীয়দের বক্তব্য তুলে ধরার জন্য

C)শিক্ষিত সম্প্রদায়ের রাজনৈতিক দাবি পূরণের জন্য

D)ভারতের অতীত গৌরব পুনরুদ্ধারের

 

15. মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮)প্রধান উদ্দেশ্য ছিল

A)ভারতবাসীর আনুগত্য অর্জন

B)ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যাবসার অধিকার লাভ

C)ভারতীয় প্রজাদের স্বায়ত্তশাসনের অধিকার প্রদান

D)মহাবিদ্রোহে (১৮৫৭)বন্দি ভারতীয়দের মুক্তিদান।

 

16. ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন

A)রাজা রাধাকান্ত দেব

B)প্রসন্নকুমার ঠাকুর

C)রাজা রামমোহন রায়

D)দ্বারকানাথ ঠাকুর।

 

17. হিন্দুমেলার সম্পাদক ছিলেন –

A)নবগোপাল মিত্র

B)গণেন্দ্রনাথ ঠাকুর

C)রাজনারায়ণ বসু

D)গগনেন্দ্রনাথ ঠাকুর।

 

18)উনিশ  শতককে সভাসমিতির যুগ বলেন

A)যদুনাথ সরকার

B)রমেশচন্দ্র মজুমদার

C)অনিল শীল

D)পার্থ

 

19. এইটিন ফিফটি সেভেন নামক গ্রন্থটির রচয়িতা হলেন –

A)রমেশচন্দ্র মজুমদার

B)সুরেন্দ্রনাথ সেন

C)রমেশচন্দ্র দত্ত

D)ভি ডি সাভারকর।

 

20. হিন্দুমেলা সংগঠনে যুক্ত ছিলেন

A)সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

B)রাধাকান্ত দেব

C)নবগোপাল মিত্র

D)প্রসন্নকুমার ঠাকুর।

 

Life Science

 

1. স্বপরাগযোগের ক্ষেত্রে যে বাক্যটি সঠিক নয়, সেটি হল-

A)বাহকের প্রয়োজন হয় না

B)অপত্য উদ্ভিদে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না

C)একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে

D)ফুলগুলি সাধারণত অনুজ্জ্বল বর্ণের ও গন্ধহীন হয়।

 

2)কোটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো —

A)একই গাছের একটি ফুলের মধ্যেই ঘটে

B)বাহকের প্রয়োজন হয় না

C)নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে

D)পরাগরেণুর অপচয় বেশি হয়।

 

 

 

 

 

3)একটি পক্ষীপরাগী ফুল হল –

A)ধান

B)সূর্যমুখী

C)শিমুল

D)আম।

 

4)পতঙ্গের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে –

A)পাতাশ্যাওলা

B)শিমুল

C)পলাশ

D)আম

 

5)নিষেকের পর ফুলের ডিম্বাশয় গঠন করে

A)ফল

B)বীজ

C)বীজত্বক

D)সস্য।

 

6. সপুষ্পক উদ্ভিদের সস্য হল –

A)n

B)2n

C)3n

D)4n।

 

7. নিষেকের আগে ভূণস্থলীর কোন্ নিউক্লিয়াসটি 2n ক্রোমোজোম বিশিষ্ট থাকে? –

A)ডিম্বাণু

B)প্রতিপাদ কোশ

C)সহকারী কোশ

D)নির্ণীত নিউক্লিয়াস।

 

৪)পরাগনালি ডিম্বকর ভেদ করে ডিম্বকে প্রবেশ করলে তাকে বলে

A)পোরোগ্যামি

B)চ্যালাজোগ্যামি  

C)মেসোগ্যামি

D)সিনগ্যামি।

 

9. একই উদ্ভিদের দুটি বিভিন্ন ফুলের মধ্যে যখন পরাগযােগ ঘটে তখন তাকে বলে-

A)অটোগ্যামি

B)ক্রিস্টোগ্যামি

C)গেইটোনোগ্যামি

D)অ্যালোগ্যামি।

 

10. পুষ্পপুট থাকে কোন্ উদ্ভিদে?

A)জবা

B)ধুতুরা

C)সরষে

D)রজনীগন্ধা।

 

 

11)পরাগনালিকা ডিম্বকমূলের দিকে ডিম্বকের মধ্যে প্রবেশ করলে তাকে বলে –

A)পোরোগ্যামি

B)চ্যালাজোগ্যামি

C)মেসোগ্যামি

D)সিনগ্যামি।

 

12)ফুল হল এক প্রকারের রূপান্তরিত –

A)বিটপ

B)মূল

C)ফল

D)পাতা।

 

13)সপুষ্পক উদ্ভিদের গর্ভন্ত্রে কয়টি সহকারী কোশ (synergids)থাকে? –

A)3 টি

B)2 টি 

C)4 টি

D)1 টি।

 

14)ডিম্বাণু থাকে –

A)গর্ভপত্রে

B)ডিম্বাশয়ে

C)ডিম্বকে

গর্ভমুণ্ডে।

 

15. সপুষ্পক উদ্ভিদের নিষেকের সময় সহকারী কোশ যে প্রকৃতির হয় তা হল

A)হ্যাপ্লয়েড

B)ডিপ্লয়েড

C)ট্রিপ্লয়েড

D)টেট্রাপ্লয়েড।

 

16. পাখির সাহায্যে পরাগযোগকে বলে

A)এন্টোমমাফিলি

B)অরনিথোফিলি

C)সাইকোফিলি

D)ম্যালাকোফিলি।

 

17)উভলিঙ্গ ফুলের স্বপরাগযােগকে বলে

A)জেনোগ্যামি

B)অটোগ্যামি

C)গেইটোনোগ্যামি

D)আইসোগ্যামি।

 

 

 

 

 

18)একলিঙ্গ ফুলে যে অংশ থাকে না –

A)বৃতি

B)দলমণ্ডল

C)পুংস্তবক ও স্ত্রীস্তবক

D)পুংস্তবক অথবা স্ত্রীস্তবক।

 

19)স্বপরাগযোগ সম্পর্কিত কোন্ বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো -

A)বাহকের প্রয়োজন হয়

B)অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের উদ্ভবের সম্ভাবনা থাকে না

C)বীজের অঙ্কুরোদগম ক্ষমতা বৃদ্ধি পায়

D)অনেক পরাগরেণুর অপচয় হয়।

 

20)কোন্ বৈশিষ্ট্যটি বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য নয়?

A)ফুলগুলি উজ্জ্বল বর্ণের হয়

B)হালকা পরাগরেণু

C)রামোশ ও পক্ষল গর্ভমুণ্ড

D)লম্বা পরাগধানী।

 

English

(1)Little Prig' refers to —

(A)the mountain

 (B)the suirrel

(C)the forest

(D)a nut.

 

2. The uarrel was between

(A)the forest and the suirrel

(B)a nut and the suirrel

(C)talent and wisdom

(D)d)the mountain and the suirrel.

 

3. The mountain is —

(A)very wise

(B)uite lovely

 (C)very big

(D)very pretty.

 

4 .Unlike the suirrel, the mountain can

 (A)carry forests on its back

(B)crack a nut

(C)move about happily

(D)make a sphere.

 

 

 

 

 

5. The suirrel does not find it disgraceful to –

(A)occupy the mountain's place

(B)occupy the river

 (C)occupy its own place

(D)occupy the tree.

 

6) The suirrel is

(A)as large large as the mountain

(B)as small as the mountain,

 (C)not as large as the mountain

(D)not as small as the mountain.

 

7. The mountain cannot –

 (A)crack a nut

(B)make a suirrel track

(C)crack

(D)carry fountains.

 

8. The suirrel is –

(A)sad

(B)hungry

 (C)spry

(D)angry.

 

9. About the big size of the mountain, the suirrel has —

(A)no idea

(B)hatred

(C)ange

 (D)no doubt.

 

10. The mountain and the suirrel had —

(A)an agreement

(B)harmony of ideas

 (C)An altercation

(d)A peaceful meeting

 

11. A suirrel track is what a –

(A)talent can make

(B)a suirrel can make

 (C)a mountain can make

(D)a mountain cannot make.

 

12. The suirrel is unable to carry on its back —

 (A)the forest

(B)the mountain

(C)the nut

(D)the river

 

13. Unlike a mountain a suirrel can crack a –

(A)joke

 (B)nut

(C)stone

(D)lock.

 

 14)The former called the latter 'Little Prig'. Here the former is —

 (A)the mountain

(B)the forest

(C)the suirrel

(D)the nut.

 

15. The conversation between the mountain and the suirrel was regarding –

(A)who was greater

(B)who was more important

(C)the superiority of the mountain

 (D)the euality of all beings.

16 The suirrel is –

 (A)grateful

(B)ungrateful

(C)arrogant

(D)proud.

 

17. According to the mountain the suirrel puts an appearance of

(A)physically fit

(B)mentally strong

 (C)morally correct

(D)righteousness.

 

18. The mountain called the suirrel 'Little Prig' –

(A)to please him

(B)to honour him

 (C)to mark him

(D)to sympathise with him.

 

19.The suirrel takes pride in being –

 (A)small

(B)large

(C)heavy

(D)bushy.

 

20. Suirrel admits that he has —

(A)no demerits

(B)some companions

 (C)some incapabilities

(D)no capabilities.

 

 

Geography

1. শুষ্ক মরু বা মরুপ্রায় অঞ্চলে অবস্থিত লবণাক্ত হ্রদকে বলে

A) ওয়াদি

B) বাজাদা

C) প্লায়া

D) পেডিমেন্ট।

 

2.  ইয়াদাঙ –

A) নদীর

B) বায়ুর

C) সমুদ্রতরঙ্গের

D) হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ।

 

বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের উদাহরণ হল –

A) ওয়াদি  

B) বালিয়াড়ি

C) গারা

D) ইনসেলবার্জ।

 

4.  মরু সমপ্ৰায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়, A) তাকে বলে –

A) ইয়াদা

B) জুইগেন

C) বালিয়াড়ি

D) ইনসেলবার্জ।

 

5.  মরু অঞলের শুষ্ক অগভীর নদীখাতকে বলে –

A) প্লায়া

B) ওয়াদি

C) বাজাদা

D) পেডিমেন্ট।

 

6.  চলমান বালিয়াড়িকে বলে-

A) শটস

B) ওয়াদি

C) প্রিয়ান

D) প্লায়া।

 

7.  প্রস্তরময় মরুভূমিকে বলে –

A) আর্গ

B) রেগ

C) হামাদা

D) ট্যালাস।

 

৪. বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ —

A) লায়েস

B) বাখান

C) পেডিমেন্ট

D) ইয়াদাঙ।

 

9.  উপকূলীয় বালিয়াড়িকে স্থানীয় ভাষায় থেরিসবলা হয়, এটি দেখা যায়

A) মহারাষ্ট্রে

B) গুজরাটে

C) তামিলনাড়ুতে

D) কেরালায়। -

 

10.  মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ হল

A) আগামুক

B) নব

C) ইনসেলবার্জ

D) গৌর।

 

11. লায়েস কথাটির অর্থ হল –

A) স্থানচ্যুত বস্তু

B) স্থানযুক্ত বস্তু

C) বালিয়াড়ি

D) বিস্তীর্ণ

 

12.  আফ্রিকার মরুভূমিতে প্লায়া হ্রদকে বলে

A) শট্‌স

B) ধান্দ

C) কাতারা

D) বালোসন।

 

13. বার্খান গঠিত হয় বায়ুপ্রবাহের সঙ্গে

A) সমান্তরালভাবে

B) তির্যকভাবে

C) আড়াআড়িভাবে

D) কোনোটিই

 

14. প্রবহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালে গড়ে ওঠা বালিয়াড়িকে বলা হয় –

A) তির্যক বালিয়াড়ি

B) অনুদৈর্ঘ্য বালিয়াড়ি

C) ভ্রাম্যমান বালিয়াড়ি

D) পুচ্ছ বালিয়াড়ি।

 

15. শুষ্ক অঞ্চলে বায়ুর অপসারণের দ্বারা সৃষ্ট পৃথিবীর বৃহত্তম গর্ত হল –

A) সম্বর

B) বিনহোল

C) কাতাৱা

D) নিডিল।

 

16. মরুভূমিতে অবস্থিত বড়ো আকৃতির ইনসেলবার্জগুলিকে বলা হয় –

A) ক্যাসেল কোপিস

B) নিডিল

C) টর

D) পেডিমেন্ট।

 

17. গ্রেট গ্রিন ওয়ালঅরণ্য প্রাচীরটি নির্মাণ করা হয়েছে –

A) সানেরান

B) আটাকামা

C) প্যাটাগোনিয়া

D) সাহারা

 

18. বালুকণা সৃষ্টির মুখ্য উপাদান হল

A) অভ্র

B) কোয়ার্টজ

C) ফেল্ডম্পার

D) হর্নব্লেন্ড।

 

19 লোয়েস সমভূমি দেখা যায় যে নদীর অববাহিকায়, তা হল

A) হোয়াংহো

B) ইয়াংসি কিয়াং

C) আমুর

D) নিল।

 

20. থর মরুভূমির শুষ্ক হ্রদকে বলে

A) রান

B) ধান্দ

C) ব্রিয়ান

D) পেডিমেন্ট।



 For More Questions Download Link are bellow

File Details -

PDF Name / Book Name : Madhyamik Mock Test Part-2

Language : Bengali / English

Download Link : Click Here to Get Answers


You can Also Follow 

Madhyamik History Suggestion 2022 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top